তারে ভুলতেই পারলাম না
মনটা খুবই খারাপ। জব্বার কাগুর বিতলামি দেইখা আমোদ হয়, মন খারাপ হয় না। বার্সা ৩-১ গোলো হারছে, হতাশ হইছি, মন খারাপ করি নাই। সৌরভ দাদার দল সেমিফাইনালে উঠতে পারে নাই, কষ্ট পাইছি। তীব্র মন খারাপ করতে পারে নাই। সন্ধায় সবাই আড্ডা দেয়, তাও মাইনা নিছি। কিন্তু......
পত্রিকায় একটা সংবাদ পইড়া খুবই মন খারাপ হইছে। প্রিয়জন অসুস্থ্য হইলে মন বিষাদ হওয়ারই কথা। যদিও সে আপাতত কিছুটা সুস্থ্য। সেই সংবাদও পড়লাম।
আমার প্রথম প্রেম সে। প্রথম প্রেম কি আর ভোলা যায়? কবে তাকে প্রথম দেখছিলাম মনে নাই, দেখা মানে পত্রিকার পাতায়, টেলিভিশনে। যেখানেই দেখি না কেন প্রেমে পড়তে একদমই সময় লাগে নাই।
কবিদের উপর আমার প্রচন্ড মেজাজ খারাপ। তারা এত্তো বিষয় নিয়া কবিতা লেখে, কিন্তু তারে নিয়া লেখা কোনো কবিতা আমার চোখে পড়ে নাই। কবিরা আসলেই কোনো কামের না।
তাই বাধ্য হইয়া আমিই কবিতা লিখছি একটা তারে নিয়া।
ববিতা ববিতা ববিতা
ববিতা ববিতা ববিতা
ববিতা ববিতা ববিতা
ববিতা ববিতা ববিতা
ববিতা ববিতা ববিতা
ববিতা ববিতা
এবং ববিতা
তাকে নিয়েই আমার এই
কবিতা।
একসময় বিচিত্রায় সিনেমার নায়িকাদের নিয়া এলবার বাইর করতো। ববিতারে নিয়া যে এলবামটা বানাইছিল সেইটা কত যে দেখতাম। আহা......ববিতা।
কবিতাটা আবার পড়তে ইচ্ছা করতাছে।
টাকা আনা পাইয়ের সেই আহলাদী ববিতারে একবার দেখলে আর কী ভোলা যায়। কিংবা বাদী থেকে বেগম, পিচ ঢালা পথ, আলোর মিছিল, অনন্ত প্রেম, আনারকলি, অশনি সংকেতের অনঙ্গ বউ, স্বরলিপি, নয়ন মনি, গোলাপি এখন ট্রেনে, বন্দিনী।
কবিতাটা কি আবার বলবো.....?
নাগরিক সৌন্দর্যের প্রতীক এই ববিতা তারে নিয়ে বন্ধুদের সাথে কতই না ঝগড়া করছি এক জীবনে।
আসেন তাইলে এবার চলন্ত ববিতারে দেখি
১. ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকোনা......
ববিতা নানুর জন্ডিস দ্রুত সাইরা উঠুক
ববিতারে নানু কইছেন কেন? তবে রে..............



সেই জ্ঞান হবার পর থেকেই ওনাকে একই রুপে দেখে আসছি, আম্মুও নাকি ওনাকে একই রুপে দেখিয়াছেন তাই মনে করলাম হেহেহেহ

তবে আপ্নেরে কিন্তুক নানা বলি নাই, ইম্মানে কই নাই
:evil:
:evil: 
নানু বলেন আর যাই বলেন কাজী সাব ববিতার মত সুন্দরী নানুও যে ধরাতলে বিরল।
তারপরেও ববিতারে নানু বলা যাইবেক না।
আমার খালামমা, সুচিতরা সেনের নকল মারতেন আমাদে আনটি, ঘাড় বাকা করে
সুচিত্রা খালারে নকল করে নায় কেডা? তয় ববিতা হইল ইউনিক। তার ঘার বাকা করে তাকানোটাও অন্যরকম। আহলাদটাও অন্যরকম। চোখ পিটিপিটি করা........সেইটাও অন্যরকম।
কোন ছেলে ববিতারে ভালবাসবেনা এইটা প্রায় অসম্ভব। আমরা মেয়ে হইয়াও কুট্টিকাল থেকে ববিতারে ভালবাসি আর মাসুম ভাইর মত ........... তারজন্য পাগল হবেনা সেইটাতো মহাভারত অশুদ্ধ হবার মত ঘটণা।
ববিতার ছবিঅলা ভিউ কার্ড ছিল অনেকগুলা। মাঝে মধ্যে চেয়ে চেয়ে দেখতাম। কত সুন্দর করে না সৃষ্টিকর্তা তারে বানাইছে। প্যারাগন অব বিউটি! তার ফিগার ছিল দেখার মত।
যাহোক তিনি সুস্থ্য থাকুন।
আহা............ববিতা ববিতা আর ববিতা...........বাংলাদেশে তার চেয়ে সুন্দরী আর কেউ আছে নাকি?
