ইউজার লগইন

৯০ দশকের বিটিভি পর্দার বিজ্ঞাপনো-পিডিয়া

যেখানে আছে ফুল , সুগন্ধ সেখানেই
স্কুল থাকলে , হোমওয়ার্ক থাকবেই
ড্রামের তালে আছে ছন্দের খেলা
যেখানে আনন্দ , সেখানে কোকা-কোলা
কোকা-কোলা


আকাশে তারা জ্বলবে পাখিরা গাইবেই
সবার জীবনে তৃষ্ঞা থাকবেই
তৃষ্ঞা মেটাতে এইতো আসল
আনন্দ সবসময়
কোকা কোলা

ঠিকই ধরেছেন । ৯৫ কি ৯৬ সালে বিটিভিতে প্রচারিত কোকাকোলার বহুল জনপ্রিয় জিংগেল।

আরেকটু পেছনে, আমার প্রাইমারী স্কুল তথা শৈশবে জীবনে ফেরা যাক। ৯৪ এর জানুয়ারী ভীষণ শীত , অথচ আমি অস্থির হয়ে আছি কোকা-কোলার তৃষ্ঞায় । কেবল আমার মত শিশুরাই না , সেবার শীতে কোকা-কোলা তৃষ্ঞায় কাতর হয়ে রইল সারা দেশ। বাংলাদেশের ইতিহাসে কোকা-কোলার সেই মার্কেটিং প্রমোশনকে সম্ভবত আর কেউ কখনও ছাড়িয়ে যেতে পারেনি।

৯৩/৯৪ এর সেই বৈপ্লবিক কোকা-কোলার টিভি বিজ্ঞাপনে মডেল সিনেমার খলনায়ক জাম্বু। বিজ্ঞাপনে দেখা যায় আরব্য রজনীর দৈত্য জাম্বুর কাছে গাড়ি চাইছে এক তরুণ। দৈত্য জাম্বু তাকে কোকা-কোলা খেতে বলে ।

রুপকথা নয় , সত্যিই সত্যিই। কোকা-কোলার ২৫০ এমএল বোতলের ছিপির ভেতরে স্ক্র্যাচ করলেই কপালে মিলতে পারত ৬ টি মারুতি গাড়ি , একাধিক মোটর সাইকেল সহ নানা ধরণের অসংখ্য পুরস্কারের যে কোন একটি। আমার ভাগ্যটা অবশ্য সু=প্রসন্ন হয়নি মোটেও। টিফিনের টাকা তিলে তিলে জমিয়ে খাওয়া কোকে সর্বোচ্চ দু'টাকা পেয়েছিলাম একবার।

বাংলাদেশে তাবানী বেভারেজের বিদায়ের সাথে সাথে কাঁচের বোতলে 'লিটার কোকও বিদায় হয়ে যায। কাঁচের বোতলে লিটার কোকের স্মৃতি ধরে রাখা আছে এই বিজ্ঞাপনে:
http://www.youtube.com/watch?v=UcwqnT7m6o8&list=FL8AatUkIrUh28cTMZk3bL8A&index=21&feature=plpp_video

তাবানী বেভারেকের কোকের চিরপ্রতিদ্বন্দী পেপসির নিয়ন্ত্রণভার তখনও ট্রান্সকমের অধীনে আসেনি। বাংলাদেশ বেভারেজের পরিচালনায় পেপসি সবসময়ই তাদের বিজ্ঞাপনে তারুণ্যকে উপস্থাপন করত ।ঘরে এসে রাত-দুপুরে পেপসি চেয়ে বসা তন্বী-তরুণীর আব্দার মেটাতে গিয়ে গায়ক শুভ্রদেবের সুপার হিরো হয়ে ওঠা বিজ্ঞাপনটির ডায়ালগ সেসময় ভীষণ জনপ্রিয় হল ।

তারও আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা পেপসির এই বিজ্ঞাপনটি সম্ভবত বেশ কয়েকবছর সমানভাবে জনপ্রিয়তা ধরে রাখে ।
http://www.youtube.com/watch?v=wwfNWRZqG1A

আপনি যদি সেসময়কার প্রজন্মের হন , তবে বিজ্ঞাপনটি না দেখাটা বোধ করি অন্যায়ই হবে Smile ।পেপসির এই গুপ্তধনসম বিজ্ঞাপনটির মাঝে সম্ভবত প্রচন্ড নষ্টালজিক কোন শক্তি লুকিয়ে আছে , যার রেশ ধরে ছোটবেলায় দেখা আরও অনেক বিজ্ঞাপনচিত্র একটা একটা করে ভেসে উঠতে শুরু করল।

বিটিভিতে গুঁড়ো দুধের বিজ্ঞাপন তখন বেশ নিয়মিত ।

মনে পড়ে,
মনে পড়ে , মনে পড়ে
হৃদয় মেলিতো পাখা
বাধা সব হত দূর
ছোট ছোট কথা
ভালবাসায় ভরপুর

আর মনে পড়ে রেড-কাউ,
পরিবারের পুষ্টির বন্ধন।

কিংবা রেড-কাউ এর ৯০ দশকের গোড়ার দিকের এই বিজ্ঞাপনটি :
http://www.youtube.com/watch?v=Sb28YzWGSxM&feature=mfu_in_order&list=UL

