গুরুর জন্য শুভকামনা
পপগুরু আজম খান গুরুতর অসুস্থ। জিহ্বার নিচে মাংস বেড়ে যাওয়ায় গত ১৫ দিন ধরেই নাকি তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন না, গান গাওয়া তো দূরের কথা। আজ নাকি তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে। শুনলাম তাঁর নাকি ক্যান্সার হয়েছে। কিন্তু ক্যান্সারের খবরটির সত্যতা জানতে পারলাম না এখনও।
খবরটা জানার পর থেকে মনটা খারাপ। একে একে শুধু তাঁর গানই শুনছি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আজম খানের অবদান অনস্বীকার্য। অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তাই শুধু না, ক্যাম্পে এবং যুদ্ধক্ষেত্রে অবিরত গান গেয়ে উদ্বুদ্ধ করেছেন যোদ্ধাদের।
তারপর স্বাধীন বাংলাদেশে শুরু করেছেন নতুন ধরনের সংগীত চর্চা। আজকে যে ব্যান্ড সংগীতের প্রসার সারাদেশে, তা তো এসেছিলো গুরু আজম খানের হাত ধরেই।
আজম খানের গানের কোনও তুলনা আজ পর্যন্তও তৈরি হয়নি। বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে এই গানগুলো আমাদের আনন্দের অংশ। একটা দুটো না, অনেক গান। কটার কথা বলবো?
আজ সবগুলো গান শুনতে ইচ্ছে করছে, কিন্তু সবগুলো তো নেই সঙ্গে
শুনেছি শিল্পীরা একাত্ম হয়েছেন, গুরুর চিকিৎসা সাহায্যার্থে যা কিছু প্রয়োজন সব করবেন তারা। শুনে ভালো লাগছে খুব।
সুস্থ হয়ে উঠুন গুরু। আবার কণ্ঠে তুলে নিন গান। গেয়ে উঠুন "রেল লাইনের ঐ বস্তিতে, জন্মেছিলো একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, হায় আমার বাংলাদেশ..."
আজম খানের মুক্তিযুদ্ধের স্মৃতি সাক্ষাৎকার:
১
২
৩
আজম খানের কিছু নির্বাচিত গান:
ওরে সালেকা ওরে মালেকা
আহা গুরু...
সুস্থতা কামনা করছি। আবার ফিরে আসুন মঞ্চে... গেয়ে উঠুন জীবনের গান
যে কোনো উদ্যোগে পাশে আছি, থাকবো
গুরুর সুস্থতা কামনা করছি। তাঁর গানের জন্য পোষ্টটি প্রিয়তে রেখে দিলাম।
গুরুর ইতিহাস বলে শেষ করা যাবে না ... ব্যান্ড সংগীত যার হাত ধরে আজকের পর্যায়ে তার অসুস্থতায় মনটা খারাপ হয়ে গেল
গুরু.. দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসো
গুরুর দ্রুত সুস্থতা কামনা করছি। একটা সময়ে খুব কাছে থেকে তাকে দেখার সৌভাগ্য হয়েছিল সেই মুগ্ধতা আজও কাটেনি। সব বাদ দিলেও মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা তাঁর সাথে থাকবে। গুরুর সালেকা, মালেকা গানটা আমার এত ভালো লাগে যে একবার ভাবছিলাম মেয়েদুইটার নাম তাই রেখে দেব কি না
দ্রুত সুস্থতা কামনা করছি ।
গুরুর প্রতি অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা। দ্রুত সুস্থ্য হয়ে ফিরে আসুক এই কামনা করি।
গুরু সুস্থ হয়ে উঠুন।
প্রিয়তে রাখলাম পোস্ট।
সকালেই নিউজটা পড়ে মনটা খারাপ হয়েছে। আবার গানে দেখতে চাই গুরুকে।
দ্রুত সুস্থতা কামনা করছি।
আরোগ্য কামনা করছি
আমাদের ভালবাসা রইল।
আমাদের বন্ধু "মেজবাহ যায়াদ' গুরুর সুস্থ্যতায় একটা উদ্দেগ নিতে পারেন।
গুরু'কে আমাদের কাছাকাছি আনা যেতে পারে।
গুরুর সুস্থ্য হয়ে উঠুন
গুরু আজম খানের প্রতি বিনম্র শ্রদ্ধা। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে এই শুভকামনা রইলো।
কালকে পত্রিকায় খবরটা পড়লাম।

গুরুর সুস্থ্যতা কামনা করি। আর, গানের লিংকের জন্য পোস্ট প্রিয়তে।
মন্তব্য করুন