ইউজার লগইন

রঙ্গরসে জীবনযাপন-১

১. এক লোক প্যারাস্যুট জাম্প দেখাইয়া আয় করে। অনেক উপর থেকে জাম্প দেয়, পাবলিক দেখে আর যে যার সাধ্য টাকা-পয়সা দেয়। একসময় অনেক মানুষ দেখতো, এখন আর দেখে না। এক জিনিষ আর কতো দেখবে।
উপায় না পেয়ে ওই লোক এবার নতুন ঘোষণা দিল। সে লাফ দিবে, কিন্তু প্যারাস্যুট খোলা হবে শেষ সময়ে। খেলায় একটু থ্রিল আনার চেষ্টা আর কি।
খেলা শুরু হল। ওই লোকের সহকারী নীচে দাঁড়ানো, বসের সঙ্গে যোগাযোগের জন্য টকব্যাক আছে। (টকব্যাক কি জানতে হলে মেসবাহ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন, সে সদ্য টকশো করে আসছে)। লোকটি লাফ দিল। কিছুদূর নামার পর সহকারী জানালো, ‌'ওস্তাদ, আর মাত্র ১০০০ হাজার মিটার, এইবার প্যারাস্যুট খোলেন।' ওস্তাদ জানালো, আরেকটু।
কিছুক্ষণ পর আবার সহকারী বললো, ওস্তাদ, আর মাত্র ৫০০ মিটার। তার ওস্তাদ শুনলো না, বললো আরেকটু। এবার সহাকারী জানালো, মাত্র ২০০ মিটার। আবারও ওস্তাদ বললো, আরেকটু পর খুলি। ১শ মিটার বাকী, তখনও ওস্তাদ বলে, আরেকটু।
ঠিক যখন ১০ মিটার বাকি, এবার মরিয়া হয়ে সহকারী বললো, ওস্তাদ মাত্র ১০ মিটার।
এবার ওস্তাদ বললো, দূর পাগল, এইটুকু উপর থেকে পড়লে কী হয়?

গল্পটা কেন বললাম?
নীচের গ্রাফটা দেখেন।

এইটুকু আমাদের লীনা, টুটুল আর রায়হান ভাইরে উৎসর্গ করলাম।

dse_gen_index.png

২.
মনের মধ্যে দুইই খায়েশ
বাঘের দুধের চা আর
হরিণের দুধের পায়েশ

এইটা একটু আগে ফেসবুকে একজনের স্ট্যাটাসে পেলাম।
আমার খায়েস কিন্তু অন্য,

মোটা টাকার চেক
কিংবা বইমেলার কেক

আফসুস, কাল কেক খেতে পারলাম না। বড়ই আফসুস।

৩.
কাল গেলাম বইমেলায়। বই কিনলাম অল্প, আড্ডা মারলাম বেশি। এর আগে অবশ্য শুক্রবার এক ঘন্টার জন্য মেলায় যেয়ে বাংলা একাডেমীর স্টল থেকে কম দামে বেশি বই কিনে এনছিলাম। এরপর একদিন লিস্ট করে যেতে হবে।
উপদেশ নং-১ হচ্ছে অবশ্যই লিস্ট করে তারপর মেলায় বই কিনতে যাবেন।
এবার আপনাদের একটু সাহায্য করি। লিস্টে কি কি রাখবেন সেটা এবার বলি।
১. রঙ্গরসে জীবনযাপন-শওকত হোসেন মাসুম, শুদ্ধস্বর প্রকাশনী Wink Tongue Laughing out loud
২. নিজেরাই কষ্ট করে বাকি তালিকা করে নেন। Smile Laughing out loud Big smile
বই নিয়ে বিস্তারিত পোস্ট আসবে কিন্তু, সাবধান করে দিলাম।

