মাসুম ভাইয়ের জন্মদিন, দলে দলে ভোট দিন
(পোস্টার সৌজন্য: নজরুল ভাই)
অনেক দিন পরে এবিতে ঢুকলাম
ঢুকেই দেখি মাসুম ভাইয়ের জন্মদিন
শুভ জন্মদিন মাসুম ভাই
পার্টি চাই পার্টি চাই
মাসুম ভাই ভালো মানুষ পার্টি চাইছি না করতে পারব না
কিন্তু মাসুম ভাইরে কি গিফট করা যায়?
এই নিয়া চিন্তায় চিন্তায় নাজেহাল
গরিব মানুষ
পকেটে টাকা পয়সা থাকে না
কি গিফট দেই?
আল্লাহ বলছেন বুদ্ধিমানদের ঘরজামাই থাকতে হয় না
তাই বিশেষ একটা বুদ্ধি পাইলাম
মাসুম ভাই বড়লোক মানুষ
এসব বৈষয়িক গিফট দিয়া তারে সন্তুস্ট করা যাইবো না
তারে দিতে হবে বিশেষ গিফট
কি গিফট দেয়া যায়? ভোট
মাসুম ভাই ইলেকশনে খারাইছে
আমগো মাসুম ভাই
অর্থনীতিবিদ মাসুম ভাই
সাদা কালোর অর্থনীতি খ্যাত মাসুম ভাই
ফরএভার ইয়াং মাসুম ভাই
রমনীমোহন মাসুম ভাই
সিনেমাখোড় মাসুম ভাই
বইখোড় মাসুম ভাই
মজার লেখক মাসুম ভাই
প্রিয়ন্তী আর রাইয়ানের বাবা মাসুম ভাই
সাংবাদিক মাসুম ভাই
ব্লগার মাসুম ভাই
(উফফুরে কয়টা মনে রাখা যায়? কয়টা বাদ পরলো?)
যাহোক
এবার আসল ঘটনা খুলে বলি
আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতায় বাংলা ভাষার সেরা ব্লগার হিসাবে মনোনয়ন পাইছেন আমাগো মাসুম ভাই।
তারে ভোট দেন সবাই
জন্মদিনে বিনা পয়সায় গিফট দিতে ফেসবুক বা টুইটার দিয়া ভোট দিয়া আসেন, দুইটা থাকলে দুইটা দিয়াই দেন
জন্মদিন দেইখা না, মাসুম ভাই এমনিতেই বাংলা ভাষার অন্যতম সেরা ব্লগার।
চারদিকের দুনিয়ার জঞ্জাল আর ক্যাঁচাক্যাঁচির ভিত্রে মাসুম ভাইয়ের ব্লগ একটা ব্যতিক্রম।
পড়লেই মন ভালো হয়ে যায়
কিছু নমুনা দেখেন-
দেশের অর্থনীতি নিয়ে গভীর ভাবনা
১
সিনেমা ১
২
৩
যেগুলো হয়তো কোনোদিনই দেখার সুযোগ হবে না, তা দেখি মাসুম ভাইয়ের ব্লগ দিয়েই
১
২
৩
আবার কিছু মিষ্টি মিষ্টি ব্লগ
১
২
এই লোকটাই আবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার
১
২
বিশেষ করে জামাত শিবিরের প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার এই পোস্টগুলো
১
মাসুম ভাইয়ের কাছ থেকে জানতে পারি ফৌজি বাণিজ্যর খবরাখবর
১
২
শুনি ইতিহাসের স্বপ্নভঙ্গের বেদনার কথা
১
থাকুক তাহলে বইখোড় মাসুম ভাইয়ের সামান্য কিছু নমুনাও
১
২
৩
৪
লিঙ্ক দিয়ে শেষ করা যাবে না। তারচেয়ে ভোটটা দিয়ে ফেলেন, মাত্র এক মিনিটের ব্যাপার
এখানে গিয়ে ফেসবুক বা টুইটার দিয়ে লগইন করেন
তারপর ক্যাটাগরি সিলেক্টের ঘরে গিয়া বেস্ট বাংলা ব্লগ সিলেক্ট করেন
তার পাশে ভোট ফর ঘরে গিয়া মাসুম ভাইয়ের নামটা সিলেক্ট করে দিয়ে আসেন
গিফট দেওয়া শেষ
এবার মাসুম ভাই পার্টি দেন
ভাইরে ভুটের ক্যনভাসের আগে কি লিখছেন? এইডা কি মাসুম ভাইরে নিয়া গদ্য না ফদ্য?বুঝতাম ফারি নাই
এইডা গফদ্য
ভুট দিছেন?
