ইউজার লগইন

রিক্যাপচারিং পাস্ট -৬

ঘোরতর বিতর্ক আছে ডায়েরীর অডিয়েন্স নিয়ে। আমাদের নিপাট প্রচারবিমুখ সংস্কৃতি বলে নয়, বিশ্বে গত দশক পর্যন্ত ডায়েরীর সাথে ব্যক্তিগত শব্দটির অর্থপূর্ণ সংযোগ ছিলো। একান্তও যুক্ত হতো যার সাথে গোপনীয়তার একটা প্রকাশ্য অবস্থান ছিলো। প্রচলিত এই মতকে আমার ভাওতাবাজি মনে হয়। ব্যক্তির উন্মুখ প্রচারণার পরিশীলিত কৌশল ছাড়া ডায়েরীর আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। ডায়েরীকারকরা নিজের জন্য এত পরিশ্রমী হবেন কেনো, বরঞ্চ কোড-ডিকোডই যথোপযুক্ত হতো; ভাষায়-গঠন ও প্রকরণে অন্যের পাঠ্য-যোগিতা করার কোনো মানে হয় না। যখন ডায়েরী লিখতাম তখন মাথার মধ্যে থাকতো বিশেষ কেউ - নির্মাণ করতাম চেতন-অবচেতনে তার চোখে যেভাবে দেখতে চাই নিজেকে। প্রতিজন ডায়েরী-পরিচালক তার অনির্ণীত অথচ মূল্যবান পাঠকের চোখে নিজের বিনির্মাণ সম্পন্ন করেন। ফলে আমি একসময় ডায়েরী লেখা বাদ দিলাম। সুন্দরবন ভ্রমণের বছর দুয়েক আগে।

তবে সৌন্দর্যের সকাতর নিমন্ত্রণে একজন মানবীর খোলস ছেড়ে প্রকৃতিময় হয়ে ওঠার ফলে একান্ত ব্যক্তিগত ডায়েরী যেনো রচিত হলো, শব্দহীন লেখায়। না প্রকৃতি, না মানবী, বিকশিত এক স্ব-প্রেম এর নিকাশ। সুপতিতে ষাট/সত্তর বয়সের এক যুগলের দেখা মিললো, যারা প্রকৃতি দেখছিলেন বলে আমার সন্দেহ হয়। ঢের দেখছিলেন নিজেদের নতুন সেটিংসে। বেশ কয়েকবার তাদের বাহুলগ্ন ছবি তুললাম, প্রত্যুত্তরে আমাদের দুজনের ছবি তুলে দিলো। চাইলো ইমেইল, পাঠিয়ে দেবে ইউরোপে ফিরে। তখন আমি ইমেইল-আধুনিক হয়ে উঠিনি। ফলে কাজল মহাখুশী। মশলাদার ছবিটা হাত ছাড়া হয়ে গেলো বলে তার মনে হচ্ছিলো আমি অসন্তুষ্ট। নিজেকে চোখ টিপে একটা ভাব নিয়েই থাকলাম। ফলে না তোলা কিছু ঘনিষ্ঠতর ছবি সৃষ্টি হলো প্রত্যুত্তরে। পুরুষের বক্রশৈলী যাকে বলে।

আবেগ প্রকম্পিত হলে সাবজেক্টের অবগাহনে আপাত নির্জীবতা লক্ষণীয়। বলিষ্ঠ সন্ধ্যা যখন তীরে তীরে অন্ধকার জ্বালিয়ে দিলো - আর দপ করে নিভে গেলো সূর্যের হাসি; সেই অপরূপ তৃষ্ণাকে তাতে কনভার্ট করে দিলাম। যখন ক্রুজ চলতে থাকে তখন এর বাতাস ফেড়ে যায় বাক্যের ঝুড়ি, আর নিশ্বাসে দ্রবীভূত সকল সুগন্ধী তার ঠোঁট বেয়ে নামে।

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


কোথায় যেন পড়েছিলাম, তুমি তোমার জীবনটাকে এমনভাবে যাপন করো যেন তোমার ডায়েরী লুকোতে না হয় Big smile কথাটি পড়ে মনে হয়েছিল এইটা একটা ভাওতা কথা। কারণ আমি ডায়েরী লিখি। ডায়েরীতে অন্তর্গত বেদনার কথা লেখা হয় না, সুখের অনুভূতি অনেক লিখেছি। এটা অবশ্য আমার রাশির দোষ Smile ডায়েরীর অডিয়েন্স থাকবে কেন! ডায়েরীতো সিন্দুকের মতো, এর একটিই দরোজা-সেটি মনের।

লেখার কথা বলা যাক। কৌশিক বর্তমানে আলফা লেভেলে অবস্থান করছে। এ ধরণের অবস্থায় যখন একজন তুমুল ক্রিয়েটিভ মানুষ অবস্থান করেন তখন অডিয়েন্সের রোজকার সকাল ভালো লেখা পাঠের অনুভূতি নিয়ে বর্ণিল থাকে।

লেখার উত্তোরোত্তর সাফল্য কামনা করি।

কৌশিক আহমেদ's picture


সবকটা ইমো দিয়ে এই মন্তব্যটা নতুন করে করতে হবে।

কৌশিক আহমেদ's picture


সবকটা ইমো দিয়ে এই মন্তব্যটা নতুন করে করতে হবে।

হাসান রায়হান's picture


লেখার উত্তোরোত্তর সাফল্য কামনা করি।

সফল্য মনে কতদূর ?

