ইউজার লগইন

স্যালুট সাফায়াত জামিল

2012-08-11-13-02-08-Shafaet-Jamil-TM.jpg
৩ নভেম্বর ১৯৭৫। মোশতাক-ফারুক-রশীদদের বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান করেছিলেন বিগ্রেডিয়ার খালেদ মোশারফ। এই অভ্যুত্থানে তাঁর প্রধান সঙ্গী ছিলেন ৪৬ ব্রিডেগের প্রধান কর্নেল সাফায়াত জামিল। এই অভ্যুত্থান না হলে বাংলাদেশের অন্যরকম হতো। ফারুক-রশীদদের হাতে থাকতো বাংলাদেশ।
৩ নভেম্বরের অভ্যুত্থানই সম্ভবত বাংলাদেশের একমাত্র অভ্যুত্থান, যার উদ্দেশ্য রাষ্ট্রের ক্ষমতা দখল ছিল না। মূল উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর চেইন অব কমান্ড প্রতিষ্ঠা এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর। যদিও শেষ পর্যন্ত সফল অভ্যুত্থানকে অনুকূলে আনতে পারেননি খালেদ-সাফায়াত-হাফিজ-ইকবাল-গাফফার-নাসির-লিয়াকত-তাজরা।
পালটা অভ্যুত্থান করেন কর্ণেল তাহেররা। এতে আবার বাংলাদেশ ইতিহাসের মোড় ঘুরে যায়। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে তাহেরের অভ্যুত্থানের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে বাংলাদেশের।
দুটি কারণে ৩ নভেম্বরের অভ্যুত্থান সফল হয়নি। ১. খালেদ মোশারফের দুর্বলতা এবং ২. কর্ণেল তাহেরের হটকারিতা।
৩ নভেম্বরের অভ্যুত্থানের অন্যতম নায়ক সাফায়াত জামিল মারা গেলেন। স্যালুট এই বীর মুক্তিযোদ্ধাকে। বঙ্গভবনে কেবিনেট মিটিং-এ শাফায়াত জামিল যদি সেদিন সত্যি ব্রাশ ফায়ার করতেন তাহলে কী হতো ইতিহাসের?

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

স্বপ্নের ফেরীওয়ালা's picture


http://bdnews24.com এর ভাষ্য মতেঃ

১৯৭৫ সালের ১৫ অগাস্টও ৪৬ ব্রিগেডের দায়িত্বে ছিলেন তিনি।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট শাফায়াত জামিলের ব্রিগেড সক্রিয় হলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত বলে বিশ্লেষকদের মতের প্রতিক্রিয়া জানতে চাইলে তৎকালীন সেনাপ্রধান সফিউল্লাহ প্রয়াত সহকর্মী সম্পর্কে এ বিষয়ে কিছু বলতে চাননি।

শওকত মাসুম's picture


সাফায়াত জামিলরা দায়ী করেন শফিউল্লাহর নিষ্কৃয়তাকে। এ নিয়ে তাঁর বইতে লেখা আছে।

স্বপ্নের ফেরীওয়ালা's picture


আপাতঃ অ-সুবিধাভোগী লেঃ কর্ণেল হামিদের বইতে শাফায়াতের ভূ্মিকা বেশ কয়েকবারই প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং সেগুলি যৌক্তিক বলেই মনে হয়।

~

বিষণ্ণ বাউন্ডুলে's picture


পড়তেছি

টুটুল's picture


স্যালুট সাফায়াত জামিলকে....

আরাফাত শান্ত's picture


স্যালুট স্যার!

জ্যোতি's picture


১৫ আগস্ট থেকে নভেম্বর পর্যণ্ত ঘটনাগুলিকে যে অল্প পরিমাণ জেনেছি তাতে সেনাবাহিনীর সেই লোভী মানুষগুলোর প্রতি যে কারোই ক্রোধ জন্মানোর কথা। ক্রাচের কর্ণেল বইটাতে কর্ণেল তাহেরকে হিরো বানিয়েছে। নভেম্বরের ঘটনাগুলিকে পরিষ্কারভাবে জানতে খুবই আগ্রহ হয়। কিন্তু অনেক বই পড়তে ইচ্ছা করে না। আবার এককেজন তো একেকরকম লিখে।সত্যি কথাগুলো মোটামুটি পরস্কিারভাবে জানা যাবে কোন বই থেকে বলেন তো!
আর আপনার পোস্ট থেকে লিংক পেয়ে মেজর ডালিমের লেখা পড়ে তো তব্দা খাইছি।

কর্নেল সাফায়াত জামিলের জন্য বিনম্র শ্রদ্ধা।

অনিমেষ রহমান's picture


স্যালুট ফাইটার।

সাঈদ's picture


স্যালুট এই বীর মুক্তিযোদ্ধাকে।
১৫ই আগস্ট - ৭ই নভেম্বর - এত ধোয়াশা, এত ঘোলাটে , এক এক জনের এক এক বর্ননা - আমরা বিভ্রান্ত হই ।

১০

মেসবাহ য়াযাদ's picture


শ্রদ্ধা তাঁর আত্মার প্রতি

১১

রায়েহাত শুভ's picture


স্যালুট এই বীর মুক্তিযোদ্ধাকে...

১২

তানবীরা's picture


কর্নেল সাফায়াত জামিলের জন্য বিনম্র শ্রদ্ধা।

মাসুম ভাইয়ের কাছ থেকে এতো সংক্ষিপ্ত পোষ্ট!!!!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।