এবি'র পিকনিক সংক্রান্ত বিশেষ সংবাদ
অত্যন্ত আনন্দচিত্তে জানানো যাচ্ছে, ইতোমধ্যে এবির পিকনিকের প্রায় সব কাজ সম্পন্ন হয়েছে।
সবার অবগতির জন্য পিকনিকের বিস্তারিত জানানো হলো:
পিকনিকের তারিখ : ২৪ ডিসেম্বর ২০১০, শুক্রবার
যাত্রার সময় : সকাল ৭.৩০ টা ল্যাবএইড... ৮:০০ তে শাহবাগ যাদুঘরের সামনে... ৮:৩০ এ সংসদ ভবনের সামনে রাজধানী স্কুলের গেইটে
যাত্রার স্থান : ল্যাবএইড, শাহবাগ যাদুঘর এবং সংসদ ভবনের সামনে রাজধানী স্কুলের গেইট
পিকনিকের স্থান : গাজীপুর এলাকার কোনো এক বাগান বাড়ি (কৃতজ্ঞতা: শখত মামা মানে আমার প্রিয় দুলাভাই আর আপনাদের শওকত হোসেন মাসুম ভাই)
খাবার : পোলাউ, দেশি মুরগীর রোস্ট, গরুর গোশত, মিক্সড সব্জী, সালাদ, মিনারেল ওয়াটার, সফট্ পানীয়... এবং সারাদিনব্যাপি শীতের ভাঁপা পিঠা... বিকালে একখান করে কমলা খাওয়ানোর ইচ্ছা আছে...
চাঁদা (জন প্রতি) : ৫০০ টাকা (এক্ষেত্রে কমপক্ষে ৩৫ জন সদস্য লাগবে... অন্যথায় আমরাতো আছিই ... )
চাঁদা প্রদানের শেষ তারিখ : ১৭ ডিসেম্বর ২০১০ শুক্রবার
চাঁদা কার কাছে দেবেন : শুধুই আমার কাছে... ০১৭১৩০৯১৯৭১
আপাতত এই হচ্ছে আপডেট। সুতরাং সক্কলে নিজেদের চাঁদাটা এবং মতামত প্রদান করুন...
বস...
যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা পোস্টে এড করে দেন।
এড করে দিলাম
ধইন্যা বস
৭:৩০ তে ল্যাব এইড... ৮:০০ তে শাহবাগ... ৮:৩০ তে সংসদ ভবন... এইটা ফাইনাল স্টপেজ ... এমন করা যায় না? তাহলে আম্রা এই এলাকার বাসিন্দারা কিছুটা যুইৎ কর্তারি
টুটুলভাইয়ের সাথে একমত, গতবারের মতোনই স্টপেজ করেন... তবে দেরি যেন না করা হয়, টাইম ঠিক না থাকলে পরে দেরি হয়ে যায়, কড়াকড়ি দরেন টাইম নিয়া...
৭:৩০ তে ল্যাবএইড... ৮:০০ তে শাহবাগ যাদুঘরের সামনে... ৮:৩০ তে সংসদ ভবনের সামনে রাজধানী স্কুলের গেইটে ফাইনাল... এবং ফাইনাল
আগামীকল্য বৈকাল চারটায় ছবিরহাটে একত্রিত হইবার প্রোগ্রাম তাহা হইলে রদ করা হইয়াছে বলিয়া প্রতীয়মান হইতেছে ।
আগামী কাল না পরশু... শুক্রবারের ছবির হাটের প্রোগ্রাম বাতিল বলিয়া গন্য হইবেক... ১৭ তারিখ ছবির হাটে বসুম আর ফাইনালি সবার চাঁন্দা নিমু... খামু... আড্ডামু
তাইলে আর ফডুর হাডে আলাপ আলোচনার কিছু নাই?

নাকি ওডা আছে?
টাকা পয়সা আগে দিয়া ফেললে কাজে সুবিধা হয়না?
সব জায়গাতেই তো পিকিনিকির অনেক আগেই পে করতে হবে!
নাহ, আলোচনার তো কিছু বাকি নাই, তাই ছবির হাটের কি দরকার আছে?... চাদাঁ'র টাকা আগেই নেয়া হবে নইলে কাজ শুরু করা হবে কেমনে? বাস, বাবুর্চি সব আগেই ব্যবস্থা করতে হবে। ভালো হয় সবাই ১৭ তারিখের মাঝে চাদাঁ জমা দিয়ে দিলে ...
