ইউজার লগইন

নতুন ইমোর দ্রুত ব্যবহার

আমার বই বের হয়েছে। গেছি বই মেলায়। আমার সামনে লম্বা লাইন। অটোগ্রাফ দিয়ে কুলিয়ে উঠছি না। এক পর্যায়ে কলমের কালি শেষ হয়ে গেল। কী আর করি। তখন আঙুলটাকেই কাজে লাগালাম।
টিপ সই
কিন্তু তাও বেশিক্ষণ চালানো গেলো না। কেমনে যাবে? দিবাস্বপ্ন Day Dreaming কী এতোক্ষণ ধরে দেখা যায়?

তবুও সবাইকে জানিয়ে রাখি। আমার এই বই কিনতে লাগবে ৯০টি এক পয়সা টাকার মুদ্রা। ২৫% কমিশন ধরে এই দর। Smile
তবে এরই মধ্যে যারা কিনেছেন তাদের THNX । আর যারা কিনবেন বলে ঠিক করেছেন তাদের জন্য Welcome

আজ একটা সংস্থা আমার প্রকাশকের সঙ্গে যোগাযোগাগ করেছে, তারা একসঙ্গে ১০০টি বই কিনতে চায় পার্টি
সুতরাং ফুরিয়ে যাওয়ার আগেই কিনুন, কিনে ধইন্যা পাতা নিন। এখনো বসে আছেন? মেলার দিকে ভাগন্তিস হন।
তারপরেও যারা বসে আছেন তাদের মাইর গুল্লি
আর যারা কিনছেন তারা ব্লগিং-এর অবসরে পড়তেছি
পড়ছেন? কিছু বোঝেন নাই? টাকা পুরাটাই লস? তাইলে নেন টিসু । কী আর করবেন সান্তনা দেই। এটা দিতে তো আর কোনো লোকসান নাই চোখ টিপি

বই বিক্রি করাটাই তো আসল কথা। হুক্কা নৃত্য মজা হাহাপেফা । যাই তাহলে মেলায়। স্টলে গিয়ে বসি। সবচেয়ে সুন্দরী পাঠিকা/ক্রেতা কে তাকে চিনে রাখি। সবচেয়ে সুন্দরী যিনি তিনি আমার বই কিনলে ফ্রি পাবে চুম্মা

(ডিসক্লেইমার: এতদিন এবির ইমোগুলো তেমন পছন্দ ছিল না। আজ নতুন অনেকগুলো ইমো পেলাম। তাই কিছু একটা লেখার লোভ সামলানো গেল না। আরেকটা কথা, ব্লগে কোনো লেখা পছন্দ হলে এই চুম্মা ইমো কী দেওয়া যাবে?
কোনো সহৃদয়া কী প্রশ্নটার উত্তর দিবেন?)

পোস্টটি ১০ জন ব্লগার পছন্দ করেছেন

নুশেরা's picture


ইমোর বিজ্ঞাপন, বৈয়ের বিজ্ঞাপন-- সব ব্রিলিয়ান্টলি করলেন একসাথে।

অভিনন্দন পুনর্বার। বাপ্রে, শতেক বৈ মানে তো নয় হাজার টেকা! কী করবেন এতো টেকা দিয়া? থাউক, কমেন্টে ইমো না-ই দিই

মাহবুব সুমন's picture


বাংলাদেশ

মাহবুব সুমন's picture


গুল্লি চোখ টিপি

রাসেল আশরাফ's picture


পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি পার্টি

মুকুল's picture


a

বোহেমিয়ান's picture


কাহিনি কি?! গুগল ক্রমে কি প্রব্লেম নিকি?!! আসে না একটাও!

