ইউজার লগইন

ক্যান আসো ফিরে (খুলনার আঞ্চলিক ভাষায় লিখিত কবিতা)

হাত ধইরে মারো যদি টান
টাল খায় কলজের ঘর ।
ধুয়ে যায় মান আর অভিমান
কামনায় প্যাঁচ খায় কণ্ঠের স্বর ।
সুন্দরী ! কও দেহি শুনি,
তুমি যদি প্রেমই নিতি চাও;
চোখ দিয়ে যদি কিছু কই
লাল হয়ে ক্যান ফিরে যাও ?
ছুইটে চলে গাঙ্গের পানি,
এই দ্যাহো জুয়ার অই দ্যাহো ভাঁটা ।
তুমিও গাঙ্গের মত সই
আসার আগেই ধর হাঁটা ।
ভালবাসা না-ই যদি থাহে
তালি কও, ক্যান আসো ফিরে
আমারে মুছতি দেইহে চোখ,
ভীরু চোখি চুপচাপ ধীরে !

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


ভীরু চোখি চুপচাপ ধীরে !

মানে কি?
কবিতা তো খারাপ লাগলো না। কিন্তু ভাষাটা কি পুরাপুরি আনতে পারসেন? আপনের কি মনে হয়?

আশরাফুল আলম's picture


আসল ব্যাপার হচ্ছে খুলনার এলাকাভেদে আঞ্চলিক ভাষার ভিন্নতা রয়েছে ।
আমার গ্রাম হচ্ছে রূপসা থানার শেষ প্রান্তের বামনডাঙ্গা । বামনডাঙ্গার ভাষাটা পুরাপুরিই আনতে পেরেছি বলেই তো মনে করি ।

জোনাকি's picture


আমি কুষ্টিয়ার মানুষ এই কবিতা পড়তে গিয়ে আমি নিজেই মাঝে মাঝে ব্রেক দিছি তবে লেখা ভালই লাগছে Smile

আশরাফুল আলম's picture


আসল ব্যাপার হচ্ছে খুলনার এলাকাভেদে আঞ্চলিক ভাষার ভিন্নতা রয়েছে ।
আমার গ্রাম হচ্ছে রূপসা থানার শেষ প্রান্তের বামনডাঙ্গা । বামনডাঙ্গার ভাষাটা পুরাপুরিই আনতে পেরেছি বলেই তো মনে করি ।

দেশি মানুষ দেইখে জম্মের খুশি লাগতিছে । Smile

রাসেল আশরাফ's picture


কুষ্টের মানুষ দেশী হইলো ক্যামনেরে মিয়া ভাই? Tongue

আশরাফুল আলম's picture


এইডে কিরাম কতা কলেন ? এক বিবাগের মানুষ দেশী না ? Crazy

রাসেল আশরাফ's picture


কিরাম আবার যা সত্য তাই কলাম Tongue Tongue

জোনাকি's picture


হ্যা তা ঠিক । তবে একটু জানি কিরাম কিরাম লাগতিছিলো। আসলে মুখে আঞ্চলিক ভাষা বুইলি বুইলি লেখতি বা পড়তি গেলি কিরাম জানি লাগে। আমারও একের খুসি লাগতিছে Big smile

একজন মায়াবতী's picture


আঞ্চলিক ভাষা ভালো পাই Smile

১০

আশরাফুল আলম's picture


ধন্যবাদ ।

১১

লীনা ফেরদৌস's picture


আমি এক্স খুলনার মানে বাগেরহাটের মানুষ, আমার কিন্তু মনে হচ্ছে ভাষাডা পুরোপুরি হয়নি বুজিছো ভাইডি Smile

১২

আশরাফুল আলম's picture


বাগেরহাটের আর খুলনা জেলার আঞ্চলিক ভাষায় মোটামুটি তফাত আছে । আমার এলাকার আঞ্চলিক ভাষাটা মোটামুটি এইরকম -

লীনা আফা ! আফনি আমাগে এলাকার মানুষ শুইনে খুশি লাগতিছে । আমি কলাম এটটা অন্যায় কইরে ফেলিছি, আপ্নারে না জানাইয়ে আপ্নার মায়ের ছবি নামায়ে আমার ডেক্সটপে দিয়ে রাখিছি । ভুল হলি মাফ কইরেন । Big smile

১৩

আরাফাত শান্ত's picture


গুড ট্রাই!

