আমরা বন্ধু ! আমরা আড্ডাও দেই!
ফাটাফাটি একটা আড্ডা হয়েছিলো গতকাল নজরুল ভাই এর বাসায় । আড্ডা হলেই আমি নানান ঝামেলায় আটকে পড়ি। এবারে ভাগ্য ভালো ছিলো । তাই যেতে পেরেছিলাম । যারা যেতে পারেন নি তারা বিশাল মিস করেছেন!
প্রায় ১৭/১৮ ব্লগার গিয়েছিলেন এই আড্ডায় । আড্ডার মধ্যমণি কিন্তু এমন একজন ছিলেন যিনি আড্ডায় ছিলেন না! যার কবিতা নিয়ে সবাই মুখোমুখি ঝাপাঝাপি করেছেন!
আড্ডায় বাকিরা যে কারণেই হোক ক্যামেরা আনেন নাই/বের করেন নাই! আমি ই একমাত্র ফটোগ্রাফার হয়ে গেছিলাম! ছবি তোলার হাত ভালো না, আলো জনিত কারণে ছবি গুলা হয়ত অত ভালো লাগবে না । তবু দিলাম যারা যারা মিস করছেন তারা যেন জ্বলে ওঠেন আপন হিংসায়
আলোর বিপরীতে, খাবার এর সম্মুখে টুটুল ভাই
নুশেরা আপুর অটোগ্রাফ সম্বলিত বই মুক্তর হাতে তুলে দিচ্ছে ভাবি (গড়াগড়ি দিয়া কান্দনের ইমু )
নুশেরা আপুর অটোগ্রাফ (কান্দনের ইমু। আমরা কি দুষ করছি ( )
টুটুল ভাই তানবীরাপুর মেসেজ পড়ছেন
ছাতার মডেল দুষ্টাপু!
ঘুমুক বাফড়া ভাই!
বিদেশী চানাচুর মজা না!
তবু চানাচুর নিয়ে কাড়াকাড়ি
চানাচুর ভক্ষক
এমন মেয়ে বুকে নিয়ে তো হাসাই যায়! (এই ছবি দেখে বলতে ইচ্ছে করছে, সু্যোগ চাই প্যারেন্ট হবো! )
পেটপূজায় ব্যস্ত সবাই
মাসুম ঠিক খাবার দেবার সময়ে পৌছাইছিলেন!!
ফাকা মাঠে গোল!
নজু ভাই এর স্টাডিতে নূপুর ভাবির ঢোকা কেন নিষেধ
পদকপ্রাপ্ত নজু ভাই এর লাইব্রেরির একাংশ
মেসবাহ ভাই কার প্রোফাইল দেখে? আমরা লিঙ্কু চাই!
মেসবাহ ভাই ফুলশয্যার ছবি দেখে বেড়ান ছি ছি!
সিগারেটিভ পোজ!
জয়ি আপুর পথ হারানোর পরে!
নিধি মামণি
শোপিছ ঘড়ি চলে না কিন্তু!
আমরা বন্ধু
ঠ্যাংনোট
ছবি আপ্লোডিং একট পেইন!
ছবির উইডথ আর হাইট ম্যানুয়ালি বসাইতে হইছে! ফ্রেমের বাইরে চলে যাচ্ছিল
শেষ ছবিটার w=720, h=540 .এবির পোস্ট এর উইডথ ৫৮০ এর কম
ছবি দেয়া অনেক কষ্ট ।
550 তে ছবি দিবেন। যথেষ্ঠ width, এর বেশি দরকারও নাই। এটা অটমেটিক করে দিলে ভাল হয়।
মাসুম্ভাইএর বাড়ি মনে হয় নোয়াখালী খাওনের আগ আর দরবারের পাছ। খাইতে বেলায় সবার আগে, আর সালিশ দরবারে সবার পরে।
মাসুম ভাই কিছু কয় না ক্যা নীরবতাই সম্মতির লক্ষণ!
