ইউজার লগইন

নির্দোষ গল্প

আজকাল বাসায় ফিরতে বেশ রাত হয়ে যায়।

গত সপ্তাহের কথা। সেই রাতে আরও রাত হল। টেলিভিশনে একটা প্রোগ্রাম ছিল। শেষ করে আসতে আসতে রাত একটা। ঘুমাতে গেলাম আরও পরে। নিশ্বাসের দূরত্বে থাকা বউ বললো. আজকাল একটু বেশি সরাসরি কথা বলছি টকশোতে, এটা কি ঠিক? আমি এটা নিয়ে জ্ঞানগর্ভ একটা বক্তৃতা টাইপ দিলাম। বললাম, মানুষজন এরই মধ্যে এসএমএস করে থ্যাংকস দিছে। আর মিউ মিউ করে জীবন কাটানোর কোনো অর্থ হয় না।
বউ মনে হল একটু খুশী হল।
আমি তারপর বললাম, তোমার কত ভাগ্য। তাই না?
বউ কপালে ভাঁজ ফেলে বললো, কিরকম?
আমি বললাম, একটু আগে যাকে টিভিতে দেখলা, গরম গরম কথা বললো, মানুষজন প্রশংসা করলো, এখন তুমি তার সঙ্গেই শুয়ে আছো। তোমার ভাগ্য তো ঈর্ষা করার মতো। নৃত্য মজা

তারপর?

বুড়োধাড়িরা আগ্রহে উঠে ব'সে
আবারো জিগ্যেস করে: 'তারপর?'
ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে
তার জন্যে
ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে
মিলিয়ে যেতে যেতে আমি বললাম-

বলবো কেন? চোখ টিপি

এবার একটা ডাইনোসর যুগের ডাইনোসরের গল্প বলি।

পুরুষ ডাইনোসরটা অনেকক্ষণ ধরে মেয়ে ডাইনোসরটার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে লাগলো। দীর্ঘ চেষ্টার পর মেয়ে ডাইনোসরটা তাকালো। কপালে ভাঁজ তুলে বললো-কী
পুরুষ ডাইনোসরটা ইংগিতপূর্ণ দৃষ্টি দিয়ে বললো-চলো না, প্লিজ।
মেয়ে ডাইনোসরটা উদাস হয়ে বললো, না। ভাল লাগছে না। উদাস উদাস লাগছে।

আরেকদিন, অনেক কষ্টে আবার মেয়ে ডাইনোসরটার দৃষ্টি আকর্ষণ করিয়ে বললো, আজ প্লিজ।
এবার মেয়ে ডাইনোসরটা বললো, উহু, মাথা ব্যথা।

আবার আরেকদিন, অনেক কষ্টে আবার...................

বুড়োধাড়িরা আগ্রহে উঠে ব'সে
জিগ্যেস করল: 'তারপর?'

তারপর আর কী? এভাবে একদিন পৃথিবীর বুক থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেল। মাইর

ডিসক্লেইমার-দ্বিতীয় অংশ ডাইনোসরদের গল্প। এর সঙ্গে কোনো মিল খুঁজতে যাওয়া ঠিক হবে না। প্রথম অংশের সঙ্গে অবশ্যই কোনো মিল নাই।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


তারমানে কি??পরেরবার দেশে গিয়ে কারো আকিকার দাওয়াত খাবো।

শওকত মাসুম's picture


অভিজ্ঞ লুকজনরে কী বলতে হয় রাসেল সেইটাও শিখলো না, আফসুস Sad

লীনা দিলরুবা's picture


আমি তারপর বললাম, তোমার কত ভাগ্য। তাই না?
বউ কপালে ভাঁজ ফেলে বললো, কিরকম?
আমি বললাম, একটু আগে যাকে টিভিতে দেখলা, গরম গরম কথা বললো, মানুষজন প্রশংসা করলো, এখন তুমি তার সঙ্গেই শুয়ে আছো। তোমার ভাগ্য তো ঈর্ষা করার মতো।

হাহাহাহহাহা।

শওকত মাসুম's picture


কাহিনীর এইটুকু সত্য Smile

টুটুল's picture


দু:খের গল্প পৈড়া চউখে পানি আয়া পর্লো Sad

শওকত মাসুম's picture


বুখে আয় নুরুল ইসলাম বাবুল Smile Laughing out loud Big smile

লীনা দিলরুবা's picture


মাসুম ভাই দেখি টুটুল ভাইরে ... নেয় Wink

শওকত মাসুম's picture


স্ট্রেইট বিষয়ক বক্তৃতাটা কী আবার দেবো?

