ইউজার লগইন

বোহেমিয়ান সূচনা অথবা একজন ভজঘটক এর শুরু !

সূচনাটা কি হবে সেইটা নিয়ে কনফিউশন আমার এখনো যায় নাই ।
গরু রচনার সময় ধুমধাম লিখে দিতাম "গরু একটি উপকারী প্রাণী "।
কিন্তু এরপর জীবনের যত রচনাই লিখেছি প্রথম বাক্য নিয়ে একটা কনফিউশন ছিল-ই ।
অনেক গল্প অসমাপ্তির অন্ধ গলিতে আটকে আছে, শুরু কিভাবে করব তা বুঝছি না দেখে!
শুরু টা আমাকে দিয়ে হয় না ।
(কাছের মানুষরা অবশ্য বলবে তোকে দিয়ে ঠিক কি হয়?!!)
ক্রিকেট ম্যাচে ফার্স্ট ডাউন ব্যাটসম্যান ছিলাম । সমস্যা ছিল একটাই
শুরু না করতে পারা!
মেয়েদের সাথে কথা শুরু করতে হয় কিভাবে?
প্রেম শুরু করতে হয় কিভাবে?
এই সব শুরু বুঝতে পারি নাই দেখে এখনো একা!
সেই আমি এই খানে কিছু একটা দিয়ে লেখা শুরু করব?
কঠিন বিষয়!
তবে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কিছু একটা দ্বারা শুরু করলাম!
( পুরোটা পড়ার পর একটু জানায়েন শুরুটা কিরাম হইল, পিলিজ লাগে! )
২।
ছয় মাস এর মত হল ,বাংলা ব্লগে বিচরণ ।
এর আগে মূলত দুইজনের লেখা মাঝে সাঝে খোমাখাতার কল্যাণে পড়া হইত । মাসুম ভাই আর নুশেরা আপু
আমার সাথের অনেকের ব্লগিং এর বয়স প্রায় এক /দেড় বছর (মুক্ত বয়ান,রেজোয়ান শুভ )।
আমি সেই তুলনায় পিচ্চি । ভালো, ছোট থাকাই ভালো ।
তাই জুনিয়র ভাংগা পেনসিল আমার চেয়ে ভাল লিখলেও একটা অজুহাত তৈরিই থাকে! আমি তো ব্লগিং এ পিচ্চি! ও তো ব্লগিং এ সিনিয়র!
মাসুম ভাই এর মত ভাল না লিখতে পারার কারণ ও আছে ।
আমার তো বউ নাই!
তাই বউ নিয়া লিখতে পারি না!
৩।
আমারে কেউ চিনেন না তেমন, চেনার ইচ্ছাও নাই, জানি তো!
কিন্তু আমার বিমা কোম্পানির(অথবা তাবলীগ এর!) লোকগুলার মত
মানুষকে ত্যক্ত করার ভয়াবহ বাজে অভ্যাস আছে! তাই নিজের সম্পর্কে কিছু বলতে চাই ।
আমার চেহারা নিয়ে আগে কিছু বলে নেই ,আমি যখন এসএসসিতে
জিপিএ ফাইভ পেলাম , স্কুলের ইংরেজি শিক্ষক হাঁ করে চেয়েছিলেন । (তিনি চেহারা দেখে মার্কস দিতেন , আমার ইংরেজি মার্কস স্কুলে কখনোই
৭২ ক্রস করে নাই, অবাক হওয়া স্বাভাবিক)।
আমি যেবার বুয়েটে চান্স পেলাম, আমার অনেক পরিচিত মানুষজন এর যেন
হার্ট এটাক হয়ে গেল! এই ছেলে কি ভাবে চান্স পেল?!! বুয়েটের মান
এত খারাপ কিভাবে হল?!!
দুই একটা অণুকাব্য ভাল হলে বন্ধুরা সন্দেহের দৃষ্টিতে তাকায় "এইটা তুই ই লিখছিস তো?!"
বাচ্চা কাচ্চারা যখন আমাকে দেখে কেমন জানি ভয় পেয়ে যায়!
আর কিছু বলা লাগবে?!
থাক নিজের সম্পর্কে আর কিছু না বলি! ইতোমধ্যে আপনিও একটা আইডিয়া পেয়ে গেছেন! আমি কি রকম!
৪।
আমি কিন্তু শতভাগ অলুল!
মেয়েরা আমার পাশ দিয়ে গেলে কিউপিড যদি তীর মিস না করে , সেইটা তো আমার দোষ হইতে পারে না! গালি যা দেবার কিউপিড বেটারে দ্যান! আমারে সাধু বলে ডাকুন!
আমার কুনু দুষ নাই!
৫।
আমি মোটা মুটি কোন কাজ ই পারি না ।কাছের লোকেরা খুব ভাল করেই জানে।
ধরা যাক , কোন কারণে বাসায় খারাপ রান্না হল, আত্নীয় যারা বেড়াতে এসেছেন
প্রশ্ন করবেন "বাপ্পি কি বাজার করছে আজকে?!"
তারপর ধরুন কোন অনুষ্ঠানে সাজ সজ্জা খারাপ হইছে, সবাই বলবে
"নিশ্চয় ই বাপ্পির কাজ!"
ছোটকালে কেউ ব্যাথা পেল অন্য অভিভাবকরা জিজ্ঞেস করত ,
"বাপ্পি কিছু করছে নাকি?!"
একমাত্র কাজ যেইটা পারি সেটা হচ্ছে হাঁটাহাঁটি ,যা আমার আপাত নির্মেদ, অনেকটাই নিরোগ শরীরের পেছনের কারণ হলেও , মাথা খারাপ এর প্রধান উৎস ।

