কি সুন্দর পৃথিবী
প্রত্যেকটা মানুষই জীবন পথে একবার হলেও ভাবে, "ধূর , কেন যে জন্ম নিলাম? বেঁচে থেকে কি হবে। মরে যাই না কেন। ইত্যাদি ইত্যাদি জীবনের প্রতি হতাশা মূলক কথা"
আমার মত একজন যে জীবন বোঝার আগেই ভাবতে শুরু করেছে যে মরে গেলে ভাল হত, তার জন্য এই ধরনের কথা ছিল স্বাভাবিক। " জীবন কতই না সুন্দর " টাইপ কথাগুলো হাস্যকর। তবে, সবসময় একটা কথা মাথায় ঘুরত, কেন বেঁচে আছি? আল্লাহ্ আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন কেন? সবাই বলে তিঁনি নাকি উদ্দেশ্য ছাড়া কিছু করেন না। আমাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যটা খোঁজে পাচ্ছিলাম না।
প্লেনটা যখন আকাশে উঠে পরেছে জানালা দিয়ে রাতের বাংলাদেশটা কত সুন্দরই না লাগছিল। তবে আস্তে আস্তে ছোট হয়ে যাওয়া আমার দেশটার দিকে তাকিয়ে মনে মনে আল্লাহ্পাককে বলেছিলাম, আর কত কষ্ট রয়েছে আমার জন্য? শুধু কষ্ট পাওয়ার জন্যই কি আমার জন্ম?
গরম শেষ প্রায়, গাছের পাতাগুলো একদম রঙ্গিণ। সব ঝরে পরে নি তখনও। খুব সুন্দর লাগছিল। বেশির ভাগ বাড়ি ছোট বলেই হয়ত আকাশটা এত বড় দেখা যায়। ভালই লাগত তবে সেটা বেশিক্ষণ থাকত না। সেবার শীত খুব বেশী পরেছিল। দিনে ক্লাস আর রাতে কাজ। শীতের চোটে অবস্থা খারাপ। এত বিরক্তিকর ঠান্ডা চিন্তার বাইরে ছিল। কাজ না করলে পেটে ভাত জুটবে না , চোখের পানি মুছে কাজে গেলাম।
মধ্যরাতে জানালায় আবছা আলো দেখে জানালার পাশে গিয়ে বাইরে তাকাতেই মুখ "হাঁ" হয়ে অবাক হলাম। তুষাড় পরছে। ইতিমধ্যে বাড়ির চালা ঢেকে গেছে। জীবনে প্রথম তুষাড় পরা দেখলাম। সাদা কাল পৃথিবী যেন। সাদার পরিমাণ বেশি বলেই হয়ত চারদিক অনেকটাই আলোকিত। মুখ থেকে একটা কথাই বের হল, " ইয়াল্লাহ্, এত সুন্দর?" তারপর মনে হল, এই সৌন্দর্যটা দেখার জন্যই কি আল্লাহ্ আমাকে বাঁচিয়ে রেখেছেন?
আমার দেশে তুষাড় পরে না। তাই কি তিনি আমার আগের জীবনটাকে ভেঙ্গে শেষ করে এই নতুন দেশে নতুন জীবনে পাঠিয়েছেন? এটাই কি সেই উদ্দেশ্য? সেদিনের পর থেকে আশেপাশের সব কিছুই নতুন করে দেখতে লাগলাম। চারপাশে এত সৌন্দর্য্য। প্রতিদিন সূর্য উঠে অস্ত যায়, কিন্তু একেক দিন একেক রকম থাকে আকাশটা। এত সুন্দর করে এই পৃথিবীটাকে আগে কখনও দেখি নি।
এত সুন্দর পৃথিবী , কতটা সময় নষ্ট করেছি এই সৌন্দর্য্য না দেখে। বিনা কারণে নিজেকে কষ্ট দিয়ে। এখন প্রতিদিন নতুন সুন্দরের খোঁজে থাকি। পেয়েও যাই। ভাল লাগে।
ইদানীং মনে হয় সারা পৃথিবীতেই ঠান্ডা পড়েছে। ক'দিন যাবত আমার এখানেও প্রচণ্ড ঠান্ডা, আর সমানতালে হচ্ছে তুষারপাত। ভাগ্যটা ভাল যে, এখানে আমার দেশের মতো রাস্তার ফুটপাথে কাউকে ঘর-সংসার করতে হয় না। খবরই ছিল তাহলে
ঢাকায় আসার পর থেকে শীত মিস করি। শৈত্য প্রবাহ ছাড়া ঠাণ্ডা টেরই পাই না।
হ্যা বন্ধু পৃথিবীটা আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছেন। আর তাই আমাদের নতুনত্বের শেষ হবেনা মৃত্যর পুর্ব পর্যন্ত। মৃত্যও একটা নতুন বিষয় যার কাছে মালাকাল মওত একবার আসবে আর ফিরে যাবেনা ।
মন্তব্য করুন