নতুন ইমোর দ্রুত ব্যবহার
আমার বই বের হয়েছে। গেছি বই মেলায়। আমার সামনে লম্বা লাইন। অটোগ্রাফ দিয়ে কুলিয়ে উঠছি না। এক পর্যায়ে কলমের কালি শেষ হয়ে গেল। কী আর করি। তখন আঙুলটাকেই কাজে লাগালাম।
কিন্তু তাও বেশিক্ষণ চালানো গেলো না। কেমনে যাবে? দিবাস্বপ্ন কী এতোক্ষণ ধরে দেখা যায়?
তবুও সবাইকে জানিয়ে রাখি। আমার এই বই কিনতে লাগবে ৯০টি টাকার মুদ্রা। ২৫% কমিশন ধরে এই দর।
তবে এরই মধ্যে যারা কিনেছেন তাদের । আর যারা কিনবেন বলে ঠিক করেছেন তাদের জন্য
আজ একটা সংস্থা আমার প্রকাশকের সঙ্গে যোগাযোগাগ করেছে, তারা একসঙ্গে ১০০টি বই কিনতে চায়
সুতরাং ফুরিয়ে যাওয়ার আগেই কিনুন, কিনে নিন। এখনো বসে আছেন? মেলার দিকে
হন।
তারপরেও যারা বসে আছেন তাদের
।
আর যারা কিনছেন তারা ব্লগিং-এর অবসরে ।
পড়ছেন? কিছু বোঝেন নাই? টাকা পুরাটাই লস? তাইলে নেন । কী আর করবেন
দেই। এটা দিতে তো আর কোনো লোকসান নাই
।
বই বিক্রি করাটাই তো আসল কথা।
। যাই তাহলে মেলায়। স্টলে গিয়ে বসি। সবচেয়ে সুন্দরী পাঠিকা/ক্রেতা কে তাকে চিনে রাখি। সবচেয়ে সুন্দরী যিনি তিনি আমার বই কিনলে ফ্রি পাবে
।
(ডিসক্লেইমার: এতদিন এবির ইমোগুলো তেমন পছন্দ ছিল না। আজ নতুন অনেকগুলো ইমো পেলাম। তাই কিছু একটা লেখার লোভ সামলানো গেল না। আরেকটা কথা, ব্লগে কোনো লেখা পছন্দ হলে এই ইমো কী দেওয়া যাবে?
কোনো সহৃদয়া কী প্রশ্নটার উত্তর দিবেন?)
ইমোর বিজ্ঞাপন, বৈয়ের বিজ্ঞাপন-- সব ব্রিলিয়ান্টলি করলেন একসাথে।
অভিনন্দন পুনর্বার। বাপ্রে, শতেক বৈ মানে তো নয় হাজার টেকা! কী করবেন এতো টেকা দিয়া? থাউক, কমেন্টে ইমো না-ই দিই
কাহিনি কি?! গুগল ক্রমে কি প্রব্লেম নিকি?!! আসে না একটাও!
রাসেল পোষ্ট এত লম্বা করতেছো ক্যান (রাগে গরগর করার ইমো হবে) ইমো দেখি কিন্তু দিতে পারতেছিনা তাই পুরান ইমো
আরো ইমোর মধ্যে ক্লিকান। দেখেন আসবে সবগুলা। আসেন আমরা দুজনে দোলনায় দুলি। দোলনাটা আমার আপনার জন্য ছিলো। কেমনে যে কিনতাম বুঝতাছি না।
দারুণ জিনিসতো। এই দোলনা বুকিং দিলাম (আমি দিতে পারতেছিনা
)
আরে দোলনাটা নিছিলাম আমার আপনার জন্যই। আর যে বসপে তার খবর আছে।মাথা বাড়ি দেওয়ার ইমো খুঁজতে হপে।
সেই বিশেষ ইমোটা খুঁইজা পাইতেছিনা, জয়িয়য়য়য়য়য়
কোনটা লীনাদি??
এইটা
না 
মারছে
(আমার এখানে ইমো দেখা যাইতেছে কিন্তু দিতে পারতেছিনা )
জাস্ট ক্লিক করেন।

আচ্ছা ট্টাই মারি
ধ্যুর আসে না ।
আসেন নাচি
আসেন নাচি
হাহাহহাহাহাহাহ
জোস জোস জোস। সালশার থেকেও সুন্দর নাচ।
ঝগড়া লাগলে
ইহহহহহহহহ। এইটা চাইনা। আগেরটাই ভালু।
এই স্ট্রীমের তিনটা ইমো পাইতেসি না
নাচের সাথে সাথে দেখি জয়িতার লেজ দেখা যায়।