আহারে, আপনে কামেল লোক, আজকা নি:সন্দেহ হৈছি, কত খুজছি ববিতার জুয়ান কালের ফডু, ইন্টারনেটে....পাইনাই, পাইনাই....
বাংলাদেশের সিনেমার ইতিহাসে ববিতার মত স্মারট, সুন্দরী আর প্রতিভাবান নায়িকা আসেনাই....
আমরা ফেসবুকে ববিতার ফ্যান ক্লাব বানাই?
বিলাই মিউ কই থেইকা আসলো ?আহারে বিলাই বেঁচে আছে কি ভাল্লাগছে দেখে!
এইতো ববিতা ভক্ত পাওয়া গেছে। বুখে আয় বাবুল
আসেন ফ্যান ক্লাব করি
ববিতার ফ্যানক্লাবে আছি..........বানান দেখি একটা।
ববিতানিট তাড়াতাড়ি সুস্থ হয়ে মাসুম ভাই এর বুকে থুক্কু মানে সুন্থ হয়ে যাক আর কি।
ববিতান্টিরে খুব পছন্দ আমার। সেই পুতুল পুতুল চেহাহার ববিতাকে এখনও দেখতে পাই কল্পনায়। কি মিষ্টি একটা মেয়ে!
গান তিনটাও খুব পছন্দ।
আর কবিতাটাতো অস্কার পাবে ইনশাল্লাহ।
সেইটাই। আফসুস। ববিতারে নিয়া আর কেউ কবিতা লিখলো না।
ববিতা খালাম্মার জন্য দোয়া রইল। উনাকে নিয়ে একবার একটা হিট ব্লগ লেখা হয়েছিল।
সেইটা কৈ? লিঙ্কু দেন
http://www.somewhereinblog.net/blog/Nervous90s/28834105
ইয়ে মানে...উনি আবার আরেক নিকে কবিতা সংকলনের জন্যও বহুত জোকারি করছেন
পরে মনে হয় পিয়াল ববিতাকে নিয়ে একটা পোস্টও দিছিল।
পরে মনে হয় পিয়াল ববিতাকে নিয়ে একটা পোস্টও দিছিল।
আহারে ববিতা... মনে মনে কতো প্রেম করছি তার লগে
আমার মধ্যে ছিল চরম মুগ্ধতা। আহারে ববিতা
টাকা আনা পাই এর ববিতার ছবি দেন; ঐরকম ববিত আর কোনখানে দেখলাম না
কোথাও খুজে পেলাম না যে
আমার সাদাকালো ববিতারে ভাল্লাগতো...সেরাম ছিল
রঙিন অশনি সংকেত-এ ববিতাও তো দারুণ।
ববিতাই হইলো বাংলাদেশের একমাত্র অভিনেত্রী যারে বিদেশের ছবিগুলিতে আধুনিক মাইয়া থেইকা শুরু কইরা অশনি সংকেতের গ্রামের মেয়ে পর্যন্ত যে কোনো চরিত্রে চোখ বন্ধ কইরা কাস্ট কইরা দেয়া যাইতো।
সম্ভবতঃ নেপালী মেয়ে নামের একটা সিনেমায় মোটাসোটা ববিতা নায়িকা ছিলো...কিন্তু সেইটা দেখতেও খারাপ লাগে নাই। ঐ সিনেমার একটা গান অনেক জনপ্রিয় ছিলো, কিন্তু এই মন্তব্য লেখনের টাইমে কিছুতেই মনে করতে পারলাম না গানের কথা...
