ইউজার লগইন

সৃজনশীল কথাবার্তা

১.
আমার একটা মাত্র বউ। সেই বউ আবার একটা স্কুলে পড়ায়। এবারের ঈদের ছুটিতে দেখলাম বান্ডিল বান্ডিল পরীক্ষার খাতা নিয়া বইসা থাকে। গম্ভীর হইয়া খাতা দেখে আর নাম্বার দেয়। মাঝে মইধ্যে দেখি ফিক কইরা হাসি দেয়। কেন দেয়? তারে জিগাইলাম। সে আমারে কয়টা খাতা দেখাইলো। আমিও ফিক কইরা হাইসা দিলাম।
এবার রেডি হন, ফিক কইরা হাসেন।

২.
একটা প্রশ্ন ছিল-স্বর্গ আর নরক কী?
ক্লাশ ফাইভের এক ছেলে লিখছে
স্বর্গ=আরাম আর আরাম
নরক=মাইর আর মাইর

৩.
আরেকটা প্রশ্ন ছিল অল্পপ্রাণ বার মহাপ্রাণ কাকে বলে?
ক্লাশ ফাইভের আরেক ছেলে লিখছে-
অল্পপ্রাণ হলো যার অনেক টাকা আছে কিন্তু কাউকে দেয় না।
আর মহাপ্রাণ হলো যার অল্প টাকা থাকলেও অন্যকে দেয়।

৪.
ক্লাশ সিক্সের খাতা। সৃজনশীল প্রশ্ন আর উত্তরের একটা অংশ আছে। প্রশ্নটা হইলো-বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণ কী? এক ছেলে লিখেছে
আমি যদি আমার বাবার বাবা বা দাদার আমলে চলে যাই, তাহলে আমি দেখতে পাবো যে প্রথমে আমার দাদা ছোট ছিল। তারপর আমার দাদা বড় হল এবং বিবাহ করলো। তারপর আমার দাদা-দাদীর মাধ্যমে হলেন আমার বাবা। আমার বাবা তারপর বড় হলেন এবং বিবাহ করেন। তারপর বাবা ও মায়ের মধ্যে হলাম আমি। এটাই জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারন।
Picture 014_0.jpg

Picture 015.jpg

মহাসৃজনশীল ছেলে তাতে কোনো সন্দেহ নাই। Smile

সৃজনশীল দুইজনকে এই পোস্ট উৎসর্গ করলাম। আমার বাজি তানবীরা ও মীর

পোস্টটি ৫০ জন ব্লগার পছন্দ করেছেন

জেবীন's picture


্বাহ, পোলাপান খাতাতে অনেক জ্ঞানের কথা থাকে! Laughing out loud দেখেন ১ম প্রশ্নে আপ্নে কত্তো সহজে জানলেন যে স্বর্গনরক কি, পুরা এককথায় প্রকাশ করছে! Smile আবার ২য় প্রশ্নে কি কঠিন জিনিষ জানাইছে সে, (আসলে মানেটা যেন কি? Puzzled ) আর শেষেরজনতো সৃজনশীলতার বিরাট নমুনা দিছে ছেলে! আসলেই কি জটিল উত্তর দিছে! পছন্দ হইছে Cool ভাবী ওরে শূন্য দিলো কেন?!!! Stare Shock

জ্যোতি's picture


কতদিন পরে বান্ধবীরে পাইলাম ব্লগে। আহারে! মন পুড়ে গো!

জেবীন's picture


হ! .।.। আমি যখন আসি কেউ থাকে না, আবার সবাই যখন থাকে তখন আসিনা! কালকের আড্ডা পোষ্ট মজার লাগছে! Laughing out loud ম্যালাদিন সবাই মিলে উরাধুরা কমেন্টের আড্ডা হয় না! Stare

জ্যোতি's picture


হুমমম। হঠাৎ সবাই কেমন পানসে, আইলসা হয়ে গেছে। কয়েকদিন আগেও অফিসে বসে ব্লগে পোষ্ট, কমেন্ট পড়ে মুখে ওড়না চাপা দিয়া হাসতাম। ঝিমাইতাছে লুকজন।