এই নেন দুইজনের চা এর ভেতর মাছি।
নব্বইটা
কয়েন দিয়া বই কিনুম তার আনন্দে।

এ বি ব্লগে এইসব ইমোর ব্যবহার আমি প্রথম করেছি।আমার দোলনায় দোলা দেখে মনে হয় ডেভুর ইচ্ছা হইছে। আমারে কেউ একটা ধইন্যা দিলো না।আফসোস। এমনই হয়।
ডেভু দুপুরবেলা যেগুলা দিছিলো সেগুলা কই? ডেভুর ব্যান ছাই
ডেভুর ব্যান আমিও চাই। আমার দোলনা এইখানে দিছে কেন?
কাল রাতে আরেক জিনিস দেখেছিলাম সেটা হলো খোঁজ দি সার্চ ওটা আজ দেখতেছি।আসেন সবাই মিলা ডেভুরে
দাবাড় দেই।
থ্যাংকু দিলো না।
আরো বাহ! এইটাতো আরো জটিল।
এইবার পারছি মনে হয়
লীনাদি একপাশে আপনি আরেক পাশে কি আমাগো ল্যাব দুলাভাই??
উনার ডিউটি নাই??

হা হা হা। নেনে রাসেল চা খান।
মীররে একটা ডাক দেন।
এতো রাতে চা খামু না।তার বদলে :কুক খাই।
একপাশে আমি অন্যপাশে জয়িতা
সুন্দরী হইলাম না বলে বাঁচলাম।
তুমি তো সুইটু
এইটার নাম
প্রকাশ্যে সুন্দরী বললে বিপদে তুমিই পড়বা জয়িতা।
বলবো?
নাউজুবিল্লার ইমো নাই কেন?দাঁড়ান খুঁজে আসি।
আমি তো ভাই সুন্দরী না। চশমার গ্লাস পরিস্কার করেন।
করলাম পরিস্কার গ্লাস। তুমি দেখি দারুণ সুন্দরী।
কী হচ্ছে এখানে?
কুক খান।
টানা ৩ঘন্টা ক্লাস করে এসে প্রথম যে জিনিসটি আমার ক্লান্তি মিটায় তা হলো ঋহান এর মুখটা। তাই, ১০টায় ক্লাস শেষ করে আগে আম্মা'কে ফোন দিয়ে বলি, ঋহান'কে যেন আরেকটু জাগিয়ে রাখে, আমি আসছি। আজও তার ব্যতিক্রম হয়নি।
তবে আজ ক্লান্তি দূরের পাশাপাশি মেজাজটা ও ফুরফুরা হয়ে গেল। এই মজা'র এবং সহজ পোষ্টটার বদৌলতে। পড়ে শান্তি পেলাম
মাসুম ভাই'কে
সকাল থেকে অফিস আর টানা আড়াই ঘন্টা ক্লাস করে মহা ক্লান্ত ছিলাম, এই ব্যাপকসুন্দর ইমো দেখে মজাক লাগতেছে
কিন্তু ইমো প্রেস করলে আসতেছেনা 
ডেভু ভাইয়ের কাছে আকুল আবেদন একটা আপেল,পেচ্ছাপেচ্ছি,মগবাজারীয় সালাম,আর কানমলার ইমো চাই।
তা না হলে

আরো আছে, রাসেল স্মরণ করো
একমত রাসেলের সাথে।
ইয়ে মানে অস্তাগফেরুল্লাহর ইমো নাই?
আরো মনে পড়ছে
পাঙ্গাসের পেটি
কপোল।
আপনার বাম চোখে কি হইলো??ঐজন্য মুনে হয় ইমো দিতে পারতেছেন না।

এসব ইমো এবিতে আসছে জয়িতার কল্যানে। তাই এই পোস্টটা জয়িতারে উৎস্বর্গ করলাম।
এইটা মনে হয় (
) অস্তাগফেরুল্লাহর ইমো।

রাসেল আর আগাসনে ভাই।
আইচ্ছা।

প্রায় অস্তাগফিরুল্লাহ
এইটা না। রায়হান ভাই কুথায়.......
ঋহান একটু পর পর নড়তেছে, এর মানে আমাকে যেতে হবে।
কিন্তুক এই পোষ্ট থেকে তো নড়তে ইচ্ছে করছে না। কমেন্টস গুলো পড়ে তো আমার
ঋহানরে
এইখানে বসাইয়া রাখো
আমি আর ঋহান
যাইয়ো না নাজ। ঋহানের জন্য
গেলাম, আবার আসলাম।
Rihan তো সেই কখন ঘুম, কেমনে বসাই বলেন? ভোর ছয়টায় উঠে যাবে
, তখন ফুপপি আর মামা'র সাথে খেলতে পাঠায় দিবো, ওকে? 
মাসুম ভাইকে অভিনন্দন।
তোমাকেরও শুভেচ্ছা

