বইমেলা বইমেলা বইমেলা ২০১২
ঝাড়ি আমাদের সাধারণ ব্লগারদের ঝাড়াঝাড়িতে কর্তৃপক্ষের টনক এখন দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো এপাশ থেকে ওপাশ নড়ছে। তারা আমাদের বই এর ব্যাপারে সাহায্য করতে সম্মত হয়েছেন। বইমেলা আগ্রহী ব্লগারদের বিপুল সাড়া আমাদেরকে করেছে সাহসী আর তাদেরকে করেছে ভীত।
কিন্তু এখন লেখা রেডি করে কর্তৃপক্ষ বরাবর পাঠানোর দায়িত্ব আমাদের।
প্রথমে কর্তব্যঃ
লেখা পাঠানোর নিয়মাবলীঃ
ক) লেখা পাঠানোর সর্বশেষ সময়ঃ ডিসেম্বর ১৫
{এরপর পাঠানো কোন লেখাই গৃহীত হবে না। সেটা যে কারোই হোক। যতো তাড়াতাড়ি পাঠাবেন ততই ভালো।}
খ) যেকোন লেখা অথবা গত এক বছরে শুধু এবিতে দেয়া পছন্দের কোন লেখার লিংক ইমেইলে দেয়া যাবে। তবে কমপক্ষে ৫০০ শব্দ হলে ভাল হয়।
গ) এবির সম্মানিত কিছু ব্লগার সম্পাদনা পরিষদে কাজ করবে। তাদের সিদ্ধান্তে আস্থা রাখতে হবে এবং তাদের সিদ্ধান্তই চুড়ান্ত।
ঘ) লেখা যেকোন বিষয়ের ওপর হতে পারে। ভ্রমনকাহিনী, টেকনিক্যাল, কবিতা, গল্প, রোজ নামচা, ফটোগ্রাফির ওপর, সিনেমা বিষয়ক ইত্যাদি।
ঙ) সর্বোপরি সবাই একটি “মনকাড়া” নাম পাঠানোর চেষ্টা করবেন "আমরা বন্ধুর" প্রথম সংকলনটির জন্যে। লেখা পাঠানোর ঠিকানা amrabondhublog@gmail.com।
এখন দায়িত্বঃ
প্রকাশনার জন্য প্রকাশনীর সাথে কথা বলা প্রয়োজন। যার যার পরিচিত মন্ডলে কথা বলে দেখুন। আপডেট জানান। ব্লগে আলোচনা করে আমরা সবচাইতে ভালো অপশনটা বেছে নিব।
প্রচারনায় এক ঝাক তরুন ব্লগারের প্রয়োজন হবে। যারা প্রায় প্রতিদিন বইমেলায় গিয়ে অনুপ্রানিত করবে।
অনলাইনে প্রচারনা চালাবে।
নিউজ মিডিয়া এবং স্যাটেলাইট চ্যানেলগুলোতে আপডেটের ব্যবস্থা করবে।
লেখা/লিংক জমা দেয়ার জন্য ব্লগারদের তাগাদা দিবে।
রাসেল আশরাফ এবং রাজন ইউনিকোডে কনভার্ট করে পোস্ট গুছিয়ে সম্পাদনা পরিষদে প্রেরণ করবে।
প্রচ্ছদের জন্যে সুন্দর একটা ছবি বা স্কেচ করে দিবে।
সর্বশেষ কিন্তু সবচেয়ে জরুরীঃ
অর্থব্যবস্থা: অর্থসংকুলান কি ভাবে হবে? (
ঝাড়ি আমাদের সাধারণ ব্লগারদের ঝাড়াঝাড়িতে কর্তৃপক্ষের টনক এখন দেয়াল ঘড়ির পেন্ডুলামের মতো এপাশ থেকে ওপাশ নড়ছে। তারা আমাদের বই এর ব্যাপারে সাহায্য করতে সম্মত হয়েছেন। বইমেলা আগ্রহী ব্লগারদের বিপুল সাড়া আমাদেরকে করেছে সাহসী আর তাদেরকে করেছে ভীত।
কিন্তু এখন লেখা রেডি করে কর্তৃপক্ষ বরাবর পাঠানোর দায়িত্ব আমাদের।
প্রথমে কর্তব্যঃ
লেখা পাঠানোর নিয়মাবলীঃ
ক) লেখা পাঠানোর সর্বশেষ সময়ঃ ডিসেম্বর ১৫
{এরপর পাঠানো কোন লেখাই গৃহীত হবে না। সেটা যে কারোই হোক। যতো তাড়াতাড়ি পাঠাবেন ততই ভালো।}
খ) যেকোন লেখা অথবা গত এক বছরে শুধু এবিতে দেয়া পছন্দের কোন লেখার লিংক ইমেইলে দেয়া যাবে। তবে কমপক্ষে ৫০০ শব্দ হলে ভাল হয়।
গ) এবির সম্মানিত কিছু ব্লগার সম্পাদনা পরিষদে কাজ করবে। তাদের সিদ্ধান্তে আস্থা রাখতে হবে এবং তাদের সিদ্ধান্তই চুড়ান্ত।
