ইউজার লগইন

পিকনিক রঙ্গ

১. সেরা ধরা খাওয়া......
সবাই বাসে বসে আছে। কিন্তু বাস আর ছাড়ে না। মেসবাহ ভাই বাস ছাড়তে কিছুতেই রাজী হচ্ছেন না। সবাই অস্থির, কিন্তু মেসবাই অনড়। কাহিনী কী? কাহিনী হচ্ছে একটা ফোন। মেসবাহ ভাইয়ের হলুদ ফোনে একটা ফোন আসে, আর মেসবাহ ভাই গাড়ি ছাড়তে না করে।
বিষয় হচ্ছে একজন আসছে, তাকে পিকনিকে নিয়ে যেতে হবে। সে আসলো ৪০ মিনিট পর। সাথে ফুল ফ্যামিলি। আসলো গাড়িতেই।
এসেই বলে, আপনাদের বাসরে তাহলে আমরা ফলো করি........ Angry

২. আবারও সেরা ধরা খাওয়া.......
রায়হান ভাইয়ের একটা মন্তব্য.......আপনার এই কালেকশনটা ভাল হয় নাই।
এর ব্যাখ্যা করা সম্ভব না। Tongue

৩. সেরা জামাই.....
সবাই ঘুরে বেড়ালো, বউ তাস খেললো, তিনি ভাল করে খেতেও পারলেন না, কিন্তু ছেলেকে খাওয়াতে হলো...
তার দুঃখে চক্ষে পানি চইলা আসছিলো। আমার একার না, অনেকেরই।
বিশ্বাস করেন আমার চক্ষে এখনও পানি Crying


৪. সেরা বাফড়া.......

পিকনিকে বাফড়ার পারফরমেন্স সুপার। আই লাভ বাফড়া। Smile


৫. সেরা ঝাড়ি......

বাসে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর বিস্তারিত ব্যাখ্যা রায়হান ভাই দিক.... Tongue


৬. সেরা হুমকি......

সাহাবুদ্দিন উদরাজী থুক্কু সাহাদাত উদরাজী শেষ সময়ে জানালো সে পিকনিকে যাবে না। এই কথা শোনা মাত্রই রায়হান ভাই চিৎকার দিয়ে বলে উঠলো-এই বাস থামাও। আমি যাবো না।
উদরাজী বিহীন পিকনিক কেমনে হয় এই ভাবনায় রায়হান ভাইয়ের এই হুমকি.... Devil

৭. সেরা মিস..........
যদি উদরাজী যাইতো......তাহলে এই দৃশ্যটা থাকতোই। রায়হান ভাই আর টুটুল দৌঁড়াচ্ছে আর পিছনে পিছনে উদরাজী। রায়হান ভাই ও টুটুলের হাত গালে, যাতে কেউ..........
থাক আর বললাম না। Rolling On The Floor

৮. সেরা সুইট লুল............
ঋহান। নাজ লুলদানি সাপ্লাই দিতে দিতে টায়ার্ড হইয়া গেছিল। Big Hug

৯. সেরা লুল.....
দুপুর বেলায় একজনরে কইলাম চলেন তো ওইদিকে যাই...সে কইলো-নারী ছাড়া যাইতে ভালো লাগে না... Laughing out loud

১০. সেরা চিপায় যাওয়া.....
পিকনিক স্পটটা ভাল। খোলা মেলা, আবার চিপাও আছে। হঠাৎ দেখি মেসবাহ ভাই নাই। কিছুক্ষণ পর আসলো। রায়হান ভাই জিগাইলো কৈ গেছিলেন। মেসবাহ ভাই কই ......... (একটা ছেলের নাম কইছিল, ঈমানে কইলাম, আমি নিজে শুনছি) ডাকছিল...... Wink


১১. সেরা ভঙ্গি.......

