ইউজার লগইন

স্বপ্নের সাথে হাঁটা, স্বপ্নের জন্য হাঁটা

হাঁটাহাঁটি আমার সেই রকম প্রিয় ।
হাঁটতে হাঁটতেই স্বপ্নের সাথে হাঁটা স্বপ্নের জন্য হাঁটা,কথাটা পেয়েছিলাম ,(হায়রে চন্দ্রবিন্দু! এত জালায়! লিখতে অনেক কষ্ট হয়, চন্দ্রবিন্দু না থাকলে ভূতরা আত্মহত্যা করত হয়তবা কিন্তু আমাগো তো ব্রাট সুবিধা হইত! শফিক রেহমান তো খুশিতে একখান লাল গোলাপ নিয়া... ) ।
হাঁটাহাঁটি করতে ছোটবেলা থেকেই ভালো লাগত । ছোট থাকতে বাসায় রাগারাগি করলেই বেরিয়ে যেতাম ,প্ল্যান থাকত একদম হারিয়ে যাব (আমার সাথে রাগারাগি হাহ?! )কিন্তু কপাল খারাপ (অথবা ভালো!) কখনোই হারানো হয় নাই । প্রতিবার লেজ গুটিয়ে ফিরে এসেছি, এর মধ্যে বাসার সবাই
চারিদিকে খোঁজখবর নেয়া শুরু করে দিয়েছে । ফিরে আসার পর আবার এক চোট রাগারাগি (প্রায়ঃশই মাইর!)তবে বাসায় আসতাম অন্য রূপে, জুতো/পা'তে ধূলো তো ছিলই ,সাথে মগজেও ধূলো জমত । একলা হাঁটাহাঁটি মানেই চিন্তার সুযোগ । সেই সময়ের চিন্তা ছিলো পৃথিবীর সবচেয়ে দুঃখী ছেলে আমি...ক্যান যে আল্লাহ দুনিয়ায় পাঠাইলো ...পাঠাইতই যদি অন্য ভালো ফ্যামিলিতে ক্যান পাঠাইলো না ...

শূণ্য.
এখনকার হাঁটাহাঁটির একটা কারণ আছে,ভুঁড়ি নিয়ে টেনশান , সিক্স
প্যাক
তো এই জনমে হবে না, তাই বলে ওয়ান প্যাকটাকে একটু বেঁধে ছেঁদে রাখবো না? বিয়ে (কপালে থাকলে!) তো করতে হবে?
আরেকটা কারণ আছে, শারীরিক সুস্থতার জন্য । ঐতিহ্যগত ডায়াবেটিস যাতে না হয়!
সুস্থতার জন্য নিয়মিত হাঁটতে থাকি , ভাবতে থাকি যতদিন বেঁচে থাকিব সুস্থ থাকিবার জন্য হাঁটিতে থাকিব ।

এক.
হাঁটার সময় অনেক কিছু নিয়ে চিন্তা করতে পারি । গান শুনতে থাকি,
চিন্তা করতে থাকি । কত কিছু নিয়ে যে ভাবি!
ভাবনার বিষয়বস্তু সময়ের সাথে পরিবর্তিত হয় । ৩ বছরের কিছু বেশি
সময় ধরে নিয়মিত হাঁটছি । এই সময়ে ভাবনার বিষয়বস্তুতে অনেক
পরিবর্তন এসেছে । উদাহরণ দিয়ে বুঝাই ১ম বর্ষে যখন ছিলাম তখন ভাবনা ছিল নিজের ডিপার্টমেণ্ট এর কোন মেয়ে তো আগ্রহী হইলো না , এইবার অন্য ডিপার্টমেণ্টদের নিয়ে ভাবি! তারপরের বছর দেখলাম তারাও বেইল দেয় না ... তখন ভাবলাম অন্য ইউনির মেয়েদের নিয়ে ...তারপরের বছর জুনিয়রদের নিয়ে ...! ৪র্থ বর্ষের মাঝামাঝি এসে ক্যারিয়ারের কথা
ভাবতে হচ্ছে । ফটোগ্রাফিতে আগ্রহী হবার পর অনেক সময় ভেবেছি ছবি তোলা নিয়ে । আলাদা কিছু তোলা যায় কিনা ...এই সব হাবি জাবি আর কি!
অণুকাব্যে বিশাল আগ্রহ ছিল ফেইসবুকে বন্ধুদের অনেক লাইক পেতাম ,তাই ভাবতাম এই গুলা নিয়ে ।
অর্ধজীবন পার করেছি হিসেব নিকেশ কাল গুনে
তবু এবার রাখছি আশা পাব তাকে ফাল্গুনে!!
এই টাইপ অণুকাব্যগুলো হণ্টন এর সময়ই লিখেছি । আরো অণুকাব্য পাবেন এইখানে