ঘ) লেখা যেকোন বিষয়ের ওপর হতে পারে। ভ্রমনকাহিনী, টেকনিক্যাল, কবিতা, গল্প, রোজ নামচা, ফটোগ্রাফির ওপর, সিনেমা বিষয়ক ইত্যাদি।
ঙ) সর্বোপরি সবাই একটি “মনকাড়া” নাম পাঠানোর চেষ্টা করবেন "আমরা বন্ধুর" প্রথম সংকলনটির জন্যে। লেখা পাঠানোর ঠিকানা amrabondhublog@gmail.com।
এখন দায়িত্বঃ
প্রকাশনার জন্য প্রকাশনীর সাথে কথা বলা প্রয়োজন। যার যার পরিচিত মন্ডলে কথা বলে দেখুন। আপডেট জানান। ব্লগে আলোচনা করে আমরা সবচাইতে ভালো অপশনটা বেছে নিব।
প্রচারনায় এক ঝাক তরুন ব্লগারের প্রয়োজন হবে। যারা প্রায় প্রতিদিন বইমেলায় গিয়ে অনুপ্রানিত করবে।
অনলাইনে প্রচারনা চালাবে।
নিউজ মিডিয়া এবং স্যাটেলাইট চ্যানেলগুলোতে আপডেটের ব্যবস্থা করবে।
লেখা/লিংক জমা দেয়ার জন্য ব্লগারদের তাগাদা দিবে।
রাসেল আশরাফ এবং রাজন ইউনিকোডে কনভার্ট করে পোস্ট গুছিয়ে সম্পাদনা পরিষদে প্রেরণ করবে।
প্রচ্ছদের জন্যে সুন্দর একটা ছবি বা স্কেচ করে দিবে।
সর্বশেষ কিন্তু সবচেয়ে জরুরীঃ
অর্থব্যবস্থা: অর্থসংকুলান কি ভাবে হবে? (
- শুধু এবিতে দেয়া হলে আমার কোন লেখা দেয়া যাবে কি না, সন্দিহান। তাও আবার ৫০০ শব্দের একটা সীমারেখা।
এবির সম্মানিত কিছু ব্লগার যেহেতু সম্পাদনা পরিষদে আছেন, তারাই তো ব্লগ থেকে লেখা বাছাই করে নিতে পারেন।
তাছাড়া ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন একটা লেখা তৈরি করা সম্ভব হবে বলে তো মনে হচ্ছে না।
তবুও শুভ কামনা।।
এবি এর সংকলনে শুধুমাত্র এবিতে প্রকাশিত লেখাই প্রকাশ করা কি যুক্তিসংগত ভাবছেন না? ৫০০ শব্দের লেখা না থাকলে ঘষে মেজে ৫০০ শব্দ বানানোর জন্যেইতো ১৫ ডিসেম্বর অব্ধি সময় দেয়া হলো সবাইকে
আপনি ১৫ দিনে নিজের একটা লেখা দাড় করাতে পারবেন না আর সম্পাদনা পরিষদ সবার সব লেখা থেকে সেরা লেখা ১৫দিনে খুঁজ বের করে ফেলবে, দারুণ কথাতো
নতুন একটা লেখা লিখতে ১৫ দিন লাগবে, আপনার জন্যও অঢেল শুভকামনা
- অবশ্যই না, কেননা এখানে পাঠক সংখ্যা খুব কম বলে অন্য ব্লগেও লেখাটা দিতে হয়।
- এটা নির্ভর করে লেখক এবং সম্পাদনা পর্ষদের উপর। কোন কোন লেখক হয়তো ১৫ দিনে একটা লেখা বের করে, আবার কোন কোন সম্পাদনা পর্ষদ ১৫ দিনে লেখা খুঁজে বের করে। এ কারণেই বলা, সম্পাদনা পর্ষদে তো এই ব্লগের ব্লগাররাই আছেন। তারা নিশ্চয়ই খোঁজ রাখেন নিয়মিত সবার লেখা, কে কেমন লিখছেন? সুতরাং সময় বেশি লাগার কথা না।
এখানে বলা ভাল, ১৫ দিনের মাঝে ৫০০ শব্দের একটা আইডিয়া কারো মাথায় নাও আসতে পারে, কিন্তু ১৫ দিনের মধ্যে আবার ১৫০০ শব্দের একটা গল্প কারো মাথায় আসতে পারে।
আপনার অঢেল শুভ কামনা মাথায় থাকলো। তবে এটুকু বুঝতে পারছি, সবার দ্বারা এই নিয়ম মেনে লেখা দেয়া সম্ভব নাও হতে পারে।
ভাল থাকুন। ভাল লিখুন।
কিছু বিষয় আর একটু ক্লিয়ার হওয়া প্রয়োজনঃ
১। শুধু এবিতে দেয়া একবছরের পুরোনো লেখা তাহলে দেয়া যাচ্ছে?