১৪

আশরাফুল আলম's picture


Smile

১৫

রাসেল আশরাফ's picture


ভাষাটা মনে হয় ঠিকমতো হইনি।তয় ভাল লাগছে হাজার হলেও দাদা-নানার বিভাগের লোক আপনি।

১৬

আশরাফুল আলম's picture


আরে আল্লা ! আফনি তো আমাগে নাতি পুতা ! Big smile

১৭

রাসেল আশরাফ's picture


হুম। আমার নানা-দাদাবাড়ি কুষ্টিয়া। Big smile

১৮

আশরাফুল আলম's picture


আমার নানা-দাদাবাড়ি খুলনা । Big smile

১৯

লীনা দিলরুবা's picture


খুলনার আঞ্চলিক ভাষা সম্পর্কে কোনো ধারণা নেই। কবিতাটা পড়তে ভালো লেগেছে।

২০

আশরাফুল আলম's picture


ধন্যবাদ আফা ।

২১

শওকত মাসুম's picture


ভাল লাগছে

২২

আশরাফুল আলম's picture


ধন্যবাদ

২৩

সাঈদ's picture


ভাষা পুরোটা আসেনি , আনা টাও কঠিন । চেষ্টা করার জন্য অবশ্যই সাধুবাদ

২৪

আশরাফুল আলম's picture


ধন্যবাদ

২৫

জেবীন's picture


ভাষাটা নিয়ে ধারনা নাই, তবে কবিতা পড়তে ভালো লাগ্লো Smile

ভীরু চোখি চুপচাপ ধীরে !

এর মানে কি?

২৬

আশরাফুল আলম's picture


মন্তব্যের জন্য ধন্যবাদ ।

ভীরু চোখি চুপচাপ ধীরে ! = ভীরু চোখে চুপচাপ ধীরে !

২৭

লাবণী's picture


চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যদি কবিতাটি হয়-----

আত ধরি মারো যদি টান,
টান হায় কইলজার ঘর
ধুই যায় গোসসা
কামনায় প্যাঁচ খায় গলার স্বর!!!! (কামনা-কে কি বলে জানিনা)
সুন্দরী, হ না হুনি
তুঁই যদি প্রেম-ই লইতো চ
চোখ দি কিছু কইলি
শরম কিল্লাই প

খিক খিক!
================
কবিতা ভালো লাগলো!! অনেক আবেগপূর্ণ!!

২৮

আশরাফুল আলম's picture


সুন্দরী, হ না হুনি
তুঁই যদি প্রেম-ই লইতো চ
চোখ দি কিছু কইলি
শরম কিল্লাই প

আপ্নার অনুবাদটা চরম হইছে !

২৯

জ্যোতি's picture


ভালো লাগছে তবে গুল মারছেন নাকি ঠিক লিখছেন বুঝতাছিনা। Big smile আমি তো খুলনার ভাষা জানিনা।

৩০

আশরাফুল আলম's picture


একদিন খুলনায় বেড়াতে আসেন । তারপর মিলিয়ে দেখা যাবে গুল মারছি কিনা । Smile

৩১

রায়েহাত শুভ's picture


খুলনা কই থাকেন? খালিশপুর হইলে আওয়াজ দিয়েন Smile আমার শৈশব কৈশোরের এলাকা...

৩২

আশরাফুল আলম's picture


পুব বানিয়াখামার । অবশ্য শৈশব কেটেছে যশোরের নোয়াপাড়ায় ।

৩৩

তানবীরা's picture


খুলনার আঞ্চলিক ভাষা সম্পর্কে কোনো ধারণা নেই। কবিতাটা পড়তে ভালো লেগেছে।

৩৪

আশরাফুল আলম's picture


ধন্যবাদ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

আশরাফুল আলম's picture

নিজের সম্পর্কে

জীবনের অংকটা বড় গোলমেলে লাগে,শুধু ভুল করি, কখনো যোগ বিয়োগে, কখনো চিহ্ন পাতাতে।