৬।
পড়ার দৌড় সীমিত , হাত পা ছোঁড়াছুড়ির (মানে ঘোরাঘুরি আর কি! কি বলতে কি বলে ফেলি!) সময় তেমন পাই নি পাঠ্যবই নামক
শেকল এর কারণে , তাই বন্ধুদের চোখদিয়েই দেখতে চাই , জানতে চাই । আমরা বন্ধু , ভাবতেই ভাল লাগে!
আমি অনেক অনেক বন্ধু চাই ।
কিছুটা লাজুক , অনেকটাই বোকা হবার কারণে মানুষের সাথে বন্ধুত্বের শুরুটা ঠিক মত হয় না , এই খানে তেমনটি হবার শঙ্কা করছি না । অনেক খানি আশাবাদি ।শুরুটা ভাল হবে! সময় খুব ভাল কাটবে।
বন্ধুদের সাথে কখনো খারাপ সময় কাটে নাকি?

৭।
আমার বকবকানির ফাঁক দিয়ে তাই দুই একটা লেখা যদি উকিঝুঁকি মারে ,তাহলে তা নিয়ে সমালোচনা করতে ভুলবেন না কিন্তু!
নিয়ম মানা আমার ধাতে ছিল না , তাই লেখার বেলায় ও নেই।
লেখা খুব বিশ্রি রকমের বড় হয়ে যেতে পারে, মাঝে মাঝেই , কি বোর্ড এর কালির খরচ নাই বোঝেন ই তো! তাই আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে বুইড়া আঙ্গুলে একখান টিপি দিয়ে যাবেন! Wink
আমার লেখা পড়ার আগে মনে রাখতে হবে , বানান ভুল আমার ক্লাস ফাঁকি মারে, শব্দ সচেতনতা আমার স্কুলে ভর্তি হয় নি!

আরেকটা কথা বলে রাখি, আমার বানাম ভুলের প্রেড়না ঃ কাঁকন দি! Wink

[ লেখাটা পড়ার পর মনে হচ্ছে শুরুতেই ভজঘট পাকালাম না তো?! ]

পোস্টটি ২৬ জন ব্লগার পছন্দ করেছেন

বিষাক্ত মানুষ's picture


ভজঘটই তো লাগতাছে ... দেখি আবার পড়ি

বোহেমিয়ান's picture


কন কি?!!
আমার কি হইপো?!! Sad

টুটুল's picture


বুইড়া আঙ্গুলে টিপি দিছি Smile

স্বাগতম বন্ধু হে ... আম্রা হগ্গলতেই বন্ধু Smile

বোহেমিয়ান's picture


ধইন্যাপাতা
টুটুল ভাই ।

আমরা সবাই বন্ধু ।

মুহম্মদ জায়েদুল আলম's picture


স্বাগতম। স্বাগতম।
Smile Smile
আমার কথা কও নাই দেইখা মাইনাস Stare
(ধুত্তরি ছাই, মাইনাস বাটন ও দেখি নাই!!! Sad )

বোহেমিয়ান's picture


আসলে নাম তো ঐ ভাবে লিখি নাই, জাস্ট এমনি কয়েক জনের কথা চলে আসল তাই লিখলাম ।
বাইচা গেছি!! Cool
মাইনাচ নাই দেইখা!!

