ত্যানা পেচানো অথবা আজাইরা ছাইপাস।
আবার সেই মনের এলোমেলো ভাব। অপেক্ষা করে বসেছিলাম এইরকম ভাবটা আসার জন্যে। রীতিমত উপভোগ করছি এখন এটা। এটাকে এক্সাইটমেন্ট নাম দেয়া যায় কি না সে নিয়ে আমি শতভাগ নি:সন্দেহ নই। অনেকদিন পরে দেশে আসার আগের কঘন্টায় মনের আলোরিত অবস্থাটার নাম হিসেবে 'এলোমেলো'ই বেশী মানান সই। গতদুইতিনদিন রীতিমত মন খারাপ অবস্থা গেছে। আজব মনের আজব ব্যাপার স্যাপার।
এবার দীর্ঘদিনের বিরতীর পর দেশে আসা হচ্ছে আমার। চৌদ্দমাস পরে। এর দিন ধরে একটানা দেশে না এসে থাকিনি। সাত আট মাসে একবার আসা হয়েছে তাই এক প্রকার সহজ স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছিল, অনুভুতিগুলো পরিচিত ছিল। এবার একটুখানি অচেনা ঠেকছে।
যাই হোক। অনেক ত্যানা পেচানোর পরের কথা হল আর মাত্র আট ঘন্টা পরে ফ্লাইট। এইজন্যে আন্ডা বাচ্চাদের মত হাবিজাবি লিখে ফ্লাডিং করছি। নিয়ম করে এটা আমি করি, মানে দেশে আসা উপলক্ষে ফ্লাডিং আর কি! প্রত্যেকবারই করি। লোকজন নিশ্চই বিরক্ত হয়। কিন্তু কিছুই করার নেই। করতে ভাল লাগে হাহ হা।
এইবারের দেশে আসাটা আরও একটা ব্যাপারে অন্যরকম। এইবার গার্লফ্রেন্ড এর নাম চেন্জ হয়ে বউ হয়ে গেছে। এই কারনে জীবিত স্ট্যাটাসটা আর নেই বেচারী অবশ্য দুইদিন আগেই দেশে গিয়ে বসে আছে।
এনিওয়ে এইবার ক্ষান্ত দেই। অনেক কাল ব্লগানো হয় না। ভাবছি দেশে গিয়ে এবং দেশ থেকে ফিরে নিয়মিত ব্লগিং এ যোগ দিব ছাইপাস লিখব। আমরাবন্ধুর সবাইকে দৌড়ের বিরক্তির চরম সীমায় রাখব। আজকের ফ্লাডিং জন্যে সরি আর ভবিষ্যতের ছাইপাশ ব্লগিং এর জন্যে আগাম সরি।
সবাই ভাল থাকুন।
আইসা ফোনাইও
আর আমাগো লাইগ্গা যা যা আনপা... ঠিক মত বুঝাইয়া দিও
ওয়েলকাম হোম !!

এই গরমে কেউ দেশে যায়, ফুঃ
অঃটঃ আঙ্গুর ফল টক
শুভ কামনা রইল
দেশে তো আইসা পড়ছেন। দেশীয় যাবতীয় ব্যথা-বেদনা-হ্যাপার জন্য সমবেদনা রইলো
কৈ? আওয়াজ দেন।
এই এপ্রিলের দেশ থেকে ঘুরে আসা বিষয়ে ফ্লাডিং পোষ্ট দেয়া হল না। খুবই দু:খজনক ব্যাপার হয়ে গেল।
সাথে আছি !!

হায় হায় এইহানেও ত্যানা।
মন্তব্য করুন