ইউজার লগইন

বুইরা চাচাব্বা আর চাছিয়াম্মাগো ব্লগে আর থাকুম্না

ডিজুশ
দুইন্যার হক্কল সুক, অনলি অন মাই ডিজুশ
গেরামিং এ কৈছেলে। বাট-মগর-লেকিন, এট্টু অয়েটান বুইরা চাচাব্বা আর চাছিয়াম্মার্দল। আপ্নেরা পৈরাছেন সেই প্রাছিং যুগের অন্দকুপের ভিত্রে। দুইন্যা হক্কল সুখ অহন পৈড়া গেছে জুকার্বার্গের শাইটে। ঐখেনে কত্ত কিছু দেকবার পারি। কত্ত মজাউজাও লইবার পারি।
যা কৈতেছিলাম আর্কি। বুইরা চাচাব্বা চাছিয়াম্মাগো বল্গে পইরা থাইকা দিন্দিন কেম্নে কেম্নে হাজার হাজার লাইক্স আর শয় শয় ফেন্দ্রিকুশ মিস্কর্তেছি। হালায় থাকুমই না এই বল্গে। যামুগা, যেই দেশে গুরুরা খায় নরম সবুজ ঘাস, আর নিজের অমুক যায়গায় সাইদ্যা লয় বাঁশ। সেই দ্যাশে যামুগা। নামডিও বদলায়া ফেল্মু। অলিম্পাস জ্রিফিন রাখুম ভাবতেসি।
যাওনের আগে বুইরা চাচাব্বা আর চাছিয়াম্মাগো কদম্বুচি কইরা গ্লাম। এই বল্গ আর রাখুম্না। হুদা, যেই বুইরা চাচাব্বা আর চাছিয়াম্মারা ভালু সেগোর্সাথে জুকার্বার্গের জুকারি শাইটে যুগবিয়ুগ রাখুম।

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

গ্রিফিন's picture


কেউ দেখি থাক্তে কয়না Sad

জেবীন's picture


অফটপিক প্রশ্নঃ আপ্নে কই থাকেন বলেন তো! আর শুঞ্ছিলাম বিক্ষ্যাত লোকেরা নাকি নিজের বাপের বাড়ির এলাকার নাম নিজের নামের পেছনে লাগায়, আর আপ্নে দেখি নিজের অবস্থানগত এলাকার নামের আগে লাগাইছেন! এইটা কোন তরিকা? Stare

শওকত মাসুম's picture


আমার নাম মাসুম মোহাম্মদপুর। সবাই ভাল আছেন?

গ্রিফিন's picture


ছেলামাল্কি মোম্মাদপুর ভাইছাব। ভালা আচ্ছেন্নি?

হাসান রায়হান's picture


আপনার নাম হইল মাসুম জেনেভা কেম্প Cool

গ্রিফিন's picture


আমি অহন্থাকি বার্মার ম্যাপের উপ্রে যেম্নে দাড়াইলে ডাইন সাইড হয়, ঐহানে। তয় আগের্জর্মে আছিলাম অলিম্পাসে। সেইলাইগাই আর্কি নামচেঞ্জাইয়া ঐরমকর্মু বৈলা ভাবচি Cool

জেবীন's picture


যাজ্ঞা, আসল কাহিনী কি? কই কি দেখে আসছেন আপ্নে?

গ্রিফিন's picture


আফাগোওওওও জুকার্বার্গের শাইটের কুনায় কাঞ্চিতে কত্ত কত্ত মজা যে। কেম্মে বুজাই Tongue ভাই(বোন)দাওয়ে, আপ্নেও কি জুকার্ভাইয়ের শাইটে আছেন্নি কোনো? আমারে এডাইবেন্নি Wink

রাসেল আশরাফ's picture


আগে মিয়া নিজের নাম ঠিক করেন। আর থার্ড ক্লাস আছে? ১০০ পয়সার বই কিনছেন ম রে হত্যা করছে? আগে সেডি কইরা আসেন দিয়া কথা কইয়েন।