(কারো কথা র উত্ত র দিতে পারতেছি না ! নেট এর স্পিড এর যেই অবস্থা! )

শওকত মাসুম's picture


এইটাতে বুড়া আঙ্গুলের টিপি দিতে তো আমা বাধ্য। দুইবার আমার নাম আছে। একবার আবার ডাবল কালিতে।

লিখতে  থাকেন। উপাদেয় হইছে।

বোহেমিয়ান's picture


ধইন্যা পাতা ।
বস মানুষরা উপাদেয় বললে ভালই লাগে!

রোবোট's picture


আমার কোন হাতের বুইড়া আংগুলে টিপি দিতে হবে বল্লে ভালো হৈত। নাকি পায়ের? Undecided

স্বাগতম। লেখা ভালো হৈসে। বাইচা থাকো।

১০

বোহেমিয়ান's picture


হাতের!!! নাহ! ব্রিটিশ আমলে লুক নিয়া পারন যায় না!!

থ্যাঙ্কু নানা!!
লইজ্জা পাইলাম!

১১

আহমেদ রাকিব's picture


পয়লা স্বাগতম। পরিচিত সব মুখ দেইখাই ভালো লাগতাছে। তয় শুরুটা কিন্ত ব্যাপক হইছে। বোহমিয়ানরে নাকি কেউ চিনে না। আর কিছু পারি না পারি না কইতে কইতে গলাডা শুকাইয়া ফালাইলো বেচারা। হ্যারী পর্টারের অনুবাদ করছ নাকি শুনলাম। পড়ার খায়েস জানাইলাম। Smile Smile Smile আর চেহারা? দেখো না, সাঝু বান্দরের প্রোপিক নিয়া বিখ্যাত। অতএব চেহারা কুনু কাহিনী না।

১২

বোহেমিয়ান's picture


থ্যাঙ্কু থ্যাঙ্কু!!

হ্যারি পটার এর অনুবাদ অপরিচিত আবির করছে! আমি না!
কইলাম না কিছু পারি না!!

১৩

আহমেদ রাকিব's picture


আরে ধুর ধুর। একবার এইটা ভাব যে এমন পোষ্টই বা কয়জন লিখতে পারে? Smile

১৪

নজরুল ইসলাম's picture


লেখা উপাদেয় হইছে।

বানান ভুল করলে নুশেরাবুর কাছে মাইরের জন্য পাঠানো হবে... চিন্তা নাই। কানে ধরায়ে বানান শিখায়া দিবো...

লেখা চলুক। আর আপনে না ছবি তোলেন? ছবি কই?

১৫

বোহেমিয়ান's picture


ছবির লিঙ্ক আপনের খোমখাতা ওয়ালে দিছি ।
থ্যাঙ্কু থ্যাঙ্কু ।
হেহে!!
নুশেরা আপুরে নিয়া তো একটা রোগের নাম ই আছে Wink
কি জানি নাম? নুশেরাইটোসিস?!!

১৬

সাঈদ's picture


জব্বর লাগলো মাগার এইডা পরথমে কবিতার মত পড়োতে গেলাম পরে দেখি কবিতা না । পরে পুঁথির মত সুর কইরা পড়লাম।

১৭

বোহেমিয়ান's picture


থ্যাঙ্কু থ্যাঙ্কু!
ভাল থাকুন ।
আপনার ব্লগ বাড়িতেও যাব পড়তে!

(নেট বহুত জ্বালাইতাছে! Sad( )

১৮

ভাঙ্গা পেন্সিল's picture


একটা ছোট্ট গেঞ্জাম আছে... আপনে কিছুই না পারলে কেমতে আমাদের কালচারাল ভাই হইলেন Wink

১৯

বোহেমিয়ান's picture


মন্তব্য'এর জায়গা ফাকা আছে। দয়া করে আবার প্রদান করুন।এই কথাটা আর কতবার বলবে?!!! 
তুমারে অভিনয়ে নামামু খারাও!! 

