ইউজার লগইন

Third Week of May তে দেখা অসাধারণ পাঁচটি Documentary

ডকুমেন্টারির প্রতি আমার আগ্রহটা অনেক পুরনো । মুভির ধাক্কায় ডকুমেন্টারি দেখাই হয়নি মাঝের দু'বছর । এ সপ্তাহে মোটামুটি মনস্থির করেই দেখে ফেললাম ৮/৯ টি ডকুমেন্টারি । তার মাঝে সেরা ৫ টি নিয়ে হালকা রিভিউ :

মার্চ অফ দ্যা পেঙ্গুইনস (March of the Penguins):
220px-March_of_the_penguins_poster.jpg
গ্রীষ্মের শেষে অ্যান্টার্টিকার সমুদ্র উপকূল থেকে ৭০ মাইল ব্যাপী লংমার্চের জন্য প্রস্তুত হয় এমপেরর পেঙ্গুইন। গন্তব্য কোন নিরাপদ প্রজননস্থান যেখানে পরবর্তী ৯ টি মাস জুড়ে থাকবে ঘোরতর শীত , বিপর্যয় , সংকুলতা , চড়াই উৎরাই , সংগ্রাম আর নাটকীয়তা । পরবর্তী গ্রীষ্মে হয়ত এন্টার্টিকায় ধ্বনিত হবে অসংখ্য নতুন প্রাণের স্পন্দন । ৯ মাসের এ দীর্ঘ পরিক্রমায় হারিয়ে যাবে অনেক নতুন পুরনো পেঙ্গুইনের জীবন ।

এক কথায় অনবদ্য , অসাধারণ । ২০০৫ এ সেরা ডকুমেন্টারি হিসেবে জিতে নেয় অস্কার।ডকুমেন্টারিটা দেখার পর প্রথম যে কথাটা মনে হয় সেটা হল Life is a miracle
আমার রেটিং : ৯.২/১০

ম্যান অন অয়্যার (Man on Wire):
220px-Man_on_wire_ver2.jpg
ফরাসী দেশীয় ফিলিপ পেতিত লক্ষ্য স্থির করে ফেলেছিলেন ৬৮ এর বসন্তেই । সে স্বপ্ন আকাশ ছোঁয়ার চাইতেও একসময় কঠিন মনে হতে থাকে । অবিচল রয়ে যান পেতিত । ৫ বছর অপেক্ষার পর নির্মাণকাজ শেষ হয় নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারের। অবিচল পেতিতের এবার স্বপ্নপূরণের পালা । ৭৪ এর কোন এক রাতে পুরো যুক্তরাষ্ট্রকে ধোঁকায় ফেলে পৌছে যান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ছাদে । পরের দিন সকালে সারা বিশ্ব যা দেখল তা অভূতপূর্ব । দুই টাওয়ারের মাঝে দড়ি বেঁধে ১১০ তলা উচ্চায় দড়ির উপরে হেঁটে যাবার প্রস্তুতি নিচ্ছেন পেতিত ।

পেতিত এবং সে ঘটনায় অংশ নেয়া সবাই নিজেরাই ডকুমেন্টারিতে সেসব ঘটনার বর্ণনা দিয়েছেন । বিশেষত পেতিতের উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ে দর্শকের মাঝে । এক কথায়
অনন্য এক ডকুমেন্টারি , ২০০৮ এর অস্কারে সবার সেরা ।
আমার রেটিং : ৮.৬/১০

ফুড ইনকরপোরেশন (Food, Inc.):
MV5BOTI4MzU3MTIyM15BMl5BanBnXkFtZTcwNzM5MjY0Mg@@._V1._SY317_CR0,0,214,317_.jpg
বিদেশে যারা আছেন , তাদের জন্য আঁতকে ওঠার মত ডকুমেন্টারি । দেখে একটা কথাই মনে হয়েছে -- দেশে জেনেশুনে সব ভেজাল খাই , সবকিছুতে থাকে অবিশ্বাস । আর বিদেশে এসে গভীর আত্মবিশ্বাসে হয়ত তার চেয়ে অনেক খারাপ কিছু প্রতিনিয়ত আমরা খেয়ে চলছি । যারা খুব বেশি আলোড়িত হন , বা স্বাস্থ্য সচেতন তাদের না দেখাই ভাল , নয়ত খেতে না পেরে আমাকে দুষবার সুযোগ আছে Smile

