ইউজার লগইন

শিরোনাম কি সেটা ভাবতে গিয়ে ৩০ মিনিট খরচ করলে আমার ঘুমের বারোটা বাজবে।

অনেককাল আগে আমরাবন্ধু ব্লগ আকারে আসার খবরে অনেকখানি খুশি হয়ে ভেবেছিলাম অনেক ব্লগাবো। কিন্তু আলসেমীর রেকর্ডটাকে নিজের করে রাখার চেষ্টায় সেটা আর করা হয় নি। মাঝে মাঝে পড়ে যেতাম এসে। তবে তাও খুব কম। ইদানিং ফেইসবুক ছাড়া অন্য কোথাও যাওয়া আসা হয় না। ফেইসবুকেও সীমিত আনাগোনা। হাতে সময় অফুরন্ত কিন্তু ওই যে রেকর্ডটা আমারই থাকতে হবে তো!

আমরাবন্ধুতে প্রিয় লোকেরা ব্লগিং করে, তাই আমরাবন্ধু এমনিতেই আপন আপন লাগে। আজকে হঠাত মনে হচ্ছে আপন লোকেদের সাথে বহুতদিন যোগাযোগও নাই। কোনদিন তো এরা পরলোকে চলে যাবে, থুক্কু, মানে পরলোক হয়ে যাবে।

আছেন কেমন সবাই আসলে?
মন মেজাজ আসলে অনেক খারাপ আছে। একটার পর একটা খারাপ খবরে ভাল মন নিয়ে থাকার কোন উপায় নাই। কমেডি মুভি দেখে মন ভাল রাখার চেষ্টাও ব্যর্থ। এই মন খারাপের দিনে আমরাবন্ধুতে প্রথম পোষ্টটা করে দিলাম। কোন কামের পোষ্ট না, কামের পোষ্ট লিখতে জানি না।

ভাল থাকেন সবাই।

পোস্টটি ৭ জন ব্লগার পছন্দ করেছেন

রন্টি চৌধুরী's picture


প্রথম পাতাতে যেতে চাইলেই লগআউট হয়ে যাচ্ছি কেন আল্লাহমালুম

একলব্যের পুনর্জন্ম's picture


স্বাগতম । Smile

রন্টি চৌধুরী's picture


থেংকু। বহুতকাল পরে ভোররাতে ব্লগে আইছি। মজা লাগতেছে।

টুটুল's picture


কন্ট্রোল চাইপা এফ ফাইপ প্রেস করো..
.
স্বাগতম রন্টিরে... এতদিনে সময় হইলো?
তোমার জ্বালাময়ী লেখা চাই...
চাই ধারালো লেখা...

রন্টি চৌধুরী's picture


সময়ের কোন অভাব নাই টুটুল ভাই। কিন্তু ল্যাজি হইতে হইতে চরমসীমায় পৌছে গেছি।

রাসেল আশরাফ's picture


ভাই রন্টি,কেমনে ব্লগ আর ফেইসবুক থেকে দূরে থাকা যায় এর মন্ত্রটা আমারে দিবেন????

রন্টি চৌধুরী's picture


হঠাত একদিন বন্ধ করে দিন। তাইলেই হয়।

নতুন বউ বা গার্লফ্রেন্ড থাকলে অবশ্য অটোমেটিক দুরে থাকতে হবে কোন চেষ্টা করা লাগবে না।

টুটুল's picture


কি হইছেরে?

রন্টি চৌধুরী's picture


অনেককিছু।
আজকে একমাস হল বাপমরা হইছি। এখন ফ্ল্যাশব্যাক দেখতে দেখতে অবস্থা কাহিল। বাদবাকী সারাজীবনই মনে হয় ফ্ল্যাশব্যাকে এই লোক আমাকে জ্বালা যন্ত্রনা দিয়ে যাবেন। প্রতিদিন একবার করে সিনেমা স্টাইলে ফ্ল্যাশব্যাক না দেখলে আমার মন ভরে না।

১০

টুটুল's picture


সরি ...
জানতাম না Sad
তুমিতো কিছু কও ও না Sad

বেশ কিছুদিন যাবত তুমি হাওয়া হয়ে গেছ

আংকেলে আত্মার মাগফিরাত কামনা করছি

১১

জ্যোতি's picture


আমরা বন্ধুতে স্বাগতম। নতুন লেখা দেন।

১২

রন্টি চৌধুরী's picture


ধন্যবাদ। দিব তো অবশ্যই। তবে অপাঠ্য।

১৩

মামুন হক's picture


আপনিও ভালো থাকেন ভাই। আর মন খারাপের সময়ে লেখালেখি অনেক কাজে আসে। তাই লিখতে থাকেন মনে যা আসে তা নিয়া, শোনার জন্য আমরা তো আছিই Smile