নুরুল আমিন's picture


অফিসে বসে ব্লগে পোষ্ট!!
ফাকিবাজি আরকি.।.।.।

শওকত মাসুম's picture


আমিও তারে শূন্য দেওয়ায় তীব্র প্রতিবাদ করছিলাম।

জ্যোতি's picture


শেষেরটা ম্রাত্নক। এই পোলারে শূণ্য দেওয়ায় তীব্র ধিক্কার জানাইলাম। সে তো সত্যি কথা কইছে, সত্যি কথার ভাত নাই।
আপনে তো অল্পপ্রাণ, ঈদে সালামি দেন নাই।

জেবীন's picture


আসলেই অল্পপ্রানের কি দারুন উদাহরন দিছে পোলায়!.।.। আর, আজকাল্কার বড়োভাইরা সালামি দেয় না নাকি! কি কলিকাল আইলো! Sad

জ্যোতি's picture


কেউ তো সালামি দিলো না রে আফা!অল্পপ্রাণ বুঝছো!

১০

শওকত মাসুম's picture


সালাম না কইরাই সেলামি? তোমরা তো তাইলে অল্পপ্রাণী Laughing out loud

১১

কামরুল হাসান রাজন's picture


মাসুম ভাইয়ের পুস্ট!! পার্টি

১২

জ্যোতি's picture


আপনে কবে পুস্ট দিবেন? নাকি খালি কমেনটাইবেন?

১৩

কামরুল হাসান রাজন's picture


অপেক্ষায় থাকুন Tongue

১৪

শওকত মাসুম's picture


থাকলাম

১৫

একজন মায়াবতী's picture


মাসুম ভাই ও ভাবী দুইজনেই হাসির ব্যাপারে অল্পপ্রাণ বুঝা গেলো।
এমন উত্তর পড়ে দুই জনেই ফিক করে হাসলেন!!! আমার তো হাহাপেফা
ব্যাপক উত্তর লিখছে ছেলে। শুন্য দেয়া ঠিক হয় নাই। ব্লগের সবার দাবী, ভাবীরে বলেন নম্বর দিতে Big smile

১৬

শওকত মাসুম's picture


অল্পপ্রাণের জেন্ডার চেঞ্জ হলে কী হই জানেন তো্?
অল্পপ্রাণ=অল্পপ্রাণী
মহাপ্রাণ=মহাপ্রাণী Tongue

১৭

আপন_আধার's picture


সিক্সের পোলাডা'তো ফাডাফাডি উত্তর লিখছে । Laughing out loud শূন্য দেওয়া ঠিক হয়নাই Smile

হাহাপেফা

শেয়ার দিতে মন চাইতেছে ..... শেয়ার দিলাম. Smile

১৮

জ্যোতি's picture


কুথা থেকে আসলেন? এরম ফাঁকিবাজ কেন আপনে? ব্লগে দেখি না কেন? রোজ হাজিরা দিবেন, নাইলে নাম কাটা যাবে।

১৯

আপন_আধার's picture


ই'আল্লাহ ....... এইডি কি কয় ? আমারে কিছু কইলেন ছায়া'পা ? Tongue আমিতো ব্লগের রেগুলার ভিজিটর । । একজন অতিথি থাকলেও ওইটা আমি Laughing out loud

২০

জ্যোতি's picture


এহ্ আইছে সোনারচান মিছা কথা কইতে। একজন ভিজিটর ও আপনে হইলে আমরা কি? এসপ কথায় চলপে না। হাজিরা দিতে হবে। বুঝছেন?