মাসুম ভাই আপনের লিগা
দেন
একটা
মডু মামা নাচতেছে।src="h
src="http://www.pic4ever.com/images/nudie.gif" border="0" > মডু মামার নাচ।
এই ইমোটা কই?
মডু মামায় নাচে।
আপনেরে ব্যান করপে।
এইটা আমাগো ডেভু ভাইয়া নাচে।
খাইচে

আমরা কইলাম কিছু দেখি নাই
পোস্ট আর কমেন্ট পইড়া হাসতে হাসতে
কঠিন ভাবের ইমো কোনটা হপে
এইখানে এসব কি হইতেসে!!!!!!!!!!!!!!

কেমতে কী ?

অশ্লীল ! অশ্লীল !!
শরম পাইতেছি
ওরে এতো জটিলস্য জটিল ইমো

ইমো উন্নয়নের কাজে কে জড়িত? শাতিল ভাই? তাহলে তাকে মাইকে ধন্যবাদ। সবাইকেই আসলে থ্যংকুস ভেরি ভেরি। বড়ই আনন্দ হচ্ছে
মীর ভাই আমি কিছু করি নাই

ইমো খুঁজে বের করছে জয়িবু আর বাকী কাজ ডেভুর। ক্রেডিট তাদের
জয়িতা'পুরে তো খুঁইজাই পাইতেসি না যে ধইন্যাপাতা দিমু। যাউক্গা আপনে কিরাম আছেন শাতিল ভাই? লেখেন না কেনু?
জয়িবু তো আছেই। আমি আছি ভালোই। ব্যাপক রকম আইলসা হয়ে গেছি
। অফিস বাসা অফিস দৌড়ের পর মাথায় লেখার মত কিছুই আসে না
। ডেইলি ভাবি এইটা লেখি ঐটা লেখি কিন্তু লেখা আর হয় না। অন্যদের লেখা পড়তেই ভালো লাগে। বিরাট সমস্যা 
যেগুলা যেগুলা লেখার জন্য ভাবেন সেই লিস্টি দিয়ে দেবেন। তাইলেও তো হয়। ফাঁকিবাজির বুদ্ধি দিলাম।

জয়িতা'পু আছে নাকি? দেখি না তো।
উনি আজকে হলুদ দিয়ে টায়ার্ড, এর জন্যে পালাইছে

আপনার বুদ্ধিতে কাজ হইলে ট্রিট
হপেই হপে। দুইজনে চটপট কয়টা সিঙ্গেল নিয়া সেঞ্চুরিটা কৈরা ফেললাম। আসেন ব্যাট উচাই।
দুইজনে ব্যাট উচাইচেবন মানে?আমি ক্ত্তগুলা কমেন্ট করলাম! সেঞ্চুরী কি এমনেই হ্ইছে নাকি?আজব তো!
আমরার শাতিল আছেই বলেই তো এত আরামছে নেটবাজি করি। যে কোন সমস্যায় শাতিলকে পাওয়া যায়।সো সুইট পুলা।
সবাই তাড়াতাড়ি বই কিনেন, কালকে দেইখা আইলাম বইটা, দিব্যপ্রকাশের স্টলে।
হাহা, এই ইমোর নাম দিছে কোক 
নূতন ইমোর সাইজ গুলো জটিল। ধইন্যা পাতার সাইজ দেখে মনে ভয় লাগে! টিপসই ভাল লেগেছে। কিছু না লিখতে পারলে টিপসই দিয়া যামু!

মাসুম ভাইয়ের স্বপ্ন বাস্তবতার মুখ দেখুক
কঠিন ভাবে ইমোর ব্যাবহার হইছে। ধন্যবাদ মাসুন ভাই কে। লেখাটাও জব্বর হইছে, মজারু।ভাল থাকেন ।
আপনার বইটা এখনও কিনতে পারলাম না বস্। বইমেলাতেই যাওয়া হয় নাই।
সবাইরে ব্যাপক ধইন্যা। চরম মজা হইলো পোস্টটায়।
টিপসই দিয়ে অটোগ্রাফ!!! কডিন আইডিয়া মাসুম ভাই
মন্তব্য করুন