১৪

রন্টি চৌধুরী's picture


মন খারাপ হওয়া আসলে ভাল জিনিস। কমেডি মুভি দেখার একটা উপলক্ষ পাওয়া যায় Smile

১৫

সাহাদাত উদরাজী's picture


সালাম নিন।

১৬

রন্টি চৌধুরী's picture


আপনিও নিন।

১৭

মেহরাব শাহরিয়ার's picture


স্বাগতম রন্টিভাই । ব্লগে ব্লগে সয়লাব এই দেশে , পুরনো কাউকে এই ব্লগে দেকলে ভাল লাগে

১৮

রন্টি চৌধুরী's picture


পুরনো কাউকে দেখলে আসলেই ভাল লাগে। পুরনো দিনের কথা মনে হয়।

১৯

বকলম's picture


আপনার বাবা'র আত্মার মাগফেরাত কামনা করি। খোদা আপনাদের শোক কাটিয়ে উঠার শক্তি দিক।

আপনি ব্লগে পুরান মানুষ। আমি নতুন হইয়া আপনারে কেমনে স্বাগতম জানাই?! আপনার আর্শীবাদ কাম্য। Smile

২০

রন্টি চৌধুরী's picture


ধন্যবাদ।
ওত পুরনো পুরনো বলে আমাকে আবার বুইড়া কইরে দিয়েন না। আমি কিন্তু অনেক ইয়াং আছি, গত বছর আগষ্টে মাত্র ১৬ হল।

২১

শওকত মাসুম's picture


রন্টিরে দেইখাই মনটা ভাল হইছে। স্বাগতম।লিখতে থাকেন। বাবা থাকতে বাবার অভাব বুঝি নাই। এখন বুঝতে পারি।

২২

রন্টি চৌধুরী's picture


সমস্যাটাই তো এইখানে। আমিও বুঝি নি। এমনকি এই চিন্তাটাও করি নি যে হারাতে হবে।১০/১৫ বছর তো নয়ই।এই জন্যে কতকিছু প্ল্যান করা ছিল ভেবেছিলাম পরে করব পরে করব সময় তো ফুরিয়ে যাচ্ছে না। কিন্তু এখন ফ্ল্যাশব্যাকই সম্ভল।

মারা যাবার ৪৪ দিন আগে ষ্ট্রোক করেছিল। ডাক্তার বলল খুবই মাইনর। একদেড় মাস রেষ্টে থাকলেই হবে। কারনে অকারনে দেশে আসি, কিন্তু এইবার আসি নি, ভাবলাম সুস্থ হলে আসব নে। মারা যাবেন এমন ভাবনা আসেই নি। এখন ফ্ল্যাশব্যাকের জ্বালায় বাচতেছি না।

২৩

তানবীরা's picture


আংকেলে আত্মার মাগফিরাত কামনা করছি

২৪

রন্টি চৌধুরী's picture


ধন্যবাদ।

২৫

রুমন's picture


স্বাগতম

২৬

রন্টি চৌধুরী's picture


থ্যাংকস।

২৭

মাহবুব সুমন's picture


রন্টিকে দেইখা ভালো লাগলো অনেক

২৮

রন্টি চৌধুরী's picture


সুমন ভাইরে দেখেও ভাল লাগে Smile

২৯

নজরুল ইসলাম's picture


স্বাগতম

৩০

রন্টি চৌধুরী's picture


ধন্যবাদ নজরুল ভাই

৩১

অপূর্ব সোহাগ's picture


তোমারে সেদিন আচমকা মনে পড়লো।
সেই যে প্রথম প্রথম হবিগঞ্জ যাওয়া তোমার সাথে পরিচয়, তুমি পত্রিকাগুলোকে কিভাবে বই বানিয়ে রেখেছিলে।
রুমেল ভাইয়ের সকল বন্ধুদের মধ্যে তুমি তখনই আলাদা ছিলে, তাই তোমার কাছ ঘেঁষতে ভালো লাগতো। অনেকদিন হয়ে গেছে না? তুমি বুড়া হয়ে গেছো।

৩২

রন্টি চৌধুরী's picture


আমি বুড়াই হয়ে গেছি, বয়সে, মনে হই নি Smile

৩৩

মেসবাহ য়াযাদ's picture


হাই রন্টি... উপস্থিতিতে ভালো লাগছে

৩৪

রন্টি চৌধুরী's picture


মেসবাহ য়াযাদ ভাই অনেক ধন্যবাদ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.