২১

রাসেল আশরাফ's picture


আইছে ব্লগের মহিলা চৌকিদার!!!!!! Crazy Crazy

২২

আপন_আধার's picture


এই'যে আফা হাজিরা দিয়া গেলাম ........... আমি কইলাম মিছা কইনাই Smile

২৩

জ্যোতি's picture


ফাঁকিবাজ ইষ্টুডেন্ট। ইসকুলের দনজায় ফুচকি দিয়া চলে যায়। নাম কাটা যাবে।

২৪

আপন_আধার's picture


আমি'তো এই একটা ইস্কুলেই আসি ......... নাম কাইট্টা দিলে যামু কই ? Puzzled

২৫

জ্যোতি's picture


ঠিকাছে আপনেরে অবজার্ভেশনে রাখা হইলো। পাশ করতে পারলে তো ভালোই। Laughing out loud

২৬

আপন_আধার's picture


ঠিকাছে ........থেঙ্কিউ ....... Smile

২৭

শওকত মাসুম's picture


খাতায় নাম ঠিক রাখতে লেখা দেন

২৮

আপন_আধার's picture


এইতো দিলেন ভেজালে ফালায়া ............। Puzzled

সবতে লেখলে পড়বো কে ? আপ্নেরা লেখবেন, আমরা পড়মু Laughing out loud

২৯

আজম's picture


চিন্তা ভাবনা যে শুরু হয়ছে সেটা কম কিসে Glasses
দারুন মজার পুস্ট Laughing out loud হাসতে হাসতে শেষ Big smile
জনসংখ্যার ব্যপারটা তো ঠিকই। ফুল মার্কস চাই Smile

৩০

শওকত মাসুম's picture


চিন্তা ভাবনা শুরু করার উৎসটা জানতে মন চাইছিল

৩১

Mostak's picture


মজা পাইলাম

৩২

Mostak's picture


মজা পাইলাম

৩৩

রায়েহাত শুভ's picture


শেষের সৃজনশীল উত্তরে আর একটু খানি লিখলেই ফুল মার্ক্স পাইতো বেচারা। যেরোম:- আমার বাবারা ছিলেন ৮ ভাইবোন, আর আম্রা চাচাতো ফুফাতো মিলায়া ৭২ জন Tongue Crazy Big smile

৩৪

শওকত মাসুম's picture


আর আপনার? নিজের পারফরমেন্স তো জঘন্য দেখতাছি Wink

৩৫

রায়েহাত শুভ's picture


ইয়ে মানে আমি আগের ঐ কমেন্টটা দেই নাই। আমার নিক হ্যাক হইছিলো Wink

৩৬

প্রিয়'s picture


আমার আম্মুও স্কুলের টিচার। খাতা যখন দেখেন, মাঝে মাঝে এমন সব খাতা আসে যেগুলো আম্মু জোড়ে জোড়ে পড়েন আর আমরা হেসে কুটি কুটি হই। Big smile ক্লাস নাইন, টেনের মেয়েরা যখন মোঘল সম্রাজ্য বা সিরাজউদ্দৌলা বানায় বানায় লেখে সেটা একটা দেখার মতোন ব্যাপার হয়। Big smile

৩৭

শওকত মাসুম's picture


কী লেখে?

৩৮

তানবীরা's picture


ভাগ্যিস লগাইছিলাম আজকে। এমন মহৎপ্রান বিখ্যাত ব্যাক্তি যে আমাকে সৃজনশীল পোষ্ট উৎসর্গ করছে, এই খোঁজ আমাকে কেউ দেয় নাই ক্যান? Stare

ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া Big smile

৩৯

শওকত মাসুম's picture


খবর কী এখন?

৪০

রাসেল আশরাফ's picture


ভাবী দেখি পাষাণী।এই পোলারে নাম্বার দেয় নাই। ফুল মার্কস দেয়ার তীব্র দাবী জানায় গেলাম।

অফটপিকঃ মাসুম ভাই মুভি নিয়া পোস্ট দেন।

৪১

শওকত মাসুম's picture


কাজের চাপে মুভি দেখা কমে গেছে যে

৪২

গৌতম's picture


১. হাসতে হাসতে শেষ। Laughing out loud

২. (সিরিয়াস) বাইরের দেশে যেভাবে উত্তরপত্র মূল্যায়ন করা হয়, তাতে তিনজনই কিছু না কিছু মার্কস পেতো। প্রথমজন পুরোপুরিই ঠিক- ভাষাগতভাবে সে বিষযটি ফুটিয়ে তুলতে পারে নি মাত্র।

দ্বিতীয়জন যে উত্তর দিয়েছে সেটি এসেছে তার সামাজিক ইন্টার‍্যাকশন থেকে। এই উত্তরও ঠিক- তবে সে হয়তো ফুল মার্কস পাবে না।