৪.
যারা আত্মজীবনী ধরনের লেখা পছন্দ করেন তাদের একটা সুপরামর্শ দিতে পারি। অর্থনীতিবিদ অধ্যাপক আনিসুর রহমানের দুই খন্ডের আত্মজীবনী বের হয়েছে অ্যাডর্ণ থেকে। যারা রাজনীতির গতিধারা পর্যবেক্ষণ করেন, অর্থনীতি নিয়ে আগ্রহ আছে, বাংলাদেশের শুরুর সাফল্য ও ব্যর্থতা নিয়ে লেখাপড়া করেন তাদের জন্য অবশ্য পাঠ্য এই বই। নাম পথে যা পেয়েছি

৫.
এবার মুভির খবর বলি। একটি ইরানী ছবি। নাম এ সেপারেশন।
এবারে গোল্ডেন গ্লোব পেয়েছে সেরা বিদেশি ছবি হিসেবে।
‘এ সেপারেশন' ছবিটি প্রথম ইরানে নিষিদ্ধ করেছিল সরকার৷ ছবিটি সরকার-বিরোধী এই যুক্তিতে ছবি তৈরির কাজও বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার৷ পরে পরিচালক আজগার ফারহাদি ক্ষমা চান এই ভুল বোঝাবুঝির জন্য। তখন তাকে ছবিটি শেষ করার অনুমতি দেয়া হয়৷ ছবিটি সেরা বিদেশী ছবির অস্কার পেতেও পারে।
তবে দেখলে অবশ্যই চমকে যাবেন। পিতা-মাতার সম্পর্ক ও সিদ্ধান্ত যে সস্তানের মধ্যে কী প্রভাব পরে তা দেখা যাবে। চমৎকার একটা সিনেমা।
L_42144-1030916.Jpg
স্বামী-স্ত্রী ইরানে থাকবে কি থাকবে না তা নিয়ে তাদের সংশয়৷ মেয়েটির শ্বশুর আলজহাইমার রোগী৷ বাবাকে ছেড়ে ছেলে কোন অবস্থাতেই কোথাও যেতে রাজি নয়৷ বাবাকে দেখাশোনা করার জন্য একজন নার্স রাখা হয়৷ নার্সের নিজেরও একটি মেয়ে রয়েছে এবং নার্স গর্ভবতী। একদিন নার্স তার মেয়েকে নিয়ে বাইরে যায় সে সময় বৃদ্ধ ভদ্রলোক অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন৷ তাকে জরুরি অবস্থায় হাসপাতালে নেয়া হয়৷ রাগে স্বামী নার্সকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়৷ তাল সামলাতে না পেরে নার্স পড়ে যায়, সিড়ি গড়িয়ে নিচে৷ শুরু হয় রক্তক্ষরণ৷ নার্সকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ গর্ভস্থ শিশুটি মারা যায়৷ স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়৷

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

শাফায়েত's picture


প্রথম কমেন্ট Smile

রশীদা আফরোজ's picture


ওফ, আমি প্রথম হলাম। লেখাটা পড়তে পড়তে ভাবছিলাম, ফার্স্ট কমেন্ট আমি দেবো।

শাফায়েত's picture


হিহি রশীদা আপা, বেটার লাক নেক্সট টাইম গুল্লি

রশীদা আফরোজ's picture


শাফায়েত, আপনি একটা ... ভাষা খুঁজে পাচ্ছি না। তবে শোনেন, আপনারটা কমেন্ট বলে গণ্য হবে বলে আমি মনে করি না। আপনি বুকিং দিছেন পয়লা আর আমি কমেন্ট!!! Smile

শাফায়েত's picture


সেই সেই Big smile Big smile Big smile
যান ফার্স্ট প্রাইজ আপনার।

রশীদা আফরোজ's picture


গুল্লি মেরে প্রাইজ দিচ্ছেন!!! চোখ টিপি

শওকত মাসুম's picture


Smile Smile

লীনা দিলরুবা's picture


আমার, টুটুল ভাইর, রায়হান ভাইর পকেট খালি এইটাতো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বুঝায় দিছেন,
তাইলে রঙ্গরসে জীবনযাপন কী আমাদেরকে উপহার দিবেন? Tongue

শওকত মাসুম's picture


আর মাত্র ১০০ টাকা ধরা খাইলে মাইন্ড করবা কেন?

