তোমাদের জন্য পংক্তিমালা
কিছু কিছু মানুষ আছে অল্প সময়েই মায়ার বাঁধনে বেঁধে ফেলে বড়বেশি আর্দ্র কমনীয়তায়।
চোখ-কানবুঁজে আমি এরকম মানুষের কেনা হয়ে হযে যাই। হতে ভালোইবাসি। মানুষ মাত্রই
ভালোবাসা,মায়া, মমতার কাঙ্গাল। যে বা যিনি বলেন তিনি এটা মানেন না, তিনি সত্যিই অন্যরকম ধাতুতে গড়া বলে মানি। কতোই না বিস্ময় জগৎময় ছড়িয়ে ছিটিয়ে আছে। কতোটুকুই তার জানি! কথা হচ্ছিলো মায়া মমতা নিয়ে। এইব্লগে আমি খুব বেশিদিন হয়নি এসেছি। সবাইকে ঠিক ঠিক মতো চেনা হয়নি। কেবল নাম/নিক পর্যন্তই পরিচয়ের বিস্তার। কিন্তু সেই সীমাবদ্ধতায় থেকেও মানুষটা আমার সাথে বড্ড মমতায় কথা বলেছেন। আমি তাতেই মুগ্ধ। কৃতজ্ঞতায় বাঁধা পড়ে গেছি মায়াবতী সেই মেয়েটির মায়ার কাছে। এখানে বেশিরভাগ দিনই, সল্প সময়ে রান্না হয়ে যায় বলে খিঁচুড়ি বসিয়ে হ্যাপা কমাই। সেদিন খেতে বসে আমার সেই মায়াবতী বোনটির কথা মনে হলো 'খিঁচুড়ি তার ভারী পছন্দের!' খাওয়াতে মন বসেনি আর তেমন। অবাক হয়েছি, এটা কেনো হলো ভেবে। ঐ যে মায়ার কথা বললাম, এটা আমি তার কাছে পেয়েছি সহজ বাক্যলাপের বিনিময়ে।
কোনো একটা পোষ্টে দেখলাম আমার সরলমতী সেই বোনটা নাকি জ্বরে পড়েছেন। তার জন্য শুভ কামনা থাকলো। জলদি সেরে ওঠেন বোনটি। গরম গরম খিঁচুড়ির প্লেট ডাকছে যে!
তার নামটা বুঝি খুব জানতে ইচ্ছে করছে? বুঝে ফেলবার কথা এতোক্ষণে কে সেই খিঁচুড়িপাগলি কন্যা। 'জয়িতা' তার নাম।
আরো একজন, যে আমার বুকের খুব কাছটা ঘেষে থাকে সেও অসুস্হ। সে আমার জানের দুস্তো। আমার বন্ধ ঘরের খোলা জানালা, জানালা গলিয়ে বাইরের এক চিলতে আকাশ। যতদূরেই থাকি আমার সেই বন্ধুটিকে জানাতে চাই, 'আমি তোর কাছেই আছি-তোতেই বাঁচি'। সদাই তুমি খোলা থেকো আমার দূরের জানালা। ভালো হয়ে ওঠে। দুঃসময়ের কালো ছায়া সরে গিয়ে তোমার উঠোনজুড়ে সোনারোদের আদর নিয়ে এসে দাঁড়াক সুসময়। ভালো থেকো বন্ধু। সুন্দরের কাছে,
সুসময়ের কাছে, পৃথিবীর তাবৎ ভালোবাসার কাছে নতজানু হলাম তোমার জন্য-তোমাদের জন্য!!! আসুন, আমরা সবাই এই দু'জন চমৎকার মানুষের জন্য প্রার্থনা করি।
==============================================
একখান প্রিয় কবিতা সবার জন্য। ভালো থাকুন সবাই। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর।
" না হয় আমি দধিচী হলাম
নে গুনে তুই বুকের ক'খানি হাঁড়।
বজ্র হানিস, কুকুরকে দিস্
যেমন খুশি করিস ব্যবহার।
না হয় আমি নদী হলাম,
পাগলপারা রূপ হলো তার
বন্যা নামাস, তৃষ্ণা মিটাস
যেমন খুশি করিস ব্যবহার
যেমন খুশি তেমন বানা
তোর মন চায় যা;
শুধু যখন বৃষ্টি হবো
আড়াল খুঁজিস না।"
জয়ীতাটা ক্যান যে এখনো সুস্থ হয়ে উঠতেছে না বুঝতেছি না... এইদিতে ব্লগ জয়ীতাকে মিসিং
... জয়ী... দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসো... বন্ধুরা তোমার জন্য খিচুরি রান্না করে বসে আছে... খেতে পারছেনা ... তোমাকে ছাড়া খাবে না বলে পন করেছে... এত সব বন্ধুদের ভালবাসায় তুমি দ্রুত সেরে উঠবে আশা করছি...
