বিদ্যালয় সখা
বিদ্যালয় সখা, সেরা সময়ের সহচর
ষান্মাসিকে বা ফুটবলের ম্যাচে অন্যদের প্রতিদ্বন্দ্বী করে
সামান্য এগিয়ে গেলেও অসামান্য সুখ
আঙুলে আঙুলে ভাব বা মুহুর্তে কাটাকাটি
একদিন আন্ত:স্কুলে এই কালো পীচে
দলবদ্ধভাবে বিজয় মুকুট নিতে শিকারী হয়েছি
যেন বিদ্যালয় সারাজীবনের, তার স্বার্থে লড়ে যাওয়া
স্কুল কি আর আমাদের মনে রাখে?
শুনেছি সবাই ভাল আছে, সাফল্যে নেতা, পতনে কেউ কবি
যোগভাগ নিয়ে আমারও চলে যায়, কম বেশী
অর্থ কড়ি ঘরে, ব্যস্ততা নিয়েছি চিনে
বাস্তব খেলায় খেলা মুছে গেছে কবে, মাঠ গেছে দখলে
হতে পারে ভাব বা রোমন্থন
নৌকার মতো স্মৃতির গুনটানা কিংবা
যে নামই তাকে ডাকি
কৈশোরের রোদেলা দিনগুলো আমাদের
শ্রেষ্ঠ সময়, চাইলেই তাদের ভোলা যায় না
সবাই কোথায়? বাইরে, দেশে ব্যবসায়, কাজে, কেরানীত্বে
অথচ কী জ্বলজ্বলে স্মৃতি, যেন আগে ভাগে স্কুলে পৌছে
সতীর্থদের জন্য অপেক্ষা করছি
---------------
প্রথম ড্রাফট
কত কথা মনে করিয়ে দিলেন হাসনাইন।
স্মৃতি রোমন্থনের বয়স শুরু হলে প্রথমেই সেই স্কুলের ক্রিকেট চলে আসে
কৈশোরের কথা মনে পড়ে গেল। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কৈশোর, ভাবলেই সুখ-সুখ লাগে। আহা!
যদিও বর্তমানটাও খুব সুন্দর / ভবিষ্যতের স্মৃতির নির্মান / কিন্তু কৈশোর অতুলনীয়।
সে এক সময় ছিল
... তখন বুঝি নাই... এখন স্মৃতীকাতর হই
চমৎকার লাগলো
আসলে স্মৃতি মানেই বোধ হয় এমন। বর্তমানের এই মুহুর্তটা কত দারুণ হয়ে যাবে মাত্র ১০ বছর পরে - ভাবতে পারেন?
সখাদেরটা পড়লাম। সখীদেরটার অপেক্ষায়
আপনার হাত ভাল, লিখুন ...সখী ভাবনা কাহারে বলে, স্কুল ফাকি দিলেও ঠিক সময়ে বাড়ি ফিরে গেলে!
কবিতা মারাত্মক সুন্দর হয়েছে। সখীদেরটার অপেক্ষায়।
ধন্যবাদ মীর
সত্যি। আজকাল খুব বেশী মনে পড়ে। মন পুড়ে।কত কি মনে করিয়ে দিলেন!
অসাধারণ লাগলো ভাইটি!!!
মন্তব্য করুন