জেবীন-ভাঙতি নাই Tongue

১২. সেরা গান.........বাসের মধ্যে

তুমি দিও নাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া ।

তুমি ভয় কেন পাও প্রান সজনী আমায় দেখিয়া
তোমায় প্রেম সোহাগে রাখব আমার বুকে জরাইয়া ।

তুমি দিও নাগো বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি বন্ধ ঘরে অন্ধ কারে যাব মরিয়া ।

আচল ধরে টান দিওনা লাজে মরে যাই
প্রথম রাতে আমি তোমার কাসছ ক্ষমা চাই ।

সুখের পরশ দেব তোমায় থেকোনা দূরে
শান্তি খুজে পাবে আমার প্রেমের আদরে ।

আমি চাইনা তোমার প্রেমের আদর দাওনা ছারিয়া
সব কিছু জোর করে নিওনা কাড়িয়া ।

এই রাত আর কোনোদিনও আসবেনা ফিরে
একটু পরেই রাত পোহাবে থেকো না দূরে ।
আমার বুক কাঁপে দুরু দুরু মনে লাগে ভয়
জানি না তো আজ নিশিতে কি জানি কি হয় ।

আমার ইচ্ছা করে ময়ুর পংখি নায়ে চরিয়া
আমি তোমায় নিয়া প্রেম যমুনায় যাব ভাসিয়া
ঘরের বাত্তি নিভাইয়া ।

আমার অনেক কথা বলার আছে তোমার সাথে
মনের কথা বলব সবই এইনা বাসর রাতে ।
তুমি যতোই কর ছলা কলা শুনবনা আর আমি
ভুলে কেন যাও গো তুমি আমি তোমার স্বামী ।

আগে মনের সাথে মনটা আমি নেব মিলাইয়া
দুটি মনে যদি হয় মিল কয় তারে বিয়া
বন্ধু কয় তারে বিয়া ঘরের বাত্তি নিভাইয়া ।

সবাই আপডেট বা নতুন কিছু যোগ করতে পারেন.......


১৩. সেরা উদীয়মান লুল

বাপ্পী। শেষ বেলায় বিমারে ডিফিট দিয়া সেই বাজীমাত করছে।


১৪. সেরা ডায়লগ

শরীরে হাত দেন ক্যান... ।
এইটাও বাপ্পির ।

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


রায়হান ভাই কি তাইলে পিকনিকে বেশী ফাপরে আছিলো নাকি?

ঈশান মাহমুদ's picture


কমেন্ট করার আগে দেখি কোন কমেন্ট নাই, কমেন্ট করার পরে দেহি জয়িতা ফার্স্ট, ক্যামতে? হায়রে....কোন ক্ষেত্রেই জীবনে ফার্স্ট অইতে পারলামনা !

শওকত মাসুম's picture


রায়হান ভাইরে জিগাও

ঈশান মাহমুদ's picture


পিকনিকের সেরা লেখা, পুরা শান শওকত সহ মাসুমীয় স্টাইল। Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

শওকত মাসুম's picture


আমি তো মাসুম

জ্যোতি's picture


এই গান্টা আপনিও তাইলে মুখস্ত করলেন?

শওকত মাসুম's picture


গানটা সুপার। ডুয়েট তো আরও সুপার

মীর's picture


রায়হান ভাই আর টুটুল ভাই গালে হাত দিয়ে দৌড়াইতো ক্যান? কেউ কি চুমা দেয়ার ট্রাই নিতো নাকি?

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

১০

নাহীদ Hossain's picture


Tongue out

১১

শওকত মাসুম's picture


রায়হান ভাই স্মৃতি রোমন্থন করুক

১২

ভাঙ্গা পেন্সিল's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

১৩

শওকত মাসুম's picture


ল্যাব এইড, লিফট......কতো স্মৃতি..................