লীনা দিলরুবা's picture


রাসেল পোষ্ট এত লম্বা করতেছো ক্যান (রাগে গরগর করার ইমো হবে) ইমো দেখি কিন্তু দিতে পারতেছিনা তাই পুরান ইমো Sad

জ্যোতি's picture


আরো ইমোর মধ্যে ক্লিকান। দেখেন আসবে সবগুলা। আসেন আমরা দুজনে দোলনায় দুলি। দোলনাটা আমার আপনার জন্য ছিলো। কেমনে যে কিনতাম বুঝতাছি না।

লীনা দিলরুবা's picture


দারুণ জিনিসতো। এই দোলনা বুকিং দিলাম (আমি দিতে পারতেছিনা Sad)

১০

জ্যোতি's picture


আরে দোলনাটা নিছিলাম আমার আপনার জন্যই। আর যে বসপে তার খবর আছে।মাথা বাড়ি দেওয়ার ইমো খুঁজতে হপে।

১১

লীনা দিলরুবা's picture


সেই বিশেষ ইমোটা খুঁইজা পাইতেছিনা, জয়িয়য়য়য়য়য় Wink

১২

রাসেল আশরাফ's picture


কোনটা লীনাদি??

এইটা চুম্মা না মাইর

১৩

জ্যোতি's picture


চোখ টিপি

১৪

লীনা দিলরুবা's picture


মারছে Wink
(আমার এখানে ইমো দেখা যাইতেছে কিন্তু দিতে পারতেছিনা )

১৫

জ্যোতি's picture


জাস্ট ক্লিক করেন। পার্টি

১৬

লীনা দিলরুবা's picture


আচ্ছা ট্টাই মারি

১৭

লীনা দিলরুবা's picture


ধ্যুর আসে না ।

১৮

জ্যোতি's picture


আসেন নাচি

১৯

জ্যোতি's picture


আসেন নাচি

২০

লীনা দিলরুবা's picture


হাহাহহাহাহাহাহ
জোস জোস জোস। সালশার থেকেও সুন্দর নাচ।

২১

জ্যোতি's picture


২২

লীনা দিলরুবা's picture


Tongue

২৩

জ্যোতি's picture


ঝগড়া লাগলে

২৪

লীনা দিলরুবা's picture


ইহহহহহহহহ। এইটা চাইনা। আগেরটাই ভালু।

২৫

জ্যোতি's picture


Welcome

২৬

মীর's picture


এই স্ট্রীমের তিনটা ইমো পাইতেসি না Crying

২৭

রাসেল আশরাফ's picture


নাচের সাথে সাথে দেখি জয়িতার লেজ দেখা যায়। পার্টি পার্টি

২৮

শাতিল's picture


Rolling On The Floor

২৯

জ্যোতি's picture


এই নেন দুইজনের চা এর ভেতর মাছি।

৩০

রাসেল আশরাফ's picture


নব্বইটা এক পয়সা কয়েন দিয়া বই কিনুম তার আনন্দে। গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

৩১

জ্যোতি's picture


এ বি ব্লগে এইসব ইমোর ব্যবহার আমি প্রথম করেছি।আমার দোলনায় দোলা দেখে মনে হয় ডেভুর ইচ্ছা হইছে। আমারে কেউ একটা ধইন্যা দিলো না।আফসোস। এমনই হয়।

৩২

লীনা দিলরুবা's picture


ডেভু দুপুরবেলা যেগুলা দিছিলো সেগুলা কই? ডেভুর ব্যান ছাই Wink

৩৩

জ্যোতি's picture


ডেভুর ব্যান আমিও চাই। আমার দোলনা এইখানে দিছে কেন? ভাগন্তিস

৩৪

রাসেল আশরাফ's picture


কাল রাতে আরেক জিনিস দেখেছিলাম সেটা হলো খোঁজ দি সার্চ ওটা আজ দেখতেছি।আসেন সবাই মিলা ডেভুরে গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি ভাগন্তিস ভাগন্তিস ভাগন্তিস ভাগন্তিস ভাগন্তিস দাবাড় দেই।

৩৫

জ্যোতি's picture


থ্যাংকু দিলো না।

৩৬

লীনা দিলরুবা's picture


আরো বাহ! এইটাতো আরো জটিল।

৩৭

লীনা দিলরুবা's picture


মজা
এইবার পারছি মনে হয়

৩৮

রাসেল আশরাফ's picture


লীনাদি একপাশে আপনি আরেক পাশে কি আমাগো ল্যাব দুলাভাই??

