ইউজার লগইন

আমরা বন্ধু ! আমরা আড্ডাও দেই!

ফাটাফাটি একটা আড্ডা হয়েছিলো গতকাল নজরুল ভাই এর বাসায় । আড্ডা হলেই আমি নানান ঝামেলায় আটকে পড়ি। এবারে ভাগ্য ভালো ছিলো । তাই যেতে পেরেছিলাম । যারা যেতে পারেন নি তারা বিশাল মিস করেছেন!

প্রায় ১৭/১৮ ব্লগার গিয়েছিলেন এই আড্ডায় । আড্ডার মধ্যমণি কিন্তু এমন একজন ছিলেন যিনি আড্ডায় ছিলেন না! যার কবিতা নিয়ে সবাই মুখোমুখি ঝাপাঝাপি করেছেন!

আড্ডায় বাকিরা যে কারণেই হোক ক্যামেরা আনেন নাই/বের করেন নাই! আমি ই একমাত্র ফটোগ্রাফার হয়ে গেছিলাম! ছবি তোলার হাত ভালো না, আলো জনিত কারণে ছবি গুলা হয়ত অত ভালো লাগবে না । তবু দিলাম যারা যারা মিস করছেন তারা যেন জ্বলে ওঠেন আপন হিংসায়Tongue

আলোর বিপরীতে, খাবার এর সম্মুখে টুটুল ভাই Wink
3.jpg

নুশেরা আপুর অটোগ্রাফ সম্বলিত বই মুক্তর হাতে তুলে দিচ্ছে ভাবি (গড়াগড়ি দিয়া কান্দনের ইমু )
21.jpg

নুশেরা আপুর অটোগ্রাফ (কান্দনের ইমু। আমরা কি দুষ করছি Sad( )
22.jpg

টুটুল ভাই তানবীরাপুর মেসেজ পড়ছেন
2.jpg

ছাতার মডেল দুষ্টাপু!
5.jpg

ঘুমুক বাফড়া ভাই!
16.jpg

বিদেশী চানাচুর মজা না!
12.jpg

তবু চানাচুর নিয়ে কাড়াকাড়ি
13.jpg

চানাচুর ভক্ষক
11.jpg

এমন মেয়ে বুকে নিয়ে তো হাসাই যায়! (এই ছবি দেখে বলতে ইচ্ছে করছে, সু্যোগ চাই প্যারেন্ট হবো! )
20.jpg

পেটপূজায় ব্যস্ত সবাই
17.jpg

মাসুম ঠিক খাবার দেবার সময়ে পৌছাইছিলেন!!
19.jpg

ফাকা মাঠে গোল!
4.jpg

নজু ভাই এর স্টাডিতে নূপুর ভাবির ঢোকা কেন নিষেধ Wink
15.jpg

পদকপ্রাপ্ত নজু ভাই এর লাইব্রেরির একাংশ
14.jpg

মেসবাহ ভাই কার প্রোফাইল দেখে? Wink আমরা লিঙ্কু চাই!
18.jpg

মেসবাহ ভাই ফুলশয্যার ছবি দেখে বেড়ান ছি ছি!
6.jpg

সিগারেটিভ পোজ!
10.jpg

জয়ি আপুর পথ হারানোর পরে!
9.jpg

নিধি মামণি
8.jpg

শোপিছ ঘড়ি Tongue চলে না কিন্তু!
7.jpg

আমরা বন্ধু
1.jpg

ঠ্যাংনোট
ছবি আপ্লোডিং একট পেইন!

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

বোহেমিয়ান's picture


ছবির উইডথ আর হাইট ম্যানুয়ালি বসাইতে হইছে! ফ্রেমের বাইরে চলে যাচ্ছিল Sad
শেষ ছবিটার w=720, h=540 .এবির পোস্ট এর উইডথ ৫৮০ এর কম Sad

ছবি দেয়া অনেক কষ্ট ।

ভাঙ্গা পেন্সিল's picture


550 তে ছবি দিবেন। যথেষ্ঠ width, এর বেশি দরকারও নাই। এটা অটমেটিক করে দিলে ভাল হয়।

ভাঙ্গা পেন্সিল's picture


মাসুম্ভাইএর বাড়ি মনে হয় নোয়াখালী Tongue খাওনের আগ আর দরবারের পাছ। খাইতে বেলায় সবার আগে, আর সালিশ দরবারে সবার পরে।

বোহেমিয়ান's picture


মাসুম ভাই কিছু কয় না ক্যা Wink নীরবতাই সম্মতির লক্ষণ!

শওকত মাসুম's picture


আমার বাড়ি নোয়াখালি তো দূরের কথা, চট্টগ্রামের ধারে কাছেও না।
আমার অফিস ছিল, ফাকি দিয়া আসতে হইছে। রাইতে আড্ডা দেয় মাইনসে?