বৃহস্পতিবারে কী জানি তারকা হোটেলের কথা শুনছিলাম... নাকী ভুল শুনছি ? @জেব্রিল
হ। কি যেনো শুনছিলাম!
ঠিকাছে
হ, ঠিকাছে...
মনে বড়ই দুঃখ পাইলাম আজাদ ভাই.।আপ্নি পুরা ইয়াজিদ এর মত কাজ টা করলেন। দেশে আসলাম কিন্তু পিকনিক যাওয়া আর হলো না। ছুটি বাড়ানোর ও কোন উপায় নেই। আর কিছু দিন আগে হলে ভাল হতো।সে যাই হোক আপ্নারা তো যাচ্ছেন ।।আনন্দ ফুর্তি করেন। ছবি তুলেন , কিন্তু ছবি বরা বরের মত আপ্লোড করতে ভুল্বেন না । ভাল থাকুন সবাই।
আপ্নে থাকেন কই? যাইবেন কবে? আমারে এক্টা এসএমএস কৈরেন
@ বিলাই.... তাইলে আর ফডুর হাটে যাওন দর্কার কি? বরং ১৬/১৭ তারিখে আম্রা কোথাও আড্ডাই এবং চাঁদা সংগ্রহ করি.. কি বলো?
আমি শ্যামলী এলাকায় বসবাস করি...
এইদিকের কেউ সুবিধা মনে করলে (ইশপিশালি জেব্রীল) আমার কাছে চাঁদা জমা দিতে পারো।
ঠিক আছে, খানা-খাইদ্য রেডি রাইখেন... চান্দা দিয়া আসবো নে, আর আপ্নারে মেহমান্দারি করার সুযোগ দিয়া বাধিত করিব ।।এনশাল্লাহ...
এনশাল্লাহ বলার আগে সাজুগুজু কইরা নিছো তো? তা না হলে হবে না
হয়, সেডাই
তাইলে ১৭/১৮ আড্ডাই হোক।
মানে, আমার মূল আলাপ টা ছিলো প্রি-পিকনিক আড্ডা!
ভেনু কনফার্ম করার জন্য কেউ ধন্যবাদ দিলো না। আফসুস।
মেসবাহভাই আপ্নেরে কৃতজ্ঞতার নাগপাশে বেধেঁ ফেলেছে তাও আপ্নে ধন্যবাদ খুজেঁন!!...
মেসবাহ ভাই ধন্যবাদ দিলে মন ভরে না। তোমরা না দিলে কেম্নে কি?
ব্লগের সব ভাগ্নিরা শখত মামারে ধন্যবাদ কও...
সব চূড়ান্ত হয়েছে জেনে আনন্দে ধন্যবাদ দিতে ভুলে গেছি । ধন্যবাদ মেসবাহ, ধন্যবাদ মাসুম, ধন্যবাদ টুটুল । আর কেউ বাদ থাকলো নাকি ?
আমি এখন জিগাতলায় । কোথায় কার কাছে দিব চাঁদা ?
তাইলেতো সাইন্স ল্যাবরেটরীর ল্যাব এইড আপনার সবচাইতে কাছাকাছি ...
মেসবাহ ভাইকে ল্যাব এইডে পাবেন .. প্রতিদিন (শুক্রবার বাদে)
বেতন পেয়ে চাঁদা দিব!
আইচ্ছা... গুলনাহার যাইবোতো !
শখত মামা থুক্কু শখত ভাইয়ের জন্য উপহার। ভেনু ঠিক করার লাইগা।
আহা কি আনন্দ।
মেজবাহ কে স্পিশাল থ্যাঙ্কস ।
ধুর, কিছুই তো দেখা যায় না।
সাঈদের রুচি নাইক্কা... হেরে রুচি চানাচুর খাওয়াইতে হৈবো... কিছু মনে নিয়েন্না শখত মামা
মাসুম্ভাই বলেছেন ধুর! কিছুই তো দেখা যায় না!
আশাকরি দারুণ একটা পিকনিক উপভোগ করা যাবে।
কী আশায় বাঁধি খেলা ঘর...
