স্পন্সর [আমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের প্রেমিকাদের প্রতি]
লিখে দিলাম পশ্চিমের সান্ধ্য আকাশ
গায়ে মেখে কৃষ্ণচূড়া হস ।
মুছে দিলাম বেবোধ শাস্ত্রীয় হুমকিসমগ্র
বিবসনা হয়ে বৃষ্টি লুটিস ।
লাল শানকিতে তিন ফোঁটা স্বপ্ন দিলাম
প্রাকঘুমে নিয়মিত চোখে ছোঁয়াস ।
একপুকুর ঝিলমিলে সরপুঁটি দিলাম
আসন্ন মন্দায় নির্বিঘ্নে ফিশগ্রীল খাস ।
বিনিময়ে ওড়না দুলিয়ে শুধু
স্পন্সর করিস কিছু শর্তহীন মহুয়া সুবাস:
আমার কবিতারা শরীর দেখাবে...
এ যেন শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির...
এত দেনা-পাওনার হিসাব কেন ভাইজান?
গায়ে মেখে কৃষ্ণচূড়া হস ।
হস যে হয়ে যাস সেটা বুঝতে সময় লেগেছে ।
দুঃখিত
প্রথমে মাখার উপরে দিয়ে কিছু কথা চলে গেলো; পরে- বিনিময়মূল্যটা চমকে দিলো, ভাল লেগেছে কবিতা। এই কবিতা আবার লেখেন
মন্তব্যের জন্য ধন্যবাদ
শিরোনাম দেখে স্বস্ত্বি পেলাম। এ লিষ্টে অনেকেই নাই ব্লগের
যথারীতি ছক্কা
আপনার মন্তব্যও ছক্কা হইল এইবার
বাপরে..!
ম্রাত্বক কোবতে হৈছে
ধোননোবাদ
মন্তব্য করুন