আমি আবার দ্রুত বদলাই । চিন্তায়,ভাবনায়, বোধে, যুক্তিতে ...
একটু একটু করে বদলাচ্ছি ।
কতটুকু ভাল'র দিকে?
হাঁটতে হাঁটতে সেটা নিয়েও ভাবি ...ভাবতে ভাবতে হাঁটতে থাকি ।

h.jpg

দুই.
হাঁটতে হাঁটতে মানুষ দেখি,রাস্তা দেখি ,বিলবোর্ডের বিজ্ঞাপন গাড়ি দেখি আর দেখি আকাশ ।
শাহরিক অমানবিক ব্যস্ততায়, অতিমানবীয় ক্ষিপ্রতায় ছুটে চলা মানুষগুলোকে ট্রাফিক জ্যামের নিশ্ছিদ্র জালে আটকে থাকতে দেখি ।
আমার কাছে ঢাকার সবচেয়ে ঘৃণ্য জিনিস এই জ্যাম । কত সময় যে
নষ্ট হয় আমাদের, নিয়তি ভেবে মেনেই চলেছি ,জ্যামে বসে সবাই ঝিমুতে থাকি। সেই সব আটকে পড়া, হাপিয়ে ওঠা মানুষ মাঝে মাঝে দেখি ,
তিন.
হাঁটতে হাঁটতে মাঝে মাঝে রূপবতীদেরও দেখি । একেক জনকে একেক রকম লাগে ! কেউ কবিতার মত, কেউ প্রবন্ধের মত, কেউ বা গল্পের মত ।
(রিয়েল লাইফে) মিশতে গেলে কাউকে কাউকে উত্তরাধুনিক ব্লগ পোস্টের মতও লাগে!ভেতরটা ছেড়ে কিছু সময়ের জন্য তাই কবিতার মত (সোজা কথায় রূপবতীদের) মেয়েদের আড়চোখে দু একবার দেখে নেই ।
আবার হাঁটি ।
আল্লাহ ই জানে কপালে কী শেষ পর্যন্ত উত্তরাধুনিক ব্লগ পোস্ট মার্কা বালিকা আছে নাকি?!! এই সব ভাবতে থাকি । আর হাঁটতে থাকি ।

চার
মাঝে মাঝে ভাবি , সারা রাত হাঁটব , হাঁটতে হাঁটতে সকাল দেখব । এই
সকাল দেখার হন্টনটাও আমার
স্বপ্ন গুলোর একটা । হয়ত সামান্য, হয়ত সাধ্যের মধ্যে । হাঁটি আর
ভাবি খুব শীঘ্রই কোন একদিন সন্ত্রাসীদের ভয় না করে মোবাইলটা সাথে নিয়ে গান শুনতে থাকব আর হাঁটতে থাকব । এই সব স্বপ্ন নিয়ে আমি হাঁটতে থাকি ।

পাচ.
আমি হাঁটি ধানমন্ডি লেইকে আর সাত মসজিদ রোডটায় ।
এই রোডে ফাস্ট ফুড আর রেস্টুরেণ্টের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে । পত্রিকায় দেখেছিলাম সামনে আরো বাড়বে (ফাইভ স্টার হোটেল এর সংখ্যাও বাড়বে দেশে) ।দেশে পৃথিবীর ১৩ তম বৃহত্তম মার্কেট হচ্ছে,আমরা হয়ত এগিয়ে যাচ্ছি সাজ সজ্জায় , শপিং এ ,খাওয়ায় ।
পেছাচ্ছি কোন দিক দিয়ে?
ভাবতে থাকি আর হাঁটতে থাকি...