১০

গ্রিফিন's picture


ভাইছা, আমি পার্ভাট নামে এক্ষান বৈ কিঞ্ছিলাম। হইবে না? দেহেন্না ভাইছা, কিসু করা যায়নি। আপ্নের পিলিজ লাগে। আপ্নেরে দেইখা বল্গের কর্তা কর্তা টাইপ লাগে। দেখেন্না ভাইছা Sad

১১

রাসেল আশরাফ's picture


ভাইসাব আমি এই ব্লগের কর্তা না। কর্তা মনে হয় অন্য আরেকজন।আপনি ভুল নাম্বারে নক করেছেন।

১২

জেবীন's picture


্মিছে কথা বলছেন কেন "রাসেল রিয়া" অনেকদিন আগে কে যেন বলছিলো না আপনি মডু'র এসিস্টেন্ট!

১৩

জেবীন's picture


থুক্কু রাসেল কোরিয়া হবে! Tongue

১৪

রাসেল আশরাফ's picture


সেই হিসাবে হইলে হয় রাসেল মিরাং Tongue Tongue

হ প্রমোশন পাইতেছি ্না মাঝখান দিয়ে কোন ম্যাডাম এই ব্লগের মহারাণী হয়েছে শুনলাম Puzzled

১৫

গ্রিফিন's picture


মহারানী কেডা ভাইছা? এট্টু কইলে উবগার হৈতো। আমি হের্লগে দেহা কর্মু।

১৬

তানবীরা's picture


মহারানীকে চিনো না? স্পেড এর কুইন Tongue

১৭

মেসবাহ য়াযাদ's picture


রাসেল আশরাফ's picture
রাসেল আশরাফ | মার্চ ২৮, ২০১২ - ১:২৯ অপরাহ্ন

খাইছে এই পুলা দেখি নিজে দোয়া না নিয়ে উলটা আমারে হেদায়েত কইরা গেলো। শালার এই বুইড়া ব্লগে থাইকা নিজেও বুইড়া হইয়া গেলাম Big smile

এই ব্লগের কর্তা ব্যক্তি হৈছে- রাসেলের শালা, পরমান আছে কৈলাম Wink

১৮

নিকোলাস's picture


দেহের বয়স আটকান যায় না, মনের বয়স আটকান যায়। মনের বয়স বাড়তে দিয়েন না... Tongue

১৯

মানুষ's picture


এইবার বুঝলাম, লাইফে কেন আর এ্যানর্জি পাই না Stare

২০

জ্যোতি's picture


এই বয়সে ইতনা বড় লাড়কার চাচীআম্মা হইয়া গ্লাম এই ব্লগে এসে। দু:খে ব্লগে আসলেই চোক্ষে পানি আসে।
কিন্তু চাচা কেডায়?

২১

রাসেল আশরাফ's picture


আমারও একই কথা। বিয়া শাদী করলাম না তার আগেই বুইড়া হয়ে গেলাম। এই জন্য ব্লগে আসি না। যতই কান্দাকাটি করেন কোন লাভ নাই।

২২

নিকোলাস's picture


কর্তা আছে, মহারানী আছে। ভালাই তো। সুখে শান্তিতে রাজ্য চলতাসে......... Smile

২৩

তানবীরা's picture


অন্যব্লগে দিনের পর দিন হাফপ্যানট পইরা ঘুরতে জুইত লাগবো দেখবা। মডুদের তেল ঘি বাটার মাইখ্যা নিজেরেও ধন্য করবা। এখানে তিনটা পোষ্ট না দিয়াই বইয়ে নাম ছাপানোর জন্যে দৌড় খাইবা। বহুত দেখছি। চাচা চাচিদের সাথে বুইঝ্যা লাইগগো। মাথার চুল এমনেই গ্রে বর্ন ধারন করে নাইক্কা Wink

২৪

গ্রিফিন's picture


ইয়েস দি হ Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

গ্রিফিন's picture

নিজের সম্পর্কে

খুচাখুচি আর চুখাচুখি Tongue