ইউজার লগইন

আমার প্রথম যা কিছু (কিছুটা সত্য , কিছুটা মিথ্যা, কিছুটা অতিরঞ্জিত )

প্রথম স্কুল : বাসার কাছে একটি সরকারি প্রাইমারী স্কুল । পড়াশোনা খুব কম করতে হত । তাই বেশি প্রিয়! কত কিছুর প্রথম জড়িয়ে আছে সেখানে! প্রথম বই, প্রথম ক্লাস মেট, প্রথম কমিক, প্রথম "প্রথম হওয়া"...   
প্রথম টিচার : (ঠিক নিশ্চিত না । উনি ই প্রথম টিচার কিনা ) ছালার বস্তা নিয়া টোকাই হবার উপদেশ দিছিলেন আমারে! মাথা অত্যধিক শার্প ছিল এই জন্য!!! আমি নটরডেমে পড়ি শুনে তার মোটামুটি হার্ট এটাক হয়ে গেছিলো!

প্রথম চুমু : ক্লাস ওয়ানে থাকতে, মেয়েটি ক্লাস টুতে (থ্রিতে পড়ার কথা!ভালো স্কুলে ভর্তির জন্য ওকে এক বছর গ্যাপ দেয়ানো হয়েছিল!) । আমি কিন্তু কিছু করি নাই! সেই মেয়েই যা করার করছে!সে-ই কাছে আসছিলো তারপর ... না থাক! লইজ্জা করে! তবে আমি তব্দা খায়া বইসা ছিলাম! মেয়েটাকে আমার বিয়ে করার প্ল্যান ছিল ! এত্ত সুইট ছিল! আফসুস! খালি একটু সিনিয়র ছিল দেইখা! অনেক বছর পর , ক্লাস টেনে সম্ভবত,আবার দেখা ... (এত্ত সুন্দর চুল ছিল মেয়েটার ! কি আর কমু! )আমার তো মাথায় খালি সেই চুমুর কথা ঘুরতেছিল! মেয়েটা কি ভাবতেছিল কে জানে!
মেয়েটার নাম বলব না । বউ এর সাথে দেখা হয়া গেলে...

প্রথম গল্প : ক্লাস সিক্সে থাকতে । মুক্তিযুদ্ধের উপর লিখছিলাম । স্কুল ম্যাগ এর জন্য । ম্যাপ ঘেঁটে , বেশ আবেগী সংলাপ দিয়ে...। ফলাফল : ছাপা হয় নাই! এই দুঃখে প্রায় দুই বছর লেখা লিখি করি নাই । দ্বিতীয় গল্প লিখছিলাম ক্লাস এইটে থাকতে । প্লট খুব ই ভালো!! (কথা সইত্য!
সেই গল্প কলেজে থাকতে পড়ে অবাক হয়ে গেছিলাম!আমি কেম্নে এইটা লিখছিলাম! )

প্রথম কবিতা : ক্লাস নাইনে অনেক কিছুই লিখেছি। ক্লাস টেন এ থাকতে কবিতায় বিপ্লব আনব এই রকম একটা প্ল্যান ছিল । স্কুল ম্যাগ এর জন্য কবিতা লিখলাম নাম ছিল "মানবতা তুই মর ". ফলাফল: ছাপা হয় নাই!!!

আমার পড়া প্রথম সায়েন্স ফিকশান : মহাকাশে মহাত্রাস ।

(আমার লেখা) প্রথম সায়েন্স ফিকশান : ক্লাস টেন এ থাকতে । নাম ছিল ব্ল্যাকহোল । থ্রিলার টাইপ ছিল । রোমান্স ও ছিল । একমাত্র পাঠক আমার ছোট বোন !

প্রথম মুদ্রিত লেখা : নটরডেমে থাকতে । আমাদের ব্লু এন্ড গোল্ড ম্যাগ এ ছাপা হয়েছিল । কবিতার নাম ছিল জল ও কথা বলে

