ইউজার লগইন

বড়দের ১৩ জোকস। অবশ্যই ২৪+

কৌতুক বলার নানা বিপদ আছে। আর সেটা হল কারো না কারো পড়া থাকবেই। কারণ এর কোনো কপিরাইট নাই, সংগ্রহ করাই মূল কাজ। এখানে আনলাকি ১৩টা জোকস দিলাম। অবশ্যই বড়দের। কেবল বড়দের বললে ভুল হবে, কঠোরভাবে বড়দের। সুতরাং যারা বড় হন নাই তার আর পড়বেন না। এখানেই থামেন, অন্য পোস্টে যান।

আবারও বলি এই পোস্ট বড়দের, কোনো ভাবেই ছোটদের না। সবগুলো জোকস সংগ্রহ করা, কেবল একটা খানিকটা মৌলিক বলা যায়। কোনটা?

দেখি কে এই প্রশ্নের উত্তর দিতে পারেন।

ভেবেছিলাম ১০টা দেবো, পরে মনে হল ১৫টা দেই। শেষমেশ ১৩টা দিলাম। আবারো বলি অনেকেরই হয়তো সবগুলো পড়া। তারপরও দিলাম।

১.
মেয়েদের সুখী করার ৭০ টা উপায় আছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে শপিং, আর এর পরেই ৬৯

২.
বন্ধুর বউকে বিয়ে করেছে দবির। স্ত্রী পরিত্যক্ত ছবির দুঃখে কষ্টে দবিরকে বললো, শেষ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড পেলি!
দবির বিজয়ীর হাসি দিয়ে বললো, বউ বলেছে ৪ ইঞ্চির পুর পুরাটাই ব্র্যান্ড নিউ।

৩.
সে বললো চল আবার বেড়াতে যাই।
ওরা দুজন বললো, উহু, তোমার সাথে আর যাবো না। তুমি বেড়াতে যাওয়ার নাম করে একা নিজেই ঢুকে পড়ো, আমাদের দুজনকেই বাইরে রেখে দাও। আমরা আর যাবো না।

৪.
ওল্ডহোমে বুড়ার সঙ্গে বুড়ির দারুণ খাতির। দুজনেরই শারিরীক সামর্থ্য নেই, কিন্তু সখ আছে। বুড়ি প্রতিদিন বুড়ার বিশেষ অঙ্গ হাতের মুঠোয় ধরে রাখে, এইটাই তাদের সুখ। হঠাৎ একদিন বুড়ি দেখে বুড়া আর আসে না, বরং নতুন আসা অন্য এক বুড়ির সাথে বসে থাকে।
বুড়ি গিয়ে ধরলো বুড়াকে, জানতে চাইলো এভাবে তাকে ত্যাগ করার কারণ কী। ঐ বুড়ির মধ্যে এমন কি আছে যা তার নেই?
বুড়া বললো, নতুন আসা বুড়ির পার্কিনসন অসুখটি আছে।

৫.
দারুণ সফল এক যৌনকর্মী গেল ডাক্তারের কাছে। গিয়ে বললো, ডাক্তার আমার শরীরে আরেকটা ফুটো করে দেন?
অবাক হয়ে ডাক্তার জানতে চাইলো, আরেকটা কেন?
মেয়েটা বললো, ব্যবসা খুব ভাল যাচ্ছে, ভাবছি নতুন একটা শাখা খুললে কেমন হয়।

৬.
মেয়েরা হয় চার রকমের
১. শ্বাসের সমস্যা আছে-আহ..আহ...আহহহ.......
২. বাধ্যগত-ইয়েস, ওহ ইয়েস......আহ ইয়েস....
৩. লোভী-মোর..মোর...প্লিজ......মোর
৪. ধার্মিক-ওহ গড..ওহ মাই গড....ওহ মাই গড!!