হাসান রায়হান's picture


#সফল্য=সাফল্য

লীনা দিলরুবা's picture


Smile

কৌশিক একজন ভার্সেটাইল লেখক, অথচ ব্লগার সম্প্রদায় ছাড়া আর বিডিনিউজের গন্ডির বাইরের পৃথিবীর পাঠকরা তার লেখার পাঠক হতেই পারলোনা। এইটা একটা অবিচার। প্রতিভার অপচয় করা ঠিক না, সাফল্য মানে কৌশিক অবশ্যই লেখক হিসেবে সফলতা পাবার যোগ্য একজন্য মানুষ। সেই পথে আর অবশ্যই ক্রিয়েটিভ ব্লগার হিসেবে তার সফলতা কামনা করি।

জ্যোতি's picture


নেন পানি খান। কৌশিক ভাই কইছে সবাইরে কোক খাওয়াবে।

কৌশিক আহমেদ's picture


কোক? নো প্রোবলেম। আমি এখনই একটা প্রোপাজাল রেডি করতেছি।

কৌশিক আহমেদ's picture


আপনার মন্তব্যে ফুলচন্দন..

১০

সামছা আকিদা জাহান's picture


একসময় ডায়েরী লিখতে শুরু করলাম। তখন ক্লাশ এইটে পড়ি। কিন্তু ডায়েরী রাখার কোনো গোপন জায়গা নেই। লেখা বাদ দিলাম। আবার শুরু করলাম কিন্তু দেখি লেখার মত কিছু নাই। এখন আমার ডায়েরীর পাতা ভরা শুধু দৈনন্দিন বাজারের লিস্ট। (লজ্জার ইমো হবে কিন্তু ইমো আসে না।)

ধন্যবাদ ভাল থাকুন।

১১

কৌশিক আহমেদ's picture


লজ্জার ইমো আছে নাকি! বাজারের লিস্টের এন্টিক ভ্যালু আছে। একসময় দেখবেন যে দামে যে জিনিস কিনেছেন বিশ্বাস হতে চাইছে না!

১২

জ্যোতি's picture


আগে ডায়েরী লিখতাম। লুকিয়েও রাখতাম। একদিন প্রচন্ড রাগে সব ডায়েরী পুড়িয়ে ফেলেছি, আর কোনদিন ডায়েরী লিখি নাই। Sad কেউ যখন নতুন ডায়েরী দেয় তখন ভাবি, লিখবো, লেখা হয় না।

১৩

কৌশিক আহমেদ's picture


প্রচন্ড রাগটাকে মাইনাস। পৃথিবী হারালো।

১৪

আহমাদ মোস্তফা কামাল's picture


এখন অনেকেই (বিশেষ করে লেখকরা) ডায়েরি লেখেন একথা ভেবেই যে, তাঁর মৃত্যুর পর এই ডায়েরি প্রকাশিত হবে, জনগণ এটা পড়বে ইত্যাদি। ফলে ওটাতে আর ডায়েরির সরলতা থাকে না, নিজের সাথে নিজের কথপোকথন থাকে না, তার আরো অনেক কপটতার সঙ্গে আরেকটি কপটতা যুক্ত হয় - ডায়েরি!... একবার আমার এক লেখক বন্ধুর স্ত্রী খুব গভীর এক দুঃখ নিয়ে বলেছিলেন -- ‌জানেন কামাল ভাই, আপনার বন।ধু আমাকে এমন এক ভাষায় চিঠি লেখে, যে সেটা পড়েই বুঝতে পারি, চিঠিটা ও আমাকে লেখেনি, লিখেছে ওর পাঠকদের উদ্দেশ্যে; মৃত্যুর পর এইসব চিঠি প্রকাশিত হবে- এটা ধরে নিয়েই ও এগুলো লেখে!!!!

তবে ব্যক্তিগত ডায়েরি লেখার চল এখনও আছে, এখন বহু মানুষ নিজেকে মেলে ধরেন ডায়েরির পাতায়। সেই অর্থে এর গুরুত্বও কমেনি।
-----------

কৌশিকের লেখা সম্বন্ধে আগেও অনেকবার বলেছি! ও গুরুত্ব দেয়নি। আমি ধরেই নিয়েছি, আমার কথাবার্তাকে কৌশিক নিতান্তই বালখিল্য আবেগ বলে উড়িয়ে দেয়। নইলে এই ধরনের অসাধারণ / চমৎকার লেখার হাত নিয়ে একজন লোক নিজেকে এতখানি অপচয় করতে পারতো না!