প্রথম প্রেম : সেই অর্থে ক্লাস ফোর । মেয়েটির নাম শাহনাজ । এত্ত ভদ্র মেয়ে বহুদিন দেখি নাই। (বুয়েটে এসে পরে একজনকে দেখছিলাম ।
কিছু হলেই লজ্জায় লাল হয়ে যায়! ) । সেই মেয়ে ফাইভে ওঠার আগেই ঢাকা ছেড়ে চলে যায় । আমি নিশ্চিত , সেই মেয়েকে দেখলে আমি চিনতে পারব!!
একটু গভীর অর্থে ধরলে প্রথম প্রেম ক্লাস টেন । মেয়েটার হাঁটা দেইখা পুরাই মাথা খারাপ হয়া গেল! এত সুন্দর করে মানুষ হাঁটে কিভাবে?!
অধিকাংশ মেয়ের হাঁটাই আমার কাছে অশ্লীল লাগত অথবা ভালো লাগত না। মেয়েটাএত সুন্দর ভদ্রস্থ ভাবে হাঁটত! মেয়েটার একটা তিল ছিল । খুব ইচ্ছে হত সেই তিলে... থাক কমু না! মেয়েটিকে নিয়ে শতাধিক লাইনের ছড়া লিখে ফেলছিলাম! কি কি গিফট দিব তার লিস্ট করে ফেলেছিলাম!!
পরে শুনি মেয়েটি বুকড ছিল Angry । (এরপর গিফটের জমানো টাকা দিয়া ধুমায়া বই কিনছিলাম! পরে মনে হইছে, ভাগ্যিস! মেয়েটা বুকড ছিল!)

প্রথম হাত ধরা : জেবনে একবার মাত্র ডেটিং এ গেছিলাম।
বালিকাই প্রায় জোর করে নিয়ে গেল । তো সেই বালিকা আমার হাত ধইরা কয়" তুমার হাত এত নরম ক্যান?!"

প্রথম কলেজ যাত্রা : তারিখ মনে নাই । তবে স্যুটেড বুটেড হয়ে গেছিলাম । গর্বে তো মাটিতে পা পড়তেছিল না!!! (বুয়েটে ঢুকেও এত গর্ব অনুভূত হয় নাই! ) পরিষ্কার মনে আছে সেই দিনটির কথা ।

প্রথম সিনেমা হলে মুভিদেখা : খুব সম্ভব ক্লাস ওয়ান। সালমান শাহ এর কোন মুভি ছিল মনে হয় । সেই সময় আমার দাঁত ব্যথা ছিল । কয়েকবার প্রস্রাব করার জন্য আংকেল কে সিনেমার মাঝখান থেকে বের তো করছি ই , দাঁতের জন্য তাড়াতাড়ি বাসায় ও আনছি!

প্রথম একলা ভ্রমণ : বুয়েটে শুরুর দিকে ।এক বন্ধুর সাথে । বর্ষার সময় , অফ সিজনে দুই বন্ধু মিলে কক্সবাজার । উত্তাল সমুদ্র...আহা! কখনো ভুলব না ।
ঠ্যাংনোট :
কিছুটা সত্য , কিছুটা মিথ্যা, কিছুটা অতিরঞ্জিত ...তাই সাবধান!!!!!  সিরিজ করে ফেলা যেতে পারে! অনেক কিছুই তো বাকি রয়ে গেল!  

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

ভাঙ্গা পেন্সিল's picture


এই পর্যন্ত কোনো সাহিত্য ছাপা হয় নাই, কারণ ব্লগে লেখার আগে জান্তাম না আমি লেখতে পারি(পারি তো?! Hypnotized )। তবে পত্রিকায় একবার একটা চিঠি ছাপা হইছিল...তাতে বিশদ বিবরণ ছিল কেন আমরা ইউনি ভর্তি পরীক্ষা দিতে চাই না Tongue সেটা প্রথম আলোর এক চিপায় ছাপাও হইছিল। বন্ধুরা অনেকে জিজ্ঞেস করছে, তুই লিখছিস? আমি সেদিন প্রথম বুঝলাম, ঐ চিপার চিঠি পড়ার মতো বেকার মানুষও আছে!

প্রথম একলা ভ্রমণ পাহাড়কাঞ্চনপুর, আম্রা তিন কাজিন গেছিলাম...তখন এস.এস.সির পরের তিন মাসের বন্ধ ছিল...আহ! কিসব দিন ছিল! Day Dreaming

হাত ধরার এক গল্প বলি। প্রথম না অবশ্য, প্রেমটাইপ হাত ধরাও না Wink
জাতীয় পরিচয়পত্র বানাতে গেছি। এক মহিলার কাছে আমার ডাক পড়ছে। উনি আমার হাত ধইরা টিপসই নেয়ার সময় বলে, বাহ! আপনার হাত তো অনেক নরম! মেয়েদের হাতও এতো নরম হয় না Puzzled