লীনা দিলরুবা's picture


ভাগন্তিস

১০

নাজমুল হুদা's picture


তারপর ? ? ?

১১

শওকত মাসুম's picture


ডাইনোসর বিলুপ্ত হয়ে গেল হুদা ভাই Crying

১২

কৌশিক আহমেদ's picture


ভাইজান বিকল্প ব্যবস্থা আছে।

১৩

শওকত মাসুম's picture


সাক্ষাতে কথা হবে, এই ওপেন ফোরামে না Tongue Wink

১৪

স্বপ্নের ফেরীওয়ালা's picture


মিসেস শ মাঃ আজকাল একটু বেশি সরাসরি কথা বলছো টকশোতে, ব্যাপার টা কি ?

মি শ মাঃ ইয়ে, না, মানে, চিন্তা করে দেখলাম, আর ঘরে-বাইরে মিউ মিউ করে জীবন কাটানোর কোনো অর্থ হয় না। ঘরে তো সাহস পাই না, তাই টিভির টকশোতেই গরম গরম কথা বলে মনের আশ মিটাই । তাতে মানুষজনের বেশ প্রশংসাও মেলে, পকেটও ভারী হয়, আর তুমিও, ইয়ে, মানে...

মিসেস শ মাঃ (খুশী খুশী মনে মনে) মিডিয়ার বাঘকে ঘরের মিউ বানিয়ে রাখার মজাই আলাদা…

দ্রঃ কোন কোন চরিত্র কাল্পনিক হুক্কা

১৫

জ্যোতি's picture


গল্প আসলে এইবার ধরতে পালাম। মাসুম ভাই রাখঢাক করে বললো। আপনারে ধইন্যা পাতা এত সুন্দর করে আসল কথাটা বলে দিলেন।

১৬

শওকত মাসুম's picture


বউ যদি আমারে মিউ মিউ বিড়াল ভাবে তাতে আমার আপত্তি নাই। সবদিক থেকেই সেইটা লাভজনক। Wink

১৭

মাহবুব সুমন's picture


ইমোই যখন কথা বলে Cool Love

১৮

শওকত মাসুম's picture


Smile Laughing out loud Big smile Wink Tongue Shock Stare Sad Puzzled Sad( Cool Steve Crazy Glasses Party Love

১৯

জেবীন's picture


আমরা কেউ বুড়োধাড়ি না, তাই আমরা জিজ্ঞাসা করলাম না, "তারপর?" ...  
তবে জানেনই তো পোলাপানদের কল্পনা শক্তি  ম্যালা প্যাজগিওলা, কি কি যে ভেবে বসে...  Tongue

২০

শওকত মাসুম's picture


আবার ভিজুয়ালাইজ কইরো না কিন্তু

২১

জ্যোতি's picture


আমিও ভাবতেছি টুটুল দুঃখের কাহিনী কেন বললো? Nail Biting At Wits End

২২

শওকত মাসুম's picture


ডাইনোসরের লগে টুটুল নিজের কুন মিল পাইছে মনে হয়

২৩

জ্যোতি's picture


Thinking Nail Biting At Wits End

২৪

নাজ's picture


এহ! ডাইনোসর আর টুটুল?? পুরা বিপরীত শব্দ Not Talking

দুঃখের কথাটা না বইলা থাকতে পারলাম না Sad

২৫

শওকত মাসুম's picture


বেশি জ্বালায়?

