ইউজার লগইন
দোষ
লিখেছেন: সোনাবীজ | ফেব্রুয়ারী ২৭, ২০১০ - ৪:৩৮ অপরাহ্ন
যেখানে যাবো না পণ করি, পা পিছলে সেখানেও এসেছি পদচিহ্ন রেখে।
পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন
সোনাবীজ এর ব্লগ | ১৩ টি মন্তব্য |  ২৪৯ বার পঠিত | 

পণের মধ্যে শক্তি ছিলনা...!
হা হা হা হা
পণের মধ্যে শক্তি ছিল ঠিকই, কিন্তু পা পিছলে পড়ে গিয়েছিনু
আর আমাদের রবিকাকা বলেন, মানুষ পণ করে পণ ভঙ্গ করবার জন্যই। তাই আমি পণ ভেঙে ফেললেও আমার শক্তির প্রশ্ন উঠে আসবে না আশা করি
স্বাগতম ।
ধন্যবাদ।
পা পিছালাইলো কেন? তদন্ত কমিটি গঠন করা দরকার। আর যারা কলা খাইয়া রাস্তায় কলার খোসা ফেলে তাগরে জরিমানা করা উচিত। সাঝু বান্দরের কাম মনে হইতাছে।
আপনাকে সভাপতি করে একব্যক্তিবিশিষ্ট তদন্তকমিটি গঠন করা হোক- সরকারের কাছে একদফা দাবি রাকহলাম:)
পণটা পিছলানোর আগে না পরে করা হয়েছিলো?
কঠিন
তদন্ত হচ্ছে। রিপোর্ট প্রকাশের আগে কিছুই বলা যাচ্ছে না:(
আরো বড় লেখা চাই। এটা কিবোর্ড পিছলানো হলো।
আপনার কথা শুনে হাসতে হাসতে পা পিছলে পড়ে যাচ্ছি
খুব মজা পেলাম বস। (অনুজ/অ-অনুজ কথা না
)
লাইক করলাম। পণ রাখতে পারি না আমিও
যাক, আমার মতো কাউকে পাওয়া গেলো
মন্তব্য করুন