ইউজার লগইন

মাসুম ভাইয়ের জন্মদিন, দলে দলে ভোট দিন

মাসুম ভাই
(পোস্টার সৌজন্য: নজরুল ভাই)

অনেক দিন পরে এবিতে ঢুকলাম
ঢুকেই দেখি মাসুম ভাইয়ের জন্মদিন
শুভ জন্মদিন মাসুম ভাই
পার্টি চাই পার্টি চাই Smile
পার্টি পার্টি পার্টি পার্টি
কোক কোক কোক

মাসুম ভাই ভালো মানুষ পার্টি চাইছি না করতে পারব না
কিন্তু মাসুম ভাইরে কি গিফট করা যায়?
এই নিয়া চিন্তায় চিন্তায় নাজেহাল
গরিব মানুষ
পকেটে টাকা পয়সা থাকে না
কি গিফট দেই?

আল্লাহ বলছেন বুদ্ধিমানদের ঘরজামাই থাকতে হয় না
তাই বিশেষ একটা বুদ্ধি পাইলাম
মাসুম ভাই বড়লোক মানুষ
এসব বৈষয়িক গিফট দিয়া তারে সন্তুস্ট করা যাইবো না
তারে দিতে হবে বিশেষ গিফট

কি গিফট দেয়া যায়? ভোট Smile

মাসুম ভাই ইলেকশনে খারাইছে
আমগো মাসুম ভাই
অর্থনীতিবিদ মাসুম ভাই
সাদা কালোর অর্থনীতি খ্যাত মাসুম ভাই
ফরএভার ইয়াং মাসুম ভাই
রমনীমোহন মাসুম ভাই
সিনেমাখোড় মাসুম ভাই
বইখোড় মাসুম ভাই
মজার লেখক মাসুম ভাই
প্রিয়ন্তী আর রাইয়ানের বাবা মাসুম ভাই
সাংবাদিক মাসুম ভাই
ব্লগার মাসুম ভাই
(উফফুরে কয়টা মনে রাখা যায়? কয়টা বাদ পরলো?)

যাহোক
এবার আসল ঘটনা খুলে বলি
আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষার সেরা ব্লগার হিসাবে মনোনয়ন পাইছেন আমাগো মাসুম ভাই
তারে ভোট দেন সবাই
জন্মদিনে বিনা পয়সায় গিফট দিতে ফেসবুক বা টুইটার দিয়া ভোট দিয়া আসেন, দুইটা থাকলে দুইটা দিয়াই দেন Smile

জন্মদিন দেইখা না, মাসুম ভাই এমনিতেই বাংলা ভাষার অন্যতম সেরা ব্লগার।
চারদিকের দুনিয়ার জঞ্জাল আর ক্যাঁচাক্যাঁচির ভিত্রে মাসুম ভাইয়ের ব্লগ একটা ব্যতিক্রম।
পড়লেই মন ভালো হয়ে যায়

কিছু নমুনা দেখেন-

মজার পোষ্ট





সিনেমা







গল্প




অজানা ঘটনা



দেশের অর্থনীতি নিয়ে গভীর ভাবনা

সিনেমা

যেগুলো হয়তো কোনোদিনই দেখার সুযোগ হবে না, তা দেখি মাসুম ভাইয়ের ব্লগ দিয়েই


আবার কিছু মিষ্টি মিষ্টি ব্লগ

এই লোকটাই আবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার

বিশেষ করে জামাত শিবিরের প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার এই পোস্টগুলো

মাসুম ভাইয়ের কাছ থেকে জানতে পারি ফৌজি বাণিজ্যর খবরাখবর

শুনি ইতিহাসের স্বপ্নভঙ্গের বেদনার কথা

থাকুক তাহলে বইখোড় মাসুম ভাইয়ের সামান্য কিছু নমুনাও



লিঙ্ক দিয়ে শেষ করা যাবে না। তারচেয়ে ভোটটা দিয়ে ফেলেন, মাত্র এক মিনিটের ব্যাপার
এখানে গিয়ে ফেসবুক বা টুইটার দিয়ে লগইন করেন
তারপর ক্যাটাগরি সিলেক্টের ঘরে গিয়া বেস্ট বাংলা ব্লগ সিলেক্ট করেন
তার পাশে ভোট ফর ঘরে গিয়া মাসুম ভাইয়ের নামটা সিলেক্ট করে দিয়ে আসেন
গিফট দেওয়া শেষ

এবার মাসুম ভাই পার্টি দেন Smile

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা ফেরদৌস's picture


ভাইরে ভুটের ক্যনভাসের আগে কি লিখছেন? এইডা কি মাসুম ভাইরে নিয়া গদ্য না ফদ্য?বুঝতাম ফারি নাই Laughing out loud

রুমন's picture


এইডা গফদ্য Smile
ভুট দিছেন?