উনার ডিউটি নাই?? চোখ টিপি চোখ টিপি চোখ টিপি

৩৯

জ্যোতি's picture


হা হা হা। নেনে রাসেল চা খান। Welcome মীররে একটা ডাক দেন।

৪০

রাসেল আশরাফ's picture


এতো রাতে চা খামু না।তার বদলে :কুক খাই।

৪১

লীনা দিলরুবা's picture


একপাশে আমি অন্যপাশে জয়িতা Smile

৪২

রাসেল আশরাফ's picture


হুক্কা হুক্কা হুক্কা হুক্কা হুক্কা হুক্কা হুক্কা

৪৩

জ্যোতি's picture


সুন্দরী হইলাম না বলে বাঁচলাম। মজা

৪৪

শওকত মাসুম's picture


তুমি তো সুইটু

৪৫

নাজ's picture


Big smile Big smile

৪৬

জ্যোতি's picture


এইটার নাম সান্তনা

৪৭

শওকত মাসুম's picture


প্রকাশ্যে সুন্দরী বললে বিপদে তুমিই পড়বা জয়িতা। Wink বলবো?

৪৮

জ্যোতি's picture


নাউজুবিল্লার ইমো নাই কেন?দাঁড়ান খুঁজে আসি।
আমি তো ভাই সুন্দরী না। চশমার গ্লাস পরিস্কার করেন।

৪৯

শওকত মাসুম's picture


করলাম পরিস্কার গ্লাস। তুমি দেখি দারুণ সুন্দরী। Smile

৫০

জ্যোতি's picture


ভাগন্তিস ভাগন্তিস ভাগন্তিস ভাগন্তিস ভাগন্তিস

৫১

শওকত মাসুম's picture


কী হচ্ছে এখানে?

৫২

রাসেল আশরাফ's picture


মজা Fishing হুক্কা চোখ টিপি গুল্লি এইসব আর কি।

৫৩

জ্যোতি's picture


Welcome
কুক খান।

৫৪

নাজ's picture


টানা ৩ঘন্টা ক্লাস করে এসে প্রথম যে জিনিসটি আমার ক্লান্তি মিটায় তা হলো ঋহান এর মুখটা। তাই, ১০টায় ক্লাস শেষ করে আগে আম্মা'কে ফোন দিয়ে বলি, ঋহান'কে যেন আরেকটু জাগিয়ে রাখে, আমি আসছি। আজও তার ব্যতিক্রম হয়নি।

তবে আজ ক্লান্তি দূরের পাশাপাশি মেজাজটা ও ফুরফুরা হয়ে গেল। এই মজা'র এবং সহজ পোষ্টটার বদৌলতে। পড়ে শান্তি পেলাম নৃত্য

মাসুম ভাই'কে ধইন্যা পাতা

৫৫

লীনা দিলরুবা's picture


সকাল থেকে অফিস আর টানা আড়াই ঘন্টা ক্লাস করে মহা ক্লান্ত ছিলাম, এই ব্যাপকসুন্দর ইমো দেখে মজাক লাগতেছে Smile কিন্তু ইমো প্রেস করলে আসতেছেনা Sad

৫৬

আরাফাত শান্ত's picture


Smile

৫৭

শাতিল's picture


Fishing

৫৮

রাসেল আশরাফ's picture


ডেভু ভাইয়ের কাছে আকুল আবেদন একটা আপেল,পেচ্ছাপেচ্ছি,মগবাজারীয় সালাম,আর কানমলার ইমো চাই।

তা না হলে গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি গুল্লি

৫৯

লীনা দিলরুবা's picture


আরো আছে, রাসেল স্মরণ করো Wink

৬০

শওকত মাসুম's picture


একমত রাসেলের সাথে।
ইয়ে মানে অস্তাগফেরুল্লাহর ইমো নাই?