এবার আপ্নের অনটপিকে কই, আপ্নার প্রথম চুমুখোর মেয়েটাকে দ্বিতীয়বার দেখা হবার পর কি ভাল্লাগছে আগের মতো? যদি লাইগা থাকে তাইলে আমাদের কেন খানাপিনা বঞ্চিত করলেন? Crazy

বোহেমিয়ান's picture


আরে ওরা বাসা বদল হয়ে অন্য জায়গায় চলে গেছিল । (ঢাকাতেই ছিল অবশ্য) এরপর তো ক্লাস টেন এর দিকে দেখা । ও আমার চেয়ে এক ক্লাস উপরে ছিল! বয়সে কম পক্ষে দুই বছর এর বড়! সো... চান্স ছিল না!!! আমি বুয়েটে ঢুকতে ঢুকতেই ওর বিয়ে ঠিক হয়ে গেছিল । এই রকম রুপবতী খালি থাকে না!! অবশ্য পরের দিকে ওদের সাথে যোগাযোগ ও অনেক কম ছিল ।

খাইছে!!! SSC'র পর পর ই বেড়াইতে গেছো একলা একলা?!!! আমি ঢাকায় একটু দূরে কোথাও গেলেই হইছে!!! ফুনাইতে থাকে খালি!!!

তুমার হাত ও নরম । খ্যাক খ্যাক!

নাহ! তুমি একদম ই লিখতে পারো না!!!
আমি তো ব্যর্থ লেখক (!!!) । দেখলা না! খালি রিজেকশন খাইছি! !!!

তোমারে রিপ্লাই দিতে গিয়া কমেণ্ট কইরা ফেলছি! 

ভাঙ্গা পেন্সিল's picture


এস.এস.সির পর পাহাড়কাঞ্চনপুর, যশোর, বগুড়া গেছি। চট্টগ্রামও যাওয়ার প্লান ছিল, আম্রাই কাহিল হয়া পড়ছিলাম। আর এখন তো প্রতি টার্মের গ্যাপে ঘুরতে যাইতাছি Laughing out loud

আহমেদ রাকিব's picture


ভাঙ্গা পেন্সিল আর বোহমিয়ান, আপ্নেরা কি ক্রিকেট খেলেন নাই কোনোদিন? নইলে হাততো এত নরম থাকার কথা না এই বয়স পর্যন্ত। Tongue

ভাঙ্গা পেন্সিল's picture


ফুটবল খেলোয়াড় ছিলাম, তাই বইলা কিন্তু পা শক্ত হইয়া যায় নাই Puzzled

অপরিচিত_আবির's picture


হাত নরম হওয়ার অনেক কারণ থাকতে পারে :পি

ভাঙ্গা পেন্সিল's picture


যেই কারণ ইঙ্গিত করতাছস, ঐ কারণে হাত শক্ত হইয়া যাওনের কথা Wink

অপরিচিত_আবির's picture


 কি বলিস কিছুই তো বুঝলাম না

ভাস্কর's picture


দুইটা প্রশ্ন তৈরী হইলো লেখা আর ভা.পে'র মন্তব্য পড়নের পর...

প্রথম প্রশ্ন: আপনেরা একলা ভ্রমণ কইতে কি বুঝাইতেছেন? বাপ-মা'র সঙ্গ ছাড়া বেড়াইতে যাওয়া?
দ্বিতীয় প্রশ্ন: আপনাগো নরম হাতের রহস্য কি?

পত্রিকাতে জীবনে কোন লেখা ছাপা হয় নাই আমার। সারাজীবন অপেক্ষা করছি পত্রিকার থেইকা লোকজন আইসা আমার লেখা লইয়া যাইবো...সে আশায় গুড়ে বালি...

জীবনের প্রথম একলা ভ্রমণ করছিলাম ক্লাস এইটে থাকতে। বাড়ির থেইকা পলাইয়া ঠাকুরগাঁও গেছিলাম। ভারতীয় সীমান্তবর্তী এক থানা রুহিয়াতে ছিলাম সাতদিন...সব মিলাইয়া পুরা ভ্রমণের উদ্দেশ্যে পলান্তিস হইছিলো ১০দিনের।

মেয়েদের হাত ধরনের স্মৃতিটা মনে নাই...বাল্যকালে কোএড স্কুলে পড়ছি...সেইখানে মেয়েরাও আমাগো খেলার সাথী ছিলো...হাত ধরাটা যে এতো বড় বিষয় সেইটা জানলে আরো বুইঝাশুইনা মনে রাইখা ধরতাম...