জ্যোতি's picture


ভোট দিয়া আসলাম। দুধ চিনি কম দিয়া এককাপ গরম চা দেন দেখি!
আপনেরে স্বাগতম। এবং সুন্দর উদ্যোগের জন্য ধইন্যা পাতা

জ্যোতি's picture


গরিব মানুষ
পকেটে টাকা পয়সা থাকে না
কি গিফট দেই?

হ কথা সত্য। তাই ভোট দিলাম। আর বাংলায় দিলাম ভালুবাসা, হিন্দিতে দিলাম পেয়ার। Love

রুমন's picture


মনে রাখবেন
গরিবের ভুটটাই সম্বল
খালি ভুটের সময়েই নেতারা গরিবের কাছে যায়
তাই ভুটের সুযুগ হেলায় হারাইবেন না

লীনা দিলরুবা's picture


Star

মাসুম ভাইকে ভোট দিয়ে দুনিয়ার এবং আখেরাতের অশেষ নেকি হাসিল করুন।

মাসুম ভাইর একটা ফটুক পোস্টে ঝুলায় দেন Big smile

রুমন's picture


ছবি ত নাই আমার কাছে Sad

সামছা আকিদা জাহান's picture


তোমার ভাই আমার ভাই
মাসুম ভাই মাসুম ভাই
মা বোনদের বলে যাই
মাসুম ভাইয়ের ভোট চাই।

টুটুল's picture


BOBs এর লিংক এ ক্লিক করার পর নিচের স্ক্রিনটা আসবে

vote1.jpg
Best Blog Bengali তে ক্লিক করলে I VOTE FOR এ আপনার পছন্দের ভোটারকে ভোট দেয়ার অপশন আসবে।

ফেসবুক লগিন
vote2.JPG

আপনাদের কাছে আমাদের প্রিয় দুজন নিয়মিত ব্লগারের জন্য ভোট দিতে অনুরোধ জানাই... ১। শওকত মাসুম ২। তানবীরা তালুকদার

১০

টুটুল's picture


সহমত Smile

তবে রুমন ভাই যদি নতুন করে একটা পোস্ট দিতে... ভোট দেয়ার ডিটেইলস তরিকা সহ ... তাইলে মনে হয় ভালো হইতো Smile ... নাইলে তো মাইন্ষে মনে করপে যে, মাসুম ভাইয়ের জন্মদিনের পোস্ট স্টিকি Wink

১১

রুমন's picture


ধন্যবাদ টুটুল

১২

মাহবুব সুমন's picture


আমি দুই জনরেই দিছি। এখণতর দিয়েই যাচ্ছি

অনিয়মিত কাউরে দেইনাই Wink

১৩

জ্যোতি's picture


মাসুম ভাইরে দিলে ভোট
আনন্দে থাকবে ব্লগের লোক।

১৪

লীনা দিলরুবা's picture


মার্কা কিরে মাসুম ভাই
কি মার্কা? মাসুম ভাই
ভাইয়া আপা লিংকুতে যান
মূল্যবান ভোট করেন দান।

১৫

লীনা দিলরুবা's picture


আমাদের এবি ব্লগের দুজন সম্মানিত ব্লগার নমিনেশন পেয়ে বিরল গৌরবের অধিকারী হয়েছেন এবং আমাদেরকে আনন্দের বন্যায় ভাসিয়েছেন। এই চমৎকার ক্ষণে বন্ধুরা সবাই তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন এইটাই প্রত্যাশা।
এই পোস্ট টা ভোট শেষ হওয়া পর্যন্ত স্টিকি করন যায় কি না?

১৬

লীনা ফেরদৌস's picture


যে আমারে ভালা খানা দানা দিব তারে ভুটাইমু Wink

১৭

জ্যোতি's picture


আগে ভোট দেন। পরে খানা চান।

১৮

নজরুল ইসলাম's picture


মাসুম ভাইকে ভোট দিন
আমার পক্ষ থেকে মাসুম ভাইকে জন্মদিনের উপহার Smile
কিন্তু পার্টির মেনু ভেনু কী?

রুমন,
আপনি চাইলে এটা পোস্টে যোগ করতে পারেন

১৯

রুমন's picture


নজু ভাইকে একবস্তা
ধইন্যা পাতা

যোগ করে দিছি

২০

হাসান রায়হান's picture


এত ছুটো পোস্টার ক্যান নজরুল? আরো বড় বানান। উইথ দিয়েন ৫৬০

২১

নাজ's picture


কালই ভোট দিয়েছি।

জন্মদিন শুভ হোক। ঋহানের তরফ থেকেও মামা'র জন্য অনেক শুভ কামনা!

