গরুর খাঁটি দুধ
বাজার থেকে আনছি কিনে খাঁটি গরুর দুধ !
আসল কথা গরুই খাঁটি নয় তো খাঁটি দুধ !
আগের দিনে দুধের সাথে মিশেল দিতো পানি।
দুধটা ভেজাল সত্যি ছিলো বিষাক্ত নয় জানি
দিন বদলের পরে
বদলে গেলো ভেজাল দেয়া আপন নিয়ম ধরে
খাঁটি গরুর দুধ কিনে নেয়, মিশায় পানি খাঁটি
তার পরে যে দেয় ডুবিয়ে ফরমালিনের বাটি
ফরমালিনে ভেজাল আছে বলছি না তা আমি
সস্তা জিনিস মিশাচ্ছে না সকল কিছুই দামী
সকল খাঁটির মিশেল নিয়ে দুধের প্যাকেট আসে।
স্বাস্থ্য বানাই আপন মনে দুধ খেয়ে সব হাসে !
চমৎকার ছড়া। আসলে এখন গরুই কেবল খাঁটি।
অনেক অনেক ধন্যবাদ।।
ঠিক। গরুই ঠিক। আমাকে দেড় লিটারের জায়গায় সোয়া লিটার দুধ দেয় দুধওয়ালা, সৌভাগ্যক্রমে দুধটা ভালো বলে মাপের ব্যাপারটা হজম করে নিচ্ছি।
মাপের গলদ মাফ করা যায় যদি তাতে বিষের মিশেল না থাকে।
ধন্যবাদ
সুন্দর ছড়া।
সামহোয়্যারের চেনা ব্লগারকে দেখে ভালো লাগছে। এবিতে স্বাগতম।
অনেক ধন্যবাদ
ফরমালিনটা যে খাঁটি দিতাছে সেটাও তো কপাল। কবে যে ঐটাও ভেজাল দিবে!
হা হা হা ! সেইটা ভেজাল দিলে তো পুরাই বারোটা বাজবো !
বেশ সত্য কথা বলেছেনতো
হা হা হা !
বেশ সত্য কথা বলেছেনতো
সত্য বটে।, মুক্তির উপায় কি ?
সুন্দর ছড়া
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
ভাই খাঁটি দুধ খেলে এখন আর হজম হবে না। আমরা বিষে বিষে একেবারে বিষাক্ত হয়ে গেছি। ভাল কিছু আমাদের কাছে আসলেই বিষাক্ত হয়ে যায়।
আসলেই। খাটিঁ জিনিস খেলেই আমাদের পেট খারাপ হবে এখন।
অনেক ধন্যবাদ আপু।
স্বাগতম
খপর কি? কিরমাছেন?
ধইন্যা। খপর বালাই।
ভালা থাইকেন, বস
সস্তা জিনিস মিশাচ্ছে না সকল কিছুই দামী ----------একদম দামী কথা
কাল কে অনলাইন হতে পারিনি, তাই আজকে কমেন্ট দিলাম
অনেক ধন্যবাদ এই ব্লগের সন্ধান দেবার জন্য। বেশ ভালো লাগছে এখানে ব্লগিং করতে।
আরও কতো কিছু অপেক্ষা করছে...।

হা হা হা ! দারুন বলেছেন।
মন্তব্য করুন