৭.
সে বিয়ে করলো এক মেয়ে ট্রাফিক সার্জেন্টকে। বাসর রাত শেষে বন্ধুরা জানতে চাইলো কেমন কাটলো বাসর রাত।
দীর্ঘশ্বাস ছেড়ে সে বললো-সে ১০০ টাকা জরিমানা করেছে ওভারস্পিডের জন্য, ২০০ টাকা রং সাইড এন্ট্রির জন্য আর ৫০০ টাকা হেলমেট না পরার জন্য।

৮.
মেয়ে-তোমারটা ঠিক যেন মোবাইল ফোন।
ছেলে-কেনো? ভাইব্রেশন বেশি হয়?
মেয়ে-উহু, যখন ট্যানেলে ঢোকে, তখন নেটওয়ার্ক থাকে না, টাওয়ার আর কাজ করে না।

৯.
একসাথে গোসল করছে দুটি মেয়ে।
প্রথমজন: তোমারটা সব সময় এতো ক্লিন থাকে কিভাবে?
দ্বিতীয় জন: আরে বোকা, কখনো ব্যস্ত রাস্তায় ঘাস উঠতে দেখেছিস?

১০.
কেবল চট্টগ্রামের জন্য আগামি বাজেটে নতুন একটা ট্যাক্স আরোপ করা হচ্ছে। আর সেটি হচ্ছে টার্নওভার ট্যাক্স।

১১.
পৃথিবীর শ্রেষ্ঠ গোলরক্ষক মেয়েরা। যেভাবেই খেলো না কেন, বল কখনোই ভেতরে যায় না।

১২.
এক লোক ডাক্তার দেখাতে গেছে কারন তার ... দাড়ায় না। ডাক্তার শুনে বললেন, বিয়ে করছেন? : না।
প্রেমিকা আছে ? : না।
পরকীয়া করেন ? : না।
টানবাজার যান ? : না।
মাস্টারবেট করেন? : না।
ডাক্তার ক্ষেপে বললেন, " ওই মিয়া, তাহলে দাঁড়া করায়ে কি করবেন? ক্যালেনডার টাঙ্গাইবেন!!!"

১৩.
মাদ্রিদে ষাঁড়ের লড়াই দেখে পাশের রেস্তারাঁয় ঢুকেছে এক ট্যুরিস্ট। স্পেশাল ডিশ অর্ডার দেয়ায় বেয়ারা এক অদ্ভুত জিনিশ এনে হাজির করলো। আলু আর লেটুসের সাথে গোল গোল দুটো মাংসের টুকরোমত।
“কী এটা?” জানতে চাইলো ট্যুরিস্ট।
‘কহোনেস, সেনর। ‘ বুক ফুলিয়ে জবাব দিলো বেয়ারা। ‘আজকে অ্যারেনাতে যে ষাঁড়টা লড়াইয়ে হারলো, তার অন্ডকোষ। ‘
নাক সিঁটকে খাওয়া শুরু করলো ট্যুরিস্ট। কিন্তু মুখে দিয়েই চমকে গেলো সে, না যা ভেবেছিলো তা নয়, বরং বেশ সুস্বাদু জিনিসটা। চেটেপুটে খেয়ে সে ঠিক করলো, আগামীকালও এই কহোনেসই খেতে হবে।
পরদিন আবার একই রেস্তোরাঁয় এসে অর্ডার দিলো সে চটপট। যথারীতি বেয়ারা এনে হাজির করলো খাবার। আলু, লেটুস, কিন্তু আজকের মাংসের টুকুরো দুটো খুবই ছোট। ঘটনাটি কী, জানতে চাইলো ট্যুরিস্ট।
‘আসলে ব্যাপারটা হয়েছে কি …,’ খানিক মাথা চুলকে বললো বেয়ারা, ‘ষাঁড়ের লড়াইতে কিন্তু সবসময় ষাঁড়ই হারে না।’

পোস্টটি ৬৯ জন ব্লগার পছন্দ করেছেন

অরিত্র's picture


১০

শওকত মাসুম's picture


১০ এ ১০

হাসান রায়হান's picture


১ নং টা মৌলিক। জীবন থেকে নেয়া তাইনা? Laughing out loud

শওকত মাসুম's picture


কমন পড়ছে?