২২

লীনা ফেরদৌস's picture


ইসসসসসসসসসসস !! আমরা কি লাক্কী !! এই লোকটাই আমগো লগে বল্গায় Laughing out loud

২৩

লীনা দিলরুবা's picture


সুখু, কালকা এই ব্লগারের লগে এক টেবিলে খানা খাইছো। ভাইগ্য তোমার Smile

২৪

জ্যোতি's picture


মিষ্টি খাওয়ান দুই লীনাপা।

২৫

লীনা ফেরদৌস's picture


জ়য়িতা তুমিতো আরো ভাগ্যবান.।.।.। কতু ফটুগ্রাফ আছে তার লগে, এই বার একটা অটুগ্রাফ নিও, পরে আবার পাইবা না, জীতলে আবার মনে না রাখতেও পারে Wink

২৬

লীনা দিলরুবা's picture


আমি ক্যান খাওয়ামু, সুখু খাওয়াবে Smile
খালিতো এক টেবিলে খাওয়াই নয়, কেক কাটায় সহায়তা Laughing out loud
আচ্ছা যার জন্য এত হাইকাউ তিনি কই গেলেন!

26032011167.JPG

২৭

জ্যোতি's picture


আরে অটোগ্রাফ তো আছেই। শুধু তিনি যে কুথায় থাকেন তাই তো ভুজলাম্না।

২৮

লীনা ফেরদৌস's picture


গভীর পানির মাছ !!! ডুব দিছে

২৯

লীনা ফেরদৌস's picture


্দুখু, কালকা এই ব্লগারের ফটু তুলছ তোমার ক্যামেরায় Wink ভাইগ্য তোমার

৩০

লীনা দিলরুবা's picture


টিপ সই
ভাইগ্য রাখো, মাসুম ভাইকে ভোট দাও। ভোট চাইয়া তোমার আশেপাশের লুকজনের ঘুম হারাম কইরা দাও Big smile

৩১

লীনা দিলরুবা's picture


সুখু আইডিয়াটা খারাপ দেও নাই Smile জয়িতা খাওয়াক। আমার কাছে গুপন খবর আছে, জয়িতা সাউথইস্ট ব্যাংক থিকা কি কি চেক উঠায় Party আহা! কি মজা আবার Party Party Party

৩২

জ্যোতি's picture


আমি তো গরীপ ব্লগার। কুনু শেয়ার ব্যপসা নাই, পুলিশ নাই, জ্বীন নাই, কিচ্ছু নাই। Crying

৩৩

লীনা দিলরুবা's picture


ওরে জ্বিনের লাগি কান্দেরে Shock
ডাক্তার সাহেবরে কমু, ব্যবস্থা করে দিবে Big smile

৩৪

জ্যোতি's picture


ধূর যা! আপনেরা থাইকা আমার কি লাভ? এই যে হাভাইত্তার মতোন আড্ডাই, তাও তো একজনরে খুঁজে দিলেন না, গলায় ফাঁসি পড়ামু। Broken Heart

৩৫

লীনা দিলরুবা's picture


বিভ্রান্ত করনের লাগি আপনেরে মাইনাস না দিয়া মাইর দিমু কি না ভাবতাছি।

৩৬

লীনা ফেরদৌস's picture


কাইন্দ না, জ়িন দিমুনে Cool

৩৭

জ্যোতি's picture


জ্বীন আমি চাই না। না না না।

৩৮

জ্যোতি's picture


এইটা ভোট চাওয়ার পোষ্ট। চলেন , অন্য পোষ্টে আড্ডাই।

৩৯

শওকত মাসুম's picture


তানবীরারে ভোট দিয়েন কিন্তু, সেও অনেক ভাল মানুষ, প্রিয় মানুষ।

৪০

শওকত মাসুম's picture


আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলা ভাষার সেরা ব্লগার পিয়াল, পিয়ালকে ভোট দিন। সেও নমিনেশন পেয়েছে একটা ক্যাটাগরিতে। আর মেহদীকে ভোট দেওয়া তো দায়িত্বের মধ্যে পড়ে। আর জেবতিক তো ভ্যালোরি নিয়ে কেবল একটা লেখার জন্যই ভোট পাওয়ার দাবীদার। আইরিনও আমাদের নিজেদের মানুষ।

৪১

তানবীরা's picture


তাহলে কি দাড়ালো আপনারে বাদ দিয়ে সবারে ভোটানো @@@ হাহাহাহাহাহা

ঠিকাছে

৪২

গৌতম's picture


শুভ জন্মদিন। Smile

৪৩

আহমাদ মোস্তফা কামাল's picture


এত সহজে ভোট দেওন যাইবো না। মাসুম ভাই, পিয়াল ভাই, জেবতিক ভাই, আইরিন, তানবীরা কে কি খাইয়াবো আগে জাইনা লই! Wink

৪৪

মীর's picture


বাহ্ দুইজন প্রিয় মানুষকে ভোট দিতে পেরে আনন্দিত। এখন দুইজনই চকলেট খাওয়ান। Party

৪৫

মেহরাব শাহরিয়ার's picture


শুভ জন্মদিন মাসুম ভাই

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.