ছয়.
বিলবোর্ড মাথায় ভেঙে পড়ে নাই এখনো ,সড়ক হত্যাকান্ডে মরি নি , র‌্যাব এখনো ক্রসফায়ারে নেয় নি, কোন সহপাঠী বাসায় এসে ছুরি মারে নি, ছাত্রলীগের চক্ষুশূল হই নি, স্মৃতিভ্রষ্ট হই নি ...সুস্থ শরীরে হেঁটে যাচ্ছি ।
ভাবতে থাকি আমি ভাগ্যবানদের একজন । এখনো বেঁচে আছি ।
ভাবতে থাকি আর হাঁটতে থাকি... শরীরে অদ্ভূদ সুন্দর বাতাস হাত বুলিয়ে দেয় ।কী যে ভালো লাগে ! স্বপ্নের সাথে আমি হেঁটে যেতে থাকি ।

শেষ
বাসার কাছে চলে আসি,৯ টার কিছু বেশি । এখনো লোডশেডিং । ছোট বোনটার ইণ্টার মিডিয়েট পরীক্ষা। পড়ছে কিভাবে কে জানে!
দুই ঘণ্টা শেষ হয় নি । আজকে খবরে দেখলাম শেখ হাসিনা পুরষ্কার পেয়েছেন , ASOCIO IT AWARD ।
বাংলাদেশের আইটিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য... । আমাদের জন্য আনন্দের সংবাদ । তীব্র গরমের মধ্যেও এই সব ভালো খবরগুলো আমাদের শরীরে শীতল হাওয়ার মত ... !!!
আমি বাসায় ফিরি না, আবার হাঁটতে চলে যাই ।
হাঁটতে থাকি... গান শুনতে থাকি আর ভাবতে থাকি। স্বপ্নের কথা , আমার কথা, আমাদের কথা, আজকের কথা, আগামীর কথা...

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

বোহেমিয়ান's picture


পোস্ট টা মূলত কালকের লেখা ছিল , আজ পোস্ট করলাম ।

শাওন৩৫০৪'s picture


হাঁটাহাঁটি সাস্থ্যের জন্য ভালো....

সুন্দর পোষ্ট

 

বোহেমিয়ান's picture


ধইন্যাপাতা বিলাইভাই

ভাস্কর's picture


ভালো লাগলো...

বোহেমিয়ান's picture


ধইন্যাপাতা

তানবীরা's picture


চার নম্বরটা বেশি ভালো লেগেছে।

হাসিনা পুরস্কার পেয়েছেন আইটির জন্যে!!!! হাহাহপেগে

বোহেমিয়ান's picture


হেহে! আমিও তো পড়ে হাহাপগে!
ধইন্যা পাতা ।

নজরুল ইসলাম's picture


কালকে ধানমণ্ডি গেছিলাম। অনেক জ্যাম। ফেরার পথে ভাবলাম হুদাই এই জ্যামে বসে না থাকি। ভূড়িটাও কমানো দরকার, লগে রিক্সাভাড়া। হাতে সময়ও আছে।
শুরু করলাম হাঁটা। অনেকটা পথ হেটেঁ বাড়ি ফিরলাম। ধানমণ্ডি থেকে মগবাজার। হাঁটতে পেরে ব্যাপক খুশিত।

কিন্তু বাড়ি ফিরে দেখি বউ গেছে বাপের বাড়ি। পকেটে হাত দিয়ে দেখি চাবি নিয়ে বের হই নাই। অগত্যা কী আর করা। বউ ফিরে না আসা পর্যন্ত বাড়ির সামনে পায়চারি, প্রয়োজনীয় ফোনগুলো সেরে নেওয়া। দুই ঘন্টা ছিলাম।

সব মিলিয়ে দারুণ হাঁটা হইলো কালকে। তবে পায়ের বেদনা হইলো মারাত্মক।

লেখা ভালো লাগছে

বোহেমিয়ান's picture


হঠাৎ হাটলে এরাম অয়! শুরুর দিকে বেশি হেঁটে ব্যাথার শিকার হইছিলাম। অনেক ক্ষণ হাটছেন দেখা যায় !

আসলেই , একা হাঁটার মজা আলাদা!