ভাস্করদা, ববিতারে নিয়া একটা কবিতাও লিখলেন না, আফসুস।
ভাস্করদা আমার ছায়াছন্দের থিসিসটা দেখেন নাই
ববিতা আমার দেখা সুন্দরিদের মধ্যে প্রথমদিকে থাকবে, নিঃসন্দেহে। ঈশ্বর কাউকে কাউকে এরকম সুন্দর করে সৃষ্টি করে, এ ভারী অন্যায় হলেও সেসব সুন্দরীদের প্রতি কোন রাগ নেই আমার!
ঈশ্বর ববিতারে তৈরি করছেন। ঈশ্বরকে ধন্যবাদ।
চুরি করেছে আমার মনটা,হায়রে হায় মিস লংকা।।
ববিতার প্রায় অনেক গুলা গানে তার এক পা তুলে ফেলার পোজ এখন ও অনেকে নকল করে।
পুতুল, তুমিও নকল কইলা এরম একটা পোজ দাও। তোমার জামাই তো ভাল ছবি তোলে। ছবি তাইলা এইখানে স্যাম্পল দাও। আমরাও একটু দেখি।
হা ববিতা !!!!! হায় ববিতা !!! ওহ ববিতা !!! আহ ববিতা !!!
বাহ বাহ
আহ!!! ববিতারে আজ খালাম্মা অথবা নানু ডাকতে হচ্ছে...আমি কেন এতো পরে জন্মাইলাম !!!
তাতে কি। ববিতা ববিতাই
এত্তো সুন্দর নায়িকা কেম্নে যে অমন করে চুলের ঝাকড়ানিঅলা কেউ তে পরিনত হইছেন ভাবতে আজব লাগে!... দারুন লাগে পিচ্চিকালের ববিতারে...
ববিতা'র উপলক্ষ্য দিয়া মাসুম্ভাই জানান দিতেছেন উনিও কবিতা লিখতে জানেন... উনিও ক্যামেরা, মোবাইল গিফট প্রত্যাশী!
এই লাইনে তো ভাবি নাই। যাই তাইলে ফেসবুকে
http://www.facebook.com/profile.php?id=1217078409&ref=pymk
লন... ববিতার বন্ধু হয়ে যান
অরিজিনাল তো?
গানেরই খাতায় স্বরলিপি লিখে, বলোওওও কি হবে গানডায় একটা শট আছে না?
ঐ যে..
ববিতা খাটে শোয়া থাকে, গানডার এক এক লাইন গাওয়ার সময়, ক্যামেরা টা একটু কৈরা আইসা থাইমা যায়?তিন দাইন..
আহা, এইরাম ক্যামেরা শটও কোনোদিন আর দেখিনাই.....
স্বরলিপি যে কত বার দেখছি... তার হিসাব নাই
আহা আবার দেখতে মন চায়।
যদিও স্বরলিপি ছবি পুরাটাই নকল। তয় ববিতাই সেরা।
ববিতা আমার কৈশোরের প্রিয় নায়িকা। বড় হয়ে ববিতারে বিয়ে করা যাবে কিনা সেটা মনে মনে গুনগুন করলেও কাউরে কইতে পারি নাই। আজকে কইলাম।
তার 'টাকা আনা পাই' এই ছবিটার ডিভিডি কেউ যদি আমারে যোগাড় করে দিতে পারে, তারে আমি 'যা চাইবা তাই পাইবা' পুরষ্কার দিব। এই ছবিতে ববিতারে দেখে যে ব্যাটা প্রেমে পড়ে নাই, তার কলিজাই নাই।
এইটার ডিভিডি তো ঢাকায় পাওয়া যায়।
ববিতার কোন ছিনেমা দেখিনি। উনি তো অনেক আগের
আপনার জীবন পুরাটাই বৃথা
আহা.. প্রিয় নায়িকা ববিতার ফটুক দেইখা পরান জুড়াইলো ...
একটা সময় ছিল যখন ছায়াছন্দের জন্য বইসা থাকতাম রাত্র ১০:৩০ পর্যন্ত.. শুধু মাত্র ববিতার একটা গান দেখার জন্য...
মাসুম ভাইরে ধইন্যা... ববিতার স্মরণ করার জন্য ...
