মাইকেল জ্যাকসন, স্যালুট তোমাকে
উন্মাতাল সুর দিয়ে যিনি জীবনভর মাতিয়ে রেখেছিলেন গোটা বিশ্বকে, নাচিয়ে রেখেছিলেন। মাতিয়ে এবং নাচিয়ে রাখবেন আগামী অন্তত আরো অনেক জীবন, তিনি মাইকেল জ্যাকসন। পপ সম্রাট মাইকেল জ্যাকসন। পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যিনি মাইকেলের সুরে মাথা দোলাননি। তার সুরে গেয়ে ওঠেননি-
dont wanna be a boy, you wanna be a man
you wanna stay alive, better do what you can
so beat it, just beat it
You have to show them that you're really not scared
You're playin' with your life, this ain't no truth or dare
They'll kick you, then they beat you,
Then they'll tell you it's fair
So beat it, but you wanna be bad
But They Say The Sky's
The Limit
And To Me That's Really True
And My Friends You Have
Seen Nothin'
Just Wait 'Til I Get Through...
Because I'm Bad
মাইকেল জ্যাকসনকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। সবাই জানে মাইকেল জ্যাকসন কে, কি?
আজকে ২৫ জুন ২০১০ সাল। গতবছর ঠিক এই দিনে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। চলে যান আমাদেরকে ছেড়ে। চলে যান সুরের মায়াজাল ছিঁড়ে। অজস্র ভক্তকে কাঁদিয়ে। তাঁর মৃত্যুতে থমকে যায় পৃথিবী।
এক বছর পেরিয়ে গেছে, কিন্তু মাইকেল জ্যাকসন এখনো বেজে চলেন মনের ভেতরে। বেজে চলবে আজীবন। মাইকেল জ্যাকসট, স্যালুট ইউ
মাইকেল জ্যাকসনের গানগুলো নিয়ে একটা ভিডিও লিঙ্ক
মনে মনে একটা ব্লগ আশা করতেছিলাম মাইকেলরে নিয়ে আজকের দিনে। সকাল থেকে তার গান শুনতেছি। কেমনে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, তবুও আমার বিশ্বাসই হতে মন চায় না যে মাইকেল আর নাই।
রুমন, ধন্যবাদ আপনাকে এই লেখাটির জন্য।
আমিও সকাল থেকেই শুনছি একের পর এক। তখনই মনে হল লিখে ফেলি। আজকের দিনে ব্যানারে মাইকেল জ্যাকসন থাকলে আরো বেশি ভালো লাগতো। মডুরা ভেবে দেখবেন?
ধন্যবাদ মামুন ভাই
পৃথিবীর নিয়মে সব ছেড়ে চলে যেতে হয়, তবে কয়জন আর চিরজীবন বেচে থাকে, তুমি তাদের মধ্যে একজন! মাইকেল জ্যাকসট, স্যালুট ইউ
মাইকেল জ্যাকসন রে নিয়ে আজকে ব্যানার চাই এবিতে।
রুমন কে ধন্যবাদ এই লিখাটার জন্যে।
আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ
আহ মাইকেল... ধন্যবাদ আপনাকে লেখাটার জন্য...
আপনাকেও ধন্যবাদ
নজুভাই, সুন্দর এক্তা ব্যানার বানায়া দেন নে... মডু লাগায়ে ফেলুক
পরশুদিন কোন চ্যানেলে মাইকেল'কে নিয়ে বিশেষ অনুষ্ঠানের বিজ্ঞাপন দেখে এত্তো অবাক হইছিলাম যে বলার মতোন না! বিশ্বাসই হচ্ছিল না ১বছর হয়ে গেছে মাইকেল চলে যাবার... আমি আবার সিওর হয়ে নিলাম চ্যানেল'ওলারা ভুল কছে না তো!!... কিন্তু...
আসলেই মাইকেল জ্যাকসনকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। সবাই জানে মাইকেল জ্যাকসন কে, কি? ...
মাইকেল জ্যাকসনের ব্যানার চাচ্ছি। লিংকসহ চমৎকার লেখা দেয়ার জন্য রুমন ভাইকে ধইন্যাপাতা। কিন্তু এক বছর কুনদিক দিয়া পার হইলো??
১ বছর হয়ে গেছে!!! ধন্যবাদ পোস্টটার জন্য।
গুরু গুরু গুরু
নাচের গুরু
গানের গুরু
তুলনা নাই
যদি জ্যাকসনের মত নাচতে পারতাম!
আমি তাঁর ভক্ত ছিলাম না। তারপরও মনে করলেই খুব খারাপ লাগে। আজকে সকালে হঠাৎ দেখি তাঁর একটা উক্তি-
If you enter this world knowing you are loved and you leave this world
knowing the same, then everything that happens in between can be dealt
with.-michael jackson
আমার চোখে পানি এল।
I'm bad, I'm bad এই গানটা আমার বেশি ভাল্লাগে। নিজের মতোতো তাই
পোষ্টের জন্য আপ্নারে ধন্যবাদ।
বর্ষপূর্তির খবর না শুনলে মনেই হইতো না মাইকেল নাই।
মন্তব্য করুন