লীনা দিলরুবা's picture


চুপচাপ পড়ে গেলাম Smile

শওকত মাসুম's picture


১৩টাই?

শাতিল's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

শওকত মাসুম's picture


Smile Laughing out loud Big smile Wink Tongue

লীনা ফেরদৌস's picture


Puzzled চুপচাপ পড়ে গেলাম

১০

শওকত মাসুম's picture


তারপর?

১১

রাসেল আশরাফ's picture


থামেন। আগে বাসায় গিয়ে বার্থ সার্টিফিকেট দেখে তারপর পরুম নে। Tongue Tongue

১২

শওকত মাসুম's picture


দেখছেন?

১৩

সাহাদাত উদরাজী's picture


Laughing out loud

১৪

সাহাদাত উদরাজী's picture


আপনার জন্য, আপনার প্রিয় -
vidda
(সাহসে কুলায় না!)

১৫

শওকত মাসুম's picture


সাহসে কুলাইলে কী করতেন?

১৬

অতিথি's picture


Tongue

১৭

শওকত মাসুম's picture


Laughing out loud

১৮

বিষাক্ত মানুষ's picture


Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud Laughing out loud

১৯

শওকত মাসুম's picture


Smile Laughing out loud Big smile Wink Tongue

২০

বাফড়া's picture


এই ৭০ উপায়ে সুখী করলেই কি বেহেশতে ৭০ টা হুর দেয়া হবে? Wink

২১

সাহাদাত উদরাজী's picture


হুরের চিন্তা বাদ দিন, দুটো কারন জেনে নিন! আমার মনে হয়, এখানে ৭০ নয়, দুটো কারন বলা হয়েছে! এই দু'টাই সেরা - টাকা এবং বিছানা! ১। শপিং ২। সিক্সটি নাইন

(হিসাবে আপনি আমাদের মেয়ে জামাই হবেন! Laughing out loud
রখস-এ-বিসমিল)

২২

শওকত মাসুম's picture


মেয়ে জামাই কেমনে?

২৩

বাফড়া's picture


@ উদরাজী- থ্যংকিউ বস, খিয়াল করায়ে দেয়ার লিগা.. আপনে না কইলে ধরতেই পারতাম না.। আমি সিক্সটি-নাইন রে ঊনসত্তুর পড়তাছিলাম ... খেক খেক খেক

( আপনেরা শশুরের বয়েসী পাবলিক Smile.. কিন্ত ঐ যে বলেনা বান্দর বুড়া হইলেও গাছে উঠা বাদ দেয়না... খেক খেক খেক )

২৪

শওকত মাসুম's picture


আরে বাফড়া যে? আহা, কতদিন ভাল (কইরা) বাফড়া দেখি না Smile

২৫

মাইনুল এইচ সিরাজী's picture


দুর্দান্ত !

২৬

সাহাদাত উদরাজী's picture


দুনিয়া সব বিবাহিত, এক হও এক হও!

২৭

শওকত মাসুম's picture


Smile

২৮

মাহবুব সুমন's picture


ওরে ওরে ও.........

৪০+ হলে খবর ছিলো Cool ব্লগে ৪০+ হাতে গোনা ..........

২৯

শওকত মাসুম's picture


ছেলেরা কত প্রকার?
মাসু টাইপ: ওরে ওরে ও......... Tongue

৩০

জ্যোতি's picture


পড়তেছি
কুনটা পড়ে বুঝলাম না, কুনটাতে Rolling On The Floor Rolling On The Floor কোনটাই কমু না।

৩১

মীর's picture


কয়েকটা আনকমন পড়সে। ৮, ১০, ১১, ১৩। ৮ নম্বর্টা জুটিলস্য জুটিল Rolling On The Floor Rolling On The Floor