তৃতীয়জন সেন্সটা ধরতে পেরেছে তবে সে গুছিয়ে লেখার মতো অবস্থায় যায় নি। এ অবস্থায় অনেক দেশে তাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করা হতো এবং আমার ধারণা মৌখিকভাবে জিজ্ঞাসা করা হলে সে বিষয়টা আরো খুলে বলতে পারতো যে- এভাবে একের পর এক জন্ম দেবার ফলেই জনসংখ্যা বাড়ছে।

৩. সিস্টেমের কারণে ভাবী কোনো নম্বর দিতে পারবেন না জানি; কিন্তু ভাবীকে বলেন মৌখিকভাবে তাদের প্রশংসা করতে। বানিয়ে লেখার চিন্তাটাই অনেকের থাকে না; তারা কিছু না লিখেই খাতা জমা দিয়ে দেয়। সে দিক দিয়ে তারা মৌখিক প্রশংসার যোগ্য। শিক্ষক চাইলে তার এই ক্ষমতাটা বিকশিত করতে পারেন।

৪. মজার পোস্টে অমজার কথাবার্তা বলে ফেললাম। কেউ মাইন্ড খাইলে বদলা হিসেবে আমারে পিজা হাটে একটা পিজা খাওয়ায়া দিয়েন।

৪৩

দুষ্ট বালিকা's picture


তোমার মন্তব্যটাই আমি করতে যাচ্ছিলাম দাদা! নাম্বার না দেওয়া যাক, অন্তত বাচ্চাগুলাকে মৌখিক বাহবা দেয়া ভালো। যে হারে মুখস্ত বিদ্যার হার বাড়ছে তাতে প্রশ্নের উত্ত্র না পড়া থাকলেও সেটা উত্তর দেবার মতো সৃজনশীলতা কিছুটা বাহবার দাবীদার! Smile

মাসুম ভাই! জোশ পুস্ট! Big smile

৪৪

শওকত মাসুম's picture


ঐ স্কুলের খাতায় শিক্ষার্থীর নাম থাকে না। কোড নং দেওয়া থাকে। সুতরাং চাইলেই বাহবা দেওয়া যাবে না। Sad
আসলে আমাদের পড়াশোনার সিস্টেমেই গলদ।

৪৫

হাসান রায়হান's picture


সবাইরে ফুল মার্ক দেয়ার দাবী জানাইলাম। স্পেশালি জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব উপস্থাপককে।

৪৬

শওকত মাসুম's picture


আপনে তো আর বাড়াইলেন না জনসংখ্যা Wink

৪৭

Md.Rabiul Islam's picture


োনেক মোজা পেলাম।

৪৮

রশীদা আফরোজ's picture


উৎসর্গ করার ব্যাপারটা কখনোই ভালো লাগে না। কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না তা হবে না। হিংসিত এবং রাগান্বিত।
লেখা পড়ে অবশ্য বিপুল আনন্দ পেলাম।

৪৯

শওকত মাসুম's picture


এই কমেন্টটা আপনারে উৎসর্গ করলাম Laughing out loud

৫০

উচ্ছল's picture


আরএ িক মজার েপাস্টের..... মাসুম ভাই ভাবীর কাছ থেেক আ েরাও িকছু সৃজনশীল েলখা িনয়ে আসেন... Big smile

৫১

khushboo's picture


বেপোক লুল!!!
http://www.amrabondhu.com/sites/all/modules/smileys/packs/Roving/bigsmile.png

৫২

মীর's picture


থ্যাংকিউ ব্রো Embarassed

৫৩

শওকত মাসুম's picture


Smile

৫৪

মানুষ's picture


মাসুম্ভাই রকস মজা

৫৫

অতিথি's picture


আমি একবার একটা খাতা দেখেছিলাম ।প্রশ্ন ছিল লবন কত প্রকার?
একজন লিখছে, লবন বিভিন্ন প্রকার। যেমন- পদ্মা লবন, মোল্লা লবন, এসি আই লবন সহ আরো কত কি ।