জয়ী অসুস্থ হয়েছে বলে বাতিঘরের পোস্ট পাওয়া গেল
.. ভালু 
আমরা কিন্তু আপনাকেও মিসিং... মাঝে বেশ কয়েকটা পোস্টে আপনার কোন কমেন্টস দেখিনাই... চিন্তায় ছিলা আমাদের বাতিঘর কোথায়?
ভাল থাকুন সব সময় ... বন্ধুত্বে থাকুন
বাতিঘরের মাঝে একজন দয়ালু, মেধাবী এবং বন্ধুবৎসল মানুষের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আজকের এই ইঁদুর দৌড়ের দুনিয়ায় এমন মানুষ খুব বেশী বেশী দরকার। সুস্থ্য হয়ে উঠুক জয়ী পাগলী, আপনার বন্ধু। আপনিও আনন্দে থাকুন, ভালো থাকুন প্রিয় বাতিঘর।
মামুন ভাই আমার কথা বলে দিয়েছে। । সত্যি মানুষের জন্য এত ভালবাসা ধরা হৃদয় খুব কম জনের আছে।
জয়িতা ও আপনার বন্ধু দ্রুত সুস্থ হয়ে উঠুক।
সবাই ভালো থাকুক
বাতিঘরের অন্তর্জগতের ঔজ্জ্বল্য চিরস্থায়ী হোক
সেটাই, জৈতা'পু (লুকটা ভালো আছিলো) এ্যদ্দিন জ্বরে পড়ে আসে ক্যান বুঝতেসি না।
এটা কোন ধরনের কথা মীর????????
ফুপি ভালো হয়ে ব্লগে আসলে দুইকান ধরে এক পা তুলে দাঁড়া করায় রাখবেনে।

জয়িতার জন্য শুভকামনা। মিস করি আপু জয়িতাকে।
খুব তাড়াতাড়ি ভাল হয়ে উঠুক এষা, আয়লা, রিমঝিম, রুপন্তী, রাইয়ান, রোদ্দুর, সমুদ্দুর, ঋহান আর আমার ফুপি জয়িতা ফুপি। শুভ কামনা রইলো।
বাতি দা অনেক ধন্যবাদ।
শুভ কামনা রইলো আপনার বন্ধুটার জন্যও।
মায়াভরা লেখাটা খুব ভাল লাগল।আমিও কিন্তু খুব স্নেহ-মমতার কাঙাল।
জয়িতার জন্য অনেক শুভকামনা।
শুভকামনা বাতিঘরের জন্যেও।
কাঙাল হওয়ার সমস্যা আছে আপা। লোকজনে কমন ডায়লগ দেয়- মাফ করো
ওই মেয়ের ও লেখা ভরা মায়া থাকে... খুব সাধারন লেখা হয়, কিন্তু পড়তে কি যে দারুন লাগে!... এদ্দিন বাতিঘরের মন্তব্য পড়তাম... পোষ্টটা পড়ে খুবই ভালো লাগছে, কি যে আদর লাগানিয়া লেখা...
জয়িতা'র জ্বর কমেনি, আজকের পর টেষ্ট করাবে বলছে... দেখা যাক কি হয়... আশা করছি খারাপ কিছুই না, শুধু এখন চলা ভাইরাস জ্বরই হোক... জলদি ভালো হোক...
আমাদের আরেক বন্ধু ছায়ার আলো'র ছোট্ট মেয়ে "আয়েশা"রও ১০৪জ্বর বেশ ক'দিন যাবত... দ্রুত ভালো হয়ে উঠুক বাবুটাও...
বাতিঘর.. আপনার লেখা পড়ে খুব ভাল্লাগলো...জয়িপু জলদি সুস্থ হই যাও...তোমারে মিস করতেসি...
জয়িতা অসুস্থ জানতাম না !
জয়িতা সুস্থ হয়ে ফিরে খুব দ্রুত আমাদেরকে তার প্রাণ চাঞ্চল্যতা ফিরিয়ে দিক ।
আপনার মনের জানালায় ঝুলে থাকা বন্ধুটিও দ্রুত সুস্থ হয়ে উঠুক , শুভ কামনা ।
আহারে বাতিঘর কি ভালো!