৬১

রাসেল আশরাফ's picture


আরো মনে পড়ছে

পাঙ্গাসের পেটি

কপোল।

আপনার বাম চোখে কি হইলো??ঐজন্য মুনে হয় ইমো দিতে পারতেছেন না। পার্টি পার্টি পার্টি পার্টি

৬২

শওকত মাসুম's picture


এসব ইমো এবিতে আসছে জয়িতার কল্যানে। তাই এই পোস্টটা জয়িতারে উৎস্বর্গ করলাম। Smile

৬৩

রাসেল আশরাফ's picture


এইটা মনে হয় ( চুম্মা চুম্মা ) অস্তাগফেরুল্লাহর ইমো। Cool Cool Cool

৬৪

লীনা দিলরুবা's picture


রাসেল আর আগাসনে ভাই।

৬৫

রাসেল আশরাফ's picture


আইচ্ছা। Fishing Fishing Fishing Fishing

৬৬

শওকত মাসুম's picture


প্রায় অস্তাগফিরুল্লাহ Wink

৬৭

শওকত মাসুম's picture


এইটা না। রায়হান ভাই কুথায়.......

৬৮

নাজ's picture


ঋহান একটু পর পর নড়তেছে, এর মানে আমাকে যেতে হবে।
কিন্তুক এই পোষ্ট থেকে তো নড়তে ইচ্ছে করছে না। কমেন্টস গুলো পড়ে তো আমার হাহাপেফা

৬৯

শওকত মাসুম's picture


ঋহানরে এইখানে বসাইয়া রাখো

৭০

রুমিয়া's picture


আমি আর ঋহান

৭১

জ্যোতি's picture


যাইয়ো না নাজ। ঋহানের জন্য মজা

৭২

নাজ's picture


গেলাম, আবার আসলাম।

Rihan তো সেই কখন ঘুম, কেমনে বসাই বলেন? ভোর ছয়টায় উঠে যাবে টিসু , তখন ফুপপি আর মামা'র সাথে খেলতে পাঠায় দিবো, ওকে? Big smile

৭৩

জ্যোতি's picture


মাসুম ভাইকে অভিনন্দন।

৭৪

শওকত মাসুম's picture


তোমাকেরও শুভেচ্ছা নৃত্য

৭৫

রুমিয়া's picture


মাসুম ভাই আপনের লিগা ধইন্যা পাতা
একটা টিপ সই দেন

৭৬

রাসেল আশরাফ's picture


মডু মামা নাচতেছে।src="h

৭৭

রাসেল আশরাফ's picture


src="http://www.pic4ever.com/images/nudie.gif" border="0" > মডু মামার নাচ।

৭৮

মীর's picture


এই ইমোটা কই?

৭৯

রাসেল আশরাফ's picture


৮০

রাসেল আশরাফ's picture


মডু মামায় নাচে।

৮১

জ্যোতি's picture


আপনেরে ব্যান করপে।

৮২

রাসেল আশরাফ's picture


এইটা আমাগো ডেভু ভাইয়া নাচে।

৮৩

নাজ's picture


খাইচে Crazy
আমরা কইলাম কিছু দেখি নাই ভাগন্তিস

৮৪

লিজা's picture


হাহাপেফা Laughing out loud

৮৫

রুমিয়া's picture


পোস্ট আর কমেন্ট পইড়া হাসতে হাসতে হাহাপেফা

৮৬

তানবীরা's picture


আমার বই বের হয়েছে। গেছি বই মেলায়। আমার সামনে লম্বা লাইন। অটোগ্রাফ দিয়ে কুলিয়ে উঠছি না। এক পর্যায়ে কলমের কালি শেষ হয়ে গেল। কী আর করি। তখন আঙুলটাকেই কাজে লাগালাম।

৮৭

তানবীরা's picture


কঠিন ভাবের ইমো কোনটা হপে

৮৮

হাসান রায়হান's picture


হুক্কা এইটা মনে হয় ক্যাপ্টেন।

৮৯

তানবীরা's picture


THNX

৯০

নীড় সন্ধানী's picture


এইখানে এসব কি হইতেসে!!!!!!!!!!!!!!
Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy Crazy

৯১

মেসবাহ য়াযাদ's picture


কেমতে কী ?
অশ্লীল ! অশ্লীল !!
শরম পাইতেছি
হাহাপেফা

৯২

আবদুর রাজ্জাক শিপন's picture


ওরে এতো জটিলস্য জটিল ইমো THNX ধইন্যা পাতা

৯৩

শর্মি's picture


পড়তেছি

৯৪

মীর's picture


ইমো উন্নয়নের কাজে কে জড়িত? শাতিল ভাই? তাহলে তাকে মাইকে ধন্যবাদ। সবাইকেই আসলে থ্যংকুস ভেরি ভেরি। বড়ই আনন্দ হচ্ছে মজা