২৬

নাজ's picture


ঘুম হারাম কইরা দেয় টিসু

২৭

শওকত মাসুম's picture


আমাগো টুটুল পোলা নয় তো যেন আগুনেরই গোল্লা Wink হেল্প হিম। Wink

২৮

নাজ's picture


হেল্প তো করিই। না করলে কি আর ঋহান এর দেখা মিলতো? Waiting

২৯

শওকত মাসুম's picture


ঋহান তো একা একা খেলে, আহা। দেখলে কষ্ট লাগে

৩০

নাজ's picture


কই একা একা খেলে? মিথ্যা কথা বলেন কেন? আমি তো ঋহান'রে সময় দেয়ার জন্য চাকুরিতে ঢোকার কথা ভাবি না। কষ্ট তো আমার জন্য লাগা উচিৎ Sad

৩১

শওকত মাসুম's picture


তোমার হাতে তো তাহলে অনেক সময়। তাইলে আর চিন্তা কী? যাও, দেখো টুটুল কেন ডাকে Smile

৩২

নাজ's picture


আমার হাতে সময় থাকলে কি হবে? টুটুল তো সারাদিন মহা ব্যস্ত। বাট নো প্রবলেম, একদিন আমিও মহা ব্যস্ত হয়ে যাবো হুক্কা
আর হ্যাঁ, টুটুল আর আমার দূরত্ব এখন প্রায় ১৬ কিঃমিঃ। এখন ডেকে কুনু লাভ নাই Big smile

৩৩

শওকত মাসুম's picture


তাইলে তো আর মাধা ব্যথার অজুহাত লাগতাছে না Tongue

৩৪

নাজ's picture


না, তা লাগে নাই।
কিন্তুক যখন অজুহাত দেই, তখন সেটা কখনই কাজে দেয় না At Wits End

৩৫

শওকত মাসুম's picture


নাজ, টুটুলের কিন্তু বিজ্ঞাপন হইয়া যাইতাছে, খুব খিয়াল কইরা

৩৬

নাজ's picture


খিয়াল কইরা আর কি করুম?
দুনিয়ার সব পুরুষ মানুষ তো এরকম-ই।

৩৭

তানবীরা's picture


আমি জেবীন আর ফেরিওয়ালার লগে আছি হাহাপেফা

৩৮

শওকত মাসুম's picture


আমিও

৩৯

আরিশ ময়ূখ রিশাদ's picture


এইমাত্র রেজি করে আপনার লেখা পড়লাম। আমিও বলতে চাই- তারপর?

৪০

শওকত মাসুম's picture


স্বাগতম জানাই আগে। তারপর হল-একটা পোস্ট দেন

৪১

আহমাদ মোস্তফা কামাল's picture


শওকত মাসুম বিরচিত 'নির্দোষ গল্পের' একটি মাসুমীয় সমালোচনা

আলোচ্য দুটো গল্পের মধ্যে কোনো মিল তো নেই-ই, বরং একটি পার্থক্য জাজ্বল্যমান। দ্বিতীয় গল্পের ডাইনোসর-জাতি জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে, তাই এই গল্পের আর 'পর' নেই; গল্পের লেখক তাই সহজেই উপসংহার টানতে পারেন - 'তারপর আর কী? এভাবে একদিন পৃথিবীর বুক থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেল।'

অন্যদিকে প্রথম গল্পের মাসুম-প্রজাতি, আই মিন, মানুষ-প্রজাতি এখনো বিলুপ্ত হয়নি, তাই এই গল্পের কোনো শেষ নেই, চলছে তো চলছে তো চলছেই...

অতপর উপরোক্ত দুটো গল্প পাঠান্তে [(পাঠ্+অন্তে), (পাঠা+অন্তে) নয়)] এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে, দ্বিতীয় গল্প শুনতে শুনতে 'তারপর' বলবার প্রয়োজন নেই, তবে প্রথম গল্প শুনতে শুনতে ক্রসাগত 'তারপর' 'তারপর' বলে যেতে হবে!

হে পাঠক, আসুন, আমরা সমস্বরে লেখককে সুধাই : তারপর?

৪২

শওকত মাসুম's picture


তারপর? তারপর অশ্রু ও রক্তপাতের গল্প কামাল ভাই। Smile

৪৩

সাঈদ's picture


মাসুম ভাই নির্দোষ ভদ্রলোক । Tongue

৪৪

শওকত মাসুম's picture


আমি নিষ্পাপ Smile

৪৫

ভাস্কর's picture


অমিলের গল্প পইড়া বুঝলাম এই দেশে জনসংখ্যার বিষ্ফোরণ সাধে হয় নাই...