৫৬

শওকত মাসুম's picture


Rolling On The Floor Rolling On The Floor Rolling On The Floor

৫৭

কিছু বলার নাই's picture


স্কুলে পড়ার সময় 'শব্দ কাহাকে বলে' এই প্রশ্নের উত্তরে একজন লিখছিল 'আমরা প্রতিদিন হাটতে চলতে চারপাশে নানান ধরনের শব্দ শুনতে পাই, তাকেই শব্দ বলে, উদাহরন: টিফিন পিরিয়ডের ঘন্টা'। পাষাণ হৃদয় ম্যাডাম আবার সেইটা ভরা ক্লাসে পইরা শুনাইছিল, বেচারি মাইয়াটার জীবন বরবাদ হইয়া গেছিল এরপর। স্কুলপড়ুয়া পোলাপাইন চরম নিষ্ঠুর প্রকৃতির হয়, যদ্দুর মনে পড়ে পাস কইরা বাইর হবার আগ পর্যন্ত ওরে 'ঘন্টা বেগম' ডাকা হইত।

৫৮

শওকত মাসুম's picture


সৃজনশীল পোলাপাইনের তো দেখি অভাব নাই Smile

৫৯

হুডাই's picture


জোসস ..

৬০

অতিথি's picture


Smile Laughing out loud Big smile Wink

৬১

তামান্না's picture


হাহহাহাহাহাহাহাআ। মজা পেলাম

৬২

অতিথি's picture


চরম মজা পাইলাম। Party Party Party চরম মজা পাইলাম। Party Party Party

৬৩

শওকত মাসুম's picture


Smile Laughing out loud Big smile Wink

৬৪

আরিশ ময়ূখ রিশাদ's picture


ব্যাপক

৬৫

নুরুল আমিন's picture


আমি তখন প্রাইমারির কোন এক ক্লাসে.।।
একটা প্রশ্ন আসছিল ধর্ম পরীক্ষায়, আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি কেন?
আমি লিখেছিলাম, বেহেশ্‌ত পাওয়ার জন্য.।.।

৬৬

শওকত মাসুম's picture


আরাম আর আরাম Smile

৬৭

লীনা দিলরুবা's picture


চ্রম Smile স্টুডেন্ট এর সৃজনশীলতাকে সম্মান করা উচিত ছিল, শূন্য দেয়া একদম ঠিক হয় নাই। ভাবীকে নম্বর প্রদানের ক্ষেত্রে পূণঃ বিবেচনা করার দাবী জানাইলাম Smile

৬৮

শওকত মাসুম's picture


এই দাবী তো আমিও করছিলাম Smile

৬৯

শাহরিয়ার's picture


তখন আমি চট্টগামে। ভাবী আমাকে ক্লাস থ্রী-র এক ছাত্রের খাতা দেখতে দিলেনঃ
বিজ্ঞানের খাতা।
প্রশ্ন ছিলোঃ কেচোঁ আমাদের কি কাজে লাগে?
ছাত্র কিন্তু কেচোঁ যে “প্রাকৃতিক লাঙল” তা জানে না।
নিজের ইন্টুইসন থেকে লিখলোঃ
কেচোঁ আমাদের দুইটি উপকারে আসেঃ
১। কেচোঁ কুরায় (হাস/মুরগী) খায়।
২। কেচোঁ দিয়া বরি (বরশী) বায়।
আমি তাকে দশে দশ দিলাম।

৭০

শওকত মাসুম's picture


আমিও ১০ দিলাম

৭১

রন্টি চৌধুরী's picture


পোষ্টে পাস মার্ক দিলাম।

৭২

Brother's picture


হাহাপেফা

৭৩

রশীদা আফরোজ's picture


ভাবীকে সর্বান্তকরণে সমর্থন দিলাম। মাইরধইর-শাস্তি আমি অপছন্দ করি নইলে জিরোর সাথে ২বার কান ধরে উঠ-বস করানোর কথা বলতাম।

৭৪

সাঈদ's picture


সৃজনশীল লোকদের দিয়া ভরে গেল দেশ ।

৭৫

বিষণ্ণ বাউন্ডুলে's picture


Big smile Big smile Big smile Big smile Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।