অমা
পর্বত, তুমি যেভাবে দেখেছ আকাশ
চোখের গোলক থেকে নদী ছুঁয়ে গেছে শুধু তারে
তাহারে পারিনি ছুঁতে তোমারেও না
নৈবেদ্য অপেক্ষায় আজও প্রসাদের সুরে
দূরে দূরে সরে যায় জীবনের
বেদমন্ত্র সব।
ভোলগার প্রাচীন তটে আশ্রিত প্রজাপতি
আবারও ঠিকানা খোঁজে বিনা প্রার্থনায়
শিখিনি ঋষির কাছে, তোমার কাছেও তাই হয়নি যাওয়া
তোমার কাছে আর হবে না যাওয়া,
ও আকাশ,
বর্ষের ঝড়-জল সয়ে যাওয়া গাছ
আমার স্বপ্ন শুধু মৃত্যর আবেগ সংক্রমণে
বর্ষের ঝড় সয়ে
প্রান্তিক অন্তিমে ঠাঁই খোঁজে।
ভালো লাগলো!
ভোলগার প্রাচীন তটে আশ্রিত প্রজাপতি !
মণিকা রশিদ নামটা পড়েছিলাম তানবীরা'পুর ব্লগে।
কবিতাটা পড়ে খুব ভালো লাগলো।
অনেকদিন পরে তোমার কবিতা পড়লাম মণিকা। মন ভালো হয়ে গেল
আগেরবার লাইকি দেয়া হয় নি। এবার দিয়ে দিলাম।
মন্তব্য করুন