এমন কি ছিল কথা?
সচরাচর যেমন হয়,
শুধু তাঁর কাছে ভয়,
শুধু সত্যের কাছে ভয়,
শুধু মিথ্যার অভিনয়।
শুধু মিথ্যার জয়।
সচরাচর যেমন হয়,
শুধু অস্তিত্তের আশায়
মিথ্যে ভালবাসায়
মিথ্যে সম্পর্কের সমন্বয়,
শুধু বিচ্ছেদের জয়।
সচরাচর যেমন হয়,
শুধু সম্পদের আশায়
আঘাতের প্রস্রয়।
সুখ শান্তির ভাষায়
দস্যুতার অন্বয়।
সচরাচর যেমন হয়,
যাতে নারীর ভয়
পুরুষের জয়।
যেখানে মিথ্যে দম্ভে
মনুষত্ত্বের পরাজয়।
সচরাচর যেমন হয়,
যেখানে নারীত্বের বেঁচাকেনা
সমাজের অহংকার।
যৌতুকের দেনায়
নারীত্বের সৎকার।
সচরাচর যেমন হয়,
যেখানে ঘুষের আগুনে পোড়া
মনুষত্তের গৌরব।
মানুষেরা অসহায়
নেই ফুলেল সৌরভ।
সচরাচর যেমন হয়,
যখন যুদ্ধের জয়,
শান্তির ক্ষয়
মিথ্যে সেবার ভাষায়,
মুল্যবোধের অবক্ষয়।
সচরাচর যেমন হয়,
ধর্মের ছায়ায়
সন্ত্রাসের জয়।
মানুষের স্বপ্নে, আশায়
বোমা গর্জায়।
সচরাচর যেমন হয়,
ঘরে কোণায়
নারীর আস্রয়।
তাদের কান্নায়
ধর্মীয় স্লোগান বাজায়।
আর কতকাল এমনি কাটবে দিন
আর কতকাল ঘটবে মনুষত্বের বিলীন।
আর কতকাল প্রস্রয় পাবে ঈস্রাফিলের বীণ।
হবে কোন কালে অত্যাচারীর বিষাক্ত হাত অস্রহীন।
নাকী এমনি থাকবে যুগের পর যুগ
মানুষ আর শয়তানের সহযোগ,
রক্তিম পেট্রোলের তৃষা
যাবে না নাকি যুগ বীরের।
যাবে না নাকী নেশা
আঘাতে আঘাতে বেদনায় নীল হীরের।
সোনালি আলো ছেরে আর কতকাল থাকবে
মানুষ কৃতদাসের তোলা স্বর্ণে।
মানুষের মন ভরবে না নাকি আর
রংধনুর সপ্তবর্ণে?
আর কতকাল থাকবে সুখি মানুষ
শয়তানের মত দিয়ে অন্যকে ব্যাথা।
তাই বার বার কেঁদে উঠে মন
বার বার জিগায় তাঁরে
এমন কি ছিল কথা?
২৪.০৬.১৩, ঢাকা।
মন্তব্য করুন