২। একজন কয়টা লেখা বা লিংক দিতে পারবে?
৩। কোন প্রকাশকের মাধ্যমে গেলে কি খুব একটা অর্থ সংস্থানের প্রয়োজন পড়বে? তবে যদি নিজেরা প্রকাশ করা হয় তবে জনগনের (এবি'র) কাছ থেকে ক্ষুদ্র চাঁদা নেয়া যেতে পারে। এতে অংশগ্রহনের আনন্দটা পাবে সবাই। এছাড়াও যারা সমর্থ্য এবং আগ্রহী তারা বড় অংকও শেয়ার করতে পারেন।
১। শুধুমাত্র এবিতে প্রকাশিত লেখা দেয়া যাবে। এক বছরের বেশি পুরনো হলেও সমস্যা নেই।
২। যতোটা ইচ্ছে লিঙ্ক দিন, কিন্তু একজনের একটা লেখাই মনোনীত হবে। সেক্ষেত্রে আমি অনুরোধ করবো নিজের প্রিয় লেখাটার লিঙ্কটাই দিন। সম্পাদনা পরিষদের সময়ের কথা ভেবে।
৩। কর্তৃপক্ষ জানাবেন।
Money is no problem. আমাদের টাকা না থাকলেও Euro , Dollar এর সমস্যা নাই।
এই পোস্ট টা কী স্টিকি করা যায়? দ্রুত সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়তে হবে, সময় বেশী নাই।
কোনো নামি প্রকাশকের মাধ্যমে প্রকাশ হলে প্রচার - প্রসার - বাজার জাত করন সহজ হবে। এ ক্ষেত্রেও নিজেদের টাকায় প্রকাশ করতে হবে।
যারা বিদেশে থাকে তারা একটা নির্দিস্ট পরিমান টাকা দিবে, দেশে থাকারাও দিবে।
আমি ডলার দেবো।
- অবশ্যই না, কেননা এখানে পাঠক সংখ্যা খুব কম বলে অন্য ব্লগেও লেখাটা দিতে হয়।
- এটা নির্ভর করে লেখক এবং সম্পাদনা পর্ষদের উপর। কোন কোন লেখক হয়তো ১৫ দিনে একটা লেখা বের করে, আবার কোন কোন সম্পাদনা পর্ষদ ১৫ দিনে লেখা খুঁজে বের করে। এ কারণেই বলা, সম্পাদনা পর্ষদে তো এই ব্লগের ব্লগাররাই আছেন। তারা নিশ্চয়ই খোঁজ রাখেন নিয়মিত সবার লেখা, কে কেমন লিখছেন? সুতরাং সময় বেশি লাগার কথা না।
এখানে বলা ভাল, ১৫ দিনের মাঝে ৫০০ শব্দের একটা আইডিয়া কারো মাথায় নাও আসতে পারে, কিন্তু ১৫ দিনের মধ্যে আবার ১৫০০ শব্দের উপর একটা গল্প কারো মাথায় আসতে পারে।
আপনার অঢেল শুভ কামনা মাথায় থাকলো। তবে এটুকু বুঝতে পারছি, সবার দ্বারা এই নিয়ম মেনে লেখা দেয়া সম্ভব নাও হতে পারে।
ভাল থাকুন। ভাল লিখুন।
দারুন আইডিয়া!
দেখি একটা লেখা পাঠাতে ট্রাই করবো, যদিও সেমেস্টারের শেষ সপ্তাহ বলে চরম দৌড়ের উপ্রে আছি।
কবিতার কথা শুইন্যা একখান লিংক দিতে মন চাচ্ছে

কবিতায় ৫০০ শব্দ ? !!!!!! মইরেছি
:-p
সব্বোনাশ , সময় আর একটু পাইলে ভাল হয় , বাচ্চাগুলির পরীক্ষা শেষ হবার পর লিখতে বসব। ওদের পরিক্ষাই তো শেষ হবে ১৮ই ডিসেম্বর।
কয়েকটি বা অনেকগুলো মিলিয়ে কিছু করা যেতে পারে, পারে কি ?????????
