শিরোনাম কি সেটা ভাবতে গিয়ে ৩০ মিনিট খরচ করলে আমার ঘুমের বারোটা বাজবে।
অনেককাল আগে আমরাবন্ধু ব্লগ আকারে আসার খবরে অনেকখানি খুশি হয়ে ভেবেছিলাম অনেক ব্লগাবো। কিন্তু আলসেমীর রেকর্ডটাকে নিজের করে রাখার চেষ্টায় সেটা আর করা হয় নি। মাঝে মাঝে পড়ে যেতাম এসে। তবে তাও খুব কম। ইদানিং ফেইসবুক ছাড়া অন্য কোথাও যাওয়া আসা হয় না। ফেইসবুকেও সীমিত আনাগোনা। হাতে সময় অফুরন্ত কিন্তু ওই যে রেকর্ডটা আমারই থাকতে হবে তো!
আমরাবন্ধুতে প্রিয় লোকেরা ব্লগিং করে, তাই আমরাবন্ধু এমনিতেই আপন আপন লাগে। আজকে হঠাত মনে হচ্ছে আপন লোকেদের সাথে বহুতদিন যোগাযোগও নাই। কোনদিন তো এরা পরলোকে চলে যাবে, থুক্কু, মানে পরলোক হয়ে যাবে।
আছেন কেমন সবাই আসলে?
মন মেজাজ আসলে অনেক খারাপ আছে। একটার পর একটা খারাপ খবরে ভাল মন নিয়ে থাকার কোন উপায় নাই। কমেডি মুভি দেখে মন ভাল রাখার চেষ্টাও ব্যর্থ। এই মন খারাপের দিনে আমরাবন্ধুতে প্রথম পোষ্টটা করে দিলাম। কোন কামের পোষ্ট না, কামের পোষ্ট লিখতে জানি না।
ভাল থাকেন সবাই।
প্রথম পাতাতে যেতে চাইলেই লগআউট হয়ে যাচ্ছি কেন আল্লাহমালুম
স্বাগতম ।
থেংকু। বহুতকাল পরে ভোররাতে ব্লগে আইছি। মজা লাগতেছে।
কন্ট্রোল চাইপা এফ ফাইপ প্রেস করো..
.
স্বাগতম রন্টিরে... এতদিনে সময় হইলো?
তোমার জ্বালাময়ী লেখা চাই...
চাই ধারালো লেখা...
সময়ের কোন অভাব নাই টুটুল ভাই। কিন্তু ল্যাজি হইতে হইতে চরমসীমায় পৌছে গেছি।
ভাই রন্টি,কেমনে ব্লগ আর ফেইসবুক থেকে দূরে থাকা যায় এর মন্ত্রটা আমারে দিবেন????
হঠাত একদিন বন্ধ করে দিন। তাইলেই হয়।
নতুন বউ বা গার্লফ্রেন্ড থাকলে অবশ্য অটোমেটিক দুরে থাকতে হবে কোন চেষ্টা করা লাগবে না।
কি হইছেরে?
অনেককিছু।
আজকে একমাস হল বাপমরা হইছি। এখন ফ্ল্যাশব্যাক দেখতে দেখতে অবস্থা কাহিল। বাদবাকী সারাজীবনই মনে হয় ফ্ল্যাশব্যাকে এই লোক আমাকে জ্বালা যন্ত্রনা দিয়ে যাবেন। প্রতিদিন একবার করে সিনেমা স্টাইলে ফ্ল্যাশব্যাক না দেখলে আমার মন ভরে না।
সরি ...

জানতাম না
তুমিতো কিছু কও ও না
বেশ কিছুদিন যাবত তুমি হাওয়া হয়ে গেছ
আংকেলে আত্মার মাগফিরাত কামনা করছি
আমরা বন্ধুতে স্বাগতম। নতুন লেখা দেন।
ধন্যবাদ। দিব তো অবশ্যই। তবে অপাঠ্য।
আপনিও ভালো থাকেন ভাই। আর মন খারাপের সময়ে লেখালেখি অনেক কাজে আসে। তাই লিখতে থাকেন মনে যা আসে তা নিয়া, শোনার জন্য আমরা তো আছিই
মন খারাপ হওয়া আসলে ভাল জিনিস। কমেডি মুভি দেখার একটা উপলক্ষ পাওয়া যায়
সালাম নিন।
আপনিও নিন।
স্বাগতম রন্টিভাই । ব্লগে ব্লগে সয়লাব এই দেশে , পুরনো কাউকে এই ব্লগে দেকলে ভাল লাগে
পুরনো কাউকে দেখলে আসলেই ভাল লাগে। পুরনো দিনের কথা মনে হয়।
আপনার বাবা'র আত্মার মাগফেরাত কামনা করি। খোদা আপনাদের শোক কাটিয়ে উঠার শক্তি দিক।
আপনি ব্লগে পুরান মানুষ। আমি নতুন হইয়া আপনারে কেমনে স্বাগতম জানাই?! আপনার আর্শীবাদ কাম্য।
ধন্যবাদ।
ওত পুরনো পুরনো বলে আমাকে আবার বুইড়া কইরে দিয়েন না। আমি কিন্তু অনেক ইয়াং আছি, গত বছর আগষ্টে মাত্র ১৬ হল।
রন্টিরে দেইখাই মনটা ভাল হইছে। স্বাগতম।লিখতে থাকেন। বাবা থাকতে বাবার অভাব বুঝি নাই। এখন বুঝতে পারি।
সমস্যাটাই তো এইখানে। আমিও বুঝি নি। এমনকি এই চিন্তাটাও করি নি যে হারাতে হবে।১০/১৫ বছর তো নয়ই।এই জন্যে কতকিছু প্ল্যান করা ছিল ভেবেছিলাম পরে করব পরে করব সময় তো ফুরিয়ে যাচ্ছে না। কিন্তু এখন ফ্ল্যাশব্যাকই সম্ভল।
মারা যাবার ৪৪ দিন আগে ষ্ট্রোক করেছিল। ডাক্তার বলল খুবই মাইনর। একদেড় মাস রেষ্টে থাকলেই হবে। কারনে অকারনে দেশে আসি, কিন্তু এইবার আসি নি, ভাবলাম সুস্থ হলে আসব নে। মারা যাবেন এমন ভাবনা আসেই নি। এখন ফ্ল্যাশব্যাকের জ্বালায় বাচতেছি না।
আংকেলে আত্মার মাগফিরাত কামনা করছি
ধন্যবাদ।
স্বাগতম
থ্যাংকস।
রন্টিকে দেইখা ভালো লাগলো অনেক
সুমন ভাইরে দেখেও ভাল লাগে
স্বাগতম
ধন্যবাদ নজরুল ভাই
তোমারে সেদিন আচমকা মনে পড়লো।
সেই যে প্রথম প্রথম হবিগঞ্জ যাওয়া তোমার সাথে পরিচয়, তুমি পত্রিকাগুলোকে কিভাবে বই বানিয়ে রেখেছিলে।
রুমেল ভাইয়ের সকল বন্ধুদের মধ্যে তুমি তখনই আলাদা ছিলে, তাই তোমার কাছ ঘেঁষতে ভালো লাগতো। অনেকদিন হয়ে গেছে না? তুমি বুড়া হয়ে গেছো।
আমি বুড়াই হয়ে গেছি, বয়সে, মনে হই নি
হাই রন্টি... উপস্থিতিতে ভালো লাগছে
মেসবাহ য়াযাদ ভাই অনেক ধন্যবাদ।
মন্তব্য করুন