এটাও চমৎকার ।
আমার রেটিং : ৮/১০

টাচিং দ্যা ভয়েড (Touching the Void):
MV5BMjExMzQ1NzMxOV5BMl5BanBnXkFtZTcwOTcyMDUyMQ@@._V1._SY317_.jpg
পশ্চিম ঢাল বেয়ে ২১০০০ ফুটের Siula Grande জয়ের চেষ্টাটা সেই একবারই হয়েছিল ।Peruvian Andes পর্বতমালায় সেবার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন আরোহী Joe Simpson । ১৯৮৫ সালের শ্বাসরুদ্ধকর সে ঘটনা নিয়ে দারুণ এক ডকুমেন্টারি ।

মুহিতের এভারেস্ট জয় উদযাপন করতে মূলত এই ডকুমেন্টারিটি বেছে নিয়েছিলাম , নিরাশ হতে হয়নি । অ্যাডভেঞ্চার ভালবাসেন যারা , ডকুমেন্টারিটি তাদের ভাল না লেগে কোন উপায় নেই ।
আমার রেটিং : ৮.৮/১০

অপারেশন বার্বারোসা (Operation Barbarossa):
51R6R384BTL._SL500_AA300__0.jpg
দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবচেয়ে সহজ কনসেপ্ট হল -- রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন আর ফ্রান্স (শুরুর দিকে) এর ঐক্যবদ্ধ জোটের বিরুদ্ধে লড়েছিল হিটলারের অক্ষশক্তি । আরেকটু ডিটেইলসে যারা জানেন তারা জানেন জার্মানী-রাশিয়ার অনাক্রমণ চুক্তি এবং পরবর্তীতে হিটলারের বিনা উস্কানিতে রাশিয়া আক্রমণের কথা । কিন্তু প্রকৃতপক্ষে হিসেব নিকেশ এতটা সহজ ছিল না । দাবার ঘুঁটি একটু এদিক সেদিক হলেই নাজি জার্মানীর মিত্র হওয়া যেমন ছিল ব্রিটেন-ফ্রান্সের সময়ের ব্যাপার ।

পর্দার আড়ালে নানান নাটক শেষে হিটলার ১৯৪১ এর জুনে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শুরু করেন "অপরাশেন বার্বারোসা" । পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অপারেশন , দ্বিতীয় বিশ্বযু্দ্ধের গতিপথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা । অপারেশন শুরুর আগে হিটলারের উক্তি ছিল : "When Barbarossa commences, the world will hold its breath and make no comment."

কেন শুরু হয়েছিল অপারেশন বার্বারোসা ? ইতিহাসে সামান্য আগ্রহ থাকলেই ভাল লাগব ডকুমেন্টারিটি , সে ব্যাপারে অন্তত আশ্বাস দিতে পারি ।

আমার রেটিং : ৮/১০

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


মার্চ অফ দ্যা পেঙ্গুইনস (March of the Penguins):

ম্যান অন অয়্যার (Man on Wire)

ফুড ইনকরপোরেশন (Food, Inc.)

টাচ দ্যা ভয়েড (Touch the Void)

অপারেশন বার্বারোসা (Operation Barbarossa):

ভাই এগুলো কি? ডকুমেন্টারী দিবেন আর লিঙ্ক দিবেন না তা কি করে হয়। বার্বারোসার টরেন্ট সীড নাই। ডাউনলোড হবে কিনা আল্লাহ মালুম। Sad Sad

মেহরাব শাহরিয়ার's picture


অনেক ধন্যবাদ ভাই Smile , কৃতজ্ঞতা ।

আলসেমির ফলাফল ।

বার্বারোসা নিয়ে ইউটিউবে বেশ কিছু ডকুমেন্টারি আছে । তবে আমি যেটা দেখেছি , সেটার ইংরেজি ভার্শান টা ইউটিউবে পেলাম না

নিশ্চুপ প্রকৃতি's picture


একটিও দেখি নাই...।দেখব

মেহরাব শাহরিয়ার's picture


দেখার পর প্রতিক্রিয়া জানার অপেক্ষায় থাকলাম

নরাধম's picture


প্রথমটা দেখেছি। শেষেরটা দেখব। ২য় বিশ্বযুদ্ধ নিয়ে আমার ব্যাপক আগ্রহ!