কবিতার জন্য শব্দসংখ্যা নূন্যতম ১০০ রাখা যেতে পারে
৫০০ শব্দের একটা কবিতা লিখতে পারবেন না
ঠিকাছে, amrabondhublog@gmail.com এই ঠিকানায় মেইল করে আপনার সমস্যা জানান দেখেন কর্তারা কি সাহায্য করতে পারে
পারুম কিন্তু লিখুম না। পড়ার ফাকে ফাকে ভাত রান্না করতে যাবেন, বাচ্চার ন্যাপো পাল্টাতে যাবেন, বারান্দায় সর্দি ঝারতে যেয়ে পাশের বাড়ির ছেলের সাথে দৃষ্টি বিনিময় করে ফেইস লাল করবেন, বুঝতে না পারলে কষে গাল মন্দ ইত্যাদি ইত্যাদি তা হবে না।
তার থেকে, আমার অনুকাব্যই ভাল। পড়ার আগেই শেষ, তারপর শুধুই ভাবনা “ এইটা কি পড়লাম?”

ক ঠিক হলে খ ভুল
আর খ ঠিক হলে ক ভুল
হ্যাঁ কি না?
কত কিছুই না ঘটে

তাহাতে তাহাতে,
রুখিবে কে ?
সংশ্লিষ্ট সকলকে অনেক অনেক শুভকামনা যেন তারা তাদের সর্বোত্তম প্রয়াস রাখতে সক্ষম হন ।
আছি।
লেখা হয়ত দিতে পারবনা, তবে শুভকামনা থাকল।
শুভ কামনা।
চমৎকার উদ্যোগ , শুভকামনা রইল
আমরা কয়েকজন ব্লগার নিজে উদ্যোগ নিয়ে কালকে (০৪-১২-১১) সন্ধায় একটা মিটিংয়ে বইমেলা-২০১২ এর ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
এই সিদ্ধান্ত গুলো এক এক করে নিচে উল্লেখ করা হলো
১. বইয়ের নামঃ- (সবাই একটা করে সুন্দর নাম প্রস্তাব করেন)
২. বিষয়ঃ- যেহেতু ব্লগ সংকলন, তাই বিভিন্ন ক্যাটাগরীতে লেখা চাওয়া হচ্ছে।
অনেক আলোচনা করে নিচে উল্লিখিত ক্যাটাগরীগুলো ঠিক করা হয়েছে-
ক. প্রবন্ধ (মুক্তিযুদ্ধ, শিক্ষা ও অন্যান্য প্রবন্ধ)
খ. গল্প (ছোটগল্প ও রম্যগল্প)
গ. কবিতা
ঘ. মুক্তগদ্য (সব ধরনের লেখা)।
লেখা পাঠাবার নিয়মাবলী
১. একজন লেখক একাধিক ক্যাটাগরীতে লেখা দিতে পারবেন।
২. ক্যাটাগরী ক, খ ও ঘ'এর জন্য লেখার আকার নুন্যতম ৫০০ শব্দে হতে হবে।
৩. ক্যাটাগরী 'গ' এর জন্য লেখার আকার নুন্যতম ১০০ শব্দে হতে হবে।
৪. লেখা নির্বাচনের ক্ষেত্রে সম্পাদক মন্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত হিসেবে ধরে নিতে হবে।
৫. যারা লেখা দিতে ইচ্ছুক, তারা আমরা বন্ধু ব্লগে গত এক বছরে প্রকাশিত তার নিজের লেখার বা পছন্দের লেখার লিংক এই পোস্টে দিয়ে যেতে পারেন। তবে লেখক যদি নিজের লেখা নিজেই ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করে সেটাকে amrabondhublog@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দেয় তাহলে আমাদের কষ্ট কিছুটা লাঘব হয়।
(অনলাইনে ইউনিকোড থেকে বিজয়ে কনভার্টের জন্য এই লিংক ব্যবহার করতেপারেন http://bnwebtools.sourceforge.net )
৬. ছাপানোর সম্মতিপত্রসহ লেখার সাথে ২৫ শব্দে আপনার সংক্ষিপ্ত পরিচিতি, আপনি কোন নামে লেখা প্রকাশ করতে চান (ব্লগ নিক না প্রচলিত নাম), আপনার ইমেইল এড্রেস প্রকাশে কোনো অনিচ্ছা আছে কি না এই বিষয় গুলোও উল্লেখ করবেন।
৭. লেখা অবশ্যই ১৫ই ডিসেম্বরের ভিতর আমাদের হাতে পৌছুতে হবে। এর পরে পৌছুলে কোনোভাবেই সেটা গ্রহন করা হবে না।
কাজ আগাচ্ছে...