চুমু বিষয়ক স্মৃতি অবশ্য দগদগে...সম্ভবতঃ আমার এক ভাগ্নীরে চুমু খাইছিলাম প্রথম...আমার তখন তের বছর...তার ৩ মাস...

১০

ভাঙ্গা পেন্সিল's picture


একলা ভ্রমণ বলতে দূরে কোথাও স্বাধীন ভ্রমণ, যেখানে কেউ খবরদারি করে না সেইটা বুঝাইছে বোহেমিয়ান ভাই, আমিও তাই ঐটা মীন কইরা কইলাম। আর নাইলে সেই কেলাস সিক্স থেইকাই তো স্কুলে এক্লা যাই, হেইডাও কইতে পারতাম Tongue

হাত কেন নরম জানি না, এম্নিতে আমার হাড় এর ইলাস্টিসিটি বেশি, আমি হাত-পা উল্টায় পাল্টায় গিট্টু টাইপ লাগাইতে পারি, আঙ্গুল উল্টায় হাতের উল্টা পিঠে লাগাইতে পারি Cool

১১

বোহেমিয়ান's picture


রহস্য মনে হয়, অলস আছিলাম! কাজ কাম করতাম না!!! 
ইয়া! বাবা মা বড় কাউকে ছাড়া ...  খাইচে!!! আপনে তো দেখি পুরাই উড়াধুরা!! 
আমিও ব্লগানো শুরু করছি অনেক পরে!! ভাবতাম ধুম করেই একদিন লেখক হয়ে যাব!! এখন লিখতে গিয়ে দেখি কিছুই পারি না!! Sad
হাত ধরাটা আমি রোমান্টিক অর্থে বুঝাইছি । ফাইভ পর্যন্ত কোএডে ছিলাম । বহুত হাত ধরছি। (অনুভূতি ছিল না অই গুলায়)। 
হাহা!! আমার সেই তুলনায় ভাইগ্য ভাল বলতে হবে Wink !!! 

১২

বাফড়া's picture


ভাস্করদা'র লেখা ছাপা না হওয়ার কাহানী খানিক আমেজ করতে পারতাছি Wink.. ঐযে মজতু মিয়ার একটা গল্প ছিল না- সাংবাদিকের সাথে পরিচিত হওয়ার পরে ঐলোক বলল ''কিন্তু আপনের কোন লেখা তো পত্রিকায় চোখে পড়লা না কোনদিন???!!!''

সাংবাদিক উইঠা কয় আমারে না লেখার জন্যই লোকেরা টাকা দেয়  (পত্রিকাওয়ালা বলে নাই কিন্তুক; খিয়াল কৈরা)

১৩

বোহেমিয়ান's picture


আরে ওরা বাসা বদল হয়ে অন্য জায়গায় চলে গেছিল । (ঢাকাতেই ছিল অবশ্য) এরপর তো ক্লাস টেন এর দিকে দেখা । ও আমার চেয়ে এক ক্লাস উপরে ছিল! বয়সে কম পক্ষে দুই বছর এর বড়! সো... চান্স ছিল না!!! আমি বুয়েটে ঢুকতে ঢুকতেই ওর বিয়ে ঠিক হয়ে গেছিল । এই রকম রুপবতী খালি থাকে না!! অবশ্য পরের দিকে ওদের সাথে যোগাযোগ ও অনেক কম ছিল ।

খাইছে!!! SSC'র পর পর ই বেড়াইতে গেছো একলা একলা?!!! আমি ঢাকায় একটু দূরে কোথাও গেলেই হইছে!!! ফুনাইতে থাকে খালি!!!

তুমার হাত ও নরম । খ্যাক খ্যাক!

নাহ! তুমি একদম ই লিখতে পারো না!!!
আমি তো ব্যর্থ লেখক (!!!) । দেখলা না! খালি রিজেকশন খাইছি! !!!

১৪

বোহেমিয়ান's picture


ধুরো ডিলিট নাই কেনু কেনু কেনু?!!! 