মেহরাব শাহরিয়ার's picture


আমার আগ্রহ মানে , আমি এটা নিয়ে ফ্রিক । ইউটিউবে অনেকগুলো পাবেন , ইউটিউব থেকে দেখেছিলাম ব্যাটল অব আফ্রিকা । ডাউনলোড করে দেখেছি ব্যাটল অব আটলান্টিক । অপারেশন বার্বারোসা নিয়ে অনেক অনেক ডকু আছে । দ্বিতীয় বিশ্বযু্দ্ধের ব্যাপ্তি এতটাই ব্যাপক মনে হয় যে বছরের পর বছর ডকু দেখে গেলেও শেষ হবে না ।মুভি দেখেছি ১৪/১৫ টা ।

মাসুম ভাইয়ের পোস্টে একটা মুভি আছে -- জাজমেন্ট অ্যাট ন্যুরেমবার্গ । অসাধারণ বললেও কম হবে , এটা দিয়ে শুরু করতে পারেন

ভাঙ্গা পেন্সিল's picture


আরেকটা জোস পোস্ট...একই দিনে! Big smile

মেহরাব শাহরিয়ার's picture


হু , আগের পোস্টের প্রতিটা মুভি জোশ । এই পোস্টেও নিরাশ করবে না , আশা করি

শওকত মাসুম's picture


প্রথমটা দেখছি মাত্র। Sad ডকু আমার খুব একটা দেখা হয় না। দেখা বাড়ানো উচিৎ। দারুণ পোস্ট। নামগুলোর জন্য ধইন্যা্।

১০

মেহরাব শাহরিয়ার's picture


অনেক ধন্যবাদ

১১

তানবীরা's picture


একটিও দেখি নাই... Sad

১২

মেহরাব শাহরিয়ার's picture


দেখে ফেলুন , খারাপ লাগবে না , গ্যারান্টি দিতে পারি

১৩

লীনা দিলরুবা's picture


একটাও দেখি নাই, মূলত এমন মুভিই দেখা হয় নাই। আপনার পোস্ট টা পড়ে দেখার আগ্রহবোধ করছি, রেটিং এর আইডিয়াটা চমৎকার Smile

১৪

মেহরাব শাহরিয়ার's picture


দেখার পর খারাপ লাগলে আমাকে দুইটা ঝাড়ি দেয়ার অধিকার আপনাকে দেয়া গেল Smile

১৫

সেলিম's picture


"পর্দার আড়ালে নানান নাটক শেষে হিটলার ১৯৪০ এর জুনে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শুরু করেন "অপরাশেন বার্বারোসা" ।

একটা সংশোধন----অপরাশেন বার্বারোসা শুরুর সাল ১৯৪১ (২২ জুন)।

একটা বই পড়তে পারেন-- The Last Train from Berlin; লেখক Howard K. Smith। লেখক আমেরিকান সাংবাদিক; যুদ্ধকালীন সময়ে বার্লিন শহরে ছিলেন।

চমৎকার একটা বই। আপনি দেশের বাইরে থাকলে সহজে সংগ্রহ করতে পারবেন। কিভাবে "অপরাশেন বার্বারোসা" জার্মান জনগণের উদ্দীপনা ও প্রাণশক্তি, এবং দেশের অর্থনীতি ধ্বংস করেছিল তার বর্ণনা বইটার একটা বড় অংশ জুড়ে আছে।

আপনার লেখার জন্য ধন্যবাদ।

১৬

মেহরাব শাহরিয়ার's picture


অনেক ধন্যবাদ , ঠিক করে দিচ্ছি

নেটে বইটা খুঁজে পাওয়া যায় কিনা দেখি , যদিও আমি বই পড়ার ব্যাপারে চরম অলস।

১৭

মাসরুর's picture


সরাসরি প্রিয়তে..... টাইম মত দেখে নিব! Smile

১৮

মেহরাব শাহরিয়ার's picture


ঘড়িতে অ্যালার্ম সেট করে রাখেন Tongue

১৯

টুটুল's picture


আপ্নে মাঝে মাঝে নাই হইয়া যান... এইটা ঠিক্না Smile .... এরম কিছু পোস্ট দিলেওতো আম্রা গরীপদের কিছু উপকার হয় Smile

পরকালে পাইবেন Wink
ভাল থাইকেন

২০

মেহরাব শাহরিয়ার's picture


দৌড়ের উপর থাকি , তার উপর ভর করে থাকে কুঁড়েমি । মাঝে মাঝে ভাবি আমি যা মনে মনে চিন্তা করি এইগুলো অটোমেটিক লেখা হয়ে গেলে পোস্টের সংখ্যা ২ হাজার পার হয়ে যেত । বেঁচে গেছেন কিন্তু Tongue

২১

বোহেমিয়ান's picture


কটাও দেখি নাই। শেষেরটা দেখতে বেশি আগ্রহী!

২২

মেহরাব শাহরিয়ার's picture


শেষেরটা পাইলে তো খুব ভাল , আমি যেটা দেখেছি এটা অপারেশনের কার্যকারণ আর কূটনীতি বিশ্লেষণ , যা আগে দেখিনি কোথাও । ইউটিউবে অন্তত ৩ টা অসাধারণ ডকুমেন্টারি আছে , তবে সেগুলো অপারেশনের ঘটনাপ্রবাহের উপর

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.