ধন্যবাদ সংশ্লিষ্ট সব্বাইকে
যাক, ছোটদের (কবিতা লিখতে যাদের পছন্দ) কিছু একটা হিল্লে হল বলেই মনে হচ্ছে।

কিছু নাম পাঠিয়েছিলাম ই-মেইলে । ঠিক মত পেলেন নাকি কিছুই বুঝতেছি না
ইমেইল তো আর ডাকবিভাগ না
ডিজিটাল যুগে ডাকবিভাগ পাইবেন কই
গল্পের ক্ষেত্রে সর্বোচ্চ শব্দ সংখ্যা কত। ?
১৫০০ মনেহয়
এই পোস্টের শিরোনামটাই ঠিক হয়নি। সম্পাদনার কাজটা কি সহজ ও মানসম্মত হয়ে উঠবে?
ভালো থাকবেন।
লেখার গ্রহনের ব্যাপারে আমি শামনের সাথে একমত। মানসম্মত লেখার জন্য এই ব্লগের বাইরে যাওয়া উচিত। সংকলনের নামটা আগে ঠিক করা উচিত। আয়তনটা কয় ফর্মার মধ্যে রাখা হবে, সেটা নিদ্দিষ্ট করা দরকার। প্রকাশক ঠিক করা, প্রচ্ছদের জন্য প্রচ্ছদকার ঠিক করা এবং কত টাকা খরচ আসতে পারে সেটার হিসেব বের করার কাজটা আমি করে দিতে পারি। সময় একেবারেই নেই। এখন চাইলেই যে কোন প্রকাশক রাজি হবে না কাজটা নিতে। আমার এবার তিনটা বই বের হচ্ছে। পাণ্ডুলিপি আমি আরো ৩ মাস আগেই দিয়েছি প্রকাশনীতে। সব প্রকাশনী নভেম্বরেই তাদের পাণ্ডুলিপি গ্রহনের কাজ শেষ করে ফেলে বলে জানি। তবু আমি কয়েকটা প্রকাশনীর সাথে কথা বলে প্রকাশের ব্যবস্খা করে দিতে পারি। কত কপি বই হবে? ৫০০ বই করলেই হবে বলে মনে করি। আর ১০ ফর্মার উপর যাওয়া ঠিক হবে বলে মনে হয় না। তাতে আনুমানিক ৬৫/৭০ হাজার টাকা লাগবে যদি আধুনিক উন্নতমানের বই করতে হয়।
আমি লেখা দিতে পারব কিনা বুঝছি না। এ ব্লগে তো আমার একটা মাত্র পোস্ট। আমার লেখা না দেয়াই ভালো।
আপনি মনে হয় পুরো বিষয়টা না বুঝেই কমেন্টগুলো করলেন।
এখানে না-বোঝার কিছুই তো আমি দেখছি না। মানসম্মত লেখা দিয়ে একটা ৫ ফর্মার সংকলন যদি করা যায় তো ভালো ব্যাপার। সেটা যদি এ ব্লগের লেখা দিয়েই সম্ভব হয় তো ভালোই।
জে ভাইজান। এই কতাডি আপনের মাথায় পুরাপুরি ঢুকায়া লন যে, এই পোস্টে শুধু এবং শুধুমাত্তর এই ব্লগে প্রকাশিত লেখাগুলা নিয়াই একখান বই প্রকাশের কতা-বাত্রা চল্তেছে। আর সেইটা খুবই সম্ভব। মাত্তর দ্যাড় দিন এইখানে আইসাতো বুজবেননা এই ব্লগে কত্তকত্ত ভালো লেখা রইছে।
হ্যাপ্পি ব্লগিং। নেক্সট বচ্ছর আশাকরি আপ্নেরো লেখাও সিলেক্টেড হইবো।
হ ভাই, লেখালেখিটাও দেড়দিন ধইরা করতাছি কিনা, মালুম করিতে পারি নাই। তয় ব্লগাররাও ভালা লেখে ? খুব ভালা লাগিলো! আমার লেখাও সেলেক্ট হইবো? তা ভাই, কাগজে ছাপনে আমার যে শরম করে। আগামী বছর হইলেও ভাই আমার লেখা ছাপতে দিমু না। আমার লেখার লাগি কাগজ-কালি খরচের দরকার নাই!
