বন্ধু এবং স্বপ্ন মালা
একটা সময় ছিল হাত বাড়ালেই তোর ছোঁয়া পেতাম
কত রাতদিন হাজারো স্বপ্নের বীজ বুনেছি রেলের সেই
পুলেরধারে বসে কিংবা আমাদের গায়ের মেঠো পথে ।
কত রাত কাটিয়েছি নির্ঘুম থেকে পাশাপাশি এক বিছানায়।
হেঁটেছি মাইলের পর মাইল হাতে রেখে হাত,অসহায় আর
দারিদ্রেরপাশে দাঁড়াব বলে চিরদিন।
আজ কোথায় বন্ধু তুই আর কোথায় আমি ।
আজ ও স্বপ্নের বীজ বুনি একাকী কেউ নেই সঙ্গী তোর মতন।
পাড়ার চায়ের দোকানে সস্তা চা সাথে টোস্ট বিস্কুট
আমার অনেক আছে তবে কেন আমি রোজ আসি এখানে,
জানিস শুধু তোর সৃতিকে বাঁচিয়ে রাখার জন্য।আমি
ফুটপাতের চটপটি আর খাইনা বন্ধু ,কারন তুই বারন করতি খুব।
মিছিল মিটিং রাজনীতি তোর প্রিয় ছিল , সাহসী ছিলি
ক্ষমতালোভীর বুলেট কেড়ে নিল তোর প্রান কোন এক মিছিলে।
তোকে হারিয়ে আমার ক্ষত আজ ও শুকায়নি ,কিভাবে শুকাবে
আজো অনেক রক্ত ঝরে রাজপথে,হাজার মায়ের বুক খালি হয়।
আমার মত বন্ধু প্রিয়তম বন্ধু হারায় প্রতিদিন প্রতিক্ষণ ।
আমি আজো বসে থাকি পাড়ার সস্তা চায়ের দোকানে
এক কাপ চা আর সস্তা দামের টোস্টের দিকে চেয়ে।
হারিয়ে যাই পুরানো স্বপ্নের মায়াজালে ,
এককাপ সস্তা দামের চা আর সস্তা টোস্টের মাঝে ।
( রিয়াদ ২৩.১০.২০১১ সকাল ৭.২০ সৌদি আরব)
এটা কবিতা হিসেবে না লিখে ব্লগ হিসেবে লিখলে আরও ভাল হত।
ভাল থাকুন, লিখতে থাকুন।
ভালো হয়েছে
মন্তব্য করুন