৪৬

শওকত মাসুম's picture


বাঙ্গালি জাতি বিলুপ্ত করার দায়িত্ব কেউ দেয় নাই তো আমারে Smile

৪৭

মীর's picture


হাসতে হাসতে গোলমাল হয়ে গেল।

৪৮

শওকত মাসুম's picture


Smile

৪৯

নরাধম's picture


SmileSmile মাসুমভাইয়ের জোকসগুলা যে কি দারুন।

৫০

শওকত মাসুম's picture


নির্দোষ গল্প

৫১

সাহাদাত উদরাজী's picture


ওরে গোবিন্দ, ওরে আবেদ, ওরে সাবেদ, ওরে কামরুল, ওরে কে কোথায় আছিস, আমারে ধর। আমি হাসতে হাসতে শেষ Laughing out loud

(আপনার পোষ্টে গোবিন্দ, আবেদ, সাবেদ, কামরুল নিয়ে এসে হেসে গেলাম বলে আশাকরি মনে কিছু নিবেন না। Laughing out loud )

৫২

শওকত মাসুম's picture


আপনার গুরুধনরে বাদ দিয়া আবার কারে কারে ডাকতাছেন?

৫৩

মীর's picture


পোস্ট আর কমেন্টগুলো পড়ে সকাল সকাল এক পশলা হেসে নিলাম।

৫৪

শওকত মাসুম's picture


নিতান্তই নির্দোষ গল্প

৫৫

মীর's picture


এবং ততোধিক নির্দোষ কমেন্টস্ Big smile

৫৬

লীনা দিলরুবা's picture


শুধু এই পোস্ট না, জয়িতার পোস্টও নির্দোষ কমেন্টস এ ভরপুর Wink চললে খারাপ
ছিলোনা Smile

৫৭

মীর's picture


আসলে সবাই মোটামুটি মাসুম ভাইএর প্রভাববলয়ে আটকা পড়ে আছি। Wink Fishing
জয়িতা'পুর কি অবস্থা? তারে তো দেখাই যায় না। হ্যারী পটারের অদৃশ্য হবার ক্লোক গাএ দিলো কি না কে জানে!

৫৮

শওকত মাসুম's picture


এই প্রভাব বলয়টা কি জিনিষ?

৫৯

মীর's picture


এটা আরেকটা গল্পে খোলাসা করতে হবে। কমেন্টের স্বল্প পরিসরে এরকম 42 সাইজের জিনিস ধরানোর সুযোগ নাইTongue out

৬০

শওকত মাসুম's picture


গল্পটা তাইলে দ্রুত নামাইয়া ফেলেন। গ্যালারিতে বসলাম।

৬১

লীনা দিলরুবা's picture


সুমন ভাই এর এক্টা কবিতার কথা মনে পড়ে গেল

লিংক

৬২

মীর's picture


Surprised

৬৩

শওকত মাসুম's picture


কী দিলা লীনা

৬৪

লীনা দিলরুবা's picture


Big smile

৬৫

শওকত মাসুম's picture


লিংকুতে টিপি দিয়া দেখো

৬৬

লীনা দিলরুবা's picture


Shock

পারছি মনে হয়

৬৭

মীর's picture


কি কথা। আমি একটা জিনিসের ব্যপকতা বুঝাইতে বললাম সাইজ 42। লুক-জন ইতিহাস খুঁড়ে কিসের সঙ্গে কি মিলায়ে দিলো!

৬৮

লীনা দিলরুবা's picture


আপ্নে আপ্নার গল্প দেন আমার লিংক এর সাথে কোন কিছু মেলানোর দর্কার নাই, হঠাৎ কেন যেন এই কবিতাটার কথা মনে পড়ে গেল Smile

৬৯

শওকত মাসুম's picture


৩৬ এর ম্ইধ্যে থাইকেন

৭০

লীনা দিলরুবা's picture


নিজের বিপদ নিজে ডেকে আনা কে কি যেন বলে Shock
ভাগন্তিস

৭১

লীনা দিলরুবা's picture


Fishing হুক্কা নৃত্য
জয়িতা কাছে ধারেই আছে, ভালো আছে। এসে পড়বে যে কোন মুহুর্তেই Smile