এবির ব্যানারে ববিতার ফটুক লাগানো হোক
এবির ব্যানারে ববিতার ফটুক লাগানো হোক
টাকা আনা পাই নামে একটা মুভিতে যা লাগছিলো!
মিস লঙ্কায় ও ।
সুস্থ হয়ে ঊঠুন ।
টাকা আনা পাই সেরা
ববিতারে এবি তে নিমন্ত্রন জানানো হোক। আমাদের এবির এত মানুষের ভালবাসা জানানো দরকার।ববিতা - ববিতাই,ওর তুলনা নাই।
আমিও আজ পরযন্ত ববিতাকে ভুলতে পারলাম না। আমার জন্ম ৭৮ সালে। মানে ববিতার সিনেমায় আসার ১০ বছর পরে। আমি তাই পরিচিত ছিলাম কিছুটা মোটা ববিতার সাথে। কিন্তু সেই ছোট বেলা থেকেই ববিতার অসাধারন সুন্দর চেহারার জন্য তার ভক্ত ছিলাম। পরে তার সাদা কাল ছবি গুলোও দেখেছি বিটিভি তে । তখন প্রতি মাসে একটি করে বাংলা ছবি দেখাত । আমি অপেক্ষা করতাম কবে ববিতার ছবি হবে । যেদিন ববিতার ছবি দেখাত সেদিন আমার খুশি আর দেখে কে ।এভাবে হলে ও টিভিতে ববিতার অনেক ছবি দেখেছি। সেই ছোট বেলাতেই আমার মনে হত ববিতার মত সুন্দরী শুধু বাংলাদেশে কেন পৃথিবির কোথাও নেই । এমনকি সেই সময় ভিসিয়ার এ শ্রিদেবী, রেখার মত ভারতীয় নায়িকাদের ছবি দেখলেও আমার মনে হত ববিতা তাদের চেয়ে অনেক গুনে সুন্দরী।এক সময় আমি শুধু ববিতার ছবি আ্কতাম।এমনকি না দেখেও আমি হুবুহু ববিতার ছবি আকতে পারতাম, এখনও পারি। ছোট বেলায় ববিতার ভিউকারড কেনার নেশা ছিল। এখনও কিছু পুরানো ভিউকারড আছে আমার কাছে। শাবানা ভক্তদের সাথে অনেক তর্কও করেছি ববিতার ভক্ত হিসেবে।সেসব এখন শুধুই সৃতি।তবে মাঝে মাঝে ববিতার উপর রাগ হত কেন পরে এত মোটা হয়ে গেল।এটা নিয়ে অনেকে আমাকে ববিতার ভক্ত হিসেবে ক্ষেপাত। যদিও মোটা হলেও ববিতাকে তার অসাধারন সুন্দর মুখশ্রির জন্য কখোনই খারাপ লাগত না। আমার ববিতাকে ওয়েস্টার্ন পোশাকেই বেশি ভাল লাগত।লম্বা সাদা গাউন, কিংবা স্কার্ট-টপস সাথে পেন্সিল হিল, অথবা প্যান্ট-শার্ট এ ববিতাকে অসম্ভব ভাল লাগত। যদিও শাড়ীতেও ববিতাকে খুবই ভাল লাগত।আমি যত গুলো ছবি দেখেছি তাতে আমার মনে হয়েছে ববিতাকে বেশি সুন্দর লেগেছে-মিস লঙ্কা, দূরদেশ, টাকা আনা পাই, বন্দিনি, রামের সুমতি, সরলিপি এই ছবিগুলাতে।তবে সব ছবিতেই ববিতা সুন্দর। এখোনো ববিতাকে মিস করি।আফসোস এই আমার এই ববিতা প্রিতির কথা ববিতা কখোনোই জানতে পারবে না।তবুও ববিতাকে আমি ভালবেসে যাব আমার প্রিও নায়িকা হিসেবে।
আমার হলে বসে দেখা ববিতার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা-
১। লাইলী মজনু
২। প্রেমিক
৩। চোর
৪। অবুঝ রিদয়
৫। লেডি স্মাগলার
৬। দীপু নাম্বার টু
৭। মায়ের অধিকার
আজ ববিতার জন্মদিন ... তেনারে শুভেচ্ছে
~
ববিতা খালাম্মার জন্মদিনে উনাকে অনেক শুভেচ্ছা। খালাম্মা দীর্ঘজীবি হউক।
মন্তব্য করুন