বাজারে তখন অস্ট্রেলিয়ার রেড-কাউ এর জয়জয়কার , তার প্রধান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ারই আরেক ব্র্যান্ড "ডিপ্লোমা"। দু'টো দুধই পাওয়া যেত একই রকমের হলুদ কৌটায়।

"ডিপ্লোমাআআ
দুধের সেরা দুধ ডিপ্লোমা"

সুরে সুরে দু'লাইনে নিজেদের শ্রেষ্ঠ ঘোষণা করা ডিপ্লোমার বিজ্ঞাপনটিও দারুণ লাগত।

কাছাকাছি সময়ে অ্যাংকর মিল্কের সুবাদে টিভি দর্শকরা জানলো নিউজিল্যান্ড নামক দেশটির পরিচয়:

"যে দেশে গরু খায় বারোমাস
সবুজ ঘাস
সেই দেশ , দুধের দেশ নিউজিল্যান্ড"

আমরা যারা সে সময়ের সে অসাধারণ বিজ্ঞাপনটি পেয়েছি তাদের চোখে নিউজিল্যান্ড দেশটির সাথে সাথে ড্যানিয়েল ভে্ট্টরির ছবির বদলে বিশাল বিস্তৃত সবুজ প্রান্তর আর তাতে চড়ে বেড়ানো গরুর ছবিটিই আগে ভাসে।

অ্যাংকর মিল্কের এই বিজ্ঞাপনটিও পেয়েছিল তুমুল জনপ্রিয়তা:
http://www.youtube.com/watch?v=p-kDaiGMmcw&list=FL8AatUkIrUh28cTMZk3bL8A&index=12&feature=plpp_video

ছোট্টমণিটির "আম্মু তুমি লক্ষীইইই" কথাটি পুরো ৯০ দশকের টিভি বিজ্ঞাপনে সবচেয়ে মায়া ভরা উক্তি ।

স্টার-শিপ গুঁড়ো দুধের এই বিজ্ঞাপনটি দশকের একদম শেষ দিককার :
http://www.youtube.com/watch?v=S50_Kwhmaq4&list=FL8AatUkIrUh28cTMZk3bL8A&index=13&feature=plpp_video

আপনার প্রিয় চা-পাতা কোনটি ? মির্জাপুর ? লিপটন ? টেটলি ? শ'ওয়ালেস? নাকি অন্য কিছু ?
উত্তরটা যাই হোক, "আসল চা" ছিল কিন্তু একটাই --- ফিনলে চা ।

সেসময়কার বিজ্ঞাপনে অভিনেতা আবুল হায়াতের ভাষায় -- "ফিনলে চা, আসল চা" । চা খেতে খেতে বাবার মুখে "আসল চা" কথাটি শুনে মেয়ে নাতাশা হায়াত জানতে চায় , তার বাবা কেন ফিনলে চা খাওয়ার সময় "আসল চা" কথাটি উচ্চারণ করে। মেয়েকে কথার গুরুত্ব বোঝাতে আবুল হায়াত সোজা হাজির হন সিলেটে ফিনলের চা বাগানে । ফিনলের নিজেদের বাগানে উন্নতমানের পাতা তুলে বাগানেই প্যাক করা হয় এসব কিছু দেখানোর পর আবুল হায়াত আরেকবার বলেন "ফিনলে চা , আসল চা"

"আসল চা" জিনিসটা ফিনলের ট্রেড-মার্ক হয়ে যাবার পর ৯০ দশকের মাঝামাঝি সময়ে, ফিনলে একই কথা ব্যবহার করে এই বিজ্ঞাপন তৈরি করে , এবার মডেল হলেন আফসানা মিমি।
http://www.youtube.com/watch?v=1zIwNwDbxbY&list=FL8AatUkIrUh28cTMZk3bL8A&index=10&feature=plpp_video

অন্যদিকে , "নকল চা" কোম্পানীগুলোও রইল না Smile । "আসল চা" হওয়াই তো শেষ কথা নয়, ভাল চা তো হতে হবে। নোবেল যেমন বলতেন এইচ-আর-সি চা দিয়েই টি-ব্রেকটা নিতে:
Take take ...take a break...
take e hrc break.

অথবা বাজার থেকে হারিয়ে যাওয়া "ডানকান চা" এর সেই অসাধারণ বিজ্ঞাপনটি:
http://www.youtube.com/watch?v=FJpI2mc8EVY&feature=mfu_in_order&list=UL

শুধুই কি চা হলেই চলবে? সাথে চাই ভাল কনডেন্সড মিল্ক ।
৯৪ এর দিকে বিটিভিতে সেসময় ব্লু-ক্রস কনডেন্সড মিল্কের মেলোডিয়াস সুরের ইংরজি ভাষার একটি বিজ্ঞাপন বেশ মনে ধরেছিল।

দশকের মাঝামাঝি সময়কার স্টার-শিপ কনডেন্সড মিল্কের হৈ-হল্লোড়ে ভরপুর সেই:

