ইউজার লগইন

একদিন খুব হাপুস হুপুস গ্রামের বাড়ি।

একদিন হাপুস হুপুস গ্রামের বাড়ি চলে যাবো। হুট করেই, যেদিন মনে হবে ঠিক সেদিন। মানে যদি অফিস বন্ধ থাকে পরদিন বা সেদিন বা অফিস খোলা থাকলেও যাবো-ই। কোন পিছুটান থাকবে না, কেউ বলবে না যাস নে, দায় থাকবে না, মনে হবে না এই কাজ সেই কাজ। খালি মনে হবে একদিন হাপুস হুপুস গ্রামের বাড়ি চলে যাবো। মনে হওয়া মাত্রই একটা ব্যাগ, না না ব্যাগ নিয়ে কি হবে, ব্রাশ, হা হা নিমের ডাল আছে না। ফলে ব্যাগ ছাড়াই, এক পোশাকে, হাপুস হুপুস গ্রামের বাড়ি। যদি সেদিন বাস পাই, বাস না পেলেও অন্য কোনভাবে যাবো-ই, ট্রাকে চেপে কি ট্রেনের ছাদে, একদিন খুব হাপুস হুপুস করবো। একেবারে লাস্ট ট্রিপের বাসের শেষ টিকিটটা কেটে, পেছনের কোণার জানলায় দুচোখ বেঁধে নিয়ে, আহ- এবার তবে গ্রামে যাবো। সেদিন যদি বৃষ্টিও থাকে, সিএনজি ভাড়া যদি হয় তিনগুণ, বলা যায় না, হয়তো কোন গাড়ি-ই আমি পাবো না, হেঁটে হেঁটে সায়দাবাদ, যার প্রয়োজন গাবতলি। যে যার যার বাড়িতেই যেতে হবে কে বলেছে, সবাই মিলে মহাখালিও যাওয়া যেতে পারে। সেদিন হয়তো যেতে যেতে আমরা ভিজে যাবো। আমাদের হাতে ব্যাগ এমনকি কেউ যেন ডাকতে না পারে সে জন্য মোবাইলটাও আমরা সঙ্গে নেব না। ফলে আমাদের বৃষ্টি ভেজা হবে নির্ভার। ভিজে ভিজে কাক হয়ে গেলে আমরা বাসে উঠবো। আমাদের গা ঝরা জলে বাসের মেঝে, কার্পেট এমনকি সিটও ভিজে যাবে। আর বাইরে তখন- অনিবার জলধারায় সিক্ত হবে মাঠ, জলা, এলিয়ে থাকা লতা, ঝিলিক মারবে বাজ হাইওয়েতে।  সব ভীজে যাবে, ভিজতে থাকবে, আমাদের সেবারের ভ্রমণ হবে বৃষ্টি ভেজা।

 

আর  যদি শরত থাকে। তাহলে তো তার আমল ধবল পালে নিরুদ্দেশের হাওয়া এমনকি আমাদের অন্য কোন ঠিকানায় নিয়ে যেতে পারে। সেখানে নদীর বাঁকে ছই নৌকায় কেরোসিনের তাপে হলদে নোনা ইলিশ সেদ্ধ হতে থাকবে, সেই ফাঁকে আমরা আমাদের শহুরে পোশাক খুলে উদাম স্নানে মন ভেজাবো। কাশফুল না থাক, চোখের পটে এঁকে নেব তা। আর আমাদের বাড়ির উঠান ভরা জোছনায়, একটা এঁড়ে বাছুরের চোখে লাগা চাঁদের আলোয়, অড়বরই-এর গাছে জমা আঁধার। 

