ক্যান আসো ফিরে (খুলনার আঞ্চলিক ভাষায় লিখিত কবিতা)
হাত ধইরে মারো যদি টান
টাল খায় কলজের ঘর ।
ধুয়ে যায় মান আর অভিমান
কামনায় প্যাঁচ খায় কণ্ঠের স্বর ।
সুন্দরী ! কও দেহি শুনি,
তুমি যদি প্রেমই নিতি চাও;
চোখ দিয়ে যদি কিছু কই
লাল হয়ে ক্যান ফিরে যাও ?
ছুইটে চলে গাঙ্গের পানি,
এই দ্যাহো জুয়ার অই দ্যাহো ভাঁটা ।
তুমিও গাঙ্গের মত সই
আসার আগেই ধর হাঁটা ।
ভালবাসা না-ই যদি থাহে
তালি কও, ক্যান আসো ফিরে
আমারে মুছতি দেইহে চোখ,
ভীরু চোখি চুপচাপ ধীরে !
মানে কি?
কবিতা তো খারাপ লাগলো না। কিন্তু ভাষাটা কি পুরাপুরি আনতে পারসেন? আপনের কি মনে হয়?
আসল ব্যাপার হচ্ছে খুলনার এলাকাভেদে আঞ্চলিক ভাষার ভিন্নতা রয়েছে ।
আমার গ্রাম হচ্ছে রূপসা থানার শেষ প্রান্তের বামনডাঙ্গা । বামনডাঙ্গার ভাষাটা পুরাপুরিই আনতে পেরেছি বলেই তো মনে করি ।
আমি কুষ্টিয়ার মানুষ এই কবিতা পড়তে গিয়ে আমি নিজেই মাঝে মাঝে ব্রেক দিছি তবে লেখা ভালই লাগছে
আসল ব্যাপার হচ্ছে খুলনার এলাকাভেদে আঞ্চলিক ভাষার ভিন্নতা রয়েছে ।
আমার গ্রাম হচ্ছে রূপসা থানার শেষ প্রান্তের বামনডাঙ্গা । বামনডাঙ্গার ভাষাটা পুরাপুরিই আনতে পেরেছি বলেই তো মনে করি ।
দেশি মানুষ দেইখে জম্মের খুশি লাগতিছে ।
কুষ্টের মানুষ দেশী হইলো ক্যামনেরে মিয়া ভাই?
এইডে কিরাম কতা কলেন ? এক বিবাগের মানুষ দেশী না ?
কিরাম আবার যা সত্য তাই কলাম

হ্যা তা ঠিক । তবে একটু জানি কিরাম কিরাম লাগতিছিলো। আসলে মুখে আঞ্চলিক ভাষা বুইলি বুইলি লেখতি বা পড়তি গেলি কিরাম জানি লাগে। আমারও একের খুসি লাগতিছে
আঞ্চলিক ভাষা ভালো পাই
ধন্যবাদ ।
আমি এক্স খুলনার মানে বাগেরহাটের মানুষ, আমার কিন্তু মনে হচ্ছে ভাষাডা পুরোপুরি হয়নি বুজিছো ভাইডি
বাগেরহাটের আর খুলনা জেলার আঞ্চলিক ভাষায় মোটামুটি তফাত আছে । আমার এলাকার আঞ্চলিক ভাষাটা মোটামুটি এইরকম -
লীনা আফা ! আফনি আমাগে এলাকার মানুষ শুইনে খুশি লাগতিছে । আমি কলাম এটটা অন্যায় কইরে ফেলিছি, আপ্নারে না জানাইয়ে আপ্নার মায়ের ছবি নামায়ে আমার ডেক্সটপে দিয়ে রাখিছি । ভুল হলি মাফ কইরেন ।
গুড ট্রাই!
ভাষাটা মনে হয় ঠিকমতো হইনি।তয় ভাল লাগছে হাজার হলেও দাদা-নানার বিভাগের লোক আপনি।
আরে আল্লা ! আফনি তো আমাগে নাতি পুতা !
হুম। আমার নানা-দাদাবাড়ি কুষ্টিয়া।
আমার নানা-দাদাবাড়ি খুলনা ।
খুলনার আঞ্চলিক ভাষা সম্পর্কে কোনো ধারণা নেই। কবিতাটা পড়তে ভালো লেগেছে।
ধন্যবাদ আফা ।
ভাল লাগছে
ধন্যবাদ
ভাষা পুরোটা আসেনি , আনা টাও কঠিন । চেষ্টা করার জন্য অবশ্যই সাধুবাদ
ধন্যবাদ
ভাষাটা নিয়ে ধারনা নাই, তবে কবিতা পড়তে ভালো লাগ্লো
এর মানে কি?
মন্তব্যের জন্য ধন্যবাদ ।
ভীরু চোখি চুপচাপ ধীরে ! = ভীরু চোখে চুপচাপ ধীরে !
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় যদি কবিতাটি হয়-----
খিক খিক!
================
কবিতা ভালো লাগলো!! অনেক আবেগপূর্ণ!!
আপ্নার অনুবাদটা চরম হইছে !
ভালো লাগছে তবে গুল মারছেন নাকি ঠিক লিখছেন বুঝতাছিনা।
আমি তো খুলনার ভাষা জানিনা।
একদিন খুলনায় বেড়াতে আসেন । তারপর মিলিয়ে দেখা যাবে গুল মারছি কিনা ।
খুলনা কই থাকেন? খালিশপুর হইলে আওয়াজ দিয়েন
আমার শৈশব কৈশোরের এলাকা...
পুব বানিয়াখামার । অবশ্য শৈশব কেটেছে যশোরের নোয়াপাড়ায় ।
খুলনার আঞ্চলিক ভাষা সম্পর্কে কোনো ধারণা নেই। কবিতাটা পড়তে ভালো লেগেছে।
ধন্যবাদ।
মন্তব্য করুন