১৪

তানবীরা's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

১৫

আনিকা's picture


এক সিগারেটখোরের ঝাড়ি খাইয়াই রায়হান ভাই কাইত... তাও যদি আমার মতো মাসুম কেউ (অধূমপায়ী) ঝাড়িটা দিতো... Tongue

১৬

হাসান রায়হান's picture


খোরগুলিরে কইলাম আমি খাই না কিন্তু গাধা গুলি ধুয়া দেইখাই চিল্লাচিল্লি শুরু করছে। বিখাউজ পোলাপাইন আমার পিছন থিকা বিড়ি টাইনা আমার মাথার পাশ দিয়া ধুমা ছাড়ছে। Sad

১৭

কিছু বলার নাই's picture


আমি তো ঝারি দেইনাই! বাস-এ বাচ্চাকাচ্চা ছিল তাই মানা করছিলাম খাইতে...এইটা তো আমার মনেও ছিলনা, ফিরা আইসা একজন কইলো তখন বুঝলাম এইটাও একটা ঘটনা! আর এইটা বাচ্চাওলা বাসের মধ্যে বিড়ি টানা সবাইরে উদ্দেশ্য কইরা বলা হইছিল, আপনেরে শুধু না। মিয়া বাচ্চাকাচ্চা না থাকলে তো আমিও একটা ধরাইতাম..Tongue

১৮

শওকত মাসুম's picture


পরে দুইজনে একসাথে বিড়ি ধরাইলেন না কেন?

১৯

কিছু বলার নাই's picture


কোন পরে?

২০

শওকত মাসুম's picture


পিকনিক স্পটে। আপনি কী মনে করছিলেন? Smile

২১

কিছু বলার নাই's picture


হাহা, না আমি কমেন্টটা ভুল বুঝছিলাম প্রথমে, আমি ভাবছি দুইজন বলতে আপনে আমারে আর তাযিনরে বুঝাইছেন...আমি আসলে ঐখানকার অর্ধেকের বেশি মানুষরে চিনিনা, ধীরে ধীরে পরিচয় পাইছি, আর যেহেতু বাসের ঘটনা মাথায়-ই ছিলনা...সো মনেও ছিলনা কারে কি কইছি :প....আমার স্মৃতিশক্তি নিয়া আমি নিজেই একটু শংকিত হইয়া গেলাম :প

২২

ঈশান মাহমুদ's picture


গানটা আগেও শুনছি অছলিল লাগছিল। কিন্তু পিকনিকের পরে আইজকাও শুনলাম, অত উচ্চ মার্গীয় এবং উপাদেয় রসাত্মক গান । গীতিকার এবং শিল্পীদ্বয় জাতীয় পুরুস্কার পাওয়ার যোগ্য।

২৩

ঈশান মাহমুদ's picture


গানটা আগেও শুনছি অছলিল লাগছিল। কিন্তু পিকনিকের পরে আইজকাও শুনলাম, অতি উচ্চ মার্গীয় এবং উপাদেয় রসাত্মক গান । গীতিকার এবং শিল্পীদ্বয় জাতীয় পুরুস্কার পাওয়ার যোগ্য।

২৪

শওকত মাসুম's picture


এইটা এবির জাতীয় পিকনিক সংগীত, আর এবির জাতীয় কমিতা হইল গুলনাহারনামা

২৫

সাঈদ's picture


মাসুম্ভাই খাওয়াতে মগ্ন

২৬

নাহীদ Hossain's picture


... আপ্নারে ডক্টরেট দিলাম ...

২৭

উলটচন্ডাল's picture


হাইলাইটসগুলো পড়ে Rolling On The Floor Rolling On The Floor
গানটা দারুন। পিকনিকের কোন ভিডিও থাকলে আরো মজা হত।

২৮

মুকুল's picture


বাসর ঘরে বাত্তি নিভানির গানটা গতবারও হিট আছিলো। Laughing out loud

২৯

হাসান রায়হান's picture


এইবার ডুয়েট হওয়াতে বাম্পার হিট করছে।

৩০

মুকুল's picture


এবার বিমার সহশিল্পী কে আছিলো?

৩১

শওকত মাসুম's picture


একবার ছেলে ও মেয়ে আলাদা করে দিতে চাইছিলাম। পরে ভাবলাম থাক........

৩২

নাজমুল হুদা's picture


মনে রেখো আমিও ছিলাম........মনে রেখো আমিও ছিলাম.