২০

ভাঙ্গা পেন্সিল's picture


নায়িকা কারে দিবেন? Laughing out loud

ভাল কথা, ছোটবেলা থেকে আমি রচনা শুরু করি মানুষ একটা সামাজিক প্রাণি বইলা Laughing out loud

২১

আহমেদ রাকিব's picture


মন্তব্য লেইখা প্রকাশ করার আগে Disable rich-text এই বাটনে টিপি দিয়া Enable rich-text বানাইয়া তারপর প্রকাশ করেন। এই বাগটা খুব ঝামেলা করতেছে। আর অতি অবশ্যি যেকোন কিছু প্রকাশ করার আগে কপি কইরা রাইখেন। কোনো কারনে কপি কইরা রাখতে ভুইলা গেলে দ্রুত back এ গেলেই আবার কমেন্ট ফেরত পাওয়া যাবে। Smile

২২

বোহেমিয়ান's picture


@তানিম হেহে!! ভয়ে উলটা দিকে দৌড় দিতে চাইবা এমুন কাউরে Wink

@রাকিব ভাই থ্যাঙ্কু থ্যাঙ্কু ।
খেয়াল রাখতে হইব।
এম্নিতেই নেট এ সমস্যা ।
৬ ঘণ্টা নেট ছিল না কাল Sad
তার উপর এই সমস্যা!
কমেণ্টের উত্তর দিতে পারতেছি না!

২৩

সাঁঝবাতির রুপকথা's picture


ছাগতম ...ছাগতম ...
নতুনের প্রতি উপদেশ Wink
হাত খুলে লিখে যান ...

২৪

বোহেমিয়ান's picture


খালি এইটুকুন কমেণ্ট?!!
ফাকিবাজির তীব্র নিন্দা জানাই!!!

২৫

একলব্যের পুনর্জন্ম's picture


হুমম ----

স্বাগতম Smile

২৬

বোহেমিয়ান's picture


খালি হুমম?!!!
তীব্র প্রতিবাদ!!!

২৭

সুপ্তি's picture


ভাইয়ার নাম দেখলেই ভাইয়ার একটা গল্প মনে পরে যায় যেটা আমার খুব খুব প্রিয়।  ভাইয়া আপনাকে ব্লগে পেয়ে অনেক ভালো লাগছে।

২৮

বোহেমিয়ান's picture


ধন্যবাদ আপু।ভাল থাকুন।আশা করছি তার চেয়েও ভাল গল্প লিখতে পারব।পারতেই হবে! 

২৯

কাঁকন's picture


স্বাগতম স্বাগতম; বানাম ভুলের প্রেড়না পইরা আভেগে আনন্দে চউক্ষে অনুরাগ-বাজাজ থুক্কু পানি চলে আসলো ;

কিছু  না পারার ব্যাপার টা ভালো লাগছে; কিছু পারিনা এইটা বুঝতে পারা বিরাট ব্যাপার

৩০

বোহেমিয়ান's picture


টিস্যু আছে তো?!!

কিছু পারি না এতে আপনে খুশি হইছেন?!!!
আজুব ব্যাপার!!!!
কোথায় আফসুস করবেন ...তা না...

৩১

শাওন৩৫০৪'s picture


...ওরে, কত কথা বলেরে...

আমরা বন্ধুতে স্বাগতম...শুরুটা ভালো হৈছে...

৩২

বোহেমিয়ান's picture


কি বোর্ডের কালির খরচ নাই! Wink
ধইন্যা পাতা।অনেক লইজ্জা পাইলাম 

৩৩

অদ্রোহ's picture


বড়ভাই তো দেখি এখন পুরাই অল্রাউন্ডার ,সব মাঠ সমানে কাঁপায়া  বেড়াইতেসেন Cool

চালাইয়া যান । 

৩৪

বোহেমিয়ান's picture


ধইন্যা ধইন্যা ।

আমি নিজেই কাপ্তেছি Sad

৩৫

আশরাফ মাহমুদ's picture


স্বাগতম!