বেশি স্বাদ, বেশি স্বাদ , বেশি কাপ চা
স্টার-শিপ মানেই বেশি কাপ চা

বিজ্ঞাপনটি সেসময়কার সব দর্শকের মনে থাকার কথা ।

৯০ দশকের শেষদিকে ড্যানিশ কনডেন্সড মিল্কের বাংলায় ডাব করা ভারতীয় এই বিজ্ঞাপনটি বেশ সাড়া জাগিয়েছিল।
http://www.youtube.com/watch?v=JWq_opxWEmg

কসমেটিকসের বিজ্ঞাপনের মাঝে সবচেয়ে বেশি মনে পড়ে ম্যানোলা ক্রিমের সুরেলা সেই বিজ্ঞাপনটির কথা:

ম্যানোলা মানে টলমল শিশিরের লাবণ্য
ম্যানোলা মানে কমনীয় সুরভী অনন্য।

সেসময়কার সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রার পেছনের কাভার-পাতায় ম্যানোলার উপস্থিতি ছিল নিয়মিত। সম্ভবত ৯০ দশকেই ম্যানোলা কসমেটিকস ফ্যাক্টরিটি বন্ধ হয়ে যায়।

৯০ দশকের মাঝামাঝি কি শেষ সময়ে বাজারে এলো কেয়া কসমেটিকস। প্রথম দিককার প্রায় সবক'টি বিজ্ঞাপনে নোবেল-মৌ জুটিবদ্ধ হলেও আমার কাছে সেরা ছিল কেয়ার সর্বপ্রথম বিজ্ঞাপনটি । মৌ বিহীন সে বিজ্ঞাপনে নোবেলের সাথে জুটিবদ্ধ মডেলটির নাম মনে নেই , কিন্তু সুরেলা জিংগেলটি আজও ভেতরে বাজে :

তারারা হারায় , হারায় চাঁদের আলো
তোমার চুল এমন আঁধার কালো

ভালবাসা মানে তুমি আর আমি শুধু দু'জনেই.....
ভালবাসা মানে দু'জনেই কবি

ঝাকড়া চুলের মডেল ফয়সাল(জয়া আহসানের স্বামী) সে সময়েই কিউট রোমান্সের এই অ্যাডটি করে দারুণ আলোচিত হন:
http://www.youtube.com/watch?v=EO48YE_Kx9g

বিজ্ঞাপনের কথাগুলো আর সুর ছিল অসাধারণ , অনেক অনেকদিন মনে রাখার মত :
তুমি ছাড়া আমি যেন আমি নই, অন্য মানুষ কোন....
সৌরভে অনুভবে তুমি ................।
তুমি আছো তাই , প্রতিদিন কোমলতা পাই ।
রোমান্স .........

দাড়ির মাজেজা শৈশবে ঠিকমত বোঝা দায় বলে মডেল শিমুলের বিপুল জনপ্রিয় "কুল শেভিং ক্রিমের" বিজ্ঞাপন দেখে বিরক্তই হতাম । তার চাইতেও বেশি বিরক্ত লাগত সুন্দরী মডেল ফারদিনের করা "তিব্বত ল্যাদার শেভিং ক্রিম" এর এই বিজ্ঞাপনচিত্রটি :
http://www.youtube.com/watch?v=WObfIPWYjGw&feature=related

আলিফ-লায়লার মাঝে বিজ্ঞাপন বিরতিতে মেরিল বেবি লোশন এর অ্যাডের কথাগুলো মুখে মুখে ফিরত :
তু রু রু তাত-তা
উল লি লি লি পাপ্পা ...।।।। উম্মা
জু জু জু জা ।।।।। সোনাজাদুমনি
পা রা প্পা পা , পারাপ্পা
সোনাজাদুমনি লে, সোনাজাদুমনি লে

তিব্বত বেবী লোশনের এই বিজ্ঞাপনটি মেরিলের মত জনপ্রিয়তা না পেলেও এটির সূত্র ধরেই মেরিল বেবী লোশনের স্মৃ্তিগুলো সাড়া দিল:
http://www.youtube.com/watch?v=NASGWffsswk&list=FL8AatUkIrUh28cTMZk3bL8A&index=7&feature=plpp_video

ডেটল বা স্যাভলনের বিজ্ঞাপনগুলি এখনও কমবেশি এমনই রয়ে গেছে:
http://www.youtube.com/watch?v=3sp8EARgbJk&list=FL8AatUkIrUh28cTMZk3bL8A&index=5&feature=plpp_video