৩২

মীর's picture


এবি'র দু'একটা ইমোতে যে এখনো ঝামেলা আছে সেটা বোঝা যায়।

৩৩

তানবীরা's picture


আস্তাগফিরুল্লাহ মিন জালেক। আল্লাহ এদের পথ দেখাও Crazy

৩৪

মেহরাব শাহরিয়ার's picture


এহহে , কল্লেন কি Big smile
এইটা মনে হয় আসলে ৪০+ , কারণ ৬ টা বুঝি নাই Sad , ৪০ হওয়া পর্যন্ত ওয়েইট করতে হবে মনে হয়

৩৫

ভাস্কর's picture


ব্যক্তিগতভাবে আমি এই রকম পোস্ট কোনো ব্লগের প্রথম পাতায় পড়তে আগ্রহী না। আমরা এইরম জোকরে আগে ডার্টি জোক কইতাম...এখন এইটারে রেটিং দেওনের নিয়ম দিয়া জাতে তোলা হইছে মনে হয়।

৩৬

বাফড়া's picture


আমরা ডার্টি জোকস রে শটকাটে ডিজে কইতাম Smile...

৩৭

শওকত মাসুম's picture


মতামত জানলাম ভাস্কর দা। Smile

৩৮

রাসেল's picture


এক ধরণের নৈতিক অবস্থান বুঝলাম কিন্তু প্রথম পাতা থেকে ভেতরে চলে গেলে কি নৈতিকতার খচখচানিটা কমে যাবে? কনটেন্ট যদি আপত্তিকর মনে হয় তাহলে সেটা প্রথম পাতা কিংবা শেষ পাতা সবখানেই আপত্তিকর থাকবে, আপনার ভেতরের পাতায় লুকিয়ে রাখা এবং এখানে রেটিং দিয়ে জাতে তোলা দুটোই একই বিষয়ের ভিন্ন ভিন্ন উপস্থাপন

৩৯

মেসবাহ য়াযাদ's picture


আবিয়াইত্যা পোলা-মাইয়াগো নষ্ট করনের লাইগা এই ব্লগ লেখকরে মুরতাদ ঘোষনা করার দাবী " চুপচাপ জানাইয়া গেলাম "

৪০

সাহাদাত উদরাজী's picture


মাসুম ভাই, আশাকরি এই লিঙ্কটা একটু দেখবেন।
(অন্যদের প্রবেশ নিষেধ আছে)

আগামী কয়েকদিন নেটে থাকব না, দূরে যাচ্ছি। যা বলার পরে বলবেন! তবে ভীষন ভয়ে আছি, মডারেটররা না জানি আবার আমাকে 'ব্যান' করে দেন! আপনি তো অনেককে জানেন বলে মনে হয়, আশাকরি 'আমরা বন্ধু' মডারেটর প্যানেলকে আমার হয়ে একটু সুপারিশ করবেন! Tongue

সবই কৃষ্ণনের লীলাখেলা!

৪১

সাঈদ's picture


হাহাপেফা

৪২

শওকত মাসুম's picture


বাকি সবাইকেও ধন্যবাদ

৪৩

নাজমুল হুদা's picture


২৪, ৪০, ৬০ পেরিয়ে যাওয়াদের বোধ হয় এগুলো পড়া ঠিক না । ভুল করে পড়ে ফেলেছি, এখন ভুলে গেলাম সব ।

৪৪

কামরুল হাসান রাজন's picture


জটিলুন জটিলুন Big smile

৪৫

মাসুদ's picture


হা হা

৪৬

JOYDIP CHOWDHURY from west bengal.'s picture


Laughing out loud DAARUUUUN. EXCELENT.
EXPECTING MORE.

৪৭

সুফি's picture


ভালা অইচে। আবার লেখার অনুরোধ রইল।

৪৮

paglami 's picture


Love Party Party Party Party Party Party Party Party গি Love Party Party Party Party Party Party Party Party

৪৯

জ্যোতি's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

৫০

মিশু's picture


ভুল করে পড়ে ফেলেছি, পড়ার পরে বুঝলাম নাহ বড় হইছি, ভুল করি নাই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।