৭২

মীর's picture


তারে বলেন হারমিওন গ্রেঞ্জারের মতো মাঝে মাঝে অদৃশ্য হবার ক্লোক চুরি না করতে।

৭৩

লীনা দিলরুবা's picture


বেচারা না ঘুমিয়ে থাকে, তারে এক্টু হেল্প করেন তো মীর, গান পোস্ট দেন Smile

৭৪

মীর's picture


তার সঙ্গে ঘুমানোর জন্য ভালো, সুন্দর, ভদ্র দেখে একটা লোক ঠিক করে দিতে হবে।
আর আপনে একটা জিনিস! গান শুনে কি আর ঘুম আসে? Big smile

৭৫

লীনা দিলরুবা's picture


ভালো, সুন্দর, ভদ্র

এমন একজন তৈরী আছে, কুন চিন্তা নাই Smile

গান শুনে ঘুম আসার দরকার নেই, জেগে শুনবার জন্য গান দেন, সাথে সাথে আমরাও কিছু গান পাই।

৭৬

মীর's picture


আপাতত এইটা দিলাম দুই বন্ধুকে। ভালো লাগলে প্রচুর পরিমাণ ধইন্যাপাতা দিতে হবে। না লাগলেও বলতে হবে চ্রম ভালো।.

৭৭

জ্যোতি's picture


রিয়েলী ধইন্যা পাতা

৭৮

জ্যোতি's picture


তার সঙ্গে ঘুমানোর জন্য ভালো, সুন্দর, ভদ্র দেখে একটা লোক ঠিক করে দিতে হবে।

:\ শরমে বেগুণী হওয়ার ইমো ধার দিবেন কেউ?

এমন একজন তৈরী আছে, কুন চিন্তা নাই

সে কুথায়? তার জন্য মন কেমন করে! কার যে মাথা ঘুরায়া পড়ে যাচ্ছিলাম তারে তো ধারেকাছে দেখলাম না। Broken Heart

৭৯

লীনা দিলরুবা's picture


বললে তো আক্রমণে পড়বো প্রেসার লো হৈলে কি খায় গিয়ানী লোকরা বলুক Wink
পুরনো গিটার শুনতাছি ......

ধইন্যা পাতা কোক

মীর, থ্যাঙ্কুস।

৮০

মীর's picture


ওহ্ ভুলে গিয়েছিলুম, আপনের অফিসে তো বাংলালায়ন। বাহ্ বাহ্। আরেকটা শুনেন....

৮১

লীনা দিলরুবা's picture


আমার অফিস বাংলালায়ন! হেহেহে। খ্রাপ হৈত, গুলশানে অফিস পাড়া মতিঝিলের চেয়ে ভালুনা।

লোড হৈতেছে Smile

৮২

মীর's picture


হ গুলশান, বনানী, কাওরান বাজার কুনুখানেই মতিঝিলের মতো ফিলিং পাই না। আপনাগো অফিসে না বলে বাংলালায়নের লাইন?
বন্ধু মাহফুজা খানম একটা ইমো ধার চাইলো। দিলাম। তারপরে সে ইমোটা কি কাজে লাগলো নাকি লাগলো না, নাকি কি হইলো; বুঝলাম না।

৮৩

লীনা দিলরুবা's picture


আমার অফিস আগে ছিল ধানমন্ডিতে, ম্যারম্যারা জায়গা, অফিস পাড়া মানেই মতিঝিল। তয় ট্র্যাজেডি হৈল আমার বাসা যখন এক পারে অফিস তখন অন্যপারে থাকতেছে Puzzled
আর অফিসের লাইন বাংলালায়ন না, আমাদের সিস্টার কোম্পানী বাংলালায়ন, যার কারণে কিউবি এদের........., কেউ যদি শোনে আমি কিউবি নিছি তাইলে চাকরী নাই Sad
বন্ধু মাহফুজা খানম আশেপাশেই আছে, ইমোও তো পেয়েছে Smile

৮৪

মীর's picture


ডট ডট-এর অর্থ সম্পর্কে রায়হান ভাইএর ভিন্নমত আছে।
হ বন্ধু খানমের নাকি ইমো পছন্দ হয় নাই। আসলে তো বলতে পারে না Wink
আর আরেকটা কথা হচ্ছে, রাতে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমাচ্ছেন, ভাল হবে না কিন্তু।
আপনারে লাঞ্চের দাওয়াত দিয়ে আপাতত ফুটে গেলাম। Smiley