শুভ কামনা রইলো।
ভালো খবর। ১৭ তারিখের আগে এক সন্ধ্যায় টাকা দিতে চলে আসব নিশ্চয়।
তাইলে দেখা যাক, এই পর্যন্ত কারা কারা যাইতে সম্মত হৈছে :
সাঈদ
ঈশান মাহমুদ
শওকত মাসুম
শাওন
জয়িতা
মুক্তবয়ান
নাজমুল হুদা
আশফাকুর
নাহিদ
ধ্রুবতারা
উদরাজী
টুটুল
নাজ
হাসান রায়হান
জেবিন
বাফড়া
বোহেমিয়ান
রন
মামুন ম আজিজ
বিষাক্ত মানুষ
বৃত্তবন্দি
সোহেল কাজী
গৌতম
আনিকা
ভাস্কর
রুবাই মাহবুব
মেসবাহ
লীনা
আর কেউ থাকলে আওয়াজ দেন...
মেসবাহ য়াযাদ, প্রত্যেকটা নামের আগে ক্রমিক নং দিন - হিসাবের সুবিধা হবে ।
জরুরি ঘোষনাঃ ২৮ জন পাওয়া গেছে - কমপক্ষে আরো ৭ জন আওয়াজ দিয়ে এ আয়োজন সার্থক করতে সহায়তা করুন ।
৩৫ জনের বেশি হলেও সমস্যা নাই। তবে ৪০ জনের বেশি হওয়া যাইবো না...
সুতরাং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নাম নিবন্ধনের জন্য কৈয়া গেলাম
আরো ২ জনের নাম কনফার্ম করলাম -
নাহীদ
ফিরোজ কবীর
নাহিদের নাম লিস্টে আছে , তৈলে ১ জন - ফিরোজ কবীর
আইরিন আফা গেছিল গতবার , এইবার কি যাইবে ?
মুকুল ? নজরুল ? নুপুর ??? এদের সাথে কথা বলা দরকার না ???? এরা কি জানে ?
মুকুল তো বললো যাবে না...
শামীম আর শান্ত বলছে যাবে... শামীম তো আগের পোষ্টে জানাইছে কিন্তু সিওর করে নাই শান্ত
হায় হায়! আমি কখন কনফার্ম করলাম! আমি কনফার্ম করতে পারবো অন্তত এক সপ্তাহ আগে।
বৈদেশ যাওয়ার কথা, তবে দেশে থাকলে আছি।
গতবার গেছিলাম কিন্তু এইবার কইতে পারি না

কনফার্ম করার লাস্ট ডেট কবে?
'শখত মামা' নাম কি চালু হইয়া গেল নাকি?
১৭ ডিসেম্বরের মধ্যে
ঠিকাছে।
মাসুম ভাইকে অনেক ধন্যবাদ ভেন্যু ঠিক করার জন্য।
শখত মামারে ধৈন্যা জ্ঞাপন পূর্বক ইয়াজাদ ভাইয়ের নিকট নাম নিবন্ধন করায়া গ্যালাম...
লিষ্টে তো আমার নাম নাই... আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, আমায় নিবেন না !!!! দুঃখে চোখটা কেমন .....
(
একেকবার একেক নামে আসিয়া জনগনের সাথে ভুল্ভুলাইয়া খেলার জন্যে আপনার কি শাস্তি সাব্যস্ত করা হইবেক বলেন তো দেখি?... ...
জেব্রিলের মন্তব্যের জন্য পিলাস দিলাম
ভেবেছিলাম এবার যাবো কিন্তু মেন্যু পছন্দ না হওয়াতে গেলাম না। পিকনিক যেয়ে লোকে এসব খাবে?
থুক্কু .... ইয়ে মানে নামটা খেয়ালই করিনাই ...
জরিমানা হিসাবে আমার পক্ষ থেকে মাসুম ভাইকে একটা চিপ্স খাওয়ায় দিস ... 
কি ??? এক জনের ডাবল নিক ????
ক্যাম্নে কি ???
নিকেও প্লাষ্টিক সার্জারি?

১৭তারিখে নিজে দিও... তুমি তেনাদের অতি প্রিয়...
শুধুই দীর্ঘশ্বাস
জেবীন, মাসুম ভাইরে কও কমলার বদলে "কাম" ফল দিতে.
নতুন ফল..
কমলা খাওয়ামু আমি, আর মাসুম ভাইরে কৈবো জেব্রিল- কাম ফল খাওয়াইতে !
আফসুসায়িত হৈলাম
য়াযাদ ভাই ফলটা মাসুম ভাই আবিষ্কার করছেতো তাই কইছি..
ও কইন্যা রুমাইয়া দীর্ঘশ্বাস ফেলিয়া...
নিজের কথারে অন্যের নামে কেন দেও ঢালিয়া!...
কইন্না ভালা রুমিয়া..
