আবোল-তাবোল
সমুদ্র দেখতে মন চায়
কেউ কেউ যায়, জানিয়ে যায়। সাথে নেয়না।
যেতে চাইলে এটা সেটা অজুহাত দেখায়।
স্টারের কাচ্চি বিরিয়ানী ! আহা কী মজা যে খেতে
আমারও খেতে মন চায়
যেতে পারিনা তাই খাওয়া হয় না।
ময়মনসিংহ রাজু-সাজু-মুন্নারা আছে
পেদির মা আছে। মাসীমা আছেন, মাসীমার হাতের
রান্না বার পদের খাবারের প্রলোভন আছে...
সে কতদিন আগে একবার খেয়েছিলাম। আহা, আজও
ভুলিনি তা !
ইথারে রাজুর স্বর ভেসে আসে- চলে আসুন দাদা, যেকোন দিন...
যাবার ইচ্ছে হয় যেতে পারিনা। এবার ভেবেছি যাবোই যাব।
আগামী মাসের প্রথম দিকে। হয়ত এবারও যাওয়া হবেনা
কিংবা হয়ত যাব...
আর গেলে মাসীমার বার পদের খাবারের পাশাপাশি
এবার অন্য আরেকটা খাবারের আয়োজনও আছে ময়মনসিংহ
আমাদের শ্রেয়ার জন্মদিন। গেলে কি আর এমনিই ফিরিয়ে দেবে ?
ভাল-মন্দ কপালে না জোটারতো কারন দেখছিনা...
তাহলে ওই কথাই রইলো !!
ভাই খাওয়া ছাড়া এই পিথিমীতে আর কি আছে? আপনার রাজশাহী পোষ্ট পড়েও মনে হল, এই লোককে দাওয়াত দিয়ে ভালোমন্দ না খাওয়ালে খপর হবে
একবার হল্যান্ডও আসবেন, এ্যাসপ্যারাগাস খাওয়াবোনে আপনারে যান
এই .... গাছ জাতীয় খাওনটা সম্পর্কে যদি ভাল-মন্দ দুই লাইন বলতেন !
সমারসেট মম'র লাঞ্চিয়ন গল্পে লেখক তার গেস্টরে এইটা খাওয়াইছিলেন।
এইটা খাইতে কিরাম, বলা যায়না মেন্যু ভাল লাগলে হল্যান্ড যাইতেও পারি...
এই গাছটারে বিদেশি পন্থায় খাওয়া যায়। ডাটার মতো ছিলে ফুটানো পানিতে দিয়ে ৩/৪ মিনিট রেখে, আলাদা সস কিনতে পাওয়া যায় সেটা এটার ওপর ঢেলে খেতে বেশ স্বাদ।
আমি মাঝে মাঝে সস বাদ দেয়ার জন্যে ডাটা চিংড়ির মতো রাঁধি, খেতে খারাপ না। শুধু অনেক দাম এই সব্জিটা এটাই প্রব্লেম আর পাওয়া যায় অল্প সময়ের জন্যে
মেন্যু আপ্নেই বলেন, আমি যোগাড় যন্ত করি
খাওয়া ছাড়া এই পিথিমীতে আর কিছু না। খাইতে হবে।

হল্যান্ড যাইতে হবে।
আহ, কী মায়াময় কথা !
চাটগাঁ আইয়েন। শুটকি খাওয়ামু।
ভালো কথা, এটা গদ্য না পদ্য?
সেইটাতো কৈবেন আপনেরা


আমার লেখনের কাম আমি লেখছি
বাংলার ছাত্র হৈয়া আমারে জিগাইলেন ? বড়ই শর্মিন্দা হৈলাম
তাহলে ওই কথাই রইলো
সুনীলের কবিতাটা মনে করাইয়া দিলা...
কেউ কথা.....
কথা রাখিনা মানে!!!!!!!!!
কোন কথা রাখি নাই 
ভয়ে ভয়ে একটা কতা জিগাই ?
আপনের বন্দুকের কি লাইসেন আছে, আফা ?
লাইসেন নাই
ফ্রির জিনিস আরামসে ব্যবহার করতেছি 
হায় হায়, কও কী ! সালমানের ছোড বাই ফাঁসবোতো শেষে
বন্ধুক'টা মনেহয় ময়মনসিংহ থেইকা আসার সময় লুকায়া নিয়া আসছে
হৈতারে বইন... ডরাইতাছি
ঠিকাছে... তাহলে ওই কথাই রইলো !!
হ, ওই কথাই রইলো। যতন কৈরা রাইখো
আপনে না জুন মাসে চাঁপাইনবাবগঞ্জ যাইতে চাইলেন?
য়াম খাইতে য়ামি এবং য়ামরা (ইচ্ছা করলে আপনেও যাইতে পারবেন) জুন মাসের মাঝামাঝি চাঁপাই যামু। আর ময়মনসিংহ যামু জুনের প্রথম সপ্তাহে... আপনের কুনু অসুবিধা আছে ?
হ ওস্তাদ চওড়া কপাল দিয়া পাঠাইসে, আপনারা তো ঘুরবেনই। আম্রা একটু হিংসাই। নাকি সেইটাও কর্তে পারুম না?

আর জুনের লাস্টে কিছু নাই?
হিংসা খারাপ জিনিস
জুনের লাস্টেও আছে, আপনি যাইতারবেন্না !
সবতে সব পারেনা
আপনে প্রত্যেকদিন লেখেন না ক্যান? আপনার লেখা চমৎকার হয়।
ফাটাফাটি কবিতা। রবীন্দ্রনাথের থিকা ভালো ল্যাখছেন। মাইকেল মেহেদি মানের। চালায় যান ওস্তাদ।
হ, আপনেই বুঝলেন। আর কেউ বুঝলোনা।

কতায় আছেনা, রতনে রতন চিনে...
রতন ভাই, আছেন কিরাম
হ, ফাটাফাটি হইছে
বাহ্বা বাহ্বা আরও কয়েক লাইন হইলে ভাল হইত ভাই। সেখানে থাকতো শ্রেয়ার জন্মদিনের খাবারের মেনু। কবিতা লিখতে পারলে পরের চরনগুলি লিখেই দিতাম।
স্বিকার করলেন- কবিতা লিখতারেন্না !
তাইলে এইটা যে কবিতা সেইটা বুঝলেন কেমনে ?
ভালো হয়েছে ।
তবে ছন্দ নিয়া যদি সমস্যা থাকে তাইলে মুক্তগদ্যে ই লিখবেন । তবে কবিতায় ছন্দজ্ঞান থাকা খুব জরুরি ।
খাইছেরে !
ভাই, কোবতের উর্পে যদি একটা শর্ট কোর্স করাইতেন !
আমি কবিতা বুঝার উপর শর্ট কোর্স করতে চাই।

য়ামিও কোবতের উপর শর্ট কোর্স করতে চাই
য়ামিও কর্তাম চাই
আহারে কতদিন ভালোমন্দ খাই না।

কও কি ? এতই অভাব, নাকী খালি টেকা জমাইতেছ ?

ফেরার পর একটা ছবিব্লগ পোস্ট দিয়েন, সাথে ফাটাফাটি বর্ণনা। দুধের সাধ ঘোলে মিটায়া নিমুনে!
খাবারের কথা শুনলে শুধু পেটটা ডাক দিয়া কয়ে... কথা কিন্তু রইলো ভাইয়া...।

খাইছে!!!!
মন্তব্য করুন