ভোট দিয়া আসলাম। দুধ চিনি কম দিয়া এককাপ গরম চা দেন দেখি!
আপনেরে স্বাগতম। এবং সুন্দর উদ্যোগের জন্য
হ কথা সত্য। তাই ভোট দিলাম। আর বাংলায় দিলাম ভালুবাসা, হিন্দিতে দিলাম পেয়ার।
মনে রাখবেন
গরিবের ভুটটাই সম্বল
খালি ভুটের সময়েই নেতারা গরিবের কাছে যায়
তাই ভুটের সুযুগ হেলায় হারাইবেন না
মাসুম ভাইকে ভোট দিয়ে দুনিয়ার এবং আখেরাতের অশেষ নেকি হাসিল করুন।
মাসুম ভাইর একটা ফটুক পোস্টে ঝুলায় দেন
ছবি ত নাই আমার কাছে
তোমার ভাই আমার ভাই
মাসুম ভাই মাসুম ভাই
মা বোনদের বলে যাই
মাসুম ভাইয়ের ভোট চাই।
BOBs এর লিংক এ ক্লিক করার পর নিচের স্ক্রিনটা আসবে
Best Blog Bengali তে ক্লিক করলে I VOTE FOR এ আপনার পছন্দের ভোটারকে ভোট দেয়ার অপশন আসবে।
ফেসবুক লগিন

আপনাদের কাছে আমাদের প্রিয় দুজন নিয়মিত ব্লগারের জন্য ভোট দিতে অনুরোধ জানাই... ১। শওকত মাসুম ২। তানবীরা তালুকদার
সহমত
তবে রুমন ভাই যদি নতুন করে একটা পোস্ট দিতে... ভোট দেয়ার ডিটেইলস তরিকা সহ ... তাইলে মনে হয় ভালো হইতো
... নাইলে তো মাইন্ষে মনে করপে যে, মাসুম ভাইয়ের জন্মদিনের পোস্ট স্টিকি 
ধন্যবাদ টুটুল
আমি দুই জনরেই দিছি। এখণতর দিয়েই যাচ্ছি
অনিয়মিত কাউরে দেইনাই
মাসুম ভাইরে দিলে ভোট
আনন্দে থাকবে ব্লগের লোক।
মার্কা কিরে মাসুম ভাই
কি মার্কা? মাসুম ভাই
ভাইয়া আপা লিংকুতে যান
মূল্যবান ভোট করেন দান।
আমাদের এবি ব্লগের দুজন সম্মানিত ব্লগার নমিনেশন পেয়ে বিরল গৌরবের অধিকারী হয়েছেন এবং আমাদেরকে আনন্দের বন্যায় ভাসিয়েছেন। এই চমৎকার ক্ষণে বন্ধুরা সবাই তাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন এইটাই প্রত্যাশা।
এই পোস্ট টা ভোট শেষ হওয়া পর্যন্ত স্টিকি করন যায় কি না?
যে আমারে ভালা খানা দানা দিব তারে ভুটাইমু
আগে ভোট দেন। পরে খানা চান।
আমার পক্ষ থেকে মাসুম ভাইকে জন্মদিনের উপহার
কিন্তু পার্টির মেনু ভেনু কী?
রুমন,
আপনি চাইলে এটা পোস্টে যোগ করতে পারেন
নজু ভাইকে একবস্তা
যোগ করে দিছি
এত ছুটো পোস্টার ক্যান নজরুল? আরো বড় বানান। উইথ দিয়েন ৫৬০
কালই ভোট দিয়েছি।
জন্মদিন শুভ হোক। ঋহানের তরফ থেকেও মামা'র জন্য অনেক শুভ কামনা!