ভালা থাকিয়েন।
ব্লগাররা কিচ্ছু লেখতে পারে না। আপ্নে এক্টা কেলাশ নেন্না লেখক স্যার, আপ্নেরে প্লিজ লাগে।
আমি কি কইছি ভাইজান, যে দ্যাড়দিন ধৈরা ল্যাখতেছেন? চাইরলাইন আউগায়া বুজলে হইবো কেম্নে? আপ্নে লিটিল্ম্যাগ সম্পাদনা করেন, আপ্নের বই প্রকাশিত হইছে এগ্লা নয়া জানি না। তয় আপ্নের আলগা ফাপর দেইখা ভাল্লাগেনাই
দ্যাড়দিন আইসা আপনে এই ব্লগের লেখাগুলার মান বুইঝা ফেললেন, ঐন্য বলগ থিকা লেখা আমদানী কইরা ১০ ফর্মার বই ছাপাইতে কইলেন আর আমি দ্যাড় বছর পইড়াও মান বুজতে পার্লাম না। আপ্নে আমারে দেখান্দি, কুন বলগের থিকা প্রকাশিত বইয়ে নিজেগো ব্লগ ছাড়া ঐন্য বলগের লেখা লয়? হুদাই ফাপর লইলে তো চল্বো না ভাই।
আমার নিজের কথা কই। অশিক্ষিত মানুষ, লেখার মান-ফান কিস্যু নাইক্কা। সেল্লিগা পড়ি বেশী লেখি কম। একব্লগে ব্লগানি মানুষগুলার লেখা ছাপার অক্ষরে দেখনেই আমার সুখ। সৎভাবে একখান ব্লগের মনের লগে মন মিলাইবার চেষ্টা কইরা দেখেন। তখন আর আমদানী করা লেখা আননের কথা মাথায়ও আইবো না।
গ্রিফিন, লীনা প্লীইইজ। এগুলোর কোন দরকার নেই। বাদ দাও
গ্রিফিন, লীনা ও তানবীরা, আলোচনা টক-ঝাল-তিতা-মিঠা হইলেও দোষের কিছু নাই। আলোচনা হবার প্রয়োজন আছে।
আমার কম-বেশি বয়েসী ব্লগগুলোতে যাতায়াত আছে। তাদের প্রকাশনাগুলোর খোঁজ অল্প-স্বল্প হলেও এসে পড়ে আমার কাছে। ব্লগের সংকলন, ব্লগারদের সম্মিলিত বই, ব্লগারদের একক বই গত বইমেলাতে আমার কাগজের স্টল থেকে বিক্রি করেছি। কোন কোন ব্লগার ব্লগিং করেই খ্যাতি পাইছে তাও আমার অজানা নয়। মূলধারার লেখকরা কে-কী লিখছেন, তাও খোঁজ-খবর রাখি।
আমার ব্লগের একটা সংকলন নিয়ে আমার সাথে ঢের বিবাদ হয়েছিলো, সেটার চেহারা, লেখার মান, সেটার ব্যাবসায়িক পরিস্থিতি সব আমার জানা। শব্দনীড় থেকে শব্দতরী যে কটা সংখ্য বের হয়েছে, সেটার ২টা সংখ্যা আমি রিভিউ করেছি। প্রথম আলো হতে ঘুড়ি সংকলনটাও আমি ভালোভাবে জানি। সামুর অপরবাস্তর ও সবুজ অঙ্গন সম্পর্কে মোটামুটি জানি, বিভিন্ন ব্লগ থেকে বারোয়ারী উপন্যাস, ছোট ছোট উদ্যোগে গল্প সংকলন প্রকাশ ও কয়েকজন ব্লগারের কবিতার যৌথ বই আমি প্রায় সবগুলো দেখেছি। আমার একটা সংকলনের নাম বলেন, যেটা মূলধারার লেখকদের সংকলন থেকেও ভালো মানের মনে হয়েছে আপনাদের!
এবার আসি একটা প্রতিশ্রুতির জায়গায়! আপনাদের এই উদ্যোগ কি কোন ব্যাবসায়ীক পরিকল্পনার অংশ নয় যে, একটা মিডিয়া আপনাদের হাতে আছে, এখানে তরুণ, একেবারে নবীন লেখিয়ে আছেন, যাদের আবেগকে কাজে লাগিয়ে একটা সংহলন বের করে ব্যবসায়িকভাবে পার পেয়ে যাওয়া যাবে বলেই মনে হচ্ছে না কি? নাকি মনে হচ্ছে, এখানে যারা লেখালেখি করছেন, তারা যা লিখছেন, তা মূলধারার লেখকদের ভাবনা ও নির্মাণশৈলী থেকেও উৎকৃষ্টমানের, যেটা পাঠকের কাছে তুলে ধরা জরুরি? বা প্রতিশ্রুতিশীল লেখকদের চর্চার ক্ষেত্রটা আরো বিস্তৃত হলে আগামীদিনে বেশকিছু ভালো লেখক আমরা জাতিকে উপহার দিতে পারছি?
