ইউজার লগইন

বাড়ির কাছে আর্শিনগর

এক
মুকুলের বৌভাতে মাইজদী গিয়ে একটা ভুল ভাঙলো। সৈয়দ ওয়ালিউল্লার লাল সালু থেকে ধারণা ছিল শস্যের চেয়ে টুপি বেশি ওখানে। সেরকম চোখে পড়লনা। সাধারণ দশটা মফস্বল শহরের মতই। তবে যে বৃষ্টি পড়ছিল, লোকজন বাইরে ছিল কম। তত্ত্ব পুরাপুরি যাচাই করা যায় নাই।

দুই
এখনকার হরতাল আমার জন্য ভালো। রাস্তাঘাট ফাঁকা থাকে। গাড়ি বাস পাওয়া যায়। তাড়াতাড়ি অফিসে যাওয়া যায়। কিন্তু দুইদিন হরতাল থাকলে একদিন অফিসে যাই না। ক্যামেরা নিয়ে বের হই। সেদিন গেলাম বছিলা।
aa
আকাশটা এত সুন্দর ছিল! নীল আকাশে সাদা মেঘ। ছবি তুলে তারপর তুরাগ নদীতে নৌকায় ঘোরা ছিল খুবই আনন্দদায়ক। এবং এর পর কাছেই বন্ধুর বাসায় সেইরকম ভোজন। বায়ান্ন ব্যঞ্জনের খাবার খেয়ে আমরা সত্যিই ছিলাম পরিতৃপ্ত। ধন্যবাদ বন্ধু। সাথে মাসুম ভাইকেও অনেক ধন্যবাদ। কারণ তার উছিলায় ভোজন ভাগ্য খোলে আমাদের। Smile

তিন
মুকুলের বৌভাত থেকে ফেরার পথে সায়দাবাদের জ্যাম এভয়েড করার জন্য শীতলক্ষ্যার উপর তৈরি নতুন সেতু দিয়া ড্রাইভার গাড়ি চালিয়ে আনে। তখনই আমার মাথায় আসে জিনিসটা। বাসা থেকে এত কাছে শীতলক্ষ্যা নদী! খুব কম সময়ে ঘুরতে যাওয়ার এত সুন্দর জায়গা!

গতকাল হরতালের ছুটিতে বাসায় ছিলাম সকালে। বিকালে ক্যামেরা নিয়ে চলে যাই সেখানে। মাত্র পঁচিশ মিনিটের দূরত্ব।
b

b
নদীর এ পাড়ে বাওয়ানী পাটকল। বড় বড় নৌকা বোঝাই পাট আসে পাটকলের জন্য।
b
সেতুর উপর থেকে শীতলক্ষ্যা

b
নদীতে নৌকায় বেড়ানো

b
সেতুর উপর থেকে সূর্যাস্ত দেখা চমৎকার অভিজ্ঞতা। মন ভালো হয়ে যায়। সন্ধ্যা লগ্নে সেতুর উপর কুলকুল ঠান্ডা হাওয়ার আবেশ ছড়ানো ভালোলাগা নিয়ে বাসার দিকে ফিরি। বাসাতো কাছেই। Smile

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


লাইক দিলাম দুইটা। ইচ্ছা ছিলো আরো প্রচুর দেয়ার।
বসিলা গেলেন কিন্তু খপর দিলেন্না। অথচ আমি যে জায়গাটা ভালো পাই, সেইটা আপ্নে জানেন।

মেসবাহ য়াযাদ's picture


আরে এইটা কে ? মরহুম মীর নাকি ? Big smile

টুটুল's picture


আরে মীররে দেখা যায় Smile ... খবর কি? আছেন কিরম?

