পরিক্রমা
চেনা বিন্দু স্বীকার্য নয়, অচেনায় মুগ্ধ পরিক্রমা-
বিগত দিনের গান শেখালো কি?
অসময়ে প্রকৃত স্থি্র
মাটির গন্ধে মুখ;
চেনা হেমন্তে্র ধানে বিগত বৈশাখ
স্মৃতি থেকে কোন কিছু
ঝেড়ে ফেলা যায় কি আসলে?
স্মৃতিতে লাঙল চলে,
বাতাসের স্পর্শ পেতে উঠে আসে
হাড়হীন প্রচ্ছন্ন প্রবাস
একা লাগে?
কার বলো একা লাগে না!
সবারই কখনোনা কখনো একা লাগে..ঠিক....আর স্মৃতিও ঝেড়ে ফেলা যায়না, এডাও ঠিক.....
একা লাগে?
কার বলো একা লাগে না!
--সেটাইরে ভইন
কার বলো একা লাগে না!
এটাই ...
ভালো লাগলো
সেটাই
মন্তব্য করুন