৩৩

জ্যোতি's picture


Raihan vai.JPG

গুরু শিষ্য

৩৪

জ্যোতি's picture


এইটা এমন হইলো কেন? Sad

৩৫

হাসান রায়হান's picture


১৩. সেরা উদীয়মান লুল
বাপ্পী। শেষ বেলায় বিমারে ডিফিট দিয়া সেই বাজীমাত করছে। Glasses

১৪. সেরা ডায়লগ
শরীরে হাত দেন ক্যান... । Cool
এইটাও বাপ্পির ।
(খেক খেক খেক..)

৩৬

লীনা দিলরুবা's picture


শরীরে হাত দেন ক্যান ...........হাহাহাহা।

৩৭

জ্যোতি's picture


বাপ্পী এই ডায়লগ দিয়াই বিমারে কাইত করে ফেলছে। বাপ্পী রকস্।

৩৮

বোহেমিয়ান's picture


আমি সকলের দোয়া প্রার্থী! Wink

৩৯

শওকত মাসুম's picture


কাজ হইছে?

৪০

গৌতম's picture


দোয়াগো!

৪১

নাহীদ Hossain's picture


৪২

জ্যোতি's picture


গানের সেরা এক্সপ্রেশন
sera poz.jpg
ওরে ও রিক্সাওলা... আমার বাড়ির সামনে কলিংবেল ক্যান বাজাও

৪৩

লীনা দিলরুবা's picture


সালমার গানটারে এবি সঙ্গীত করা হোক Smile

৪৪

বোহেমিয়ান's picture


একমত!

৪৫

ঈশান মাহমুদ's picture


গানটা সম্ভবত বিউটির।

৪৬

শওকত মাসুম's picture


এইটা সালমা।

৪৭

হাসান রায়হান's picture


guru

৪৮

মীর's picture


বুঝতাসি না, আইজকা হঠাৎ কৈরা চাঙ্গা চাঙ্গা লাগতেসে।
-হ, আমারু আমারু।

৪৯

সাহাদাত উদরাজী's picture


গুরু, এ ছবিটা আপনি তোলেন নাই! কিন্তু কি করে আপনি পোষ্ট করলেন। আপনার বিরুদ্দে মামলা হওয়া দরকার! আপনার তোলা ছবি চাই, নাকি ব্যাটারী চার্জ ছিল না!

আপনার জামাটা একদম পিকনিক ফিট! ভাবী না আপনার পছন্দ! শীতে মনে হয় কাবু হয়ে গেছেন! মাসুমীয় জ্যাকেট নেন নাই!

৫০

সাহাদাত উদরাজী's picture


৬. সেরা হুমকি......
সাহাবুদ্দিন উদরাজী থুক্কু সাহাদাত উদরাজী শেষ সময়ে জানালো সে পিকনিকে যাবে না। এই কথা শোনা মাত্রই রায়হান ভাই চিৎকার দিয়ে বলে উঠলো-এই বাস থামাও। আমি যাবো না।
উদরাজী বিহীন পিকনিক কেমনে হয় এই ভাবনায় রায়হান ভাইয়ের এই হুমকি....

এই না হল আমার গুরু! গুরুকে সালাম বারে বার!

৭. সেরা মিস..........
যদি উদরাজী যাইতো......তাহলে এই দৃশ্যটা থাকতোই। রায়হান ভাই আর টুটুল দৌঁড়াচ্ছে আর পিছনে পিছনে উদরাজী। রায়হান ভাই ও টুটুলের হাত গালে, যাতে কেউ..........
থাক আর বললাম না।

মিস্ টা আমিও মেনে নিতে পারছি না। সবই কোপাল। আমার দেয়া চাঁদাটা ফেরত দেয়ার কোন ব্যবস্থা করা যায় কি! ৪নং রোডে চটপটি খাইতাম!

আপনি শুধু শুধু ওনাদের ভয় দেখাচ্ছেন!

৫১

হাসান রায়হান's picture


কাকা, মাসুম ভাইরে নিয়া লেখা পোস্ট টা কবে ছাড়বেন?