একুশে বইমেলাকে ময়লা ফেলার ভাগাড় মনে হয়। সেই ভাগাড়টা আপনারাও ব্যবহার করছেন, করতেই পারেন। আমার কথা শুনে নিরুৎসাহিত হবার কিছু নেই। একটা ভালোমানের সংকলন করার দায় আমি সবসময় অনুভব করি, কিন্তু পারি না, আপনারা পারবেন বলে আশা করি।
আবারো বলি, আলোচনা হতেই পারে, খুব রাগ করার কিছু নেই।
আপ্নের সদয় অবগতির লাইগা একখান তইথ্য, সবুজ অঙ্গন সামোয়ারের প্রকাশনা না। ঐডি ফারিহান মাহ্মুদ উর্ফ খলিল মাহ্মুদের প্রকাশনা।
উপ্রে তানবীরা আপায় গ্যাঞ্জাম কর্তে না কর্ছে, তাই অফ গ্যালাম এইহানেই।
ওকে আপা। অফ যাইতেছি। তয় একখান কথা কইয়া যাই। স্নব টাইপের মাইনষেরে সইজ্য করতে পারি না, জেনেটিক সমস্যা
ছিঃ গ্রিফিন। বিজ্ঞ একজন লোক দুইটা ভালো উপদেশ দিচ্ছে, কিছু শেখার চেষ্টা করো। তা না, এইজন্যেই তোমাদের জেনারেশনের কিছু হয় না, মূর্খ আছো তাই থেকে যাচ্ছো
বড় দেরী করে আসিলাম। আসিয়াই আপনার এই কথাখান খুব ভালো লাগিলো। মিযাভাই, এক্কেরে কারেক্ট কথা কইছেন।
তানবীরা, পোস্টের শিরোনাম দেখে মনে হলো আপনি বইমেলার খবর দিতে চাইছেন। আপনি তো বইমেলাতে একটা বই প্রকাশ করতে চাইছেন। তার জন্য লেখা চাওয়া ও প্রকাশনার জন্য যাবতীয় মতামতের অংশগ্রহন চাইছেন। সে ক্ষেত্রে আপনার শিরোনামটি যথার্থ কিনা ভেবে দেখেন!
তানবীরাপুরআগের পোস্টটি আপনি মিস করে গেছেন।আর এইকারণে হয়তো আপনার কাছে শিরোনামটি যথার্থ মনে হয় নি।
আলীম ভাই, আপনার সব কথাই আমার মাথার উপ্পে দিয়া গেছে। কেমনে গেল বুঝলাম না !
:-p
”আমরা বন্ধু” একটা ভাল উদ্যোগ নিয়েছে। তাদেরকে কাজটা শেষ করতে দেন।পোষ্ট এর শিরোনাম নিয়ে অহেতুক বিতর্ক তৈরী কাজের কথা নয়।
”আমরা বন্ধু”কে শুভ কামনা।
মিতুল, ভালো কাজটা ভালো করেই করতে হয়! আবেগ ভালো কাজের অন্তরায় হয়েও দাঁড়ায়।
ভালো থাকবেন।
জি ভাইজান্ । আপনার নতুন বই এর ৫ নম্বর ফর্মায় চারটা বানান ভুল পাওয়া গেছে।অভিধানে এই শব্দগুলো খুজেই পাওয়া যাচ্ছে না। দৌড় দেন ভাই। ছাইপা ফালাইলে বিপদ। ভাল কাজ ভারো করেই করতে হয়।
আপনার জন্য শুভ কামনা।
মিতুল, আমার সাথে অহেতুক বিবাদ করে আপনাদের কোন লাভ নেই। সবাই যখন বলছেন, শিরোনাম দেয়া ঠিক আছে তো ঠিক। আমি হয়তো আপনাদের কোন কাজে লাগলেও লাগতে পারতাম। কখনো হয়তো এটা বুঝবেন।
একটা বিষয় জেনে রাখা ভালো, পেশাগতভাবে বানান দেখার জন্য আলাদা বিশেষায়িত লোক পাওয়া যায়। সম্পাদনার জন্যও হাউজ হইছে। প্রকাশকরা যখন টাকা বিনিয়োগ করে একটা বইয়ের জন্য তখন সব কিছু ঠিকঠাক মতো তারাই দেখে নেয় সুপ্রিয়। অতএব বোকার মতো কথা না বললেই ভালো।
এখন বলতে পারেন, মূলধারার লেখক হয়ে ব্লগিং কেনো করি? কারণ, প্রতিমিডিয়াকে উৎসাহিত করতে চাই।
ভালো থাকবেন সবাই। এ ব্লগে রেজি যখন করেছি, মাঝে মাঝে ঢু দিতে অবশ্যই আসবো। লেখা হয়তো আর হবে না। ভালো থাকবেন সবাই।
এতো রেগে গেলে কি করে হবে স্যার? ছেলে ছোকরারাতো গুনীর মর্ম দু'কথায় বুঝবে না। ধৈর্য্য ধরে বুঝান ওদেরকে। মাথা গরম করলে ভালো কাজ কি করে হবে?