১৫

বাফড়া's picture


পোস্ট পইড়া মজাই লাগছে... Smile ... আমার একটা লিস্ট বানাইছিলাম বই নিয়া ইন্টার আমলে... দেখি ঐটা কপি পেস্ট কইরালামু... তার আগে বাড়ি গিয়া খোজ লাগাইতে হইব লিস্টি-টার

ক্লাস ওয়ানে তো আমরাও পড়লাম- শালার আমাদেরে কেউ চুমা দিল না... Sad

১৬

বোহেমিয়ান's picture


হাহা!! হিংসান হিংসান ;) 
পাইলে দিয়েন এবিতে । 

১৭

অদ্রোহ's picture


কি কমেন্টাবো সেই চিন্তায় আসি ।কারণ প্রত্যেকটা টপিক নিয়েই আলাদা আলাদা কমেন্ট করতে হয় (সেই কমেন্টের সাইজও খুব একটা ছোট হবেনা বৈকি  )।

প্রথম চুমু ছাড়া Undecided

১৮

আহমেদ রাকিব's picture


কেন? চুমু আবার কি দোষ করলো? Wink

১৯

বোহেমিয়ান's picture


হ! চুমু খাওয়া সাস্থ্যের পক্ষে ভালু তো!!! লিখ্যা ফালাও ! কী আছে জেবনে?!!

২০

বকলম's picture


এস এস সি'র প্রাকটিক্যাল পরীক্ষার পর ক্লাসের ফাষ্টবয় টু লাষ্ট বয় সবাই দলে দলে ভাগ হইয়া জীবনে প্রত্থম ভ্দ্রলুল হওনের লাইগা এক টিকিটে দুই ছবি দেখতে গেছিলাম। আমারে টিকিট চেকার বিশাল পর্দার খুব কাছে ফাষ্ট রো'তে (থার্ড ক্লাস) বসাইয়া দিছিলো। দুই ছবির প্রথম ছবি ছিল আমাজান জংগলে সাদা মানুষদের অভিযান। এবং মানুষখেকো আদিবাসীদের আক্রমনের দৃশ্য। জংগলের ভয়াবহতা দেখাইতে গিয়া বিরাট সাপ এইটা ঐটা প্রানী ধইরা খাইতেছিল পুরা পর্দা জুইড়া। হলের ভ্যাবসা গরম আর আদিম বর্বরতার দৃশ্যে মাথামুথা ঘুইরা হাফ আওয়ারেই সবাই চইলা যাওনের সিদ্ধান্ত নিছিলাম।

২১

বোহেমিয়ান's picture


আফসুস!!!

বাকি প্রথম কাহিনী Wink

২২

আহমেদ রাকিব's picture


স্কুল জীবনে একটাই ছিল। এখনো স্কুলের আশে পাশেই থাকা হয় চিটাগাং গেলে।

টীচারঃ খুব কষ্ট হইতাছে এইডা মনে করতে। পারতাছি না।

চুমুঃ বাচচা কাচচা দেখলেই আদর কইরা চুমু দিই। তয় সেই অর্থে আফসোসের ইমো হইবে।

লেখালেখিঃ বেশিরভাগই ব্লগে আইসা। আগে কখনো গল্প লেখি নাই। ব্লগে আইসাই গল্প লেখার শুরু। আগে লেখতাম চিঠি। আর মাঝে মাঝে কিছু ওয়াক থু কবিতা। একটা হাউকাউ লিটল ম্যাগে একটা কবিতা ছাপাও হইছিল।

প্রেমঃ আবার আফসোসের ইমো হইবে। বিকাট আফসুস। বিশাল ভুল হইয়া গেছে। গেছে যে সময় আর ফিরা আসে না। আফসোস আফসোস আফসোস।

হাতধরাঃ কোএডুতে পড়ছি। হাত ধরা আলাদা কুনু ব্যাপার মনে হয় নাই কোনোদিন। তাই সেইভাবে মনে নাই।

কলেজ যাত্রাঃ চিটাগাং কলেজে যাত্রার দিনের কথা মনে পড়ে না। কি হইছিল? কি করছিলাম? শুধু মনে আছে খুব ভাব নিয়া ব্যাচটা লাগাইছিলাম। মাত্র ২ দিন। তারপর আর লাগাইনাই।

মুভি দেখাঃ মনে হয় চাপা ডাঙার বউ। আম্মার কোলে বইসা দেখছি। তখন বয়স মনে হয় বছরে গোনা শুরু হয় নাই।

প্রথম একলা ভ্রমনঃ ইউনিতে ভর্তি হইতে সিলেট যাওয়া। সেই যে শুরু, পুরা বাংলাদেশ ঘুইরা শেষ করার প্ল্যান নিছি। কিছু বাকি আছে। এই বছরে ইনশাল্লাহ শেষ হইয়া যাবে।

২৩

বোহেমিয়ান's picture


রুমান্টিক ভাবে হাত ধরেন নাই Wink

ঘুরাঘুরির ঘটনা শুনে হিংসাই!