অন্যের মনের কথা সহজেই ফেলে বলিয়া...
নতুন এই ফল চিটাগং-এ বাজারজাত করা মনেহয় ঠিক হইবো না
বাজারজাত করা লাগবে না মাসুম ভাই,এমনেই পাচার হইয়া যাবে...
মাসুম ভাই, জেবনে কখনো চোরা কারবারীর কাজ করি নাই।। মনে হচ্ছে এইটা দিয়াই শুরু করলে বেশি লাভবান হওয়া যাবে। হাইব্রীড না শুধু ক্লোন করা কাম ফল। চিটাগাং বাসি নিশ্চিন্তায় থাকতে পারেন। ম্যায় হু না ।।
পিকনিক নিয়া একটা হইচই ক'দিন ধইরাই এবিতে চলতেছে !
আমি মনে করি, এইটা খুবই অন্যায় ! বিশেষ কইরা এইরম খাদ্য তালিকা প্রথম পাতায় ঝুলায়া দেয়া ! আমি এর তেব্ব পতিবাদ জানায়া গেলাম !
সরকার থেইকা শুরু কইরা কোন *লার ই প্রবাসীগো লাইগা মায়া নাই ! থাকলে, এইসব পোস্ট ফার্ষ্ট পেইজে না, আন্ডার গ্রাউন্ড পেইজে আয়তো !
(
আরে আম্রা বেশী কিছু খাবনাতো ...
এই ধরেন খাটিঁ গাওয়া ঘী'র পোলাও, একদম দেশী মুরগীর সুস্বাদু রোস্ট, কচি গরুর ঠিক সিনা থেকে নেয়া মাংস, শীতের সব্জী, কিছু সালাদ, ঢেকুর তোলার জন্য কোক/স্প্রাইট পছন্দ মত।
এর মধ্যে শীতকালের একটা পিঠা না থাকলে লোকে মন্দ বলপে.. সো গড়ম ধোয়া ওঠা ভাবা পিঠা... বিকেলে হয়তো ফ্রুটস টা ...
বেশী কিছু না
আপ্নে দেশে আইলে আওয়াজ দিয়েন...
টুটুল, মাঝ রাস্তায় নেমে চা, গরম সিংগারা খাওয়ার কথা বাদ দিলা যে! ভুলে যাও কেন?
>)
হায়রে বাংগালী!!!!!!!
খাটিঁ গাওয়া ঘীঃ যার মধ্যে আলু বেটে দেওয়া থাকে??????
দেশী মুরগীর সুস্বাদু রোস্টঃ যে মুরগী শীতকালে বার্ডফ্লুতে আক্রান্ত থাকে???
কচি গরুর ঠিক সিনা থেকে নেয়া মাংসঃ গরু কচি হয় এই জীবনে পয়লা শুনলাম!!!!!
গরুর জায়গায় মহিষ হবে ব্রো।
শীতের সব্জিঃ সার-কীটনাশকে ভরপুর।
কোক-স্প্রাইটঃ শরীরের জন্য খুবই ক্ষতিকর।
ভাপা পিঠাঃ গুড়ের রং সাদা করার জন্য দেয়া হয় হাইড্রোজ।
ফ্রুটসঃ এটা বেশি করে খান শখত দুলাভাইয়ের আবিষ্কার।পুষ্টিগুন কেমন সেটা তো আপনাদের দিয়াই পরীক্ষা হবে।ফ্রুটটার নাম পছন্দ হয়ছে কাম ফল।

আঙ্গুর ফল টক.....
দাঁত কিড়মিড় করো কেনে ভাইস্তে...

কেন কিড়মিড় করতেছি সেটা বুঝতি পারতিছেন না কাকা???

জ্বি জ্বনাব, এইসব অখাদ্য খাইয়া( রাসেল আশরাফ এর কমেন্ট দ্রষ্টব্য) আপনেগো পেটের বেমো হইলে সে খবরটাও জানায়েন ! হগ্গলতের এক লগে বেমো হইলে খবর জানানির কেউও থাকবোনা , আফসোস !
আমার কপালটাই ভীষন খারাপ। পিকনিকটার খবর পড়ছি, আর নিজের মাথার চুল ছিঁড়ছি।
তবে স বার জন্য শুভ কামনা রইল। ভীষন আনন্দময় হোক আপনাদের এই আনন্দ আয়োজন।
সব চুল ছিড়ে ফেললে, টাক হয়ে যাবেন নে!