বিষাক্ত মানুষ's picture


আড্ডা দেয়া ফরজে আইন

বোহেমিয়ান's picture


খেক খেক! Wink

মুকুল's picture


দিলে চোট পাইলাম!
হয়তো যোগ দিতে পারতাম না অনিবার্য কারণে, তাই বৈলা কি খবর্টাও দেয়া যাইতোনা! Sad

সবগুলারে মাইনাস।

বোহেমিয়ান's picture


মাইনাচ সাদরে গৃহীত হইল Wink

১০

জ্যোতি's picture


মাইনাস। এরা কত কি খাইছে!!!!!!!!!!!!!আমার জন্য কিচ্ছু রাখে নাই।আর যামু না কুনু আড্ডায়।

ইয়ে নেক্সট আড্ডা কবে?কুথায়?

১১

বোহেমিয়ান's picture


আপনার তো আগে থেইকা জানার দরকার আছে Wink কারণ আপনে দুই দিন পর পৌছাইবেন!! পুরা ঢাকা ঘুইরা তারপর পৌছাইবেন আড্ডায় Wink
তাই আয়োজকদের নিকট দাবি জানাইলাম জয়িপুরে আড্ডার স্থানের ম্যাপ দুই দিন আগেই দেয়া হোক!

১২

জ্যোতি's picture


ম্যাপ যদি দেন তাইলে তো পৌঁছাতে পারব না।এরপর থেকে যে জায়গা চিনি না সেখানে আর একা যাব না এইটা ফাইনাল। খুঁজে বের করা আমার জন্য ব্যাপক কঠিন।

১৩

বোহেমিয়ান's picture


মাইন্সে দাওয়াত ও দিব আবার নিয়াও যাইব আপনারে?!! কত খাইতে চায়!! (ভেংচি ইমু দেয় কেম্নে?! )

১৪

নড়বড়ে's picture


অসংখ্য মাইনাস (তয় বিজোড় সংখ্যক) ...
ব্লগে আগে জানাইলে তো সকালে দেশে আইসা আড্ডা মাইরা রাতের ফ্লাইটে আবার ফেরত যাইতাম শিউর Tongue out...

১৫

শাওন৩৫০৪'s picture


মনডা উদাস হৈলো আড্ডা দেইখা, এহেরে এহে, এডা মিস করতে হৈছে......এই স্যাড স্যাস ভাব্টা কৈ রাখুম?
আবার কবে হবে?

১৬

জ্যোতি's picture


বিলাই মিউ, তুমি আসলা না কেন?তুমি নাকি বান্ধবীরে সি অফ করতে গিয়া মনের দুঃখে বনবাসে গেছ?মুক্ত কইলো।
তুমারে আমরা মিসাইছি।

ছবি দেয়ার জন্য বোহেমিয়ানেকে ধইন্যা।
মেসবাহ ভাই এর এত অধঃপতন হইলো?

১৭

শাওন৩৫০৪'s picture


ওরে বান্ধবী না, বন্ধু বৈদেশ গেলো, সে কতদূর......আর অনেকের সাথে অনেক দিন পরে যোগাযোগের সুযোগ হৈলো, ঐটাও মিস করার মন ছিলোনা, আবার এইখানেও মনের কতক অংশ পৈড়া ছিলো। আশা করি পরের আড্ডা শিঘ্রই হৈবো.....

১৮

বোহেমিয়ান's picture


হ আমরা বুঝছি তো!!! কাছের বন্ধু!!! Wink

১৯

নীড় _হারা_পাখি's picture


নজর লাগাইলাম... কেউ শকুন কৈলে খয়বর আছে। সব গুলার পেট খারাপ হইপে। আমরা দাওয়াত পাই নাই। মাইনড খাইলাম...একটার ও ছবি সুনদর হয় নাই। শুধু নিধি মামনি ছারা।

২০

বাতিঘর's picture


এটা মুটেও ঠিক না ! উহু একদমই ঠিকনা ...এইভাবে আড্ডার ফটুক দিয়া আম্রারে হিংসায়িত করবার জন্ন আপনেরে মাইনাস ।:angry: ফটুক খ্রাপ হয়নাই ভাইডি । মেলা কষ্ট করছেন বলে ধইন্যা দিলাম লন । ভালু থাকবেন ।:smile:

২১

বোহেমিয়ান's picture


ধইন্যাপাতা ।
আপনিও ভালো থাকেন, নেক্সট আড্ডায় চলে আইসেন

২২

মেসবাহ য়াযাদ's picture


০ সেইদিনের আড্ডা সেরাম হৈছে।
০ আমি যার প্রোফাইল দেখতাছি- তার নাম : পাংখা...যারা সুন্দরবনে আমাদের সূর্য উৎসবের খবর জানেন, তাদের কে বলার প্রয়োজন নাই।
০ এ জার্ণি বাই রিকশা ফ্রম আজিমপুর টু মগবাজার.... জয়িতা নজুর বাসায় কেমন কৈরা গেছিলো সেইটা জানতে আমার সর্বশেষ পোস্টটা (যা নজুর বাসায় লেখা হৈছে) পড়তে পারেন।
০ নজু আর নূপুররে ধইন্যা

২৩

বোহেমিয়ান's picture


ইয়ে আপনার নাকি অধঃপতন হইছে!!! উপ্রে কমেন্ট দেখেন Wink
উত্তর ছাই!!!