৮৫

জ্যোতি's picture


আমারে কেউ লাঞ্চের দাওয়াত দেয় নাই। Sad এখানে থেকে আর আমি কি করুম? আমিও ফুটলাম।

৮৬

লীনা দিলরুবা's picture


ডট ডট-এর অর্থ সম্পর্কে রায়হান ভাইএর ভিন্নমত আছে।

সব ডট ডট এক্না Big smile

বন্ধুর ইমো পছন্দ হবে, সব ইমো সাপ্লাই দেন Wink
রাতে আমার বন্ধু রাত জাগা পাখি জৈতার নেট লাইন খারাপ থাকে Sad
লাঞ্চের দাওয়াত এর লাগি ধইন্যা পাতা

৮৭

মীর's picture


নেন আপনেরে এইটা দিলাম। Smiley

৮৮

জ্যোতি's picture


মাহফুজা খানম কেডায়?
এই ইমুটা কি আমারে দিছেন? ইরাম কেন? আমি শরমে বেগুণী হওয়ার ইমো চাইলাম । এইটা তো দেখি বেশরম লাগে।

৮৯

মীর's picture


এইটাই সবচে' ভালো হৈসে। বিশ্বাস না হৈলে লীনা আপুরে জিগান।

৯০

জ্যোতি's picture


আমি বেশরম? মাইর আমি তো গুডিগুডি গার্ল Big smile

৯১

শওকত মাসুম's picture


ঘুমানোর জন্য ভদ্রলোক?

৯২

নাজমুল হুদা's picture


ভদ্রলোক আর ভালো মানুষেরা ঘুমায় নাকি ? না কি ঘুমাতে দেয় ?

৯৩

শওকত মাসুম's picture


একটা নির্দোষ গল্প বলি তাইলে.....১৮+

বাপ ধইরা ছেলেরে আচ্ছামত পিটাইতাছে। পাশের বাড়ির লোকটা জিগাইলো ছেলেরে এতো মারতাছেন কেন?
বাপ মারতে মারতে কইলো, হারামজাদা একটা বদমাইস। পাশের বাড়ির মহিলারে প্রেগনেন্ট বানাইছে।
এইবার এই লোক টাসকি খাইয়া কইল, এতোটুক ছেলে?
বাপ এবার মাইর থামাইয়া কইল, আর কইয়েন না, হারামজাদা আমার সব কন্ডম ফুটা কইরা রাখছিল।

৯৪

নজরুল ইসলাম's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

৯৫

মীর's picture


Laughing out loud Dont Tell Anyone Wink

৯৬

হাসান রায়হান's picture


হাহাচোপা। Smile)

৯৭

লীনা দিলরুবা's picture


ইয়ে মানে আম্মো একটা কমেন্ট করতে চাই Tongue
মাসুম ভাই, গোটাদশেক জোকস দেন। মনোটোনাস অফিস জীবন Sad

৯৮

মীর's picture


ইয়েস্। দশটি জোক, একটি পোস্ট। Smile

৯৯

শওকত মাসুম's picture


নতুন ১০ জোকস এখন কই পাবো? মাথায় থাকলো, দেবো। আজ বোঢ়হয় পারবো না

১০০

লীনা দিলরুবা's picture


এই কমেন্ট এ Star Star Star Star Star

মাসুম ভাই জোকস পোস্ট চাই Smile

১০১

শওকত মাসুম's picture


হবে, তবে আজ না।

১০২

হাসান রায়হান's picture


আম্মো তাইলে একটা নির্দোষ ১৮ + দেই :

এক পিয়য়ানোবাদককে একটা ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিশিয়ান নিযুক্ত করা হল। কাজ শেষ হওয়ার পর জানতে চাইল কবে ছবিটা দেখতে পাবে। প্রযোজক জানায় এক মাসের মধ্যে মুক্তি পাবে কিন্তু এইটাও স্বীকার করে যে ওটা একটা নীল ছবি।

একমাস পর পর্ণো থিয়েটারে পিয়ানোবাদক মুখ ঢেকে সান গ্লাস পরে ছবিটা দেখতে গেছে। বসেছে পেছনের সিটে আর এক দম্পত্তির পাশে। সেই দম্পতিও মনে হল ছদ্মবেশ নিয়ে এসেছে।