৩৬

বোহেমিয়ান's picture


ধন্যবাদ অভিকবি 

৩৭

নুশেরা's picture


আহা, প্রাণ জুড়ানো পোস্ট। বোল্ড অক্ষরে নিজের নাম, তাও আবার মাসুমভাইয়ের মতো বস মানুষের নামের পাশে!CoolEmbarassed 

ভজঘটকালি খুব ভালো লাগছে। চলতেই থাকুক 

৩৮

বোহেমিয়ান's picture


প্রাণ জুড়ানো কমেণ্ট!! অনেক অনেক অনেক ধন্যবাদ আপু ।চলতেই থাকবে ইনশা আল্লাহ । 

৩৯

বাফড়া's picture


গরু উপকারি প্রাণী দেইখা মনে পড়ল... আমারে কেউ যদি আইসা কইত '' বাফড়া একটা ফেভার কর'' তখণ উত্তর দিতাম, ''অবশ্যই... কারণ গরু উপকারী জন্তু'' Smile

 

চালায়া যান ভজগটানী... আর লেখা-লেখি নিয়া কোন মেন্টর দরকার হইলে নির্দ্বিধায় আমার কাছে আইতে পারেন Wink.. খিকজ Smile...

 

চালায়া যান...

৪০

বোহেমিয়ান's picture


যান আজকা থেকা আপনে আমার গুরু!
ওক্কে?

৪১

নরাধম's picture


 

facebook e kon school er ek balikar "gorur" rochona dekhesilam....likhesilo "Allah i jeno goru re behesto nosib kore, karon goru onek upokare ashe"

 

lekha bhalo laglo..likhe jan..

 

৪২

বোহেমিয়ান's picture


রচনা টা মনে হয় ,আমিও দেখছিলাম! ;) 
অনেক ধন্যবাদ ।ভাল থাকুন 

৪৩

মুকুল's picture


স্বাগতম !

আপনের লেখার মইধ্যে জুশ আছে। চালায়া যান।

৪৪

বোহেমিয়ান's picture


থ্যাঙ্কু থ্যাঙ্কুআপনাকেও গোলাপ ।

৪৫

রায়েহাত শুভ's picture


চাইর নং এর আগেরটা, আর দুই নং এর পরেরটা নিয়া কিছু কমু নাকি চিন্তায়তেছি...

৪৬

বোহেমিয়ান's picture


কয়া ফালান কি কইবার চান!!!
খুজ খবর তো লন না Sad(

৪৭

মুক্ত বয়ান's picture


নিজের নাম আরেকজনের পোস্টে দেখতে ভালই লাগে। Smile
খুশি হইয়া গেলাম। Smile

এবিতে স্বাগতম।

৪৮

বোহেমিয়ান's picture


(তোরে তো জবাব দিছিলাম । কি অবস্থা আমার নেট এর! এখন জিপি ব্যবহার করতেছি । )
ধইন্যাপাতা মুক্ত । 

৪৯

তায়েফ আহমাদ's picture


আহারে পুলাটা......

এই ব্লগেও আইসা পড়ছে!

৫০

রোবোট's picture


Smile

৫১

বোহেমিয়ান's picture


@তায়েফ ভাই পুলা তো ভাল কাম ই করছে! কি কন?!!

@ নানা হাসেন ক্যা?!!

৫২

তানবীরা's picture


তাই আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে বুইড়া আঙ্গুলে একখান টিপি
দিয়ে যাবেন! Wink

টিপি দিলে কি দিবেন? Tongue out

৫৩

বোহেমিয়ান's picture


ধইন্যা পাতা দিব আর কি?! Tongue

৫৪

আরণ্যক's picture


ভজঘটক ভালোই লিখে!

৫৫

বোহেমিয়ান's picture


জিরোদা লইজ্জা পাইলাম
লজ্জার ইমোটিকন তো ভুইলা গেছি!!১

৫৬

সাঁঝবাতির রুপকথা's picture


আমার নাম যে নাই, এইডা আগে খেয়াল করি নাই ,
করলে আর মন্তব্য করতাম না .।:(

৫৭

বোহেমিয়ান's picture


@সাঝু ভাই ইয়ে... নাম তো নিছি এমনি এমনি , ৫/৬ টা মাত্র নাম তাও রিলেভেণ্ট দেইখা ।
প্রথম বার ঠিক মত পড়েন নাই, এই জন্যই তো মাইনাচ!!

৫৮

বোহেমিয়ান's picture


ভজঘটকালি নামে একটা সিরিজ শুরু করতাম ছাই!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বোহেমিয়ান's picture

নিজের সম্পর্কে

এখনো ছাত্র । পড়তে ভালোবাসি, লেখা লেখি করতেও ভাল লাগে। ভাল লাগে হাঁটাহাটি আর প্রচুর স্বপ্ন দেখতে ।