ইসসসসসসসসসসস !! আমরা কি লাক্কী !! এই লোকটাই আমগো লগে বল্গায়
সুখু, কালকা এই ব্লগারের লগে এক টেবিলে খানা খাইছো। ভাইগ্য তোমার
মিষ্টি খাওয়ান দুই লীনাপা।
জ়য়িতা তুমিতো আরো ভাগ্যবান.।.।.। কতু ফটুগ্রাফ আছে তার লগে, এই বার একটা অটুগ্রাফ নিও, পরে আবার পাইবা না, জীতলে আবার মনে না রাখতেও পারে
আমি ক্যান খাওয়ামু, সুখু খাওয়াবে

খালিতো এক টেবিলে খাওয়াই নয়, কেক কাটায় সহায়তা
আচ্ছা যার জন্য এত হাইকাউ তিনি কই গেলেন!
আরে অটোগ্রাফ তো আছেই। শুধু তিনি যে কুথায় থাকেন তাই তো ভুজলাম্না।
গভীর পানির মাছ !!! ডুব দিছে
্দুখু, কালকা এই ব্লগারের ফটু তুলছ তোমার ক্যামেরায়
ভাইগ্য তোমার
ভাইগ্য রাখো, মাসুম ভাইকে ভোট দাও। ভোট চাইয়া তোমার আশেপাশের লুকজনের ঘুম হারাম কইরা দাও
সুখু আইডিয়াটা খারাপ দেও নাই
জয়িতা খাওয়াক। আমার কাছে গুপন খবর আছে, জয়িতা সাউথইস্ট ব্যাংক থিকা কি কি চেক উঠায়
আহা! কি মজা আবার

আমি তো গরীপ ব্লগার। কুনু শেয়ার ব্যপসা নাই, পুলিশ নাই, জ্বীন নাই, কিচ্ছু নাই।
ওরে জ্বিনের লাগি কান্দেরে

ডাক্তার সাহেবরে কমু, ব্যবস্থা করে দিবে
ধূর যা! আপনেরা থাইকা আমার কি লাভ? এই যে হাভাইত্তার মতোন আড্ডাই, তাও তো একজনরে খুঁজে দিলেন না, গলায় ফাঁসি পড়ামু।
বিভ্রান্ত করনের লাগি আপনেরে মাইনাস না দিয়া মাইর দিমু কি না ভাবতাছি।
কাইন্দ না, জ়িন দিমুনে
জ্বীন আমি চাই না। না না না।
এইটা ভোট চাওয়ার পোষ্ট। চলেন , অন্য পোষ্টে আড্ডাই।
তানবীরারে ভোট দিয়েন কিন্তু, সেও অনেক ভাল মানুষ, প্রিয় মানুষ।
আমি মনে প্রাণে বিশ্বাস করি বাংলা ভাষার সেরা ব্লগার পিয়াল, পিয়ালকে ভোট দিন। সেও নমিনেশন পেয়েছে একটা ক্যাটাগরিতে। আর মেহদীকে ভোট দেওয়া তো দায়িত্বের মধ্যে পড়ে। আর জেবতিক তো ভ্যালোরি নিয়ে কেবল একটা লেখার জন্যই ভোট পাওয়ার দাবীদার। আইরিনও আমাদের নিজেদের মানুষ।
তাহলে কি দাড়ালো আপনারে বাদ দিয়ে সবারে ভোটানো @@@ হাহাহাহাহাহা
ঠিকাছে
শুভ জন্মদিন।
এত সহজে ভোট দেওন যাইবো না। মাসুম ভাই, পিয়াল ভাই, জেবতিক ভাই, আইরিন, তানবীরা কে কি খাইয়াবো আগে জাইনা লই!
বাহ্ দুইজন প্রিয় মানুষকে ভোট দিতে পেরে আনন্দিত। এখন দুইজনই চকলেট খাওয়ান।
শুভ জন্মদিন মাসুম ভাই
মন্তব্য করুন