৯০ দশকের মাঝামাঝি সময়ে কমার্শিয়াল ব্রেকগুলোর একটা বড় অংশ জুড়ে ছিল নানান প্রিন্টের শাড়ি।
শাড়ির বেশির ভাগ বিজ্ঞাপন ছিল সলো , অর্থাৎ মডেল কেন্দ্রিক । ৩০ সেকেন্ডে শাড়ির প্রশংসা সম্বলিত জিংগেলের সাথে ইনডোর সেটে মডেলরা যতসংখ্যক বেশি শাড়ি পড়ে কখনও আঁচল উড়িয়ে , কখনও বা পাখির মত হাত প্রসারিত করে , কিংবা আঁচল চারদিকে ছড়িয়ে মাঝে চুপটি মেরে বসে বিজ্ঞাপনে অভিনয় করতেন। বিটিভির পর্দায় , বিশেষ করে শুক্রবারের বাংলা সিনেমা চলাকালে বহুল প্রচারিত একটি বিজ্ঞাপনে বিজরী বরকতুল্লাহ নন্দিনী প্রিন্ট শাড়ি পড়ে হাজির হতেন:
http://www.youtube.com/watch?v=-_Ar5z_Eonw&list=FL8AatUkIrUh28cTMZk3bL8A&index=23&feature=plpp_video

সবচেয়ে বেশি প্রচারিত হত ঢালিউডের তৎকালীন শীর্ষস্থানীয় অভিনেত্রী "দিতি"র পাকিজা প্রিন্ট শাড়ির এই বিজ্ঞাপন-চিত্রটি:
http://www.youtube.com/watch?v=G2-zNiEKp9I&fb_source=message

জনী প্রিন্ট শাড়ির বিজ্ঞাপনে শাবনূরকে স্টেজ কাঁপিয়ে দ্রুম-দ্রুম নাচ নাচতে। সুন্দরী প্রিন্ট শাড়ি পড়তেন সুন্দরী মৌসুমী,
বিজ্ঞাপনের সুরে:

প্রিয় প্রিয় প্রিয়,
সুন্দরি সুন্দরি সুন্দরী........
প্রিয় প্রিয় সুন্দরী
সুন্দরী প্রিন্ট শাড়ি সুন্দরী

বৌরানী প্রিন্ট শাড়ির বিজ্ঞাপনটি ছিল দারুণ মজার। অফিসে যাওয়ার আগে স্বামীর শা্র্টের পেছনে বৌরানী শাড়ি কেনার নোটিশ সেঁটে দেয় স্ত্রী । অতঃপর , যার সাথেই দেখা হয় ........

"আপনার স্ত্রীর জন্য বৌরানী প্রিন্ট শাড়ি কিনতে ভুলবেন না কিন্তু।"
-"ঘরের কথা পরে জানলো ক্যামনে?"
"এই যে, এ্যামনে"

গায়ক আগুনের কন্ঠে
"তুমি সেই তুলনাহীনা
অপলক আমার এ নয়ন
চেয়ে থাকে শুধু সারাক্ষন"-

জিংগেলের সাথে অভিনেত্রী বিপাশার করা জনী প্রিন্ট শাড়ির অপর আরেকটি বিজ্ঞাপন অন্য শাড়ির বিজ্ঞাপনগুলো থেকে কিছুটা হলেও আলাদা ছিল ।

বিপাশার করা এই বিজ্ঞাপনটি
http://www.youtube.com/watch?v=XT3PNS7fb3o&list=FL8AatUkIrUh28cTMZk3bL8A&index=20&feature=plpp_video
অন্য আরেকটি বিজ্ঞাপনের কথা খুব মনে করিয়ে দেয় , সেটি ছিল মধুমতি লবণের বিজ্ঞাপন।

রান্নাঘরে ত্রস্ত পায়ে প্রবেশ করে স্ত্রীকে নতুন একটা লবণের প্যাকেট দেয় স্বামী।
নতুন লবণ দেখে
--ও লবণ , নাম কি ?(একটু ভাব নিয়ে তাচ্ছিল্যের স্বরে স্ত্রী)
-মধুমতি (স্বামী , একটু কাশি দিয়ে)
-- তফাৎটা কি ? (গলায় ঝাঁজ টেনে স্ত্রী)

স্বামী রান্নাঘরের বাতি অন আর অফ করতে থাকে ক্রমাগত । স্ত্রীর চাহনিতে প্রশ্ন এর অর্থ কি?

এরপর সুরে সুরে শুরু হয় স্বামীর পার্থক্যের বর্ণনা :

-- রাত আর দিন ভাই , রাত আর দিন
মধুমতি লবণে আছে আয়োডিন

লবণটা মিহি ভাই , লবণ মিহি
মধুমতি
তফাৎটা তাই আয়োডিন

শুক্রবার দুপুর ১২ টার দিকে বিটিভিতে প্রচারিত টারজান, মোগলী কার্টুন কিংবা স্পেল-বাইন্ডারস সিরিজের ফাঁকে অবিচ্ছেদ্দ্য অংশই যেন হয়ে গিয়েছিল বাটার সেই বিজ্ঞাপন:
I wanna gain,
We go out of range
I am going to be formal
I am going to be normal
I am going for style
We are going for smile
I am changing my look,
Going by the book,
I all for design
We are for the new line
I am going for fashion,
To makes a passion,
We making the write book,
I am to the groove,
we are going for sweet
We are going for making......
Bata papa bata papa bata............."

