বিশ্বাসের গালি
জন্মের পর থেকে যে সকল গালি গুলি শুনে বড় হয়েছি তার মধ্যে ৯৮ শতাংশ মা বোন রিলেটেড। যেমন - মাগির পুত,মাদার চোদ,তোর মায়েরে চুদি,ব্যাশ্বার মাইয়া,*নকি মাগি,নডির ছেড়ি,শালীর পুত,তোর বইনরে চুদি.... আরো কত কি....
হ্যাঁ, লিখতে হাত কাঁপলেও লিখাতে হবেই।আমাকে নোংরা কিংবা যাই ভাবুন না কেন তাতে আমার কিছু যায় আসে না।
জন্মের পর থেকে আমরা ধরেই নিয়েছি সকল খারাপ কিছুর মূলে রয়েছে আমার মা বোনরা।আমাদের চুতিয়া সুশীল সমাজ আমাদের তাই শিক্ষা দিয়েছে এবং তা আমরা মেনেও নিয়েছি।কেউ যদি আমাকে গালি দেয় "তুই একটা ব্যাশ্যার পুত" তার মানে দাড়ায় আমার মা ব্যাশ্যা এবং এটা আমরা মেনেও নিয়েছি। জগতের সকল খারাপ আমাদের মা এবং বোন এটা অলিখিত ভাবে মেনে নিয়েছি।
পহেলে বৈশাখের ঘটনার পর অনলাইন গুলা সরব।ঢাকা ভার্সিটির ছাত্র ছাত্রীরা প্রতিদিন প্রতিবাদ করে যাচ্ছে।অনলাইন গুলা ঘেটে আমি যা দেখতে পেলাম তা হল সবাই বিচার চাচ্ছে এবং বিচার চাওয়ার ধরনটা একটু ব্যাখ্যা করি-
যারা বিচার চাচ্ছে তাদের ম্যাক্সিমাম বলছে যারা এই কাজ গুলা করেছে তাদের মা বোনদের ধরে যেন রাস্তা ঘাটে এই একই কাজ করা হয় এবং তাদের মা বোনকে যেন রেপ করা হয়।
ওই যে বললাম না বিশ্বাসের গালি গুলা।অধিকাংশই বলছে তাদের মা বোনের কথা,কিন্তু যারা এই কাজ করেছে তাদের ন্যাংটা করে কুকুরের মত পেটাতে কয়জন বলেছে?ঘুরে ফিরে লাউ এবং কদু একই জিনিস।প্রতিশোধ নেয়ার জন্য তাদের মা বোনকেই বেছে নেয়া হচ্ছে।তাহলে আপনার সাথে কুকুর গুলার ডিফারেন্স রইলো কই?
হায়রে সমাজ তুই আমাকে মানুষ হিসাবে জায়গা দিলি না।কিন্তু ২ পা ওয়ালা জন্তু হিসাবে জায়গা দিলি.....
মন্তব্য করুন