২৪

সাঈদ's picture


এবি থেকে প্রতি মাসে এইরাম আড্ডা আয়োজনের জোর দাবী ঝানাই।

ইয়াজাদ ভাইয়ের বাসায় পেন্ডিং আছে । আক্রম..............ন.....

২৫

মেসবাহ য়াযাদ's picture


ইয়াজাদ ভাইয়ের বাসায় পেন্ডিং আছে....
তারমানে কী দাঁড়ালো ? রায়হান ভাই, মাসুম ভাই,
জেবীন, জয়িতা, টুটুল, জাভা এদেরটার কী হবে ?
নাকী আমারে না জানাইয়া এদের বাসার আড্ডাটা শেষ হৈয়া গেছে...

আফসুস

২৬

বোহেমিয়ান's picture


আক্রমণ.।

২৭

মেসবাহ য়াযাদ's picture


প্রতিরোধ...........

২৮

কাঁকন's picture


মুক্তর মনে হয় একটু মোটা হইছে Smile

নজরুল ভাই আর নিধির ছবিটা জোশ হইছে

২৯

বোহেমিয়ান's picture


এই ছবিটা আমারো ভালো লাগছে ।

৩০

সাহাদাত উদরাজী's picture


আমার শুভেছা থাকল। আড্ডা চলুক।

৩১

বোহেমিয়ান's picture


আবশ্যই চলবে

আপনেও আইসেন

৩২

মাহবুব সুমন's picture


কবে যে এই সব আড্ডায় যোগ দিতে পারবো Sad

৩৩

বোহেমিয়ান's picture


দেশে চলে আসেন Laughing out loud

৩৪

রুম্পা's picture


্‌্missed..Sad

৩৫

বোহেমিয়ান's picture


এসে পড়েন। এসে পড়লেই হয়ে গেল!

৩৬

বকলম's picture


খাইয়া দাইয়া কাম না থাকলে মাইনষে কত কিই না করে। এই জন্যই দেশটার কুনো উন্নতি হয় না। (চরম ঈর্ষান্বীত হইয়া...)

৩৭

বোহেমিয়ান's picture


খেক খেক! জ্বলে উঠুন আপন হিংসায়! Wink

৩৮

টুটুল's picture


আপ্নের লগে চ্রম ভাবে সহমতের উপ্রে একমত

৩৯

নজরুল ইসলাম's picture


সব খায়ালাইছে, আমার লাইগ্যা কিছু রাখে নাই Sad

৪০

বোহেমিয়ান's picture


খালি মিছা কথা কয়!!

৪১

জ্যোতি's picture


আমি খালি দেখি পাংখার ছবি দেইথা মেসবাহ ভাই এর চেহারা ই বদলায়া যায়। কি মনোযোগ!কি খুশি চোখে মুখে!!!কলিকাল।

৪২

মেসবাহ য়াযাদ's picture


হায়, হায় কও কী ? তুমি নি হয় আজিমপুর থেইকা মগবাজার যাওনের রাস্তা ভুইলা অর্ধেক ঢাকা ঘুইরা নজুর বাসায় গেছিলা। আর আমি নাহয় সেইটা লৈয়া একটা পোস্ট দিছিলাম। তাই বইলা তুমি অপ্রাসঙ্গিকভাবে পাংখার (আমার জান, পরানের পরান !!! ) কথা কৈবা ? পাংখায় জানলে কৈলাম ফাস্টফুড থৈয়া মাইন্ড খাইবো...। (তুমার শইলডা বালা, মনডা ?)

৪৩

জ্যোতি's picture


মন্ডা মন্ডা হইয়া গেছে। যেভাবে সবাই মিলে মগবাজার যাওয়ার কাহিনীরে ইতিহাস বানাইতাছে মন তব্দা খাইছে।
কিন্তু আপনি পাংখার প্রেমে কেন হাবুডুবু খাইতাছেন? পাংগাস মাছ?আপনেরে এই প্রেম থেকে তুলতে ত দেখা যায় ডুবুরী লাগবো।

৪৪

শওকত মাসুম's picture


ডুবুরি না, রশি লাগবো।

৪৫

নীড় সন্ধানী's picture


আড্ডা ফাড্ডা বেশী ভাল জিনিস না। আমি ভদ্দরলোক আমি আড্ডা দেই না। আমি বাসায় চানাচুর কিনে মুড়ি পেয়াজ সরিষার তেল দিয়ে মেখে খাই।

৪৬

রণদীপম বসু's picture


বাদাইম্যা গোষ্ঠি তাইলে এইখানেও তৈরি হইয়া গেছে !