একই সময়ে ছোটদের মাঝে দারুণ ক্রেজ তৈরি করেছিল কেডসের গোড়ালিতে আলো জ্বালা

জাম্প, জাম্প , জাম্প কেডস

এর বিজ্ঞাপনটি।

সেসময় রঙের বিজ্ঞাপনের জিংগেলের ব্যবহারে নতুন মাত্রা আনলো রোমানা , ওদের বেশ কিছু বিজ্ঞাপন খুব জনপ্রিয়তা পেল।

দেখুন তো মনে পড়ে কিনা:

সময়তো বদলায়
বদলায় বদলায় মন
মনের গভীরে আছে চির আপন
রোমানা আপন রঙ , চির আপন

বাজারের অন্যান্য অনেক রঙের থেকে খারাপ কোয়ালিটি হওয়া সত্ত্বেও কেবল বিজ্ঞাপনের জোড়ে রোমানা পরিণত হল সর্বাধিক বিক্রিত রঙে ।

টিভি স্ক্রীণে রোমানার সাথে বিজ্ঞাপন-যুদ্ধে অংশ নেয়া পেইলাকের
"রং রং রং রং রং
পেইলাক মনের মত রং" ,

বা অ্যাকুয়া পেইন্টসের এই বিজ্ঞাপনটিও বেশ সমাদৃত হয়েছিল:
http://www.youtube.com/watch?v=GYL-cpLDM4c

যুগের সাথে চলো
ইকোনো লিখে ভাল
ইকোনো সবার প্রিয়
ইকোনো বলপেন

আক্ষরিক অর্থেই পুরো ৯০ এর দশক জুড়ে বাংলাদেশ ইকোনো দিয়ে লিখে গেছে। পাশাপাশি ছিল "রাইটার বলপেন" , কিংবা প্রয়াত নায়ক জাফর ইকবালের মডেলিং করা :

সাব্বাস!!
বলপেন ক্যাম্পাস।।
লেখে ভাল, চলে ভাল...
বলপেন ক্যাম্পাস ...সাব্বাস!!

৯৩/৯৪ এর দিকে অলিম্পিক বলপেনের এই অ্যাডটি নিয়মিতই দেখা যেত :
http://www.youtube.com/watch?v=cZizD2Qqhg4
দশকের শেষভাগে "অলিম্পিক বলপেন"ও বেশ ভাল বাজার পায়।

ডালডা , বনস্পতি ঘি এর কথা এখন বলতে গেলেই শোনাই যায় না , অথচ সে সময়কার বিজ্ঞাপুনগুলিতে এসব বেশ দেখা যেত, যার মাঝে অন্যতম ছিল "পাঞ্জা বনস্পতি"র এই বিজ্ঞাপনটি:
http://www.youtube.com/watch?v=awbHiZJGg3g

আরও ছিল রেড-কাউ বাটার ওয়েল:

খাবার টেবিলে কথপোকথন:
--আচ্ছা ভাবি , তোমার হাতে কি জাদু আছে? (দেবর/ননদের প্রশ্ন)
-জাদু আমার হাতে নেই , আছে অস্ট্রেলিয়ার রেড কাউ বাটার ওয়েলে ।মা-ই তো আমাকে শিখিয়েছেন।
**বউমা ঠিকই বলেছেন , রেড-কাউ বাটার ওয়েলে রান্না করলে... (শ্বাশুড়ি)
## হ্যাঁ, রেড-কাউ বাটার ওয়েল আমিই তো কিনি (শ্বশুর)

যে দু'টো বিজ্ঞাপনের কথা না বললে ৯০ দশকের বিজ্ঞাপনোস্মৃতিচারণ অসম্পূর্ণ রয়ে যায় , তার একটি হল মিতা নূরের সেই
http://www.youtube.com/watch?v=pKP7tPcPmxg
"আলো , আলো , বেশি আলো"র অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনটি।

অন্যটি হল:
বাতির রাজা ফিলিপস
http://www.youtube.com/watch?v=plv1S9XmV1Q

অসম্ভব মজা পাওয়া যে বিজ্ঞাপনটিকে ক্লাসিকের মর্যাদা দেয়া যায় , সেটি হল ফেরদৌস ওয়াহিদ( হাবীব ওয়াহিদের পিতা) এর খুশখুশে কাশি দূরকারী ম্যাটসিলস লজেন্সের টিভি কমার্শিয়ালটি :
http://www.youtube.com/watch?v=hq1icRdw_SU

এমন কোন বিজ্ঞাপন কি ছিল যেটি সে সময়ের গন্ডিকে ছাড়িয়ে গিয়েছিল । আমার চোখে সেরকম একটি বিজ্ঞাপন ছিল -- নিউ জড়োয়া হাউজের বিজ্ঞাপন। জুয়েলার্সের বিজ্ঞাপনের চিরাচরিত ধারা থেকে বেরিয়ে নিউ জরোয়া হাউজের বিজ্ঞাপনটি পেয়েছিল নতুন মাত্রা। ৯৬ বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল বা এশিয়া কাপের মত বড় আসরের ফাঁকে বারবার স্ক্রীণে ভেসে আসা আসাদুজ্জামান নূরের আবৃত্তিতে বিজ্ঞাপনের জিংগেলটি সে সময়ের থেকে অনেক এগিয়ে দিয়েছিল বিজ্ঞাপনটিকে
http://www.youtube.com/watch?v=PfbAo_VqFl8