আমার বাড়ি নোয়াখালি তো দূরের কথা, চট্টগ্রামের ধারে কাছেও না।
আমার অফিস ছিল, ফাকি দিয়া আসতে হইছে। রাইতে আড্ডা দেয় মাইনসে?
আড্ডা দেয়া ফরজে আইন
খেক খেক!
দিলে চোট পাইলাম!
হয়তো যোগ দিতে পারতাম না অনিবার্য কারণে, তাই বৈলা কি খবর্টাও দেয়া যাইতোনা!
সবগুলারে মাইনাস।
মাইনাচ সাদরে গৃহীত হইল
মাইনাস। এরা কত কি খাইছে!!!!!!!!!!!!!আমার জন্য কিচ্ছু রাখে নাই।আর যামু না কুনু আড্ডায়।
ইয়ে নেক্সট আড্ডা কবে?কুথায়?
আপনার তো আগে থেইকা জানার দরকার আছে কারণ আপনে দুই দিন পর পৌছাইবেন!! পুরা ঢাকা ঘুইরা তারপর পৌছাইবেন আড্ডায়
তাই আয়োজকদের নিকট দাবি জানাইলাম জয়িপুরে আড্ডার স্থানের ম্যাপ দুই দিন আগেই দেয়া হোক!
ম্যাপ যদি দেন তাইলে তো পৌঁছাতে পারব না।এরপর থেকে যে জায়গা চিনি না সেখানে আর একা যাব না এইটা ফাইনাল। খুঁজে বের করা আমার জন্য ব্যাপক কঠিন।
মাইন্সে দাওয়াত ও দিব আবার নিয়াও যাইব আপনারে?!! কত খাইতে চায়!! (ভেংচি ইমু দেয় কেম্নে?! )
অসংখ্য মাইনাস (তয় বিজোড় সংখ্যক) ...
ব্লগে আগে জানাইলে তো সকালে দেশে আইসা আড্ডা মাইরা রাতের ফ্লাইটে আবার ফেরত যাইতাম শিউর ...
মনডা উদাস হৈলো আড্ডা দেইখা, এহেরে এহে, এডা মিস করতে হৈছে......এই স্যাড স্যাস ভাব্টা কৈ রাখুম?
আবার কবে হবে?
বিলাই মিউ, তুমি আসলা না কেন?তুমি নাকি বান্ধবীরে সি অফ করতে গিয়া মনের দুঃখে বনবাসে গেছ?মুক্ত কইলো।
তুমারে আমরা মিসাইছি।
ছবি দেয়ার জন্য বোহেমিয়ানেকে ধইন্যা।
মেসবাহ ভাই এর এত অধঃপতন হইলো?
ওরে বান্ধবী না, বন্ধু বৈদেশ গেলো, সে কতদূর......আর অনেকের সাথে অনেক দিন পরে যোগাযোগের সুযোগ হৈলো, ঐটাও মিস করার মন ছিলোনা, আবার এইখানেও মনের কতক অংশ পৈড়া ছিলো। আশা করি পরের আড্ডা শিঘ্রই হৈবো.....
হ আমরা বুঝছি তো!!! কাছের বন্ধু!!!