তরুণ-যুব সমাজের শৃঙ্খলা ঠিক রাখার লাইগ্যা নজু ভাইরে আর কাস্টুডির বাইরে রাখা ঠিক হইতেছে না দেখতেছি !!

৪৭

সাহাদাত উদরাজী's picture


নেক্সট আড্ডায় সবারে সালাম জানাতে চাই!

৪৮

পুতুল's picture


আমার ফটু নাই কেনু কেনু কেনু?Sad

৪৯

কাঁকন's picture


হায় হায় াপনার ছবি নাই Sad তাইলে মুক্তোর হাতে বই তুলেদেয় কোন ভাবি Stare

৫০

বোহেমিয়ান's picture


@ নুপুর ভাবি আছে তো । ফেইসবুকে দিতাছি
@কাকন্দি টুটুল ভাবি Tongue

৫১

নীড় _হারা_পাখি's picture


ওইটা টুটুল ভাবী.।

৫২

তানবীরা's picture


ঠ্যংনোট দারুন হয়েছে। আড্ডায় দেখি আমিও ছিলাম

৫৩

সোহেল কাজী's picture


পাপ্লিক এত্তো খায় Sad
ক্যাপশন জুস হৈছে Laughing out loud

৫৪

মিশু's picture


সবাই শুধু আড্ডায় Cry
খাড়ান একবার আইয়া লই

৫৫

ভেবে ভেবে বলি's picture


বাহ, দারুণ ছবি। Smile

৫৬

অনন্ত দিগন্ত's picture


সবাই আড্ডাও মারে সেইটা আবার এমনে দেখায়া আমগোর কইলজ্যাতে চাক্কু মারে ... মাইনাস মাইনাস

৫৭

বোহেমিয়ান's picture


Wink Wink

৫৮

নুশেরা's picture


উপরঅলার অশেষ করুণায় এতোদিনে এই পোস্টটা সহনীয় সময়সীমার মধ্যে লোড হইলো।

বাফড়াকে যেইরকম ভাবছিলাম দেখা গেলো সেইরকমই।
নাজভাবী দারুণ মিষ্টি দেখতে!
মুক্তর গেটআপ দেখে মনে হচ্ছে চাকরির ইন্টারভিউ দেয়ার জন্য রেডি Wink
মুক্ত আর নাজভাবীর ছবিটার জন্য নতুন ক্যাপশন: মুক্ত যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রথম পুরস্কার নিচ্ছে এবি-স্কুলের হেডমাষ্টারপত্নীর হাত থেকে Tongue out   মাসুমভাইয়ের রূপের রহস্য জানতে চাই (এপু কবে যেন মাসুমভাইর বয়স নিয়া কী বলছিলো, সেই বিষয়ে কিছু বলি নাই কিন্তু। বটবৃক্ষের আবার বয়স কী?)। হোস্ট পুতুলের ছবি চাই।

মেসবাহভাইর অবস্থা দেখে দুশ্চিন্তা বোধ করছি (অন্য কারো জন্য না, মনুভাবীর জন্য)।

৫৯

বোহেমিয়ান's picture


মেসবাহ ভাই কে নিয়ে আসলেই টেনশান করা দরকার!!! পুতুল ভাবির ছবি খোমাখাতায় দিছি। রূপবতী বোঝেন ই তো নজর লাইগা গেলে নজু ভাই এর কী হইব?!!
মুক্ত হেব্বি সাজুগুজু কইরা গেছিলো ।

৬০

মীর's picture


ছবিগুলো দেখার সময় অনেকদিনের চেনা-জানা বন্ধুদেরকে নতুন নতুন লাগছিলো। খুব মজার পোস্ট। আপনাকে অনেকদিন দেখি না বোহেমিয়ান। ভালো আছেন? আপনার কি আমার কথা মনে আছে?

মেসবাহ ভাই ও পাঙ্খা, নজরুল ভাই ও নিধি এবং শুভ ভাই ও সিগারেট- এ তিনটা ছবি অসাধারণ হইসে। কপি করে রেখে দিলাম। Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বোহেমিয়ান's picture

নিজের সম্পর্কে

এখনো ছাত্র । পড়তে ভালোবাসি, লেখা লেখি করতেও ভাল লাগে। ভাল লাগে হাঁটাহাটি আর প্রচুর স্বপ্ন দেখতে ।