তুমি সুন্দর
সূর্যের তীব্রতায় জ্বলে উঠো
খরতাপ মুছে দিয়ে বর্ষার প্রশান্তি নামাও
হাসিতে তোমার
শরতের রুপে তোমারই হাসির সুর
হেমন্তের ঝরা পাতায় তোমার বন্দনা
নিঃসঙ্গ শীতের মত তুমি অচেনা সুদূর
বসন্তের যৌবন তুমি হে সুন্দর আমার

----------------------------------
কৃ্তজ্ঞতা : ব্লগার আমিন শিমুল , যিনি আমার আধো মনে থাকা ভীষণ লম্বা জিংগেলগুলো অবিশ্বাস্য স্ম্বতিশক্তি সহ ধরে রেখেছেন।

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

মেহরাব শাহরিয়ার's picture


ইউটিউবের ভিডিও কিভাবে এমবেড করতে হয় , কেউ কি জানেন ?

টুটুল's picture


ইউটিউব এমবেড করলে পেজ অনেক ভারি হয়ে যায়... জনগন যাতে দ্রুত এবি খুলতে পারে এর জন্য এমবেডের তরিকা বন্ধ রাখা হইছে Smile

লীনা দিলরুবা's picture


অভিনব বিষয়! Big smile
'আম্মু তুমি লক্ষী' নিয়ে আমাদের বন্ধু-বান্ধবী সার্কেলে অনেক মজা হতো। বহু স্মৃতি মনে করিয়ে দিলেন।

মেহরাব শাহরিয়ার's picture


কি মজা হত , আমি জানতে ভীষণ ইচ্ছুক ......

আমি একবার না বুঝে পিচ্চিকালের স্কুলের বন্ধুমহলে একটা অ্যাডের তারিফ করতে গিয়ে সেই রকম পচানি খেয়েছিলাম । এখন ভাবি , আমার প্রাইমারী স্কুলমেটরা কত্ত অ্যাডভান্সড ছিল , আর আমি ছিলাম বুকা Smile

লীনা দিলরুবা's picture


হেহেহে, আম্মু তুমি লক্ষী কাহিনি বলা যাবেনা, কিছুটা ১৮+ Tongue

টুটুল's picture


স্মৃতীকাতর হইলাম

মেহরাব শাহরিয়ার's picture


আপনি তো কাতর , অ্যাডগুলো খুঁজে পাবার পর আমার স্মৃতি-পাথর হওয়ার দশা হইসিল

টুটুল's picture


পরের পর্বে অন্যান্য বিষয়গুলো আসুক Smile

মেহরাব শাহরিয়ার's picture


আরেকটা পর্ব হতেই পারে , তবে ঐটা পিওর জিংগেল বেইজড । আর কোন ভিডিওর সন্ধান মনে হয় মিলবে না

১০

লাবণী's picture


বেশি স্বাদ, বেশি স্বাদ , বেশি কাপ চা
স্টার-শিপ মানেই বেশি কাপ চা

আমার অনেক পছন্দের একটা বিজ্ঞাপন ছিল!
শাহরুখ-শহীদের পেপসির একটা বিজ্ঞাপনের কথা মনে পড়ছে..."এই মন চায় যে MORE"

দারুণ পোষ্ট! মজার মজার স্মৃতি চোখের সামনে ভেসে উঠলো! Smile

১১

মেহরাব শাহরিয়ার's picture


আচ্ছা , গোয়ালিনী কনডেন্সড মিল্কের বিজ্ঞাপনের কথা মনে আছে ?

সেই বিজ্ঞাপনটির মডেল অভিনেতা জাহিদ হাসানের সাথে একটি চলচ্চিত্রে অভিনয় করার পরপরই সম্ভবত একটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় হারিয়ে যায় ....

পেপসির অ্যাডগুলোর জোরে বাংলাদেশে পেপসি বেশ ভালো মার্কেট ফিরে পেতে শুরু করে। এই যেমন আমি , ঐ সময় থেকেই মনে হয় পেপসি ভক্ত Smile

১২

স্বপ্নের ফেরীওয়ালা's picture


দারুণ। আহা এইতো সেদিন...

~

১৩

মেহরাব শাহরিয়ার's picture


আসলেই সেদিন , সে কারণেই মেনে নিতে কষ্ট হয় যে অল্প এ ক'টা দিনের মাঝে এত বেশি দিন চলে গেল কি করে

১৪

তানবীরা's picture


মানুষের কি ব্রেইন। আমারতো মনেই নাই কিছু। আর একটা এ্যাড ছিল

ক্যানি আমার ক্যানি সবার প্রিয় ক্যানি
ক্যানি আমার চাই
স্বাদে গন্ধে ক্যানি ফুল ক্রীম দুধের
তুলনাতো নাই

সুন্দরীদের মনের মতো জনী প্রিন্ট শাড়ি

আর রথীর কথা কি যেনো একটা এ্যাড ছিল। ঝানতাম না Big smile

১৫

মেহরাব শাহরিয়ার's picture


আমার ব্রেইন জং ধরা , আপনার অ্যাডগুলো মনেই করতে পারলাম না Sad

আমি বরং আরেকটা অ্যাড শোনাই :

--আনচি , আনচি , আনচি
- কি আনছো?
-- ১০ লাখ টাকা
- ইশশ ১০ লাখ ! কই দেখি
ধ্যাত , এতো টিকেট
-- হমমম , ক্রীড়া উন্নয়ন তহবিলের টিকেট , ১০ টাকায় ১০ লাখ টাকা , যদি লাইগা যায় , যদি লাইগা যায় .......