এই পোস্টে সাঈদ, নাহীদ এবং সোহেল কাজীকে একটা ধইন্যা দেয়া প্রয়োজন। তারা ভেন্যুর জন্য ভালই ঘোরাঘুরি করেছে। আমাদের জন্য একটা চমৎকার লোকেশনের খুজে বের করার চেষ্টা করেছে।
আর মাসুম ভাইকে অনেক অনেক ধইন্যা... আমাদের জন্য একটা ভেন্যু স্পন্সর করার জন্য।
মেসবাহ ভাই..
১. ভাবীর যাওয়ার কথানা?
২. শামীমের নাম এড কইরেন
৩. রাসেল আর লিপি যাবে
আরো দুইজন কনফার্ম করলাম
১. মৌসুম
২. তাজীন
লাস্ট আপডেট:
০১. সাঈদ
০২. সোহেল কাজী
০৩. নাহীদ
০৪. ফিরোজ কবীর
০৫. ঈশান মাহমুদ
০৬. নাজমুল হুদা
০৭. উদরাজী
০৮. শওকত মাসুম
০৯. হাসান রায়হান
১০. জেবিন
১১. বাফড়া
১২. বিষাক্ত মানুষ
১৩. জয়িতা
১৪. মেসবাহ য়াযাদ
১৫. বৃত্তবন্দি
১৬. গৌতম
১৭. আনিকা
১৮. ভাস্কর
১৯. রুবাই মাহবুব
২০. শাওন
২১. মুক্তবয়ান
২২. বোহেমিয়ান
২৩. টুটুল
২৪. নাজ
২৫. মামুন ম আজিজ
২৬. লীনা
২৭. শামীম (একরামুল হক)
২৮. রাসেল
২৯. লিপি
৩০. ফারজানা
৩১. মৌসুম
৩২. তাজীন
৩৩. আশফাকুর
৩৪. রন
৩৫. আসিফ (পরে কনফার্ম করবে)
৩৬. গৌতম ... দেশে থাকলে ট্রাই করবে
তাইলে মোটামুটি সদস্য কনফার্ম হৈলো। এইবার শুধু চাঁদার টাকাটা ১৭ তারিখের মধ্যে আমার কাছে দিয়া দিলেই হয়... (তাড়াতাড়ি করেন সবতে, ১৮ তারিখে আমার আবার বিমানের টিকেট করা আছে...
)
রশিদা আফরোজ এবং তার একজন বন্ধুর নাম বাদ দেয়া হলো কেন? বুঝলাম না।
সবাই মনয় আপনার বন্ধূর নাম আর ফডু দেখতে চায়! তারপরে নাম লেখবে!
কাহিনী সত্য। জলদি ছবি দেন। পাশপোর্ট সাইজের চলবে না, একটু বড়।
ধুর, ফটো দেয়াই তো শিখতে পারলাম না, যে ছবিটা দেবো ভাবলাম, ঐটা আরেকজন দিয়ে দিয়েছে(সেই ফটোটাই আরেকবার দেখে নিন)।
মডারেটরের ঠিকানা পেলে ভালো হতো, যদি ফটো দেয়া শেখা যায়!
ফটো: সাঈদ দ্রষ্টব্য
ওহ সরি .. ভুল হইয়া গেছে..
৩৭. রশিদা আফরোজ
৩৮. রশিদা আফরোজের বন্ধু
@ মেসবাহ ভাই... ঈশান মাহমুদের ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা.. সেইটার আপডেট কি?
ছায়ার আলো যাবে পরিবার নিয়া... :)
যান, আমি রাগ করেছি, যাবো না। মেজবাহ ভাইয়া আমাকে বাদ দিয়েছেন।
মেজবাহ দাদাভাইয়াকে মাইর দেন।
@ জয়িতা। উনার এক ধমকেই আমি কেঁপে উঠি আর উনাকে মাইর...!
ভয়ানক ব্যাপার!
