''Sat Beneath The Lightning Tree''
বায়ার্ন ২ নামের রেডিও চ্যানেলে মাঝে মাঝে খুব ভালো গান বাজায়। Sat Beneath The Lightning Tree নামের এই গানটা বাজাচ্ছিলো। কোনো এক অচেনা শিল্পী। অথচ হটাৎ করেই গানের কথাগুলো খুব চেনা মনে হলো। ইউটুবে দৌড় দিলাম। এক দৌড়ে খুঁজে বের করলাম গানটা। এখন শুনছি তো শুনছিই।
রাত হয়ে গেছে। রাত ১ টায় লিখতে বসা মানে রাতটার সব্বোনাশ করা। তবু সেই সন্ধ্যা থেকে একটু অবসর করে ব্লগে সময় কাটাবো ভাবছিলাম। সে আর হলো কই? সময় খালি দৌড়ায়। তাই হলো না আজ আমার আর ব্লগ লেখা। এই কষ্ট বুকে নিয়ে ঘুমায় পড়ি, কী আর করবো!
দিনভরে কত আজব আজব ফালতু ঘটনা ঘটালাম সেই সব এখন লেখার নেইকো সময়। মনের মাঝে পরতে পরতে কথা থেকে যায়, হয়না কারও সাথে সেসব বলা। ইচ্ছে করে অবেগ-অনুভুতি-স্মৃতি টাইপের জিনিসগুলোকে একটু বাইরে বের করে হাঁটিয়ে নিয়ে আসি, লোকেরা তাদের কুকুরদের গলায় দড়ি বেঁধে নিয়ে যেভাবে হাঁটতে বেরোয়। কিন্ত বিকেলের বাতাসে হেঁটে বেড়িয়ে ওদেরকে হাল্কা করা আর হয়ে ওঠে না আমার, যদিও খুবই দরকারি কাজ এটা।
আমার জন্য কেউ একটু সময়ও বাঁচায় না। আমিও নিজের জন্য সময় বাঁচাতে পারি না। তারপরও আধাঘন্টা কাটালাম ব্লগে। যাইহোক, গানটা শেয়ার করার মতোই, ভালো কিছু লেখা না হোক, গানটা শেয়ার করলাম এইটাই বড় পাওয়া। আজ তবে এখানেই দাড়ি। ভাল থাকুন সকলে।
মন্তব্য করুন