১৬

রায়েহাত শুভ's picture


ক্যানি গুঁড়াদুধের জিংগেল্টা মনে আসতেছে, কিন্তু ভিডিওটা আসতেছে না।

জনী শাড়ির নামটাও মনে পড়তেছে।

রথী আহা রথী...
ঐটা ছিলো সনি মিউজিক সিস্টেম/ ক্যাসেট প্লেয়ারের এড। ঝানতাম না একটা ট্রেডমার্ক ডায়ালগ হইয়া গেছিলো...

আরেকটা এডের কথা মনে পড়তেছে
মিতা নুর আছিলো, আর আমাগো ছেলে-ছোকড়াগো বেশী পছন্দের আছিলো Tongue একটা বিশেষ কারণে Wink

আলো আলো
আরো/বেশী আলো
ছন্দে ছন্দে মন মাতালো
অলিম্পিক অলিম্পিক ব্যাটারী

১৭

রাফি's picture


রথির এ্যাডটা মনে হয় শার্প ব্রান্ডের টিভি-ফ্রিজ এর ছিলো। সেই "ঝানতাম না" এখনও ইউজ করে মাঝে মাঝে...

১৮

তানবীরা's picture


হাটি হাটি পায়ে পায়ে দেখো না
মেঘ/ খোকা-খুকু কোথা যায় বলো না
বাটার দোকানে বুঝি যায় সে
এমন সময় তার পিছু ডেকো না

বাটা জুতো ছোটদের জন্যে
দেখতে ভালো পড়তে ভালো
তাদের জন্যে
বাটা জুতো ছোটদের মানায়
বাংলাদেশ ছোট জুতো বাটা বানায়

১৯

রাফি's picture


মৌসুমীর প্রিয় প্রিয় এ্যাড টা দেখার জন্য টিভির সামনে বৈসা থাকতাম। রাত ৮টার খবরের আগে দিতো।

৯৩-এর রমজানে এলাকার মসজিদে এশার-তারাবীর জামাত শুরু হৈতো ৮টায়। আমি তৈরী হয়ে বসে থাকতাম, এ্যাডটা দেখেই ওজু করে দৌড় দিতাম মসজিদে.... Love

আরও আগে এরশাদের আমলে "এ মাসের ছবি" তে বাংলা ছবির ফাকে কত ফাটাফাটি এ্যাড থাকতো। ত্রিফলার এ্যাড, গন্ধরাজ, গ্যাকোটাচ (এন্টিস্যাপটিক ট্রিপল এ্যাকশন সোপ, তিন চার পাচ.......), বিজিআইসি (জাহাজটাতো ডুবে গেলো....বীমা করেছি), এপি১৫ কেশ তেল, এপি মধু, পন্কজকান্তি ক্রিম (রং ফর্সা করার ক্রিম),

ঈদের আগে পরে থাকতো এলিগ্যান্ট স্যুজ এ্যাড। বস টেইলার্সের "আমাদের কোথাও কোন শাখা নেই"।

রেডকাউয়ের "মনে পড়ে, মনে পড়ে" অসাধারন একটা এ্যাড।

নস্টালজিক, পুরাই নস্টালজিক।

২০

মেহরাব শাহরিয়ার's picture


মৌসুমীর অ্যাডটা দেখলাম সবাই ভীষণ পছন্দ করত , আপনার কাহিনী শুনে তো দারুণ মজা পেলাম।
আমার ফেভারিট ছিল দিতিরটা Cool

আরও পুরনো অনেকগুলো অ্যাডের কথা বললেন , যেগুলো সম্ভবত আমি দেখিনি । অনেক ধন্যবাদ রইল সে জন্য ।

২১

একজন মায়াবতী's picture


মৌসুমীর শাড়ীর এ্যাডটা ভালো লাগতো। নন্দিনী প্রিন্ট শাড়ি, ড্যানিশ, মধুমতি লবণের গান ভালো লাগতো। ভুলেই গেছিলাম আপনার পোস্ট দেখে আবার মনে পড়ল।

কিউট শ্যাম্পুর একটা এ্যাড ছিল - ঝলমলে কালো চুল আহা ঝলমলে কালো চুল
কিউট কিউট কিউট শ্যাম্পু ঝলমলে কালো চুল। এটাও ভালো লাগতো।

দারুণ পোস্ট। পুরাই ইউনিক। Laughing out loud

২২

মেহরাব শাহরিয়ার's picture


কিউট শ্যাপুর মডেল কে ছিল , মনে আছে ?