হেহে! নূপুরাপু দেখি ভালই বেড়াইতেছে নিধি মামণিকে নিয়ে!

ধন্যবাদ নজু ভাই ।

১০

সাঁঝবাতির রুপকথা's picture


এই পোষ্ট এ কিছু লিখার জন্যেই লগিন করলাম ...

১১

বোহেমিয়ান's picture


লইজ্জা পাইলাম!!
কিন্তু আর কিছু লিখলেন না?!!!

১২

টুটুল's picture


মনে হয় হাটতে বের হইয়া গেছে Smile

১৩

বোহেমিয়ান's picture


হাহা! হুমম!!!

১৪

রোবোট's picture


আমিও পোলাপাইন আমলে অনেক হাটতাম। আইজকাল হাটি না।

১৫

বোহেমিয়ান's picture


কঙ্কি নানা?! আপনার বয়সেই তো মানুষ বেশি হাটে!!! লেকে তো তাই দেখি!!!

১৬

জেবীন's picture


লেখাটা পড়তে ভালো লাগল...

আমি দুনিয়ার আলসে, এখন হাটাহাটি করাই হয়না, তবে হাটতে পারি ভালোই, মজাও লাগে, তবে একলা হাটতে পারিনা, ...  একবার মনে আছে, ক্লাস ফাইভে থাকতে, দলবেধে ফার্মগেট থেকে মিরপুর চলে এলাম ৪/৫জন মিলে, বাসায় বলার পর প্রথমে বিশ্বাস করেনি, পরে দিলো ধুমছে বকা

১৭

বোহেমিয়ান's picture


হেহে!! হাটার জন্য আমিও বহুত বকা খাইছি!
এখন আর কিছু বলে না ।

খাইসে! ক্লাস ফাইভেই এত হাটা হাইটা ফেলছিলেন?! থাক এইবার এট্টু রেস্ট লন! Tongue

ধইন্যাপাতা

১৮

কাঠপুতুল's picture


হাঁটতে হাঁটতে কথা বলতে ভাল লাগে। স্কুল ক্যাম্পাসে আগে এভাবে হেঁটে বেড়াতাম। এখন আর হয় না। লেখা ভাল লেগেছে। হাঁটিহাঁটি করেই জীবন যাচ্ছে!

১৯

বোহেমিয়ান's picture


আম্মো! স্কুলে থাকতে দল বেধে হাটতাম । ইচ্ছে করে সোজা পথ ঘুরে যেতাম যাতে বেশিক্ষণ হাটা যায় ।
আমার স্কুল আবার মাঠে ভরপুর ছিলো । রাইফেলস!

জীবন এইভাবেই যাক না ক্ষতি কী?!

২০

জ্যোতি's picture


এইখানে বড় একটা কমেন্ট করছিলাম হারায়া গেলো কেন?

২১

বোহেমিয়ান's picture


মিছা কথা (গড়া গড়ি দিয়া কান্দনের ইমু )

২২

টুটুল's picture


মেলাদিন হাটা হয় না ঠিক মত Sad ... ভুড়ি নিয়ে সমস্যায় পরছি Sad
প্রতিদিন ভাবি ভোরে ঘুম থেকে উঠব... কম পক্ষে এক ঘন্টা হাটব.. কিন্তু সে আর হয় না Sad

২৩

নরাধম's picture


প্রত্যুদা, বিয়া করার পর আর হাঁটার দরকার নাই। যারা বিয়া করেনাই তাদেঈ শুধু দরকার।

২৪

বোহেমিয়ান's picture


Rolling On The Floor
জব্বর কইছেন!!!
কথা সত্যি । আমার পরিচিত এক বড় ভাই গোছের ছিলো
বিয়ের আগে সে কী ব্যায়াম!!!
এখন ইয়া ভুঁড়ি!!

২৫

নরাধম's picture


হাটিনা, তবে দৌড়াই, প্রতিদিন ১মাইল!

২৬

বোহেমিয়ান's picture


কোম্মে?

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বোহেমিয়ান's picture

নিজের সম্পর্কে

এখনো ছাত্র । পড়তে ভালোবাসি, লেখা লেখি করতেও ভাল লাগে। ভাল লাগে হাঁটাহাটি আর প্রচুর স্বপ্ন দেখতে ।