ম্যালা দিন কিছু লেখেন্না... একটু হাত ঝাড়া দেন Smile

মীর's picture


আরে টুটুল ভাই, প্রিয় বন্ধুদের একজন। কেমন আছেন বলেন Smile

হাসান রায়হান's picture


ধন্যবাদ মীর। একদিন যাবোনে তোমারে নিয়া ছবি তুলতে। Smile

মীর's picture


ওক্কে বস্ Smile

জেবীন's picture


স্বাগতম মীর! পা খুলে লিখতে বসে যান! কারন ম্যালা ঘুরাফিরা করছেন, ফাকিঁ মারছেন এইবার জোশ লাগাইয়া লেখা দেন! Smile

মীর's picture


জেবীন আপু আপনার খবর কি? কেমন আছেন আর কোথায় আছেন? সবসময় ভালো থাকেন। শুভেচ্ছা রইলো।

লীনা দিলরুবা's picture


ছবিতে একশোটা লাইক Smile

১০

হাসান রায়হান's picture


আপনারে হাজারটা Smile

১১

মেসবাহ য়াযাদ's picture


পাইছি মাহামান্য রবীন্দ্রনাথ ঠাকুররে। Big smile

আর্শীনগর
আকশটা
ব্যাঞ্জনের
খুলে
যায়গা
Smile Laughing out loud Wink Tongue

১২

হাসান রায়হান's picture


ধন্যবাদ।

১৩

মেসবাহ য়াযাদ's picture


আরে এদেখি শ্রীযুক্ত বিণয় কুমার স্যান্নাল Big smile

১৪

মীর's picture


মাহামান্য বানামে ভুল ধরে নাই। রবীঠাকুর রক্স। Big smile

১৫

জেবীন's picture


মেসবাহভাই, আপ্নে "সায়েদাবাদ" বানানটা ঠিক না করে কাজটা কি ঠিক করছেন! একটা কাজ করতে নামছেন, বানান শুদ্ধিকরনের তাতেও গাফিলতি! বেরি ব্যাড! Stare

১৬

একজন মায়াবতী's picture


ছবিগুলো অনেক সুন্দর হইসে। Smile

১৭

হাসান রায়হান's picture


থ্যান্কু পিচ্চি

১৮

রাসেল আশরাফ's picture


ছবিগুলা দেইখা উদাস হইলাম। Sad Sad

১৯

হাসান রায়হান's picture


Glasses

২০

জেবীন's picture


নীলাকাশটা খুব্বি দারুন আসছে! আর শেষের সূর্যাস্তটা পর্যন্ত যেন একদিনের পরপর ছবি! ভাল্লাগছে! Smile

২১

হাসান রায়হান's picture


থেন্কু Smile আছো করাম ইদানিং?

২২

জ্যোতি's picture


আকাশটা সেদিন এত্ত বেশী সুন্দর ছিলো কারণ আমি গেছিলাম যে! Big smile
মীরের কাছ থেকে শুনেই বছিলা গেলাম কিন্তু মীর যেভাবে ডুব দিলো আমরা মনে কষ্ট পেয়েছিলাম। একটা মানুষ হঠাৎ হাওয়া হয়ে হয়ে গেলো, তার খোঁজ নেওয়ার উপায় নেই এটা কেমন কথা! Sad

২৩

শওকত মাসুম's picture


আগে মীরের বিচার চাই। তারপর অন্য কথা।

মুরগীর রান খাইলেন তিনটা, ভাগেও পাই নাই রায়হান ভাই। আর আমি কী করলাম। থ্যাংকস বন্ধুরে। Smile

২৪

কামরুল হাসান রাজন's picture


এইরকম সুন্দর সুন্দর জায়গায় যাইতে মন্চায় Sad

২৫

হাসান রায়হান's picture


যান।

২৬

ফিরোজ শাহরিয়ার's picture


দারুন! ছবি দেখছি সাথে মীর ভাইকে দেখে আমি তো.....

২৭

হাসান রায়হান's picture


Smile

২৮

মীর's picture


হ্যাঁ আগে বিচার, পরে অন্য কথা। Big smile

২৯

সামছা আকিদা জাহান's picture


দারুন ছবি। নীল রংটা এত পরিষ্কার কিভাবে এল? অসম্ভব ভাল লাগছে ছবি দেখে।

৩০

হাসান রায়হান's picture


আমারো ভালো লাগল আপনাদের ভালো লাগছে দেখে। ঐদিন আকাশটা নীল ছিল খুব। আমার খুবই প্রিয় নিলাকাশ। আকাশের ছবি তুলেছিলাম অনেক।