এই অ্যাডটা দেখুনতো :

শব্দেও জোর নেই ছবিতেও গোলমাল
............................................
নাকমুখ বাঁকা করে , চোখ বড় ছোট করে
রাগে চুল টেনে ছিঁড়ে রোজ এরা টিভি দেখে এভাবে ......

২৩

একজন মায়াবতী's picture


মডেল অনেক গুলো ছেলে মেয়ে ছিল। নাম জানি না। আর একটা তেলের অ্যাড ছিল
কন্যা বুইঝো না তো ভুল
মাথাটা ঠান্ডা হবে, লম্বা হবে চুল

আমরা গাইতাম - কন্যা বুইঝো না তো ভুল
মাথাটা লম্বা হবে, ঠান্ডা হবে চুল

২৪

গৌতম's picture


দারুণ পোস্ট। পুরো নস্টালজিক হয়ে গেলাম।

আচ্ছা, দ্যা সোর্ড অব টিপু সুলতানের পর্বগুলো কি ইউটিউবে বা অন্য কোথাও পাওয়া যায়?

২৫

মেহরাব শাহরিয়ার's picture


সোর্ড অব টিপু সুলতান ইউটিউবে আছে ।

অনেক ধন্যবাদ আপনাকে

২৬

রায়েহাত শুভ's picture


পুরাই নস্টালজিক করে দিলেন... আহা কৈশোর...

২৭

মেহরাব শাহরিয়ার's picture


পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় .......
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।

২৮

সাদা কালো's picture


একটা বিজ্ঞাপন ছিলো এইরকম, পারলে ইউটিউব লিঙ্ক দিয়েন- (আমার ফেভারিট)

গেলো গেলো সব যে গেলো
নতুন গাড়ি চূরণ হলো
কলের জাহাজ ডুবে গেলো
তাতে সমস্যা কি
বিমা করেছি।

২৯

রাফি's picture


বীমা করেছি..
বিজিআইসি... বিজিআইসি...।

নওশীন নামের একটা মেয়ে করেছিলো এ্যাডটা। সে কোন এক ম্যাগাজিন অনুষ্ঠানে "নাতি খাতি বেলা গেলো" গানটা গাইছিলো। যথাসম্ভব গায়িকা আবিদা সুলতানার ছোট বোনের মেয়ে (ছোট বোন নিজেও গায়িকা, নাম ভুলে গেছি)।

৩০

রায়েহাত শুভ's picture


চিত্রা সুলতানা?

ঐটা নওশীন ছিলো? এই নওশীনই কি এখন গানটান গায়, বিভিন্ন চ্যানেলে উপস্থাপনা করে?

৩১

রাফি's picture


যথাসম্ভব চিত্রা সুলতানাই।

এখনকার নওশীন ঐ নওশীন কিনা জানি না, ইদানিংকার নাটক ছাড়া আর কিছু দেখা হয় না।

৩২

নুরুজ্জামান মানিক's picture


নওশীন নামের একটা মেয়ে করেছিলো এ্যাডটা। সে কোন এক ম্যাগাজিন অনুষ্ঠানে "নাতি খাতি বেলা গেলো" গানটা গাইছিলো। যথাসম্ভব গায়িকা আবিদা সুলতানার ছোট বোনের মেয়ে (ছোট বোন নিজেও গায়িকা, নাম ভুলে গেছি)।

নতুন কুড়ির পুরস্কার বিতরনী অনুষ্ঠানে "নাতি খাতি বেলা গেলো" গানটা যে গেয়েছিল তার নাম নওশীন নয় নওরিন (মা চিত্রা সুলতানা) । বর্তমানে ফ্লোরিডায় থাকে ।

এই নওশীনই কি এখন গানটান গায়, বিভিন্ন চ্যানেলে উপস্থাপনা করে?

না ।

৩৩

রাফি's picture


সেরের উপর সোয়াসের... হাহাহা..।

থ্যাংকস মানিক ভাই কারেকশনের জন্য। নওশীন নাম নিয়া আমি কিন্চিৎ সংশয়ে ছিলাম।

৩৪

রায়েহাত শুভ's picture


মানিক ভাই,

এই নওরীন পোলিশ না কোন ভাষায় জানি "আমরা সবাই রাজা গানটা" গাইছিলো না?
আর পরে শিশুতোষ গানের একটা ক্যাসেট বের করছিলো না?

নাকি ঐটা আরেকজন, যার নাম অরীন? ভুইলা গেছি Sad

৩৫

নুরুজ্জামান মানিক's picture


অরীন হক

৩৬

শওকত মাসুম's picture


৮০ এ দশকেও যেতে চাই

৩৭

মেহরাব শাহরিয়ার's picture


৮০ তে যেতে মাসুম ভাইকে লাগবে যে .........

৩৮

কারিমাট's picture


স্মৃতি চোখের সামনে ভাসছে

৩৯

নুরুজ্জামান মানিক's picture


নস্টালজিক পোস্ট।

৪০

রাসেল আশরাফ's picture


পোস্টটা জোশ।তয় এখানে পড়ে বা দেখে জুইত পাইনি।কারণ লিঙ্ক গুঁতাইলে ব্লগ থেকে বের হয়ে যায়।তয় চতুরে পড়ে দেখে আরাম পাইছি।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.