যা ভেবেছিল ছবিটা তার চেয়েও রগরগে ও ভালগারে ভরা ছিল। যেমন দলীয় কাম, বৃহন্ণলা এমনকি সারমেয়। খানিক পর বিব্রত পিয়ানিস্ট দম্পত্তির দিকে ফিরে বলল, আমি শুধু এসেছি মিউজিক শুনতে।
হ্যা, উত্তর দিল লোকটা। আমরা এখানে এসেছি শুধু আমাদের কুকুরটা দেখতে।

১০৩

লীনা দিলরুবা's picture


Tongue

১০৪

মীর's picture


ধরতে পারতেসি না, মূল হাসিটা কুন জায়গায় দিতে হবে।

১০৫

লীনা দিলরুবা's picture


এইটা শরমের জোক। তবে আমি হাসিটা দিছি....

একমাস পর পর্ণো থিয়েটারে পিয়ানোবাদক মুখ ঢেকে সান গ্লাস পরে ছবিটা দেখতে গেছে। বসেছে পেছনের সিটে আর এক দম্পতির পাশে। সেই দম্পতিও মনে হল ছদ্মবেশ নিয়ে এসেছে।

১০৬

মীর's picture


এইটা শরমের জোক। কিন্তু আমরা প্রচুর বেশরম। রায়হান ভাই আরেক্টা দেন। Big smile

১০৭

জ্যোতি's picture


বুঝি নাই Sad

১০৮

হাসান রায়হান's picture


দিতে চাইছিলাম আরেকটা। জয়ীতা বললো শরমের জোক নাকি অশ্লীল। তাই দিলামনা।@মীর

১০৯

মীর's picture


আরে জোকও দেন, উনাড় মাথায় একটা বাড়িও দেন। Big smile

১১০

জ্যোতি's picture


রায়হান ভাই এর মাথায় বাড়ি দেন জোরে মাইর । কইলাম যে, এইটা শরমের জোকস। বুজছি। কিন্তু আর দিতে তো না করি নাই। আরে রায়হান ভাই হুদাই ভাব নিতাছে।

১১১

শওকত মাসুম's picture


আমি একটা দেই

প্রশ্ন: ছেলেরা মুসলমানি করে কেন?
উত্তর: কারণ, ৩০% ফ্রি বা এক্সট্রা দেখলেই মেয়েরা নেওয়ার জন্য ব্যাকুল হয় তাই

১১২

মীর's picture


চুপচাপ পড়ে গেলাম Big smile

১১৩

হাসান রায়হান's picture


মীর আর জয়ীতার পিড়াপিড়িতে আরেকটা-

এই জুটিটা ছয়মাস ধরে প্রেম করলেও ভালোবাসা নির্মান করতে পারে নাই। কারণ ছেলেটা .. ছোটো বলে সাহস পাইতেছিল না। কিন্তু একদিন সাহস কইরা চুমু দেয়ার সময় প্যান্টের চেইন খুলে মেয়েটার হাত ধরে ঐখানে নিছে।
নো থ্যান্কস, মেয়েটা বলে, তুমিতো জানো আমি স্মোক করিনা।

১১৪

জ্যোতি's picture


গুল্লি ভাগন্তিস

১১৫

শওকত মাসুম's picture


হাহাহাহহাহাহা। জটিল জটিল।
কত জোকস যে এখন মনে আসতাছে Wink

১১৬

নাজমুল হুদা's picture


যে সব জোকস মনে আসছে, তার সবগুলো একসাথে ছাড়বেন না প্লীজ! তা'হলে হাসতে হাসতে যদি মরে যাই দায়ী থাকবেন আপনি।

১১৭

মীর's picture


মেয়েগুলো যে কি নির্দয়! Big smile

১১৮

জ্যোতি's picture


মাসুম ভাই এর একমাত্র বউ, প্রিয়ন্তী - রাইয়ানের মা এবং আমাদের সবার আপার জন্মদিনে অনেক শুভেচ্ছা, শুভকামনা। কেক-কুক খাওয়ার প্রত্যাশায়।

১১৯

নাজ's picture


ভাবী'কে অনেক অনেক শুভেচ্ছা!

১২০

রন্টি চৌধুরী's picture


তবে, ঘটনা হল, আজকাল আমিও বিবাহিত ।
ভাবতে ভালই লাগে।

১২১

বিষাক্ত মানুষ's picture


ঐতিহাসিক পুস্ট Wink

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।