আবারও অনুরাধ করছি কৌশিক, লেখা বাছাই করা শুরু করেন, বাদবাকিটা পরে দেখা যাবে!

১৫

কৌশিক আহমেদ's picture


বস, আপনার কথা শিরোধার্য!

১৬

শওকত মাসুম's picture


একবার ডায়েরিতে অতি গোপন লেখা লেইখা ধরা খাইছিলাম। তারপর আর লিখি না। বছরের শুরুতে ২৫/৩০টা ডায়েরি পাই, মানুষকে দেই। এতেই আনন্দ।

১৭

মাহবুব সুমন's picture


কার কাছে ? Cool

লেখার আমার একটা স্টাইল আছে, সেইটা প্রশিক্ষন লব্ধ। এমন ভাবে লেখতে হপে যেনো পাঠক ভাবে সে অনেক কিছুই জেনে যাচ্ছে মাগার লেখন তার আসল কথাই বলবে না। উদাহরন হিসাবে বইলতে পারি, যাবো ধানমন্ডি বাসে কইরা কিন্তু লিখলাম যামু কদমতলী সিন্জিতে Wink

ডায়রীতে গুপন কথা লিখি না Wink

১৮

কৌশিক আহমেদ's picture


গোপন কথাটা এখন এইখানে লেখেন!

১৯

লীনা ফেরদৌস's picture


তবে সৌন্দর্যের সকাতর নিমন্ত্রণে একজন মানবীর খোলস ছেড়ে প্রকৃতিময় হয়ে ওঠার ফলে একান্ত ব্যক্তিগত ডায়েরী যেনো রচিত হলো, শব্দহীন লেখায়। না প্রকৃতি, না মানবী, বিকশিত এক স্ব-প্রেম এর নিকাশ। ------- ভাষার অলংকরণ খুব চমৎকার !!! অসাধারণ কৌশিক অসাধারণ !!!

২০

কৌশিক আহমেদ's picture


থ্যাংকু দোস্তো।

২১

তানবীরা's picture


খুব চমৎকার !!! অসাধারণ কৌশিক অসাধারণ !!!

২২

কৌশিক আহমেদ's picture


আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২৩

মেঘকন্যা's picture


ডায়রীর কথা আর কি বলব! সব লিখি, কোন লিখার আইডিয়া, কোন মানুষটাকে রাস্তায় দেখে ভালো লাগলো, অমুকের হাত ধরে কেমন শিহরণ জাগলো, ডায়রী লিখার ফাঁকেই কবিতারা আসছে এতবছর কিন্তু ভাইরে বিয়ের পর থেকে কি যে যন্ত্রণা! কোন গল্পের নায়কের নাম ডায়রীতে নোট করে রেখেছি,ব্যস এই ব্যক্তি কে তা জানার আগ্রহের শেষ নাই! আমার বাসায় কেউ কোনদিন দুঃসাহসে ভর করেও আমার কোন জিনিস ধরেনি ডায়রী তো অনেক দূরের ব্যাপার! তাই কোনদিন লুকাইনি। আমার একমাত্র কবুলের সঙ্গী অতি ভালোবাসায় আর্দ্র হয়ে (অথবা আাকে বুঝতে না পেরে) ডায়রী, মোবাইল এমন কোন জিনিস নাই যেটা দেখে না। এই যে মন্তব্য করছি এটা নিয়াও আমার দু কথা শুনতে হতে পারে। ফেইসবুকের স্ট্যাটাস দেয়ার সময়ও সাবধানে থাকতে হয়, কি বুঝতে কি বুঝবে আল্লাহ জানেন!
আমি হাল ছাড়ি নাই Big smile
এখনো ডায়রী লিখি অমর হবার আশায় না, নিজের সাথে নিজে কথা বলার খায়েশে Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

কৌশিক আহমেদ's picture

নিজের সম্পর্কে

ঠিক যে সময়ে তুমি অ-সিদ্ধান্তের স্থির ভলকানো
হরতাল-বিভ্রমে অফিস নামক খাঁচার জন্য অনিরাপদ
উদ্দেশ্যবিহীন রিমোট ঘুরিয়ে দুচোখের আশ্রয়ে
এক অথবা একাধিক নিউজ নিউজে বিচারক
একটু কি অবসর হবে? এক কাপ চা?

এই যে ধরুন বিগলিত ডিনারের পাশে অপেক্ষমান শ্রোতা
আমাদের ডাল-ভাত সকাশে বিনিদ্র মূল্যযান
রোজগেরে টমোটো-শশার উপরিতে
ভদ্রলোকের মত চামচ বাজিয়ে আলাপের করতল
একটু কি অবসর মেলে? কি হচ্ছে দেশে?

দুই দিকে যাচ্ছি বিলক্ষণ
তোমার দয়ার্দ্র রাজনীতির ভেতরে আমার গোরস্থান।