৫২

লীনা দিলরুবা's picture


কাকার সাহস নাই।

৫৩

সাহাদাত উদরাজী's picture


মাসুম ভাইকে আমি এমুহুর্তে সব চেয়ে বেশী ভয় পাই। আগে আমার ভয় কাটুক।

৫৪

হাসান রায়হান's picture


আরে আম্রা আছিতো আপনার সাথে। খালি রস্ময়গুপ্ত কেটাগরির না হইলেই হইল। দিয়া ফালান।

৫৫

শওকত মাসুম's picture


পোস্ট দেন। অপেক্ষায় আছি।

৫৬

শওকত মাসুম's picture


আপনি গেলেন না। আমাদের কোপালটাই খারাপ

৫৭

লীনা দিলরুবা's picture


আপনি শুধু শুধু ওনাদের ভয় দেখাচ্ছেন!

Rolling On The Floor

৫৮

শওকত মাসুম's picture


ওনারা আসলেই আপনারে ভয় পায় উদরাজী ভায়া......

৫৯

সাহাদাত উদরাজী's picture


১৫. সেরা ফটোগ্রাফার..

গুরু হাসান রায়হান
(যিনি অনেক ছবি তুলেছেন, কিন্তু পিকনিকের দেড় দিন পার হয়ে গেলেও এখনো কোন ছবি পোষ্ট করেন নাই!)

৬০

মুক্ত বয়ান's picture


খেক খেক!!!
সেরা পোস্ট হইতে যাইতেছে!!! Wink

৬১

মেসবাহ য়াযাদ's picture


খালী দেখতাছি

৬২

নাজ's picture


Rocking লেখা Big smile
কিন্তু, আমার বাবা'টার লুল পরা যে কবে বন্ধ হবে Sad

৬৩

ছায়ার আলো's picture


Laughing out loud

৬৪

বোহেমিয়ান's picture


সেরা পিকনিক পুষ্ট!

৬৫

নুশেরা's picture


সুপার্ব পোস্ট। ৩২ আর ৪৭ নাম্বার কমেন্টের ছবিদু্ইটাও ভালো লাগছে Smile

৬৬

নাজমুল হুদা's picture


অনেক হলো দেরী । তবু বলি, একেবারে না-বলার চেয়ে বলা নিশ্চয়ই ভাল । পিকনিকে যাবার পথে চলতি বাসে নুশেরার পাঠানো চকলেটের স্বাদ আমাদের পথচলার কষ্ট কমিয়েছিল অনেকটাই । চকলেটের জন্য এবং তার চেয়ে বেশী আমাদেরকে মনে করবার জন্য নুশেরাকে অসংখ্য ধন্যবাদ ।
[ অঃটঃ - ৩২ নম্বরে আমি আছি বলেই হয়তো ছবিটা ভাল লেগেছে ।]

৬৭

শওকত মাসুম's picture


ছবির কী ভালো সেইটা তো কইলা না...

৬৮

নাজমুল হুদা's picture


ছবির কী ভালো ?

৬৯

নুশেরা's picture


এহেম এহেম

দুই ছবিতে দুইজনকে খুব ভাল দেখাচ্ছে, কোন্ দুইজন বলা যাবে না, ওস্তাদের বারণ আছে

আরেকটা বিষয় অচিন্দার নজর ফাঁকি দিল কেম্নে বুঝতার্তাছিনা। তালিমঘরের পঞ্চকন্যার রিপ্লেইসমেন্ট হিসাবে হুদাভাই অথবা অচিন্দা নিজে... কেম্নে কী! Laughing out loud Tongue

৭০

শওকত মাসুম's picture


চিটাগং-এর লুকজনের নজর কুনদিকে?

৭১

নাজমুল হুদা's picture


তালিমঘরের পঞ্চকন্যার ব্যাপারটা বুঝি নাই । একটু বিস্তারিত জানালে উপভোগ্য হতো ।

৭২

ফারজানা's picture


বাহ্| এই পোষ্ট টাও ভালো হয়েছে Party

৭৩

জেবীন's picture


আহা, কি পিকনিক ছিলো সেইটা Big smile

১১. সেরা ভঙ্গি.......
জেবীন-ভাঙতি নাই

শান্তি মতোন ঢং-ঢাং করাতেও ঝামেলা বদপোলাপান পচাঁনি দিছিলো খালি! Stare

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।