১০

টুটুল's picture


যাক... শেয়ার মার্কেট শেষে অন্তত মাসুম ভাইয়ের বইটা ফ্রি পাচ্ছি ... না পাওয়ার সময়ে এইবা কম কি Smile

গ্রাফটা ইজি চেয়ার এর মত লাগে... আরামে বইসা থাকা যাবে Smile

১১

শওকত মাসুম's picture


হ, আরাম চেয়ারে বইসা ১০০ টাকা দিয়া কিন্যা রঙ্গরসে জীবনযাপন পড়বেন Smile

১২

রাসেল আশরাফ's picture


আপনাগো জীবন নিয়ে লেখা সেই বই দিয়ে আপনারা কী করবেন? কিনে মানুষেরে বিলায় দেন চামে চামে নিজেদের জীবন কাহিনী লেখা লাগলো না। Wink Tongue

১৩

শওকত মাসুম's picture


কয়টা কিনবেন বই?

১৪

রশীদা আফরোজ's picture


মাসুম মামাজান, ভাগ্নিরা অটোগ্রাফযুক্ত বই উপহার পাবে না?

১৫

শওকত মাসুম's picture


বই কিনলে অটোগ্রাফ ফ্রি Smile

১৬

সাঈদ's picture


মাসুম ভাইয়ের বই কি ফ্রীতে দিবে ?

মোড়গ উন্মোচন কবে ?

১৭

শওকত মাসুম's picture


ফ্রির কোনো কারবারই নাই

১৮

হাসান রায়হান's picture


Puzzled

১৯

শওকত মাসুম's picture


ফিরছেন?

২০

সুমি হোসেন's picture


গ্রাফটা ইজি চেয়ার এর মত লাগে... আরামে বইসা থাকা যাবে" কিছু কিছু মানুষ ঘুমাতেও পারে!

২১

শওকত মাসুম's picture


না ঘুমাইয়া বইটা পড়াই তো বেটার

২২

শাপলা's picture


হা হা হা বস!!

পারেনও রঙ্গ রস!!!

২৩

শওকত মাসুম's picture


আরে জীবন তো একটাই

২৪

জেবীন's picture


১। ইজি চেয়ারের মাথার দিকটা দেখতে তো আরামদায়ক লাগতেছেই না! ঘাড় ত্যাড়া করে দিবে তো!! Stare
২। মোড়ক উন্মোচনে কি কেক খাওয়ায় নাকি? পাইতে গেলে চেক-কেক, ধরতে হবেই নানান ভেক! Cool
৩। অটোগ্রাফ সহ একখানা বই হাদিয়াসরুপ আমার জন্যে রাখিয়া অশেষ নেকি হাসিল করিবেন আশা রাখি। Big smile

২৫

শওকত মাসুম's picture


বই থাকিবেক অবশ্যই।

২৬

রাসেল's picture


মাসুম ভাই পথে যা পেয়েছি প্রথম পর্ব দ্বিতীয় পর্বের পর আরও কিছু পর্ব আশা করা যায়, দ্বিতীয় পর্ব যেখানে শেষ হয়েছে এরপরও আরও উত্থান পতন ঘটেছে বাংলাদেশের অর্থনীতি-রাজনীতিতে।

