ইউজার লগইন

ভয়ঙ্কর এক তালিকা


‘নাস্তিক’ ব্লগারদের তওবার দাবিতে সায় কমিটির

ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্যকারীদের ‘তওবা’ করানোর সুপারিশ করেছে ইসলামী চিন্তাবিদ ও আলেমরা, যাতে সায় জানিয়েছে প্রধানমন্ত্রীর কর্যালয়ের গঠিত তদন্ত কমিটি।
রোববার কমিটির সঙ্গে বৈঠকে ব্লগ ও ফেইসবুক ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) অপপ্রচারকারীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে মামলা করে কঠোর শান্তি দেয়ার সুপারিশ করেন।
‘নাস্তিক’ ও অপপ্রচারকারীদের তালিকা দিয়ে আলেমরা বলেন, “এরা তওবা করলে ভাল, নইলে শাস্তির আওতায় আনুন।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইসলামী চিন্তাবিদ ও আলেমদের সঙ্গে বৈঠকে এ সুপারিশের প্রেক্ষিতে কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার বলেন, “তওবা পড়ার সুযোগ দেয়া যেতে পারে, এর পরও তারা এ অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
তিনি বলেন “অপপ্রচারকারীদের চিহ্নিত করে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে, এজন্যই নানা উদ্যোগ নেয়া হচ্ছে কমিটি থেকে।”
বৈঠকে দৈনিক আল ইহসানের সম্পাদক আল্লামা মুহাম্মদ মাহবুব আলম নয়টি ব্লগ সাইটের বিরুদ্ধে ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ আনেন। ব্লগগুলো হচ্ছে, সামওয়্যার ইন ব্লগ, আমার ব্লগ, মুক্তমনা, নাগরিক ব্লগ, ধর্মকারী, নবযুগ, সচলায়তন, চুতরাপাতা ও মতিকণ্ঠ।

এই বৈঠকে লিখিতভাবে কিছু কাগজপত্র সরবরাহ করা হয়েছে। আমাদের রিপোর্টারের কাছ থেকে সেসব কাগজপত্র নিলাম। সেসব পড়ে আমি কিছু সময়ের জন্য হলেও থমকে গেছি। ভয়াবহ সব কথাবার্তা। ভয়ঙ্কর সব তথ্য।

সভায় একটা তালিকা দেওয়া হয়েছে। কিছু ব্লগারের নাম আছে সেখানে। ব্লগ সূত্রে অনেক অনেক পরিচিত নামও আছে সেখানে। সবাইকে এক বাক্যে নাস্তিক বলা হয়েছে সেখানে। অথচ এমন কিছু নাম রয়েছে যাদের এই ক্যাটাগরিতে ফেলা যায় না।
আবার কিছু ব্লগের মালিকদের কথাও আছে। সেখানে ভয়াবহ সব সাম্প্রদায়িক কথাবার্তা রয়েছে। মালিকদের পরিচয় আছে। তাদের ঠিকানা আছে। সবচেয়ে ভয়াবহ হচ্ছে মালিকদের মূল ব্যবসা কি, ব্লগ চালাতে কত খরচ হয়, লোকসান দিয়েও যে ব্লগ চালানো হয় নানা উদ্দেশ্যে-এসব নানা কথা বলা আছে। কোনো সন্দেহ নাই, ব্লগের সঙ্গে জড়িতরা এসব তথ্য দিয়েছে বা লিখে দিয়েছে।
যেমন বলা আছে,

যদিও এই ব্লগ সাইটটি পরিচালনার বিনিময়ে তাদের উল্লেখযোগ্য আয় না থাকলেও প্রতিমাসে প্রায় ৮-১০ লাখ টাকা খরচ করে ব্লগ সাইট চালানো হয় কেন? উত্তরটি অত্যন্ত সহজ, শুধুমাত্র সম্মানিত ইসলাম উনার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য। (নাউযুবিল্লাহ)

আবার আরেক ব্লগ সম্বন্ধে বলা আছে-

শুরু থেকেই এই ব্লগটি কলকাতার চরম সাম্প্রদায়িক হিন্দুদের এদেশীয় ঘাটি হিসেবে পরিচিত। অন্যান্য ব্লগে এদেশের মুসলিমদের উদ্দেশ্যে হিন্দুদের ব্যবহৃত সাম্প্রদায়িক অশ্লীল ও কুরুচিপূর্ণ গালি যেমন নেড়ে যবন এসব ব্যবহার করার অনুমোদন না থাকলেও এ ব্লগে রয়েছে, কারণ এই ব্লগ দেশের একমাত্র নো মডারেশন ব্লগ, অর্থাৎ যে যেভাবে খুশি অশ্লীল লেখা প্রকাশ করতে পারে। তবে মুসলমানরা সাম্প্রদায়িক উসকানী ও অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করলে তা সাথে সাথেই মুছে ফেলা হয়। ভারতের বিরুদ্ধে কিছু বললে তো কথাই নেই।