চুমুর কথা শুনে খুশি হইলাম Cool

২৪

টুটুল's picture


ঘটনা বুঝলামনা ... ক্লাস ওয়ানে কি আম্রা পড়ি নাই? Sad

২৫

বোহেমিয়ান's picture


খেক খেক!!! কিলাশ টু এর বান্ধবী ছিল Wink

২৬

শওকত মাসুম's picture


অনেক কথা বলার ছিল, কিন্তু বলবো না। প্রথম প্রেম, প্রথম চুমু, প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম, তৃতীয় প্রেম, চতুর্থ প্রেম, পঞ্চম.....................

না! কিছুই বলবো না। Tongue out

২৭

বোহেমিয়ান's picture


এত কাহিনী?!!!
আপনার নাম আবার মাসুম?!!!

২৮

মেসবাহ য়াযাদ's picture


যা বলার ছিল, সব বলে দিয়েছি। প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম,
তৃতীয় প্রেম, চতুর্থ প্রেম, পঞ্চম.....................

না! কিছুই বাকী রইলো না। Tongue out

২৯

বোহেমিয়ান's picture


কুতায় বলছেন?!
পড়া হয় নাই!
এত প্রেম! খাইচে!!!

৩০

ভেবে ভেবে বলি's picture


ওহ, জট্টিল মজা পাইলাম পইড়া। চলুক চলুক!

[পুলাডারে তো ভালা মনে করতাম]

৩১

বোহেমিয়ান's picture


থ্যাঙ্কু থ্যাঙ্কু!

পুলায় খ্রাপ করলোটা কি?! Sad
যা করার বালিকারা করছে! আমি কিছু করি নাই !

৩২

হাসান মাহবুব's picture


সুমন চট্টোপাধ্যায় এর একটা গান আছে, "প্রথম সবকিছু" শুনছো?

৩৩

বোহেমিয়ান's picture


নাহ! শুনি নাই Sad

কিন্তু আপনার প্রথম অভিজ্ঞতার কথা গুলা এট্টু কইতেন! শুনতাম!

৩৪

নজরুল ইসলাম's picture


হুম... এতোকিছু বলা যাবে না, তাই চুপ থাকলাম

৩৫

বোহেমিয়ান's picture


ক্যান Wink
ঘটনা খতরনাক মনে হইতাছে!!!

৩৬

জ্যোতি's picture


ক্লাস ওয়ানেই? নাউজুবিল্লাহ।জীবনে একবার মাত্র ডেটিং করছেন?মানব জীবনের কলংক।জাতীর ভবিষ্যত অন্ধকার।

৩৭

বোহেমিয়ান's picture


আমার কুনু দুষ নাই!!!

হ মাত্র একবার Sad
জাতীয় ভবিষ্যতের কথা বালিকারা ক্যান ভাবে না সেইটা আমিও বুঝি না! Sad(

৩৮

একলব্যের পুনর্জন্ম's picture


ডরাইছি

৩৯

কাঁকন's picture


কেন?

৪০

বোহেমিয়ান's picture


হ!
আম্মো কই কেনু কেনু কেনু?!!
ঝাতি ঝান্তে ছায়!!!
কয়া ফালান দিদি

৪১

নুশেরা's picture


দারুণ আইডিয়া। পোস্টকমেন্ট সব মিলে মাথা চক্কর দিচ্ছে

৪২

বোহেমিয়ান's picture


আইডিয়া তো ভালু! কিন্তু কেউ তো নিজের কথা কইতাছে না!!!

৪৩

তানবীরা's picture


সিরিজ করে ফেলা যেতে পারে! অনেক কিছুই তো বাকি রয়ে গেল!

হ, আমিওতো তাই কই। প্রথম ঝালমুড়ি খাওয়া, প্রথম টি শার্ট পড়া, প্রথম রেষ্টুরেন্টে খাওয়া, প্রথম ইলিশ মাছ বেছে খাওয়া

পরবর্তী পর্বের অপেক্ষায় আমরা

Wink

৪৪

বোহেমিয়ান's picture


@তানবীরাপু খেক খেক!! আইচ্ছা দেখি কি করণ যায়!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বোহেমিয়ান's picture

নিজের সম্পর্কে

এখনো ছাত্র । পড়তে ভালোবাসি, লেখা লেখি করতেও ভাল লাগে। ভাল লাগে হাঁটাহাটি আর প্রচুর স্বপ্ন দেখতে ।