আপনার সুন্দর সমৃদ্ধ লেখা পড়ার আশায় রইলাম
তানবীরা,
আমি কি কোথাও রাগ করেছি? কাউকে আক্রমনও করিনি। কিন্তু অনেকে অহেতুক বিবাদ করেছে। আমি কিছু তথ্যও দিয়েছি, যেটা আপনাদের প্রকাশনার ব্যাপারে সাহায্য করতে পারে।
না বুঝলে এতো কথা কেনো? চুপ করে থেকে বোঝার চেষ্টা করাই ভালো।
আমার কোন প্রয়োজন মনে করলে মেইল করতে পারেন:
sorosijalim@gmail.com
ভালো থাকবেন।
হইছে কি, তাতাপু আপনেরে মেইল করলে সেটা আগে মডারেশন হবে, তার জন্য একটা কমিটি করা লাগবে। বিরাট ঝামেলা। কথাবার্তা এখানেই হোক। আলীম ভাই, আপনি সবাইরে তালিম দেন। লুকজন না বুঝেই কত কথা কয়! এদের শেখার দরকার আছে।
আপনাকে আমি জানি না। বিশ্বাস করুন নামও শুনিনি কখনো। প্রয়োজনও নেই।কোন অথের্ই নয়।জেনেই বলছি, এখন বই ছাপনোর জন্য কেউ কেউ প্রকাশককে উল্টো টাকা দেয়। কে জানে আপনি কোন দলে। আমি কনফিউসড।:-p
বিবাদ নয়, এতো আনন্দ আমি অনেকদিন পাইনি। সত্যি বলতে আপনাকে আমার মজার মানুষ বলেই মনে হয়েছে।যারা মজা দেখায়, তাদেরকে কি নামে যেন ডাকে ? ভুলে গেছি !
মিতুলের ব্লগ দেখলাম। আপনার ভাই মহাকাব্য লেখার হাত। চালিয়ে যান, হবে আপনাকে দিয়ে।
কিন্তু, আমি তো লিখি না, পড়ি। তয় স্যার আপনি যকন কইছেন , হবে নিশ্চয়ই। হে হে হে।
আমি কিন্তুক দেখিও। এখন আপনেরে দেখছি। সারকাস।
সরসিজ আলীম ........ জাস্টিফিকেশন দেবেন প্লিজ।
লেখা অভ্র তে টাইপ করে মেইল করে পাঠানো যাবে?
লেখা কি মেইলের 'বডি' অংশে লিখতে হবে, নাকি ওয়ার্ড ফাইল এটাচ করে পাঠানো যাবে?
একটির বেশি লেখা পাঠালে কি আলাদা আলাদা মেইল করে পাঠাতে হবে?
অভ্রতে লেখা পাঠানো যাবে।তবে উপরে শুভ ভাইয়ের একটা কমেন্টে ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করার লিঙ্ক আছে সেটাতে ট্রাই করে দেখতে পারেন।আর যদি না পারেন তবে দরকার নাই আপনি অভ্রতে লিখে ওয়ার্ড ফাইল করে পাঠিয়ে দিন।
একটা মেইলে আলাদা আলাদা ফাইল এটাচ করে পাঠিয়ে দিন।
মেইল করুন দ্রুত।সময় কিন্তু বেশী নাই।
আমি কি লেখা দিতে পারবো? গুটিকয় লেখার মধ্যে কোনোটা কি আসলে বইতে দেয়ার মতো লেখা? কনফিউজড!

সাহস কইরা উপরের মেইলে পাঠাইয়া দেন বস
হ। সাহস করেন বস, সাহস না থাকলে কেম্নে কি!
কামাল ভাইর বাণী সমুচ্চয় লেখাটা বই-এ দেবার জন্য রেকমেন্ড করলাম। সবাই কি বলেন?
বাণী সমুচ্চয় মচমচে, থাকুক
~
আগের পোস্টে দেখলাম ,
অনেক আগেই রেজিস্ট্রেশন করেছিলাম, মাঝে মাঝে পড়ি- কিন্তু কোন লেখা এবি তে পোস্ট করিনি, আফসোস!!!!

এখনো অনেক সময় আছে। ১৫ তারিখের মধ্যে হলেই হবে। দিতে থাকেন একটা একটা করে
২৫ শব্দে কি পরিচিতি দেবো ? বিষয়টা কিন্তু বড্ড কঠিন।
এবিতে প্রকাশিত হয়নি (অন্য কোথাও না)- এমন নতুন লেখা কি দেয়া যাবে? বিভ্রান্ত।
যাবে
পাঠালুম!
ইস ! কেমুনে লেখা দিবাম। আমিতো মাত্রই সদস্য হলাম। শুভকামনা থাকলো।
পেয়েছেন কী?
কতদূর কি এগুলো
কোন আপডেট নাই কেনো সংকলনের?
মন্তব্য করুন