অদ্ভুত আঁধার এক .............
অদ্ভুত আঁধার এক
এই দেশে এসেছে আবার !
আমার বোনের দেহে
গুরুর লোলুপ ক্ষুধা
নিবারিত হয়েছে এবার !!!!!
আরো বেশী মরে গেছি
নারীর বেদনা দেখি
বোঝে নাই নারী !!!!!
লোলুপ গুরুর মাথা
আরেক গুরুর ছাতা
যোগায় সাহস !!!!!!!!!!!!!!!!!!!!!!!
হায় রে পদের লোভ !!!!
এই বার এরা দেখি
খুলেছেন আঁধারের
মহাপাঠশালা !!!!!!
এমন আঁধার পাঠ
কোন কালে কোন দেশে
মেলেছিলো এতো ডালপালা ?
জেগে ওঠা বিবেকের
মহাসমাবেশে
আঁধারের ক্রর হাসি
আসিতেছে ভেসে !!!!!!!!!!!!!!!!!!
তবুও বিবেক আর
মানবে না হার !
যতোই রাঙাক চোখ
নতুন আবাস গড়া
নিকষ নিঝুম এই
গহীন আঁধার !!!!!!!!!!!!!!!!!!
সুন্দর লিখেছেন। সত্যি গহীন আঁধার।
ধন্যবাদ। ভালো থাকবেন।
সুন্দর লিখেছেন। সত্যি গহীন আঁধার।
আরো ছড়া পড়ার আশায় আছি, তাড়াতাড়ি পোষ্ট করবেন আশাকরি
ব্যস্ততার জন্য ব্লগে আসা হয়নি বলে জবাব দিতে দেরী হলো।
ছড়া একটা সামুতে দিয়েছিলাম। সময় নেই বলে সেটাই এখানে পোস্ট করছি।
ভালো থাকবেন।
মন্তব্য করুন