জয়িতা টাড়াতাড়ি ভালো হয়ে উঠুন।
জয়িতার জন্য শুভ কামনা।
বাতিঘরের মায়ায় ভরা সুন্দর লেখাটা পড়ে মনে হলো মাঝে মধ্যে জ্বর হওয়াও ভালো। বন্ধু খিচুড়ী খেতে ডাকবে জ্বর সেরে গেলে। খিচুড়ী আমারও প্রিয় কিন্তুক।
এই কলিকালে আজকাল কেউ কাউকে এতটা মনে রাখে!!! বিশেষ করে ব্লগে একেবারে অদেখা অচেনা মানুষের মধ্যেও যে এরকম চমৎকার বন্ধন তৈরী হতে পারে ভেবে অবাক আনন্দ লাগে।
আমাদের কালে..... সেই তরুণ বয়সে বন্ধুরা জ্বরজারির কথা শুনলে উল্টা ঝাড়ি দিত, বলতো "ব্যাটা আড্ডা ফাঁকি দেয়ার ফন্দীবাজি করিস। এক্ষণ বাইর হ। খালবিলের বাতাস না খাইলে জ্বর কেমনে ভালো হয়।"
জয়িতাপু সেরে উঠুক। বাতিঘরের জানিদোস্ত সেরে উঠুক। বন্ধুত্ব অক্ষয় হোক।
নীড়দার কথাই আমার কথা।
জয়ির খবর নেয়া দরকার। নিজের শরীরটাও জুইত না তাই ফোন দেই দেই করেও দেয়া হচ্ছে না
জয়িতা তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন।
সবাই দ্রুত সেরে উঠুক।
জয়িতা সুস্থ্য হয়ে উঠবে, তারপর একদিন খিচুরী খাওয়াইতে বলবো।
টুটুলভাই, মামুনভাই, রায়হানভাই, নুশেরাপু, মীর, রাসেল, আফরোজাপু, নাজনীন আপু, জেবীন, রুমিয়া, শিপনভাই, শাপলাপু, মেঘ, নীড়ুদা, তানুবু, ভাঙ্গন, সাঈদভাই এবং মাসুমভাই....আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা আর ভালোবাসা। অসুস্হ বন্ধুস্বজনেরা দ্রুত ভালো হয়ে মেতে উঠুক প্রাণের উচ্ছ্বাসে। যে বাবুরা অসুস্হ তাদের জন্য দোয়া থাকলো। ইনশাল্লাহ সেরে উঠুক জলদি। তাদের হাসির উষ্ণতাই যে আমাদের বেঁচে থাকতে শক্তি যোগায়, সে হাসি অক্ষয় হোক..হোক বন্ধুত্বের জয়। ভালো থাকুক আমাদের বন্ধুরাসহ পৃথিবীর তাবৎ প্রাণীকুল। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর

আপনের বইন আমারে ইলিশ পোলাউ খাইয়াইবো কইছে আরো দুই বচ্ছর আগে ,,,, এখনতুরি খাওয়ায় নাই
প্রিয় বাতিঘর, আপনার মায়ায় ভরা লেখা পড়ে মুগ্ধতা, কৃতজ্ঞতায় মন ভরে গেলো, চোখ দুটোও ভরে উঠলো কানায় কানায়। জীবনজুড়ে এত মায়া-মমতা আছে বলেই হয়ত বেঁচে থাকাটা মাঝে মাঝে খুব সুন্দর মনে হয়।আপনার মনটা এমনই উজ্জল আলোয় ভরে থাকুক সারাজীবন ধরে। ভালো থাকেন আজীবন।
ব্লগ জগৎটা ভার্চুয়াল হলেও এই ব্লগেই অসাধারণ কিছু বন্ধু পেয়েছি।আপনাদের শুভকামনায় এখন আমি অনেক ভালো আছি।
সবাইকে অনেক ধন্যবাদ।
আপনার বন্ধুটি কেমন আছে?ভালো তো! তাঁর জন্য শুভকামনা।
ওরে আমার লক্ষীবইনটা ভালো আছেন, সুস্হ হয়ে উঠেছেন এটা অনেক বড় সুসংবাদ গো সবার জন্য
আপনাদের সবার দোয়ায় বন্ধু ভালোই আছে, ধন্যবাদ বইনটি। দোয়া করি জীবনের প্রতিটি ক্ষেত্রে হাসিমুখে সবার ভালোবাসায় সিক্ত হয়ে কাটুক আপনার।অনেকককককক শুভেচ্ছা ভালোবাসা আপনার জন্য

প্রিয় বতিঘর আপনি কৈ? আম্রা মিসিং
মন্তব্য করুন