৩১

সামছা আকিদা জাহান's picture


আকাশ আমার প্রিয় , আর নীল আকাশ তো কথাই নেই। আমার বাসা থেকে হাইওয়ে তে উঠতে সময় লাগে পাঁচ মিনিট। তাই দিগন্তে মেশা অবারিত আকাশটা সব সময়ই আমার সাথে ছুটে চলে। ছবিও তুলি, তোলার পর আর তা নীল থাকে না। নীল করবার জন্য পিকাসার সাহায্য নিতে হয়। তবে ঘন নীল আকাশ খুবই বিরল। ধন্যবাদ।

৩২

রশীদা আফরোজ's picture


আকাশের ছবিটা এতো সুন্দর, এতো সুন্দর, এতো সুন্দর যে...খুব সুন্দর।

৩৩

হাসান রায়হান's picture


কমেন্টটাও কী সুন্দর!

৩৪

হরে হরে রাম's picture


গুরু, আপনার ছবি গুলো দেখে মুগ্ধ হলাম।

৩৫

হাসান রায়হান's picture


ধন্যবাদ ওস্তাদ।

৩৬

জ্যোতি's picture


বছিলা ব্রিজের উপর থেকে চলেন একদিন সূর্যাস্ত দেখি। কবে যাবেন বলেন।

৩৭

লিজা's picture


ছবিগুলা কি ঝকঝকে সুন্দর!! নদীর ছবি মনে হয় সবসময় সুন্দর হয় । সারাজীবন কত যে নদী আর খাল দেখেছি । কখনোই বিতৃষ্ণা জাগে নাই । আমার কোনদিন ক্ষমতা হলে আপনাদেরকে আমার নানুবাড়ি নিয়ে যাবো । ছবি তুলতে তুলতে নির্ঘাত টায়ার্ড হয়ে যাবেন । Big smile

৩৮

হাসান রায়হান's picture


আনন্দের সাথে। Smile

৩৯

ভাস্কর's picture


আপনের উদ্যমের কাছে হারবো সবাই...

স্যাল্যুট রায়হান ভাই!

৪০

হাসান রায়হান's picture


শরম দিয়েন না

৪১

রায়েহাত শুভ's picture


বছিলা সেদিন আসলেই দারূণ আছিলো...

৪২

হাসান রায়হান's picture


তোমার ছবি দেও না কেন?

৪৩

মুক্ত বয়ান's picture


আপনের ছবি তোলার হাত ভালো। চর্চা করতে থাকুন। নিয়মিত অনুশীলন করলে বড় হয়ে চমৎকার ছবি তুলতে পারবেন। Tongue Tongue

৪৪

ফটুম্যান 's picture


দোয়া করি বড় ভাই বড় হয়ে ভালো ফটুগ্রাফার হইতারে যেন ।

৪৫

মুকুল's picture


নোয়াখালীর পুরা বিপরীত চিত্র দেখি। আমার বিয়ের সময় রেকর্ড পরিমান বৃষ্টি হইছে নোয়াখালীতে। মেইন রোড ছাড়া প্রায় পুরা শহর ডুবে ছিলো।
আর এদিকে শীতলক্ষ্যার আকাশ কি নীল!

৪৬

প্রিয়'s picture


সবগুলাই সুন্দর তবে ১,৪,৫,৬ এই চারটা ছবি একদম ফাটাফাটি।

৪৭

হাসান রায়হান's picture


অনেক ধন্যবাদ প্রিয়।

৪৮

তানবীরা's picture


দুই লম্বরটা ঠিক হয় নাই ক্যা মেজর, জাহাজ কাইত হইয়া রইছে ক্যা Puzzled

Big smile

৪৯

হাসান রায়হান's picture


ইনটেনশনালি ক্যাপ্ট Smile

শুভ জনম দিন। ভালো থাইকো অনেক।

৫০

ঈশান মাহমুদ's picture


এত সুন্দর নীলাকাশ দেইখা পাখি হইতে মন্চায় ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

হাসান রায়হান's picture

নিজের সম্পর্কে

অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই
উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই
শুধু মনে পড়ে
চিলেকোঠায় একটি পায়রা রোজ দুপুরে
উড়ে এসে বসতো হাতে মাথায়
চুলে গুজে দিতো ঠোঁট
বুক-পকেটে আমার তার একটি পালক
- সুনীল সাইফুল্লাহs