প্রেম
দশদিক এলোমেলো, একযুগ বয়স কমেছে
আজ সন্ধ্যায়!
রাতজাগা ধূলার ইন্ধনে নড়ে শ্যামলা পাহাড়
কার সাধ্য বিবর্তন থামায়!
সময়ের কাছে দিই দীর্ঘ স্বীকারোক্তি
আমরা তো একসাথে গিন্নিবান্নি পাতানো সংসার
একটিমাত্র সন্ধ্যায়;
ধোঁয়ার কলঙ্ক থেকে মুক্ত করি
হলুদ অশথ পাতা
চার হাত এক করে ধরে ফেলি
আকাশের খসে যাওয়া তারা
চোখের পাপড়ি পেলে ফুঁ দিয়ে উড়িয়ে তাকে
মনে মনে বলি-
থালা যদি ভরবে জোছনায়,
এতগুলো অমা তবে কেন যেতে দিলে?
এতকাল কেন তবে বাতিহীন অন্ধ পর্যটন;
গঙ্গোত্রীর এতগুলো জ্বর কেন
এল গেল বিনা চিকিৎসায়?
এইসব প্রশ্নগুচ্ছের উত্তর দিতে পারো?
চমৎকার লাগলো মণিকা
ধন্যবাদ, মামুন ভাই।
চমৎকার লাগলো
অনেক দিন পর... ক্যামন আছেন?
ভালো লেগেছে জেনে আমারও ভাল্লাগলো।
ভালো হৈছে।
ধন্যবাদ, মুকুল।
খুব সুন্দর মিষ্টি একটা কবিতা
দারুণ
আরে! আপ্নে! কবিতা পড়েছেন জেনে খুশী হইলাম।
ভালো লাগলো
ধন্যবাদ, কাঁকন।
থালা যদি ভরবে জোছনায়,
এতগুলো অমা তবে কেন যেতে দিলে?
কিরে মনি মন খারাপ?
মনই নেই, তার আবার ভালো খারাপ! তোমাকে অনেকদিন পাই না, কেমন আছো?
অভিব্যক্তি বেশ.............বেশ ভালো লাগলো
মন্তব্য করুন