নজর লাগাইলাম... কেউ শকুন কৈলে খয়বর আছে। সব গুলার পেট খারাপ হইপে। আমরা দাওয়াত পাই নাই। মাইনড খাইলাম...একটার ও ছবি সুনদর হয় নাই। শুধু নিধি মামনি ছারা।
এটা মুটেও ঠিক না ! উহু একদমই ঠিকনা ...এইভাবে আড্ডার ফটুক দিয়া আম্রারে হিংসায়িত করবার জন্ন আপনেরে মাইনাস ।:angry: ফটুক খ্রাপ হয়নাই ভাইডি । মেলা কষ্ট করছেন বলে ধইন্যা দিলাম লন । ভালু থাকবেন ।:smile:
ধইন্যাপাতা ।
আপনিও ভালো থাকেন, নেক্সট আড্ডায় চলে আইসেন
০ সেইদিনের আড্ডা সেরাম হৈছে।
০ আমি যার প্রোফাইল দেখতাছি- তার নাম : পাংখা...যারা সুন্দরবনে আমাদের সূর্য উৎসবের খবর জানেন, তাদের কে বলার প্রয়োজন নাই।
০ এ জার্ণি বাই রিকশা ফ্রম আজিমপুর টু মগবাজার.... জয়িতা নজুর বাসায় কেমন কৈরা গেছিলো সেইটা জানতে আমার সর্বশেষ পোস্টটা (যা নজুর বাসায় লেখা হৈছে) পড়তে পারেন।
০ নজু আর নূপুররে ধইন্যা
ইয়ে আপনার নাকি অধঃপতন হইছে!!! উপ্রে কমেন্ট দেখেন
উত্তর ছাই!!!
এবি থেকে প্রতি মাসে এইরাম আড্ডা আয়োজনের জোর দাবী ঝানাই।
ইয়াজাদ ভাইয়ের বাসায় পেন্ডিং আছে । আক্রম..............ন.....
ইয়াজাদ ভাইয়ের বাসায় পেন্ডিং আছে....
তারমানে কী দাঁড়ালো ? রায়হান ভাই, মাসুম ভাই,
জেবীন, জয়িতা, টুটুল, জাভা এদেরটার কী হবে ?
নাকী আমারে না জানাইয়া এদের বাসার আড্ডাটা শেষ হৈয়া গেছে...
আফসুস
আক্রমণ.।
প্রতিরোধ...........
মুক্তর মনে হয় একটু মোটা হইছে
নজরুল ভাই আর নিধির ছবিটা জোশ হইছে
এই ছবিটা আমারো ভালো লাগছে ।
আমার শুভেছা থাকল। আড্ডা চলুক।
আবশ্যই চলবে
আপনেও আইসেন
কবে যে এই সব আড্ডায় যোগ দিতে পারবো
দেশে চলে আসেন
্্missed..
এসে পড়েন। এসে পড়লেই হয়ে গেল!
খাইয়া দাইয়া কাম না থাকলে মাইনষে কত কিই না করে। এই জন্যই দেশটার কুনো উন্নতি হয় না। (চরম ঈর্ষান্বীত হইয়া...)
খেক খেক! জ্বলে উঠুন আপন হিংসায়!
আপ্নের লগে চ্রম ভাবে সহমতের উপ্রে একমত
সব খায়ালাইছে, আমার লাইগ্যা কিছু রাখে নাই
খালি মিছা কথা কয়!!
আমি খালি দেখি পাংখার ছবি দেইথা মেসবাহ ভাই এর চেহারা ই বদলায়া যায়। কি মনোযোগ!কি খুশি চোখে মুখে!!!কলিকাল।
হায়, হায় কও কী ? তুমি নি হয় আজিমপুর থেইকা মগবাজার যাওনের রাস্তা ভুইলা অর্ধেক ঢাকা ঘুইরা নজুর বাসায় গেছিলা। আর আমি নাহয় সেইটা লৈয়া একটা পোস্ট দিছিলাম। তাই বইলা তুমি অপ্রাসঙ্গিকভাবে পাংখার (আমার জান, পরানের পরান !!! ) কথা কৈবা ? পাংখায় জানলে কৈলাম ফাস্টফুড থৈয়া মাইন্ড খাইবো...। (তুমার শইলডা বালা, মনডা ?)
