বৃষ্টি.....
বৃষ্টিরা ঝরে যায় শহরে ও গ্রামে
চাল বেয়ে জল পড়ে বালতি ও ড্রামে
ভেসে যায় নদী খাল রাস্তাও ভাসে
কারো মনে রঙ লাগে কারো ঘর ভাসে
কেউ দেবে প্রিয় ঘুম ঢুকে কম্বলে
কেউ ঘরে ঢুকে যায় কেউ পথে চলে
মজা করে খাবে কেউ খিচুড়ি ইলিশ
বর্ষার গান শুনে দেবে কেউ শিস
জীবনের ঘানি কেউ টানে জলে ভিজে
তার ব্যথা বৃষ্টিও ভাবে না যে নিজে
আপন খেয়ালে ঝরে যখন তখন
বড়োই কঠিন বোঝা বৃষ্টির মন।
কবিতা ভালো লাগছে।

খিচুড়ি খেলাম দুপুরে, এখন গান শুনছি, একটু পর হয়ত ঘুমতে ও পারি
তৈলাধার কি পাত্র ? না কি পাত্রাধারই তৈল ? অর্থাৎ ছড়া অনুযায়ী বৃষ্টি যাপন ? না কি বৃষ্টি যাপন অনুযায়ী ছড়া ? কঠিন লজিক ! কী বলেন ? (ফান করলাম। হা হা হা !)
ছড়া ভালো হয়েছে।
অনেক ধন্যবাদ।।। ভালো থাকবেন।
ছড়া ভালো হয়েছে কিন্তু বৃষ্টি ভালো না
বৃষ্টি কিছু সমস্যা তো করেই।। সহমত।
মন্তব্য করুন