ইউজার লগইন

ব্যাটসম্যানগুলারে কি করা যায়?

গতকাল খুব উৎসাহ নিয়ে খেলা দেখছিলাম। টেস্টে প্রথম ইনিংসে ৪১৯ খুব বেশি না। বাংলাদেশ ব্যাটসম্যানবহুল টিম। তাই সাকিবের ৫ উইকেট পাওয়ায় খুব খুশি ছিলাম।
তারপর ওপেনিং জুটি তামিম আর কায়েস মিলে করে ফেললো ১২৬ রান। খুশিতে তখন নাচার অবস্থা। এই অবস্থায় ম্যাচ নিয়ে আশাবাদী হওয়াই যায়। প্রথম ইনিংসে লিড নেওয়াও সম্ভব।

অথচ তারপর কি হলো!

২১৬ রানে অলআউট! ফলোঅনে বাংলাদেশ! এতো এতো ব্যাটসম্যান সব চোখের পলকে গেলো আর আসলো! কোনো মানে হয়?

এতদিন দেখছি শুরুতে পেস আক্রমনে টপাটপ উইকেট পড়ে। স্পেশালিস্ট ব্যাটসম্যান সব আউট হওয়ার পরে বোলাররা হাল ধরে, কিছু রান তোলে। আর এখন ঘটছে উল্টাটা। চারজন ওপেনার নিয়ে গড়া বাংলাদেশ টিম এখন শুরুতে খুব ভালো করে কিন্তু মিডল অর্ডার লোয়ার অর্ডারে কোনো প্রতিরোধ নাই। জুনায়েদ, আশরাফুল, সাকিব, মাহমুদুল্লাহ, জহুরুল, মুশফিক- সবাই তো ব্যাটসম্যান। এতোজনে মিলে একশও করতে পারলো না?

এটা ক্ষমার অযোগ্য। কোনো যুক্তিতেই এটা মানা যায় না। খুব দুঃখকর। দায়িত্বহীনতা ছাড়া আর কিছু না। জবাবদিহি করা উচিত। শাস্তি দেওয়া উচিত।

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


সবগুলারে একমাস তামিমের পা ধোয়া পানি খাওয়ান।

রুমন's picture


তার আগে তামিমের ব্যাট দিয়া এগুলারে একটু পিটায়া নেওয়া দরকার

মীর's picture


একমত

রাসেল আশরাফ's picture


Angry Angry Angry Angry Angry Angry Angry Angry দেশে আসার সময় হারামজাদা গুলারে বিমান থেকে ফেলায় দেয়া উচিত।কাল কত আশা করে রাতের ঘুম কামাই করে খেলার আপডেট জানছিলাম কিন্তু শেষমেশ কি করলো.।।।একজন করলো ১০৮ আর বাকী ১০ জন মিলে ১০৮।। Angry Angry Angry Angry Angry Angry

রুমন's picture


ফলো অনে নেমে এখন দ্বিতীয় ইনিংসে ৩৭/৫
১০০ ও করতে পারবে বলে মনে হয় না। আজকেই শেষ হয়ে যাবে খেলা। এখন মনে হতেছে এগুলারে শাস্তি দেওয়াটাই অপচয়।

রুমন's picture


বলতে বলতে সাকিব আউট। ৩৯ রানে ৬ উইকেট নাই।
৫০ করতে পারবে বলে মনে হচ্ছে না Angry Angry Angry Angry

আপন_আধার's picture


৭ টা গেছেগা ..... Sad

চাঙ্কু's picture


মাঝে মাঝে এদের খেলা দেখলে মনে হয় হেরা স্কুল কৃকেট খেলতেছে ।

সাঈদ's picture


ব্যাটস্ম্যান গো কথা বাদ , আপনাদের এখনও উৎসাহ আছে দেইখ্যা আমিই অবাক হইছি।

১০

ভাঙ্গা পেন্সিল's picture


এইগুলারে প্রতিদিন স্টেডিয়ামে ঢুকার পরে একবার আর বাইর হওয়ার আগে একবার মাঠে কানে ধইরা উঠবস করানো দরকার। Crazy জোড়ায় জোড়ায় কানে ধইরা উঠবস করলে পার্টনারশিপ ভাল হবে, নিজেদের মধ্যে বোঝাপড়াটাও জমবে। আর এরকম ব্যায়ামের ফলে ফিটনেসও থাকবে অটুট। গেরামিনফুন স্পন্সরড কানে ধইরা ঊঠবস শো হবে...চিয়ারলীডার দেখার চাইতে বেশি আনন্দ পাওয়া যাবে Party

১১

রুমন's picture


একমত

১২

তানবীরা's picture


Big smile Laughing out loud Party

১৩

নজরুল ইসলাম's picture


একমত

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.