মন্ডা মন্ডা হইয়া গেছে। যেভাবে সবাই মিলে মগবাজার যাওয়ার কাহিনীরে ইতিহাস বানাইতাছে মন তব্দা খাইছে।
কিন্তু আপনি পাংখার প্রেমে কেন হাবুডুবু খাইতাছেন? পাংগাস মাছ?আপনেরে এই প্রেম থেকে তুলতে ত দেখা যায় ডুবুরী লাগবো।
ডুবুরি না, রশি লাগবো।
আড্ডা ফাড্ডা বেশী ভাল জিনিস না। আমি ভদ্দরলোক আমি আড্ডা দেই না। আমি বাসায় চানাচুর কিনে মুড়ি পেয়াজ সরিষার তেল দিয়ে মেখে খাই।
বাদাইম্যা গোষ্ঠি তাইলে এইখানেও তৈরি হইয়া গেছে !
তরুণ-যুব সমাজের শৃঙ্খলা ঠিক রাখার লাইগ্যা নজু ভাইরে আর কাস্টুডির বাইরে রাখা ঠিক হইতেছে না দেখতেছি !!
নেক্সট আড্ডায় সবারে সালাম জানাতে চাই!
আমার ফটু নাই কেনু কেনু কেনু?
হায় হায় াপনার ছবি নাই তাইলে মুক্তোর হাতে বই তুলেদেয় কোন ভাবি
@ নুপুর ভাবি আছে তো । ফেইসবুকে দিতাছি
@কাকন্দি টুটুল ভাবি
ওইটা টুটুল ভাবী.।
ঠ্যংনোট দারুন হয়েছে। আড্ডায় দেখি আমিও ছিলাম
পাপ্লিক এত্তো খায়
ক্যাপশন জুস হৈছে
সবাই শুধু আড্ডায়
খাড়ান একবার আইয়া লই
বাহ, দারুণ ছবি।
সবাই আড্ডাও মারে সেইটা আবার এমনে দেখায়া আমগোর কইলজ্যাতে চাক্কু মারে ... মাইনাস মাইনাস
উপরঅলার অশেষ করুণায় এতোদিনে এই পোস্টটা সহনীয় সময়সীমার মধ্যে লোড হইলো।
বাফড়াকে যেইরকম ভাবছিলাম দেখা গেলো সেইরকমই।
নাজভাবী দারুণ মিষ্টি দেখতে!
মুক্তর গেটআপ দেখে মনে হচ্ছে চাকরির ইন্টারভিউ দেয়ার জন্য রেডি
মুক্ত আর নাজভাবীর ছবিটার জন্য নতুন ক্যাপশন: মুক্ত যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রথম পুরস্কার নিচ্ছে এবি-স্কুলের হেডমাষ্টারপত্নীর হাত থেকে মাসুমভাইয়ের রূপের রহস্য জানতে চাই (এপু কবে যেন মাসুমভাইর বয়স নিয়া কী বলছিলো, সেই বিষয়ে কিছু বলি নাই কিন্তু। বটবৃক্ষের আবার বয়স কী?)। হোস্ট পুতুলের ছবি চাই।
মেসবাহভাইর অবস্থা দেখে দুশ্চিন্তা বোধ করছি (অন্য কারো জন্য না, মনুভাবীর জন্য)।
মেসবাহ ভাই কে নিয়ে আসলেই টেনশান করা দরকার!!! পুতুল ভাবির ছবি খোমাখাতায় দিছি। রূপবতী বোঝেন ই তো নজর লাইগা গেলে নজু ভাই এর কী হইব?!!
মুক্ত হেব্বি সাজুগুজু কইরা গেছিলো ।
ছবিগুলো দেখার সময় অনেকদিনের চেনা-জানা বন্ধুদেরকে নতুন নতুন লাগছিলো। খুব মজার পোস্ট। আপনাকে অনেকদিন দেখি না বোহেমিয়ান। ভালো আছেন? আপনার কি আমার কথা মনে আছে?
মেসবাহ ভাই ও পাঙ্খা, নজরুল ভাই ও নিধি এবং শুভ ভাই ও সিগারেট- এ তিনটা ছবি অসাধারণ হইসে। কপি করে রেখে দিলাম।
মন্তব্য করুন