আমার মনে হয় আনিসুর রহমানের আত্মজীবনির সাথে মিলিয়ে ইউপিএল থেকে দ্যা লস্ট মোমেন্ট কিংবা অপহৃত বাংলাদেশ, যে আগুণ জ্বলেছিলো আর একুশে ও স্বাধীনতা, বাংলাদেশের অর্থনীতি ও সমাজ বাস্তবতা বই তিনটাও পড়তে হবে। তাহলে এক ধরণের দৃষ্টিভঙ্গি পাওয়া যাবে, কল্যানমুখী অর্থনৈতিক ধারণার অনুসারী আনিসুর রহমান, রেহমান সোবহান কিংবা আবুল বারাকাতের চিন্তাধারার সাথে ভর্তুকিভিত্তিক উন্নয়ন ধারণার তফাতটুকুও বুঝা যাবে যদি একই সময়ে নুরুল ইসলামের আত্মজীবনিটা পড়া যায় পাশাপাশি।

আপনি এই রকম কিছু বইয়ের তালিকা দেন, বই কিনবো কিন্তু তেমন লড়াই করতে চাচ্ছি না।

২৭

শওকত মাসুম's picture


তৃতীয় পর্ব আসছে শুনলাম। আর এই বই পড়তে হলে হাতের কাছে অপহৃত বাংলাদেশ থাকলে ভাল। সহজ হয় অনেক কিছু।
নতুন স্বাধের একটা বই।

২৮

জোনাকি's picture


অন্য একটা পোষ্টে রঙ্গরসে জীবনযাপন বইটির ছবি দেখে পড়তে ইচ্ছা হচ্ছিলো। এখন এই পোষ্ট দেখে ভাবলাম লেখকের দয়া হয়েছে বুঝি তাই বই এর লেখা ব্লোগে পোষ্ট করছে কিন্তু পরে দেখলাম লামপিং ঝামপিং দিয়ে শেষ। আশা করতেছি বইটা পড়ব একদিন Smile আর মুভিটা দেখতে মুন চাই Big smile

২৯

শওকত মাসুম's picture


বইটা তো পড়তেই হবে, উপায় নাই। Smile

৩০

জ্যোতি's picture


আফসুস , কেউ কুনুদিন পোস্ট উৎসর্গ করে না।
:(গতবারও অটো্গ্রাফ দেন নাই। এইবার বই, অটোগ্রাফ ফ্রি দিবেন।

৩১

শওকত মাসুম's picture


বই কিনবা, অটোগ্রাফ ফ্রি

৩২

স্বপ্নের ফেরীওয়ালা's picture


বুঝলাম গ্রাফের জন্য শওকত মাসুম ই দায়ী

~

৩৩

শওকত মাসুম's picture


আমি কিছু করি নাই

৩৪

জ্যোতি's picture


এ সেপারেশন - এর ডিভিডি টা পাইনি খুঁজে। Sad

৩৫

শওকত মাসুম's picture


পাওয়া যায় তো।

৩৬

ভাস্কর's picture


আনিসুর রহমান'এর লেখা যখন প্রথম পড়ছিলাম তখন বেশ জাতীয়তাবাদি অনুভব হইছিলো। ইয়েল বিশ্ববিদ্যালয়ের জার্নালে বাংলাদেশী লেখকের লেখা তার উপর তার সেই লেখাতেই নাকি প্রথম মার্কেট সোশ্যালিজম অভীধা পায় চীনা বাজারমুখি অর্থনীতি এমন তথ্য বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়তে থাকা আমারে রীতিমতো মোহাবিষ্ট করছিলো। এরপর শিবির বিরোধী আন্দোলনের পরপরই সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রোগ্রামে তার গাওয়া রবীন্দ্রসংগীত শোনার পর রীতিমতোন হতভম্ব হইয়া গেছিলাম।

রাসেল, আনিসুর রহমানের যা পড়ছি তাতে তারে কল্যানমূখী অর্থনীতি বলতে গড়পড়তা যা বোঝায় তার চাইতে কিছুটা ভিন্ন মনে হইছে। এই লোকের রাষ্ট্রদর্শনের সাথে বারাকাত-রেহমান সোবহানদের এম্নেই তো অনেক পার্থক্য আছে। সেই পার্থক্য অনুধাবন করতে খালি চোখই যথেষ্ট অনেক গভীরে যাইতে হয় না। বারাকাত তো একেবারেই পড়া যায় না। আমি তার কিছু রচনা পড়তে চেষ্টা করছি অতীতে, তার অভিজ্ঞতায় বুঝতে পারতেছি তুমি বেশ সংগ্রামী পাঠক...

