হলুদ স্মৃতির জন্ডিস
হলুদ স্মৃতির জন্ডিস
কলকল জলের তোড়ে
ভাসে একটা দুটো রেখা
সন্ধ্যার রঙ গাঢ় কিশোরীমুখে
ফুটন্ত হলুদ জন্ডিস
জ্বলমান ঠোঁট বলে ‘ব্যথা’।
কোথায় ব্যথা!!!
বরাহ বরাহ বলে ডাকে কেউ
কাঁপন তোলে স্নায়ুতে
নিনাদে অমল সময়;
দগ্ধডানা মেলি সূর্যালোকে
ব্যাধিঘোর কেটে বৃষ্টি নামুক
আড়ালে কুড়াবো স্মৃতিঝিনুক।
অপেক্ষা জাতক
প্রেতমুখ জাগে সন্ধ্যার আকাশে
সাপের খোলস ছাড়ি এইবেলা
ফ্যাকাশে চাঁদ মাথা তুলে
আমার মাংসে হবে নৈশভোজ
সিঁড়িতে শুয়ে মুত্যু ও ভালোবাসা
জানালার ওপারে ছায়াগণিকার মুখ
সাবধানে রাত্রি বেয়ে এসো শীর্ষে
মৃত্যুঞ্জয়ী সূর্যলোকের সাষ্টাঙ্গ আগুনে
বহুদিন পর উল্কাপথ দিয়ে যেতে
মনে পড়ে গেল দুর্বিনীত নীল প্রজাপতিকে
রাতের কমনীয়তায় মুহুর্মুহু রূপ বদলে
পরিণত হত হাড়সর্বস্ব কংকালে
তন্দ্রাঘুমে মুঠোতে ধরা স্বপ্ন
কোঁচড়ে রাখে যে বালিকা
ওর ঠোঁটে লেগে আছে সাপের রক্ত
পোশাকে রাতচিহ্ন, গলায় থাবার দাগ
এসব দেখে কাঁটাঝোপ, নেকড়ে আর আমি
খুব হাসাহাসি করি।
ভুল নয়, বালিতে পায়ের ছাপ
ধী মনের পরিচর্যায় ধীরে নিশ্চিহ্ন
ঝাউবনে পড়ে দীর্ঘ ছায়া
দাঁতে নখ ধার দিয়ে সঞ্চিত বিষে
উদরে পুরবার ভীষণ অপেক্ষা আবার।
-----------------
অনেকদিন পর পোস্ট দিলাম ভয়ে ভয়ে। আমাকে কি ভুলে গেছেন আপনারা?
একটা ছোট ডিসক্লেইমার দিতে হচ্ছে এখানে, আমার মূল পোস্ট 'হলুদ স্মুতির জন্ডিস' কিন্তু আমরাবন্ধু ব্লগে সীমাবদ্ধতার কারনে ছোট কবিতা পোস্ট করা যায় না তাই পুরোনো একটা কবিতা লেজ হিসেবে শব্দের চাহিদা মেটানোর জন্য দেয়া হলো 





কোট করতে গেলে দুটো কবিতার অনেকগুলো লাইন নিয়ে আসা যায়, সেটি করলাম না, তাহলে পোস্টের চেয়ে কমেন্ট বড় হয়ে যাবে
জ্বি ভুলে যাচ্ছিলাম-না লিখলে একদম ভুলে যাবো
ঝটপট আরো আরো নতুন লেখা নিয়ে আসেন 
লীনা কেমন আছেন?
আসলেই লোকজন আমারে ভুলে যাচ্ছে।
আপনাকে পেয়ে আনন্দিত।
লীনা সুখে আছে


লোকজন ভুলবেই তো, মনে রাখার মত কাজ করলে ভুলে কে
আপনাকে দেখে আমিও আনন্দিত
থ্যাঙ্কু
কবিতাটা পড়তে পড়তে হিস সিনেমার দৃশ্য মনে পড়ছে কি ভয়াবহ রমনীয় সাপ
আমার ব্লগ ঘুরে যাবার জন্য অনেক ধন্যবাদ।
অপেক্ষা জাতক, আগের অন্য লেখার চাইতে উপস্থাপনায় একটু ভিন্নভাবে এগোনোর চেষ্টা মনে হলো।
শুভ কামনা।
আসলে কার কেমনভাবে লেখা আসে তা নিয়ে বিস্তর বিতর্ক হতে পারে। আমি কেবল লিখি আমার ঘোরের ভেতর থেকে।
হতে পারে ভিন্ন পথ।
শুভেচ্ছা।
দারুণ দুইটা কবিতা! প্রিয় মেঘদি'কে রিয়েল থ্যংকস্।
আমি তো আমার এই ভাইটার জন্যই এলাম আবার।
শুভেচ্ছা মীর।
শুভেচ্ছা নিরন্তর।
তানবীরা.....

টুটুল ভাই কিরাম আছেন?
আম্রা ভালু
আপ্নার খপর কি? হারাইয়া জান ক্যান?
আচ্ছা। ঠিকাছে।
আইরিন আপনাকে পেলাম তাহলে এখানে। শুভেচ্ছা।
দারুণ কবিতা। নিয়মিত লিখেন নাইলে ভুলে যাবেন
জয়িতা কেমন আছেন?
অনেকদিন পর আপনাদের সাথে। মজা লাগছে খুব।
মন্তব্য করুন