নজরুল
কবি নজরুল,
তাকে নিয়ে বার বার করে ফেলি ভুল !
বিদ্রোহী কবি বলে ডেকে রাত দিন
বাকী সব তার নিচে হয়েছে বিলীন !
কেউ আছি গানে মজে কেউ কবিতায়
বাকী সব কাজ তাঁর আড়ালে লুকায়
কেউ তাঁকে করে ফেলি ইসলামী কবি
কেউ তাঁর শ্যামা গীতি দিয়ে আঁকি ছবি
কেউ বলে আধুনিক কবি নন তিনি
কোন নামে তবে তাঁকে সকলেই চিনি ?
তাঁকে নিয়ে এই সব চলতেই পারে
জানতেন আগে থেকে কবি এ ব্যাপারে
বহু আগে কবিতায় লিখেছেন তাই
সে কথাই আজ আমি তাহলে শোনাই-
''নর ভাবে, আমি বড় ননারী-ঘেঁষা ! নারী ভাবে, নারী বিদ্বেষী।
বিলেত ফেরেনি, প্রবাসী-বন্ধু ক'ন, এই তব বিদ্যে, ছি !''
সব কিছু মিলে তিনি সকলের কবি
রবি ঠাকুরের পাশে তিনি এক রবি
তাঁর কথা ধার করে আঁকি তাঁর রূপ
বলেছেন সংক্ষেপে জ্বলমান ধূপ-
''আমি ইন্দ্রাণী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য;'
জনতার মনে থাকে জনতার কবি
এ কথাই তাঁকে নিয়ে বলে যায় সবই।।।
জনতার হয়ে করি কবিকে সালাম;
চিরকাল এই দেশে থেকে যাবে নাম।
বাহ্।
অনেক ধন্যবাদ। ।।এই ব্লগে ঢুকতে না পারার জন্য জবাব দিতে দেরী হলো।। তারপরও দু:খ প্রকাশ করছি।
সুন্দর
অনেক ধন্যবাদ।
অসাধারণ.........
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
তাই যেন হয়
নিশ্চয়ই হবে।
দারুন
ধন্যবাদ। আপনার ছবিটাও ভালো।
মন্তব্য করুন