আরেকটি সম্বন্ধে বলা আছে-

এই ব্লগটি পরিচালিত হয় চট্টগ্রাম থেকে এবং চট্টগ্রামের বামপন্থী, হিন্দুসম্প্রদায়ের লোকজন মূলত এর লেখক ও পাঠক। প্রসঙ্গত উল্লেখ্য, ফেসবুকে সাম্প্রদায়িকতা ছড়ানো হিন্দুদের সিংহভাগের প্রোফাইলেই লেখা রয়েছে তারা চট্টগ্রামের অধিবাসী।

আরেকটি ব্লগ সম্বন্ধে আছে-

এখানে মূলত কথিত প্রগতিশীল, সুশীল ইত্যাদি তকমাধারী পন্ডিতমূর্খরা গিয়ে ভিড় জমায়। এই ব্লগটি এদেশের ৯৭ শতাংশ মুসলিম জনগণের ইসলামী চেতনার বিরুদ্ধে চারুকলা, বটতলার চেতনা চাপিয়ে দিতে বদ্ধপরিকর। ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা, বামপন্থীরা এই ব্লগের প্রধান পাঠক হিসেবে দেখা যায়।

ভয়ঙ্কর বিষয় আরও আছে। সভায় ২৭ জন ব্লগারের আরেকটি তালিকা দেওয়া হয়েছে। একজন নারী ব্লগারও আছেন এই তালিকায়। ভয়াবহ হচ্ছে, এই তালিকাটা ভিন্ন ধরণের। প্রত্যেকেরে আলাদা প্রোফাইল তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে প্রত্যেকের ছবি আছে, যতগুলো ব্লগে লেখেন তার ঠিকানা, ফেসবুক আইডি, কোথায় কাজ করে তার ঠিকানা, এবং লেখার বিভিন্ন অংশ তুলে দেওয়া হয়েছে।
অত্যন্ত পরিকল্পনার সঙ্গে, সময় নিয়ে এটি তৈরি করা। রীতিমত গবেষণা বলা যায়। আমি এই তালিকা দেখে হতবাক।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

অদিতি's picture


কিছু বলার নাই মাসুম ভাই। দেশটা অন্ধকারে ডুবে যাচ্ছে।

জ্যোতি's picture


একটা তালিকা দেখলাম এবং হতবাক হলাম । বুঝাই যাচ্ছে কাউকে বাচাতে কাউকে ফাসাতে করা । স্তব্ধ । আমরা কোথায় যাচ্ছি বলেন তো !

বিষাক্ত মানুষ's picture


আমরা কি ধীরে ধীরে আফগানিস্থান এর মত হয়ে যাচ্ছি?

টুটুল's picture


ভয়াবহ অবস্থা

সাঈদ's picture


আসুন সবাই তওবা পড়ে "ইসলামিক প্রজাতন্ত্র বাংলাস্তান" বানানোর পথ সুগম করি ।

আরাফাত শান্ত's picture


আসলেই ভয়াবহ অবস্থা!

মাহবুব সুমন's picture


ভয়ের কথা

ছায়ার আলো's picture


ওরা তালিকা বানাইলো বলে কমিটি এখন কি তওবা পড়ানো শুরু করবে নাকি? কি অবস্থা হচ্ছে দেশের!

রায়েহাত শুভ's picture


সত্যি কইরা কন দেখি মাসুম ভাই, আমি লিস্টের কত নাম্বারে আছি? ছবিও নিশ্চয় আছে Smile

১০

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ওরা এগুলি করবে তা জানা কথা
কিন্তু এটা নিয়ে সরকারের মনোভাব সত্যিই চিন্তার বিষয়।

১১

নিভৃত স্বপ্নচারী's picture


পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, আমরা কি জিম্মি হয়ে পড়েছি?

১২

মৃন্ময় মিজান's picture


বোঝাই যাচ্ছে ব্লগাররাই ব্লগারদের তথ্য সরবরাহ করেছে। আমি যাদের নাম দেখেছি তাতে ব্লগের সাথে অনেকদিন ধরে আছেন এমন লোকজন ছাড়া এ কাজ করা অসম্ভব।

এদেশে রাজনৈতিক সেবাদাস ছাড়া আর কোন পরিচয়ে বেঁচে থাকার চেষ্টা বৃথা।

১৩

স্বপ্নের ফেরীওয়ালা's picture


হুমমমম। আমরাবন্ধু সম্মন্ধে কিছু লিখছে নাকি?

~

১৪

জেবীন's picture


২৭ জনের লিস্ট এখনো দেখি নাই। কই পাবো?

১৫

তানবীরা's picture


কিছু বলার নাই মাসুম ভাই। দেশটা অন্ধকারে ডুবে যাচ্ছে।

বোঝাই যাচ্ছে ব্লগাররাই ব্লগারদের তথ্য সরবরাহ করেছে। আমি যাদের নাম দেখেছি তাতে ব্লগের সাথে অনেকদিন ধরে আছেন এমন লোকজন ছাড়া এ কাজ করা অসম্ভব।

রাজাকার যুগে যুগে Sad(

১৬

শওকত মাসুম's picture


আলাদা করে কারো মন্তব্যে কিছু বলা হল না। সবাইকে ধন্যবাদ

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শওকত মাসুম's picture

নিজের সম্পর্কে

লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শিখি নাই।