(তবে আপনি সাথে থাকলে একটা নীল নক্সা প্রনয়ণের কার্যক্রম নেয়ার কথা ভাবা যাবে! )
যাহ....মানুষতো বেশী হয়ে গেল.....মেজবাহ ভাই বাসের এক্সটা বগি দিলে যাইতাম, কিন্তু সে সম্ভাবনায় বালি। তাই এইবার গেলাম না। আগামীবার নিশ্চয়ই আগে এসে লিষ্টিতে নাম লেখাবো।
খানাপিনার লিষ্টি পছন্দ হইলো না। বিয়েবাড়ীর খানা পিকনিকে খাওয়ার দরকার কি। খিচুড়ী ডিমচপ আলুগোশতের আলুঝালু ঝোল আর বেসাইজ কাটা সালাদ দিয়ে ছেলেবেলার পিকনিকের কথা মনে হয় এখনো। সেরাম পিকনিকের আয়োজন হইলে আফসোসে তাড়ি খাইতাম।

নীড়দার কমেন্টে ছোটবেলার পিকনিকের কথা মনে পড়লো। আমরা চাচাতো ভাই বোনরা মিলে শীতের সময় এমন পিকনিক করতাম। কি যে মজা হতো! কেউ ই ভালো রান্না করতে পারে না কিন্তু বড়দের সাহায্য নিয়েও রান্না হতো না। ধোঁয়ায় চোখ জ্বলিয়ে, কালি মেখে দিন শেষে যা রান্না হতো তাই খুব মজা করে খেতাম সবাই একসাথে বসে। আহা কি দিন ছিলো!
আমাদের 'মডু' আর 'ডেভু' কি পিকনিকে যাচ্ছেন না ? জানতে বড্ড ইচ্ছে করছে ।
ডেভু গেলে কোন সমস্যা নাই.. কিন্তু মডু গেলে পিকনিক মাটি
... মডু সব সময় বদ
.. পিকনিকে কাউরে ব্যান কৈরা দেয় কিনা কে জানে.. হুদাই রিস্ক 
মডুরে পিকনিকে চাইনা
ভাইরে, বাদ দিয়েন না কাউরে । মডুরেও নেন । না নিলে, পিকনিকটাই যদি ব্যান কইরা দেয় ! "এবি'র পিকনিক সংক্রান্ত বিশেষ সংবাদ" যদি আর দেখা না যায় ? তবে ? তবে, কি হবে উপায় ?
@টুটুল, এখন পর্যন্ত আমি কনফার্ম, সপরিবারেই যাবো আশা করছি।
আইচ্ছা বড়ো ।
যামু পিকনিকে।এইবার কোনকিছুই আমারে ঠেকায় রাখতে পারবো না!
ঠেলা চলে না কেন এই পোষ্টে?
দিলাম ঠেলা!
হেঁইয়ো...
টেকা হাতে পাই নাই একজনেরও... কেমতে কী !
সবাই মনয় ১৭ই ধৈরা রাখছে
তবে, এর আগে মিট না হৈলে দেয়া হবেই বা ক্যামনে?
দেয়ার জন্য যার যার এলাকায় প্রতিনিধি জানাইয়া দ্যান!
লালমাটিয়া এবং আজিমপুর এলাকার লুকজন চাঁদা আমার কাছে জমা দিতে পারেন, শপিং যামু
আমার এলাকায় আমার কাছে, পিকনিকে যাবার জুতা কিনুম, পেগাসাস কেডস!
একজনের চান্দা পাইছি। মাশাল্লাহ... যাত্রা শুরু হৈছে। পথ্থম টেকা দিছে- নাজমুল হুদা ভাই... তারে থ্যাংকু
প্রথম হবার আনন্দ পাইনি জীবনে বেশী, তাই আমি আজ খুশী, দারুন খুশী !
পিকনিক সংক্রান্ত এই পোস্টটি প্রথম পাতায় শক্ত আঠা দিয়ে লাগাবার জন্য আমাদের 'মডু'কে একটু অনুরোধ করলে তিনি কি তা রক্ষা করবেন ?
মডুরে কিছু টাকা দেয়া হোক আঠা কিনোনের জন্যি........
আইচ্ছা ...১৭ তারিখের আগে কোন আড্ডার ব্যবস্থা আছে কি?
টাকা দিতে একটু সুবিধা হইতো তাইলে।
শুক্কুরবার ছাড়া যেই কোনদিন সকাল ৯ টা থেইকা ২ টা। আবার সন্ধ্যা ৬টা থেইকা রাত ৯ টা পর্যন্ত.... আমার অফিসে আইসা দিতে পারেন... লগে ১০০ টেকা বেশি দিলে বিখ্যাত খিচুড়ি খাওয়ামু...
ওরে! খাইচে! ওক্কে বস! আমি কল দিমুনে ১২ এর আগে কোনভাবেই পসিব্ল না!
পিকনিকের পর দিলে কেমন হয়?
১৭ তারিখ আড্ডা?
হ, এখনওতো সেরামই কথা আছে...
মন্তব্য করুন