নিপীড়ণের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌননিপীড়ক শিক্ষক আব্দুল্লাহ হেল কাফী এবং ছানোয়ার হোসেন সানীকে যথাযথ শাস্তি প্রদান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ বাতিলের দাবিতে জাবি'র প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।
৩০ এপ্রিল শুক্রবার সকাল ১০.৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে অংশগ্রহণ করুন এবং উল্লেখিত দাবির সাথে একাত্ম বন্ধুদের কর্মসূচির কথা জানিয়ে দিন। আমাদের প্রিয় ক্যাম্পাস নিপীড়নকারীদের অভয়ারণ্য হতে দেব না
ধন্যবাদ।





শুক্রবার চরম দৌড়ে থাকবো বলে আসতে পারবো কি না বুঝতে পারছি না। তবে একাত্মতা ঘোষণা করছি।
আর সামান্য সুযোগ পেলেও যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি।
'আমরা বন্ধু'তে ডুয়্যাল পোস্ট নিষিদ্ধ। কিন্তু জনগুরুত্বসম্পন্ন বিধায় এই পোস্টটি প্রথম পাতায় বহাল থাকছে। এবং একই সঙ্গে বন্ধুদেরকে অনুরোধ করছে মানববন্ধনে উপস্থিত থেকে অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।
আমরা বন্ধু কর্তৃপক্ষ 'নীপিড়ক শিক্ষকের বিচার দাবী'র প্রতি পূর্ণ সমর্থন এবং একাত্মতা ঘোষণা করছে।
আর এটাও স্পষ্টভাবে বলে দিচ্ছে যে, মানবতার প্রয়োজনে মানুষের পাশে 'আমরা বন্ধু' সবসময় বন্ধুতা নিয়েই হাজির থাকবে। নীতিমালা নিয়ে নয়।
আমার আসলে খেয়াল ছিল না। ধন্যবাদ সহযোগীতার জন্য।
আর ধর্ষণের অভিযোগ ওঠেনি বলেই জানি। নিপীড়নের অভিযোগ আছে।
মডুর এই মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো। স্যালুট জানায়ে গেলাম।
পোস্টের জন্য শুভ্র আর যথার্থ সিদ্ধান্তের জন্য মডুকে ধন্যবাদ ।
পোস্টের জন্য শুভ্র আর যথার্থ সিদ্ধান্তের জন্য মডুকে ধন্যবাদ ।
প্রচারের স্বার্থে আমি সামুতে দিয়েছি ।
ধন্যবাদ।
ঠিকাছে।
ঠিকাছে। সবসময়ই একাত্ম
একাত্মতা ঘোষণা করছি!
একাত্মতা ঘোষণা করছি।
একাত্মতা ঘোষণা করছি।
একাত্মতা ঘোষণা করছি।
সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য মডারেটরকে ধন্যবাদ
প্রিয় ক্যাম্পাস নিপীড়নকারীদের বিষনিশ্বাঃস মুক্ত হোক !
মুকুল
শওকত মাসুম
দুষ্ট বালিকা
জয়িতা
রুমন
লোকেন বোস
বাতিঘর
সমর্থনের জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সমর্থন ও সহয়োগীতা অব্যাহত থাকবে। যে কোন প্রকার নিপীড়ন ও অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার থাকুক সুস্থ্য বোধেরা।
সমর্থন রইলো.।এগিয়ে যান। মডারেটর কে ধন্যবাদ।
একাত্ম
আপডেট দিলেন্না ক্যান?
মন্তব্য করুন