৯৫

শাতিল's picture


মীর ভাই আমি কিছু করি নাই Smile
ইমো খুঁজে বের করছে জয়িবু আর বাকী কাজ ডেভুর। ক্রেডিট তাদের Applause

৯৬

মীর's picture


জয়িতা'পুরে তো খুঁইজাই পাইতেসি না যে ধইন্যাপাতা দিমু। যাউক্গা আপনে কিরাম আছেন শাতিল ভাই? লেখেন না কেনু? কোক

৯৭

শাতিল's picture


জয়িবু তো আছেই। আমি আছি ভালোই। ব্যাপক রকম আইলসা হয়ে গেছি Tired । অফিস বাসা অফিস দৌড়ের পর মাথায় লেখার মত কিছুই আসে না Puzzled । ডেইলি ভাবি এইটা লেখি ঐটা লেখি কিন্তু লেখা আর হয় না। অন্যদের লেখা পড়তেই ভালো লাগে। বিরাট সমস্যা Stare

৯৮

মীর's picture


যেগুলা যেগুলা লেখার জন্য ভাবেন সেই লিস্টি দিয়ে দেবেন। তাইলেও তো হয়। ফাঁকিবাজির বুদ্ধি দিলাম। Big smile Wink
জয়িতা'পু আছে নাকি? দেখি না তো।

৯৯

শাতিল's picture


উনি আজকে হলুদ দিয়ে টায়ার্ড, এর জন্যে পালাইছে Big smile
আপনার বুদ্ধিতে কাজ হইলে ট্রিট Party

১০০

মীর's picture


হপেই হপে। দুইজনে চটপট কয়টা সিঙ্গেল নিয়া সেঞ্চুরিটা কৈরা ফেললাম। আসেন ব্যাট উচাই। পার্টি

১০১

জ্যোতি's picture


দুইজনে ব্যাট উচাইচেবন মানে?আমি ক্ত্তগুলা কমেন্ট করলাম! সেঞ্চুরী কি এমনেই হ্ইছে নাকি?আজব তো!
আমরার শাতিল আছেই বলেই তো এত আরামছে নেটবাজি করি। যে কোন সমস্যায় শাতিলকে পাওয়া যায়।সো সুইট পুলা।

১০২

নাম নাই's picture


সবাই তাড়াতাড়ি বই কিনেন, কালকে দেইখা আইলাম বইটা, দিব্যপ্রকাশের স্টলে। কোক হাহা, এই ইমোর নাম দিছে কোক Batting Eyelashes

১০৩

সাহাদাত উদরাজী's picture


নূতন ইমোর সাইজ গুলো জটিল। ধইন্যা পাতার সাইজ দেখে মনে ভয় লাগে! টিপসই ভাল লেগেছে। কিছু না লিখতে পারলে টিপসই দিয়া যামু!
ধইন্যা পাতা

১০৪

বাতিঘর's picture


পার্টি মজা ইমু উন্নয়নে জড়িতদের অনেক ধইন্যা। বিশেষ করে জয়িতা দ্য গ্রেট গুল্লি
মাসুম ভাইয়ের স্বপ্ন বাস্তবতার মুখ দেখুক Smile

১০৫

নীড় _হারা_পাখি's picture


কঠিন ভাবে ইমোর ব্যাবহার হইছে। ধন্যবাদ মাসুন ভাই কে। লেখাটাও জব্বর হইছে, মজারু।ভাল থাকেন ।

১০৬

নাহীদ Hossain's picture


আপনার বইটা এখনও কিনতে পারলাম না বস্‌। বইমেলাতেই যাওয়া হয় নাই।

১০৭

শওকত মাসুম's picture


সবাইরে ব্যাপক ধইন্যা। চরম মজা হইলো পোস্টটায়।

১০৮

চাঙ্কু's picture


টিপসই দিয়ে অটোগ্রাফ!!! কডিন আইডিয়া মাসুম ভাই Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।