ইউজার লগইন

বেশি কইরা হাইটাবেড়ান, ত্যাল্গ্যাসের উপ্রে চাপকমান

প্যাটের ধান্দায় বেরৈতেই হয়। সেইলাইগাই সকালসকাল বেরায়া পর্লাম। বেশ আয়েশ কইরা একখান বিড়ি ধরায়া হাইটা গলির ভিত্রে থিকা বেরইলাম। গলির্ভিত্রে রিস্কাগাড়ি কম দেইখা ভালৈ লাগতেছিলো। ভাব্লাম যাউক লুগজন কম্বেরৈছে, শান্তিতে যাওঞ্জাইবো। ওম্মাগো মা...... মেন্রোডে উইঠা কইলজা শুকায়া খটখটা হয়া গেলো। যেইদিক তাকাই কালাকালা মাথা দেখি। একদুইটা বাস আসে, সেগ্লার দ্ররজা জানলা দেহিনা, খালি কালাকালা মাথা। স্কিঙ্কালারের মাথাগুলা বেশী ট্যার পাওঞ্জায়না। হাত্থিকা বিড়ি খইসা পর্লো, আর বিশ্মেল্লা বইলা দিলাম রৌনা। প্যাটের ধান্দা বইলা কথা। পুরা রাস্তা দেইখা মনে হইতেছিলো পির্ফার বাড়িত পানি ঢাইলা দেওনে সব পির্ফা লাফাইয়া রাস্তায় নাইমা আইছে। পেরাইভেট কার্গুলা, যেগ্লা সাহাস কইরা রাস্তায় নামছে, জ্যাম ছাড়া রাস্তা পাইয়া পুরাই এনেফেস্টু স্টাইলে টান্দিতেছে। আবাল জনগনে আক্কৈরা চায়া রইছে। পোডাংমন্তির বাড়ির্সাইডের রাস্তাও দেখি ছিল কইরা দিসে। কেউ যদি জিয়ার্মাজারে যাইতে চায় মান্নত লইয়া, সেইডাও হৌনের উফায় নাই।
যাউজ্ঞা, বেফার্মা। ধান্দায় আইতে পার্ছি সেডিই অনেক বেশি। অপ্রিচিত কইয়া কেউ জনগনের বন্দুরে খোজ লাগায়নাই। অহন ধান্দার শ্যাষে ঘরের্পুলা ঘরে ফিরত যাইতার্লেই বাচোয়া।
ভাইবৈনবন্দুরা চলেচি ঢাকার পতে, ঘরে ফিরে যাইতে পারি জানি সাইঞ্জে।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

জেবীন's picture


টাইটেল পইড়া ভাব্লাম পাব্লিক কেনে তাল্গাছের উপ্রে উঠছে! আর উঠছে তো আপ্নের কেন তাগো হাটনের লাগি জুর দিতাছেন! Shock Stare পরে দেখি কাহিনি Tongue

যাজ্ঞা, বানাম বুল

বেফার্মা

বেফার্না হইবো না? Wink

গ্রিফিন's picture


উহু। খেলিল মামু কইছিলেন ভানাম্বুল কুনু বেফার্মা Wink

আরাফাত শান্ত's picture


ভালো তো!

গ্রিফিন's picture


কি ভালু কেনু ভালু কৈলেন্নাতো ভাইডি Sad

মেসবাহ য়াযাদ's picture


আপনের/তোমার/তোর লেখার এই স্টাইল্টা আমার মনপছন্দ হৈছে Big smile

গ্রিফিন's picture


ওরে মুগাম্বো কৈ গেলি ব্যাটা? লৌড়ায়া আয়া খুশখব্রি শুইনা যা Smile মুগাম্বো অনেকবহুত খুশ হইয়া গেছে য়াযাদ ভাইজান।

মেসবাহ য়াযাদ's picture


ক্যান ক্যান, মুগাম্বো এত্ত খুশ হওনের কারন কী ?

একজন মায়াবতী's picture


আমি অবশ্য পেটের ধান্দায় বাইর হই নাই। তবে রাস্তাঘটের অবস্থা দেইখা পুরাই ঈদ ঈদ লাগসে Laughing out loud

জ্যোতি's picture


জীবনে পথম দেখলাম, সরকার দর হরতাল করে---মিছির করতাছে দেইখাইছি। আনন্দ লাগে। মিছিল করতে মুন্চায় কিন্তু পুলিশ তো আমারে চিনে না। Crying

১০

গ্রিফিন's picture


ammo dhalmoldir pothe hati r misil dekhi Wink

১১

একজন মায়াবতী's picture


চলেন মিছিল করি Laughing out loud

১২

জ্যোতি's picture


বিরানী খাওয়াইপা?

১৩

একজন মায়াবতী's picture


মেসবাহ ভাই খাওয়াবে। কোন পোস্টে জানি দেখলাম মেসবাহ ভাই স্বেচ্ছায় মুরগা হইতে চাইসে Tongue

১৪

গ্রিফিন's picture


tumar vai amarvoin tapusvai sekachina

১৫

জ্যোতি's picture


এসপ ভাই এর নাম আমি কমু না। ডর লাগে।
মেসভাহ ভাই মেসবাহ ভাই বলেন।

১৬

একজন মায়াবতী's picture


মেসবাহ ভাই মেসবাহ ভাই

১৭

মিতুল's picture


আজকে কোনমতে সামাল দেয়া গ্যাছে। কাইলকা কিতা করুম ?

১৮

জ্যোতি's picture


ঘরের পুলা ঘরে ফেরত যাইতে পারছেন? তাইলে জিয়ার্মাজারে যাওনের একটা মান্নত কইরা লাইয়েন।

১৯

নিকোলাস's picture


কাইলকা চেনাজানা কাউরে লয়া পথে বারাইয়েন। জিগাইলে যেন কইতে পারে, আপনি অপরিচিত না।

২০

বিষাক্ত মানুষ's picture


গ্রিফিন কিডা??

সামুর পুরানা পাপী নাকি ? Steve

২১

লীনা দিলরুবা's picture


এক্টা ক্লু, ইনি ভাল ফটুক তোলেন হুক্কা

২২

মেসবাহ য়াযাদ's picture


Smile Laughing out loud Big smile Wink Tongue

২৩

আহমাদ মোস্তফা কামাল's picture


আপ্নের অতীন্দ্রীয় প্রতুত্তরাধুনিক কাইব্য পইড়া আমি মূর্ছা গেছিলাম, জ্ঞান ফিরতে অনেকদিন লাগছে! এইটা আর পড়ার সাহসই হৈতেছে না! Wink

২৪

তানবীরা's picture


মনে হইতেছিলো পির্ফার বাড়িত পানি ঢাইলা দেওনে সব পির্ফা লাফাইয়া রাস্তায় নাইমা আইছে।

হারানো ছুটুবেলা Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

গ্রিফিন's picture

নিজের সম্পর্কে

খুচাখুচি আর চুখাচুখি Tongue