বৃষ্টি বৃষ্টি
বৃষ্টি এলো মন কাঁপিয়ে
কাঁপছে শরীর শীতে !
বৃষ্টি ভেজা মুখ দেখিয়ে
রোদের বিপরীতে
সেই যে কবে ছুটেছিলাম
ঘামের গোসলসহ
সেই স্মৃতিটা বৃষ্টি ভিজে
লাগছে দুর্বিষহ !
কদম ভেজা সোঁদা সুবাস
লাগছে নাকে দারুন
আমার হাতের কদম দেখুন
নাইবা নিতে পারুন
ভিজলে হবে শরীর খারাপ
ভয় থাকে খুব বেশী
ভেজা চুলের দারুন ছবির
নাম যে এলোকেশী
একাই ভিজে মনটা আমার
ভীষণ এলোমেলো
সঙ্গী ছাড়া বৃষ্টি ভিজে
ভেজাই বৃথায় গেলো !
বাহ
আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে।
খুব ভালো লেগেছে কবিতা , কারণ বুঝতে পেরেছি সহজেই

সহজ করে বলতে পেরেছি জেনে ভালো লাগছে।।।। । আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। ধন্যবাদ।
বেশ!
ধন্যবাদ আপু। এই ব্লগে সময়াভাবে আমি অনিয়মিত।
সুন্দর।
আমার আবার একলা বৃষ্টি তে ভিজতে ও বেশ ভাল লাগে।
একলা ভেজা এক মজা। দোকলা ভেজার মজা আবার আলাদা। হা হা হা !
বৃষ্টির পরে কদম ফুল গাছ দেখতে অনেক সুন্দর লাগে
সহমত। বৃষ্টির পর সব গাছের পাতা ধুয়ে অপূর্ব সবুজ হয়ে ওঠে। এর সৌন্দর্যই আলাদা।
ভালো লিখছেন
ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
সঙ্গী নিয়ে বৃষ্টিতে ভেজা হলো না এই জনমে
হবে ইনশাল্লাহ। দোয়া করি আপনার জন্য।
পড়তে পড়তে মনে হচ্ছিলো, আরে এটা তো কবিতা না হয়ে ছড়া হলেই ভালো হতো!!
পরে ট্যাগ দেখে বোকা বনে গেলাম!!
খুব্বি সুন্দর!
আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে। ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
বাহ, খুব ভালো লেগেছে কবিতা
অনেক ধন্যবাদ। আপনার নিরন্তর প্রেরণা আমাকে অনুপ্রাণিত করে। ভালো থাকবেন।
সুন্দর বৃষ্টির কবিতা। ভেজা ভেজা আমেজ আছে একটা।
সুন্দর মতামত জানাবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
ভাল্লাগছে
অনেক ধন্যবাদ ভালো লাগা জানাবার জন্য। শুভেচ্ছা।
মন্তব্য করুন