এবার নাহয় তাকে আমরা বিদায় বলি
সীমাহীন খ্যাতি - নিরেট শ্রদ্ধা - অপরিমেয় ভালবাসা আর গগনস্পর্শী জনপ্রিয়তা - সবকিছু পেছনে ফেলে মানুষটা এখন হিমঘরে - প্রাণহীন দেহ নিশ্চয় এখন অনেকটা আরষ্ট - স্বপ্নভুক চোখদুটো বন্ধ হয়ে গেছে - ঠোঁট দুটো ভাষাহীন - হৃদস্পন্দন থেমে গেছে অনেক আগে - প্রখর মস্তিস্ক এখন শুধুই শূন্যতার ধারক - পচননিরোধক কে আশ্রয় করে যে মানুষটি এভাবে শুয়ে আছেন - তাকে নাহয় এবার আমরা বিদায় বলি.
নিশ্চয় তিনি অসাধারণ ছিলেন - ছিলেন নিপুণ এক লেখক - সাহিত্যের এক অপরাজেয় সম্রাট - কিন্তু এখন তিনি মারা গেছেন - আর সব নশ্বর মানুষের মতই - এটাই সত্য - পৃথিবীকে যতটুকু দেবার ছিল - বোধ করি - তিনি দিয়েছেন তারচেয়ে বেশি - দু' হাত ভরে কুড়িয়েছেন ও অনেক - কিন্তু এখন তার কলম থেমে গেছে - হয়ত তিনি অজস্র সফল স্ক্রিপ্টের জনক - কিন্তু সর্বদ্রষ্টার স্ক্রিপ্টে তিনিও নগণ্য একটি চরিত্র মাত্র.- মেনে নিতে কষ্ট হয় - তবু নিয়তি এটাই.
টিভি খুললেই দেখছি 'হুমায়ুন' - শববাহী কফিন - পিতৃহীন সন্তানের কান্না - বিধবার আহাজারি - জননীর শোকবিহ্বল মুখ - অজস্র ভক্তের ঢল - স্বতস্ফুর্ত মিডিয়া সবকিছু ক্যামেরার ফ্রেমে আটকে ফেলছে - চলছে কাব্যিক ধারাভাষ্য - দু:সাহসী (?) বিবেকহীন ক্যামেরা পৌঁছে গেছে কফিনের ভেতরেও - তুলে এনেছে মানুষটির সবচেয়ে অসহায় মুহুর্তের ছবি - চ্যানেলগুলোতে শোকের চিহ্ন - আলোচকরা উগড়ে দিচ্ছেন 'হুমায়ুননামা' নিয়ে তাদের অতুলনীয় জ্ঞান আর উপলব্ধি - ওদিকে স্বজনরা দ্বিধাবিভক্ত - কোথায় হবে হুমায়ুনের সমাধি - শেষ আশ্রয় - মিডিয়া হয়ে উঠেছে ব্লাড হাউন্ড - খুঁজছে রক্তের (নাটকীয়তার) গন্ধ - নিশ্চিতভাবে জানি - শোকে কাতর স্বজনদের যে কোনো মন্তব্যকে রসালো আর উত্তেজক ভাবে পরিবেশন করতে একবিন্দু দ্বিধা করবেন না ওই মিডিয়া তুর্কিরা - আরো বলতে পারি - মিডিয়া কোটি কোটি টাকার ব্যবসা করবে এই প্রয়ান কে কেন্দ্র করে - মৃত্যু তাহলে ব্যবসার রসদ ?
আমি হুমায়ুনের কেউ নই - তার গল্পের খুব সাধারণ একজন পাঠক মাত্র - অজস্র রাত তার বই আমাকে সঙ্গ দিয়েছে - জীবনের অনেক বোধ তার কলম থেকে শেখা আমার - বাজার কাটতি সস্তা অনেক লিখা তার ছিল - একবারের বেশি দুবার সেগুলো ছুঁয়ে দেখিনি - কিন্তু পাশাপাশি অসাধারণ অনেক লিখার জনক ও তিনি - আমি সেখানেই তার গুণমুগ্ধ - তার মৃত্যু আমাকে কাঁদিয়েছে - আর এখন কষ্ট পাচ্ছি মৃত্যু পরবর্তী নাটকীয় আড়ম্বরে.
মানুষটা নাস্তিক ছিল না - একটি ধর্মের অনুসারী - যে ধর্ম বিশ্বাস করে - প্রাণহীন দেহ কে দ্রুত মাটির কক্ষে আশ্রয় দেয়াতেই আত্মার প্রশান্তি - বিপরীত ঘটনা দেখছি - শব এখনও মাটি পায়নি - আত্মার নিশ্চয় কষ্ট হচ্ছে - আমাদের ধর্ম তো তাই বলে (যদি আমি ভুল না জেনে থাকি) - কিভাবে লাশ কে শহীদ মিনারে নেয়া হবে - সে পথ পরিক্রমা নিয়ে জটিল সফল পরিকল্পনা হযেছে - মিডিয়ার বদৌলতে আমরা তা দেখেছি - অজস্র ফুল দিয়ে আমি বা আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি - অত্যাধুনিক টিভি ক্যমেরাগুলো তখনও মঞ্চে ছিল - আমরা এমন কেন - আমদের এই আড়ম্বর তার কি কোনো কাজে আসবে - ভালবাসা আর শ্রদ্ধা তো হৃদয়ে থাকে - আছে - থাকবে সবসময় - আমাদের হাই রেজুলেশন ভিডিও - ফুলের স্তবক - বাগাড়ম্বর আর গলাবাজি এখন কি তার কাম্য - পার্থিব যাত্রা তার সম্পন্ন হয়েছে - এবার তাকে যেতে দেই - মাটির কোলে পরম শান্তিতে ঘুমিয়ে পড়তে দেই - যদি তাকে আমরা ভালবাসি - আমাদের প্রার্থনায় তাকে নাহয় স্মরণ করব - সেটাই তো তার জন্য যথেষ্ট হবে - বেঁচে থাকতে যে মানুষটি এত অকপট ছিলেন - আজ মৃত্যুর পর আমাদের বিন্দুমাত্র কপতটাও কি তার প্রাণে সইবে ?
হুম!!
কিছুই করার নাই হাউকাউ চলতেই থাকবে কেউ শান্তিতে থাকতে পারবে না এই দেশে!
হু। বিদায়...
আসলে দেশে মানুষ এতো আজাইরা। ইস্যুর অভাবে ভুগে সারাক্ষণ। কোন বিনোদনমূলক ইস্যু পাইলেই ঝাপাইয়া পড়ে
মন্তব্য করুন