৩৭

শওকত মাসুম's picture


আনিসুর রহমানের সঙ্গে অমর্ত্য সেনের চিন্তাধারার কিছু মিল আছে। রেহমান সোবহান আরও ভিন্ন ধারার। আর বারকাত স্যার আমার সরাসরি শিক্ষক। ক্লাসে তিনি দুর্দান্ত, কিন্তু লেখায়....... Smile

৩৮

রাসেল's picture


জনকল্যানে রাষ্ট্রের ভূমিকা এবং রাষ্ট্র নির্মাণে জনগণের ভূমিকা বিষয়ে হয়তো রেহমান সোবহান আর আনিসুর রহমানের বক্তব্যে পার্থক্য আছে কিন্তু মোটা দাগে নাগরিক কল্যানে রাষ্ট্রের অংশগ্রহনের বিষয়ে এদের অভিমত একই রকম।

তবে একটি বিষয়ে তারা উভয়েই একমত যে ভর্তুকি দিয়ে , পরনির্ভরশীল হয়ে জাতীয় উন্নতি সম্ভব না, আনিসুর রহমানের লেখার ভেতরে এক ধরণের আত্মমর্যাদার অনুভুতি আছে, সেটা তৃপ্তিদায়ক।

৩৯

মীর's picture


আপনের বইয়ের নাম জানার পর থেকে একটা লাইন খালি মাথায় বাজতেসে

কত রঙ্গ দেখি দুনিয়ায়...

এর আগে-পিছে যে কি আছে কে জানে! যাক্ এবার দেখি আমার পরিচিত মানুষ-জনের বইয়ের তালিকাই অনেক লম্বা। নিজেরে তো ভিভিআইপি মনে হইতেসে মাসুম ভাই।

৪০

হাসান রায়হান's picture


কে জানি বলল মাসুম ভাইয়ের বইয়ের নাম রঙ্গরসে যৌবন যাপনSmile
পরের বইটা এরম নামে বাইর করেন মাসুম ভাই। Wink

৪১

হাসান রায়হান's picture


অথবা রঙ্গরসে ভরা যৌবন

৪২

রাসেল আশরাফ's picture


এই নামে ভোট দিলাম সাথে এক কপি বই অটোগ্রাফ সহ বুক দিলাম।

৪৩

রায়েহাত শুভ's picture


আমি এইবার শুধুমাত্র ব্লগারদের বই কিনবার খায়েশ রাখি Laughing out loud

৪৪

আরাফাত শান্ত's picture


কিনুম টেনশন লয়েন না!

৪৫

শওগাত আলী সাগর's picture


এতো রঙ্গ জানেন আপনি?
ভালো লাগলো ।

৪৬

মেসবাহ য়াযাদ's picture


আমি পরিপূর্ণ বেকার... আয় রোজগার নাই... আমারে খালি বইটা দিলেই হৈবো (অটোগ্রাফ দিয়া কী করুম...?) Wink

৪৭

বিষাক্ত মানুষ's picture


সিনেমাটা দেখছি, দারুন!

বই কেনার টাকা নাই

৪৮

তানবীরা's picture


আ সেপারেশন নিয়ে অনেক আলোচনা শুনছি, দেখতে হবে

অটোগ্রাফসহ বইতো পাচ্ছিই আমি জুলাইতে, তাই Big smile

৪৯

অনন্যা's picture


মুভিটা দেখেছি,অনেক সুন্দর।
আর বই কিনা যাবেনা Sad (দেশের বাইরে থাকি)

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।