বাড়ি- তা সো হোক দালান কি খড়ের। সে তো ভাই গ্রামের বাড়ি। দুপুর হলে, সেই ছেলেবেলায়- চানাচুররররর, কিম্বা বৃষ্টি ভেজা জাম্বুরা, মটর  ক্ষেত, আরো আরো কি যেন- সব কি আর আগের মতো থাকে। কোন কিছুই আগের মেতা থাকে না। সব পাল্টায়। একবার সেই যে, আঁধারে বসে- হুমায়ুন ফরিদি, সোহেল রানা, উম্মাহ ময়ুরী আইসা পড়ছেরে। এবং সেই সিনামা হলের পাশ দিয়ে চলে যাওয়া হাইওয়ে ধরে সেই যে ঢাকা শহরে এলাম। ধুরো, আর কতদিন। একদিন, ঠিক একদিন চলে যাবো। হাপুস হুপুস গ্রামের বাড়ি। ঠিকানা হয়তো নাই। তাহলে ঠিকানা খুঁজে নেব। কেউ কি দেবেনা তার গ্রামের বাড়িতে আমাকে থাকতে। দেবে না। অবশ্যই দেবে। না জানিয়েই চলে যাবো। ভেজা অথবা সিক্ত গায়ে। মাগো আমারে থাকতে দিবেন না গ্রামের বাড়িতে। দুই রাত একদিনের জন্য।

পোস্টটি ১৪ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


দারুণ লেখা। সালাহ উদ্দিন ভাই, কেমন আছেন? অনেকদিন পর দেখলাম।

সালাহ উদ্দিন শুভ্র's picture


হ্যাঁ অনেকদিন পরে। 

আমি  ভালো আছি। আপনি? ভালো থাকবেন সবসময়।

মীর's picture


Smile

টুটুল's picture


শুভ্রকে কম কম দেখা যায় Sad

আমরা এমন চমৎকার লেখা মিস্করি Sad

সালাহ উদ্দিন শুভ্র's picture


কি আর কইতাম দুঃখের কথা

শুনলে  হবে মাথা ব্যাথা

 

আসতে  তো চাই নিয়মিত। ভালো থাইকেন।

অতিথি's picture


Can't say anything- just feel ur passion n like it much. Fantastic Crazy

রাসেল আশরাফ's picture


এই হাপুস হুপুস দিন কবে যে আসবে রে ভাই????????? Sad Sad Sad

লেখা উমদা হয়ছে।

সালাহ উদ্দিন শুভ্র's picture


হাপুস হুপুস একটা দিন আসলে আমারে জানাযেন।

রাসেল আশরাফ's picture


ওকে বস।

১০

বাতিঘর's picture


'যাবো বলে থেমে থাকতে নেই',
জলদি হাপুস হুপুস গ্রামে যান ভাইটি!
সেখানে হালুম হুলুম কী কী খাইলেন,
সেটাও পোষ্ট লিখে জানান আমাদের।
সে পর্যন্ত ফাটাফাটি থাকুন।

১১

সালাহ উদ্দিন শুভ্র's picture


যাবো যাবো.....একদিন ঠিক ঠিক যাবো...হু হা হা হা

১২

তানবীরা's picture


একদিন খুব হাপুস হুপুস বাংলাদেশে চলে যাবো

১৩

সালাহ উদ্দিন শুভ্র's picture


উমমমমমম.....হাপুশ হুপুশ বাংলাদেশ। 

১৪

রশীদা আফরোজ's picture


একদিন আমিও...!

১৫

নীড় সন্ধানী's picture


একদম উচাটন করে দিলেন প্রাণটা। এখুনি ইচ্ছে করছে বাসে চড়ে বসি.......চল যাই যাই....... Smile Smile

১৬

নাজনীন খলিল's picture


আহা গ্রামের বাড়ী!
কোনদিন পুরাতন হয়না------টান কমেনা।

১৭

বিষাক্ত মানুষ's picture


আমার গ্রামের বাড়ি নাই । Puzzled

১৮

জেবীন's picture


বিমা'র মতোন আমারও বাড়ি যাবার কোন টান নেই...   কিন্তু আপনার লেখাটা দারুন লাগ্লো পড়তে...   :)

১৯

শওকত মাসুম's picture


চমৎকার একটা লেখা।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সালাহ উদ্দিন শুভ্র's picture

নিজের সম্পর্কে

বিষয়টা খুব জটিল।